Ad Code

Ticker

7/recent/ticker-posts

মাধ্যমিক ভূগোল ২০২১ গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উওর

 

 মাধ্যমিক ভূগোল ২০২১ 

গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উওর



জিওগ্রাফিয়াতে স্বাগতম। মাধ্যমিক ২০২১ এর ভূগোলের  সাজেশন । মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২১ (West Bengal WBBSE Madhyamik Geography Suggestion 2021  দশম শ্রেণীর ভূগোল সাজেশন 2021 – প্রশ্ন উত্তর – MCQ প্রশ্নোত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ), সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (Short Question and Answer), ব্যাখ্যাধর্মী বা রচনাধর্মী প্রশ্নোত্তর (descriptive question and answer) দেওয়া হবে। যা আগামী ২০২১ সালের পরীক্ষার জন্য খুবই গুরুত্তবপুর্ন 

প্রশ্ন :- নদীর উচ্চগতিতে ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমি রূপের সচিত্র বর্ণনা দাও ?


উওর :- নদীর উচ্চগতিতে ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ গুলি হলো নিম্নরূপ :- 


i) *গিরিখাত* ও *ক্যানিয়ন* :- অত্যন্ত গভীর ও সংকীর্ণ ইংরেজি ' V ' আকৃতির নদী উপত্যকাকে গিরিখাত বলে । ক্যানিয়ন হলো  শুষ্ক আকৃতির গিরিখাত ।





উৎপত্তি - নদীর পার্বত্যপ্রবাহে যদি কোনো শিলাস্তর অপেক্ষাকৃত কম কঠিন হয় এবং জলপ্রবাহ যদি খুব বেশি হয় , তাহলে নদী নিম্নক্ষয়ের সঙ্গে সঙ্গে পাশের দিকে ক্রমশ ক্ষয়সাধন করতে থাকে ; এর ফলে নদী উপত্যকা খুব সংকীর্ণ ও গভীর আকার ধারন করে এবং 'V' আকৃতির উপত্যকা ও গিরিখাতে পরিণত হয় । অপরদিকে , শুষ্ক অঞ্চলে নদীর কেবল নিম্নক্ষয়ের ফলে উপত্যকা গভীর হয় এবং আকৃতির উপত্যকা বা ক্যানিয়নে পরিণত হয় ।


উদাহরণ :- মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন ।


ii) *জলপ্রপাত* :- কোনো উঁচু অংশ থেকে খাড়া ঢাল বরাবর নীচে পতিত জলপ্রবাহকে জলপ্রপাত বলে ।



উৎপত্তি :- নদীর গতিপথে পর্যায় ক্রমে কঠিন ও কোমল শিলা অবস্থান করলে বৈষম্য মূলক ক্ষয়কার্যের ফলে খাড়া ঢালের সৃষ্টি হয় । এই খাড়াঢালে  জলপ্রপাতের উৎপত্তি ঘটে ।

@ এছাড়া চ্যুতির ফলে সৃষ্ট খাড়া ঢাল বরাবর জলপ্রপাতের উৎপত্তি ঘটে ।

@ পর্বত বা মালভূমি যেখানে সমভূমিতে মেশে সেখানে ঢালের তারতম্য দেখা যায় । এই অংশেও নদীতে জলপ্রপাতের সৃষ্টি হয় ।

@ ঝুলন্ত উপত্যকায় হিমবাহ গলে নদী প্রবাহিত হলে জলপ্রপাত গড়ে ওঠে ।


উদাহরন :- আমেরিকা যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাত এবং ভারতের ধুয়াধর জলপ্রপাত ।


iii) *মন্থকূপ* :- অবঘর্ষ প্রক্রিয়ায় নদীখাতে সৃষ্ট ছোটো ছোটো প্রায় গোলাকার গর্তগুলিকে মন্থকূপ বলে ।



