Ad Code

Ticker

7/recent/ticker-posts

বুলেট ট্রেন// BULLET TRAIN IN INDIA

 বুলেট ট্রেন// BULLET TRAIN IN INDIA





ভারতে প্রথম বুলেট ট্রেন   তৈরি পরিকল্পনা করা হয় 2017 সালের 14ই সেপ্টেম্বর।এই টি গুজরাটের সবরমতি থেকে মুম্বাই পর্যন্ত যাবে । এটি 509 কিমি দূরত্ব অতিক্রম করে মুম্বাই পৌঁছায়। এই 509কিমির মধ্যে156 কিমি মহারাষ্ট্রের উপর দিয়ে, 351 কিমি গুজরাটের এবং 2কিমি দমন ও দিউ অতিক্রম করে।কিছুটা অংশ সমুদ্রের নীচে দিয়ে যায়। 509 কিমি দূরত্ব মাত্র দুই ঘন্টায় অতিক্রম করে এই ট্রেন যা সাধারণত ট্রেন সময় লাগে 6ঘন্টা। এই প্রজেক্ট টি উদবোধন হবে 75 তম স্বাধীনতা দিবস দিন।এর মাধ্যমে অনেক কর্ম সংস্থান সৃষ্টি হয়েছে। এটি তৈরী করতে খরচ হয় 10800 কোটি টাকা। এর গতিবেগ হবে 250 থেকে 350 কিমি/ ঘন্টা. বুলেট ট্রেনের রুট হলো


দিল্লী মুম্বাই

মুম্বাই চেন্নাই

মুম্বাই নাগপুর

দিল্লি কলকাতা

দিল্লী চন্ডীগড়

দিল্লী নাগপুর

বর্তমানে আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত চলবে।


Reactions

Post a Comment

0 Comments

Ad Code