উৎপত্তি :- পার্বত্যাঞ্চলে এবড়ো খেবড়ো বা অসমান নদী পথে জলপাক খেতে খেতে এগাতে থাকে । এই জলের সঙ্গে বাহিত নুড়ি , পাথর , শিলাখন্ড গুলিও পাক খেতে থাকে ও নদী তলদেশে আঘাত করে ( অবঘর্ষ ), প্রায় গোলাকার গর্তের সৃষ্টি করে , এগুলি মন্থকূপ নামে পরিচিত ।


উদাহরন :- জব্বলপুরের পূর্বদিকে গৌর নদীর তলদেশে অনেক মন্থকূপ দেখা যায় ।


iv ) *আবদ্ধ* *শৈলশিরা* :- অনেক সময় পার্বত্য শৈলশিরা গুলিকে দূর থেকে আবদ্ধ বা শৃঙ্খলিত রয়েছে বলে মনে হয় , একে আবদ্ধ শৈলশিরা বলে ।



উৎপত্তি :- উচ্চ পার্বত্য অঞ্চলে শৈলশিরা দ্বারা কোনো নদী বাধা পেলে নদীটি বাধা কাটিয়ে এঁকে বেঁকে প্রবাহিত হলে আবদ্ধ শৈলশিরা গঠিত হয় ।


উদাহরন :- গঙ্গার উর্ধ্বগতিতে আবদ্ধ শৈলশিরা পরিলক্ষিত হয় ।

প্রশ্ন :- বায়ুপ্রবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের সংক্ষিপ্ত বর্ণনা দাও ?


উওর :- মরু অঞ্চলে মাঝে মাঝে যে সামান্য বৃষ্টিপাত হয় তা মুষল ধারে হয়ে থাকে । এর ফলে যে জলধারা সৃষ্টি হয় তা অত্যন্ত বেগবান ও ক্ষণস্থায়ী হয় । হঠাৎ সৃষ্ট এইরূপ জলপ্রবাহকে ফ্লাস ফ্লাড বলে । এই জলের সঙ্গে মরুভূমির সক্ষ্ম বালি মিশে কর্দম প্রবাহ সৃষ্টি হয় । এই জলধারা ও বায়ুর সম্মিলিত কার্যের ফলে মরু অঞ্চলে বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে । 


1) ওয়াদি ( Wadi ) :-

অর্থ :- 'ওয়াদি ' একটি আরবি শব্দ ; যার অর্থ শুষ্ক উপত্যকা ।

● সংজ্ঞা :- মরু অঞ্চলের শুষ্ক নদীখাতগুলিকে ওয়াদি বলে ।

● উৎপত্তি :- মরু অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টির ফলে যে জলধারার সৃষ্টি হয় তা নদীখাতে পরিণত হয় । প্রবাহ পথে জলের দ্রুত অধঃগমন ও অধিক পরিমানে বাষ্পীভবনের কারনে নদীখাতটি শুকিয়ে যায় এবং ওয়াদি গড়ে ওঠে ।

● বৈশিষ্ট্য :- (i) বছরের অধিকাংশ সময় এই নদীখাতগুলি শুষ্ক থাকে । (ii) নদীখাতগুলির দৈর্ঘ্য খুব বেশি হয় না ।

■ উদাহরণ :- আরব মরুভূমির স্থানে স্থানে ওয়াদি দেখতে পাওয়া যায় ।



2) পেডিমেন্ট ( Pediment ) :- 

● অর্থ :- ভূবিজ্ঞানী G.k.Gilbert 1882 সালে প্রথম ' পেডিমেন্ট ' শব্দটি ব্যবহার করেন । এর অর্থ " পাহাড়ের পাদদেশ "( পেডি = পাদদেশ , মেন্ট = পাহাড় )। 

● সংজ্ঞা :- মরু অঞ্চলে পর্বতের পাদদেশের প্রস্তরময় ঈষৎ ঢালু , বিস্তৃর্ণ সমতল ভূমিকে পেডিমেন্ট বলে ।

● উৎপত্তি :- বায়ু ও সাময়িক জলধারার মিলিত কার্যের ফলে মরুভূমির পর্বতের পাদদেশ অঞ্চল ক্ষয়ীভূত হয়ে পেডিমেন্টের উৎপত্তি হয় ।

● বৈশিষ্ট্য :- (i) পেডিমেন্ট ছোটো বড়ো প্রস্তরখন্ড , নুড়ি , কাঁকর দ্বারা গঠিত । (ii) এর গড় ঢাল 1° -- 7° পর্যন্ত হয় ।(iii) এর আকৃতি অবতল প্রকৃতির হয় ।

■ উদাহরণ :- সাহারা মরুভূমিতে এটলাস পর্বতের দক্ষিণ দিকের পাদদেশ অঞ্চলে পেডিমেন্ট দেখা যায় ।



3) বাজাদা ( Bajada ):- 

● অর্থ :- Bajada স্পেনীয় শব্দ " Bahada " থেকে এসেছে । যার অর্থ একাধিক পলল পাখাযুক্ত সমভূমি ।

● সংজ্ঞা :- মরু অঞ্চলে পর্বতের পাদদেশীয় পলল সমভূমিকে বাজাদা বলে ।

● উৎপত্তি :- বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে নুড়ি , বালি , পলি প্রভৃতি ক্ষয়িত পদার্থ বাহিত হয়ে পেডিমেন্টের পরবর্তী অংশে সঞ্চিত হলে বাজাদা গড়ে ওঠে । আবার অনেকের মতে , পর্বতের পাদদেশে একাধিক শঙ্কু পরস্পর সংযুক্ত হয়ে বাজাদা গড়ে ওঠে ।

● বৈশিষ্ট্য :- (i) বাজাদা মূলত সূক্ষ্ম পলি , বালি দ্বারা গঠিত। (ii) এর গড় ঢাল 3° - 4°; (iii) বাজাদা কয়েক কিমি পর্যন্ত বিস্তৃত ।

■ উদাহরণ :- সাহারা , কালাহারি , আরব মরূভূমি পর্বতের পাদদেশে পেডিমেন্টের সঙ্গে বাজাদা দেখা যায় ।



4) প্লায়া ( Playa ):- 

● অর্থ :- স্পেনীয় শব্দ " প্লায়া " এর অর্থ লবণাক্ত হ্রদ ।

● সংজ্ঞা :- মরু অঞ্চলের লবনাক্ত হ্রদগুলিকে প্লায়া বলে ।

● উৎপত্তি :- মরু অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টির কারনে সৃষ্ট একাধিক জলধারা কোনো পর্বতবেষ্টিত অবনত ভূমিতে এসে সঞ্চিত হয়ে প্লায়া হ্রদের সৃষ্টি করে । জলের সাথে অতিরিক্ত লবণ ধুয়ে এসে এই হ্রদে জমা হয় বলে এগুলি লবণাক্ত হয় ।

● বৈশিষ্ট্য :- (i) বছরের অধিকাংশ সময় প্লায়া শুষ্ক থাকে । 

 (ii) শুষ্ক অবস্থায় প্লায়ার উপরি ভাগে লবণের আবরণ দেখা যায় ; একে অ্যালকলি ফ্ল্যাট বলে ।

■ উদাহরণ :- ভারতের রাজস্থানের সম্বর হ্রদ ।

     অধ্যায়ঃ   উপগ্রহ চিত্র  ও  ভূবৈচিত্র্যসূচক মানচিত্রঃ ২ নং এর প্রশ্ন - উত্তর 

। দূর সংবেদন ঃ কোনও বস্তু বা উপাদানকে স্পর্শ না করে ঐ বস্তু বা উপাদানের তথ্য সংগ্রহ করার পদ্ধতিকে বলে দূর সংবেদন। 

বৈশিষ্টঃ ১) বিমান বা কৃত্রিম উপগ্রহের সেন্সরের মাধ্যমে পৃথিবীপৃষ্ঠের চিত্র সংগ্রহ করা

২) কম্পিউটারের মাধ্যমে তথ্য বিশ্লেষণ করে মানচিত্র প্রস্তুত করে। 


২। পিক্সেল ঃ কম্পিউটার স্ক্রিনে আমরা যে ছবি দেখি টা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আলোক বিন্দু নিয়ে গঠিত। এইসব বিন্দুর প্রতিটিকে পিক্সেল বলে। 

৩।উপগ্রহ চিত্র ঃ মহাকাশে স্থাপিত কৃত্রিম উপগ্রহের সেন্সরের সাহায্যে পৃথিবীপৃষ্ঠের উপাদানের প্রতিফলন সংগ্রহ করে যে চিত্র প্রস্তুত করা হয় তাকে উপগ্রহ চিত্র। 


৪। জিওস্টেশনারী উপগ্রহ ঃ সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫০০০ থেকে ৩৬০০০ কিমি উচ্চতায় পৃথিবীর আবর্তন গতির সাথে তাল মিলিয়ে পশ্চিম থেকে পুর্ব দিকে আবর্তিত উপগ্রহগুলিকে জিওস্টেশনারী উপগ্রহ বলে। 


 ৫। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ঃ ভূপৃষ্ঠের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলি জরিপ কার্য করার পর সুনির্দিষ্ট স্কেলে বিভিন্ন প্রতীক চিহ্ন ও রং এর ব্যবহারে নিখুঁতভাবে যে চিত্র প্রস্তুত করা হয় তাকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বলে । 

৬।FCCঃ ভূপৃষ্ঠের উপাদান গুলির প্রকৃত রঙের পরিবর্তে অন্য রং দ্বারা উপগ্রহ চিত্রে দেখানো হলে তাকে FCC বলে। 


 মাধ্যমিক ভূগোল ২০২১  গুরুত্বপূর্ণ  অধ্যায়ভিত্তিক ২ নম্বরের কমন প্রশ্ন 

১) বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ :-


● সংজ্ঞা :- নগ্নীভবন , পর্যায়ন , হিমশৈল , জলবিভাজিকা , ষষ্ঠঘাতের সূত্র , বার্গস্রুন্ড , পেডিমেন্ট , বাজাদা , বার্খান , অশ্বক্ষুরাকৃতি হ্রদ , গৌড় , ধারণ অববাহিকা , ঝুলন্ত উপত্যকা , মন্থকূপ ।

■ পার্থক্যধর্মী  :-  পললশঙ্কু ও পলল ব্যজনী ; জিউগেন ও ইয়ারদাং ; রসেমতানে ও ড্রামলিন ; প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ ।


২) বায়ুমন্ডল  :- 


●সংজ্ঞা :- অ্যালবেডো , ওজোনস্তর বিন্যাসের দুটি কারন , বৈপরীত্য উত্তাপ , ফেরেলের সূত্র , অশ্ব অক্ষাংশ , প্রতীপ ঘূর্ণবাত , পঞ্চিমী ঝঞ্জা , চিনুক , সমবর্ষণ রেখা , শিশিরাঙ্ক ,I.T.C.Z

■ পার্থক্যধর্মী :- এল নিনো ও লা নিনো ; সমুদ্র বায়ু ও স্থল বায়ু ; ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু 


৩) বারিমন্ডল :- 


●সংজ্ঞা :- মগ্নচড়া কী , মগ্নচড়ার বাণিজ্যিক গুরুত্ব , বানডাকা , শৈবাল সাগর , ষড়াষড়ির বান , সমুদ্রস্রোত , অ্যাপোজি ,সিজিগি ।

■ পার্থক্যধর্মী :- ভরা কোটাল ও মরা কোটাল ; মূখ্য ও গৌণ জোয়ার ।


৪) বর্জ্য ব্যবস্থাপনা :- 


● সংজ্ঞা :- স্ক্রাবার , কম্পোস্টিং , তেজস্ক্রিয় বর্জ্য , কৃষিজ বর্জ্য , পৌরসভার বর্জ্য , বর্জ্য ব্যবস্থাপনা , বর্জ্য পুনর্ব্যবহার , চিকিৎসা সংক্রান্ত বর্জ্য , ই - বর্জ্য , 3R / 4R , পরিবেশের উপর বর্জ্যের দুটি প্রভাব ।

  ■পার্থক্যধর্মী :- জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য ; বিষাক্ত ও বিষহীন বর্জ্য ।


৫) ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক বিভাগ  :- 


● সংজ্ঞা :- বহুমুখী নদী পরিকল্পনা , কচ্ছের রন , মালনাদ , আদর্শ নদী , অন্তর্বাহিনী নদী , ধাপচাষ , সমোন্নতি রেখাচাষ , ফালিচাষ , ঝুমচাষ , সামাজিক বনসৃজনের গুরুত্ব , কৃষি বনসৃজনের গুরুত্ব , লু , মৌসুমী বিস্ফোরন , পশ্চিমী ঝঞ্জা , আশ্বিনের ঝড় , আঁধি , কালবৈশাখী , জায়িদ শস্য , তথ্য প্রযুক্তি শিল্প , শিকড় আলগা শিল্প , লিপিং লেন , সোনালী চতুর্ভুজ , স্থিতিশীল উন্নয়ন , জন বিস্ফোরন , জন ঘনত্ব ।

■ পার্থক্যধর্মী :- খারিফ  ও রবি শস্য ; বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল ।


৬) উপগ্রহ চিত্র  ও  ভূবৈচিত্র্যসূচক মানচিত্র  :- 


● সংজ্ঞা :- দূর সংবেদন , পিক্সেল , উপগ্রহ চিত্র , জিওস্টেশনারী উপগ্রহ , ভূবৈচিত্র্যসূচক মানচিত্র , FCC .

■ পার্থক্যধর্মী :- জিও স্টেশনারী ও সান সিনক্রোনাস ।



প্রসাদ সাঁতরা 

জিওগ্রাফিয়া

চলবে.................................................................................।।

Madhyamik Geography Syllabus 2021

অধ্যায়বিষয়
প্রথম অধ্যায়বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
দ্বিতীয় অধ্যায়বায়ু মণ্ডল
তৃতীয় অধ্যায়বারিমণ্ডল
চতুর্থ অধ্যায়বর্জ্য ব্যবস্থাপনা
পঞ্চম অধ্যায়ভারতের প্রাকৃতিক পরিবেশ
ষষ্ঠ অধ্যায়ভারতের অর্থনৈতিক পরিবেশ
সপ্তম অধ্যায়উপগ্রহ চিত্র ও ভূবচিত্র্যসূচক মানচিত্র

Madhyamik 2021 Geography Question Paper Marks Details

The Madhyamik Geography Question Paper will contain 14 marks MCQ questions22 marks very short answer type questions, 12 marks short answer type questions, 12 marks descriptive type questions, 20 marks essay type questions and 10 marks map pointing.

West Bengal Board of Secondary Education (WBBSE) Geography Exam 2021

West Bengal Board of Secondary Education (WBBSE) will organize Madhyamik (10th) Board Examination 2021. Students who are currently studying in Class 10 standard, will have to seat for their first Board Exam Madhyamik 2021. Geography is the first language for many students in the exam.

Best wishes for examination 

জিওগ্রাফিয়া 

আরো পড়ুন:- মাধ্যমিক ২০২১ এর ভূগোল সাজেশন// suggestion of geography for madhyamik in wbbse:- Click Here


Reactions

Post a Comment

0 Comments

Ad Code