Ad Code

Ticker

7/recent/ticker-posts

মাধ্যমিক ২০২১ এর ভূগোল সাজেশন// suggestion of geography for madhyamik in wbbse




 মাধ্যমিক ২০২১ এর ভূগোল সাজেশন 

জিওগ্রাফিয়াতে স্বাগতম। মাধ্যমিক ২০২১ এর ভূগোলের  সাজেশন । মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২১ (West Bengal WBBSE Madhyamik Geography Suggestion 2021  দশম শ্রেণীর ভূগোল সাজেশন 2021 – প্রশ্ন উত্তর – MCQ প্রশ্নোত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ), সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (Short Question and Answer), ব্যাখ্যাধর্মী বা রচনাধর্মী প্রশ্নোত্তর (descriptive question and answer) দেওয়া হবে। যা আগামী ২০২১ সালের পরীক্ষার জন্য খুবই গুরুত্তবপুর্ন । 

(প্রশ্নের মান :- 5 নং ) 5×4 =20 


1st Part :- 


1) নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো ?

2) বায়ুর ক্ষয় / সঞ্চয়কার্যের দ্বারা সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো ?

3) মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো ?

4) পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তন সুন্দরবনের উপর কীরূপ প্রভাব ফেলেছে ---- তা আলোচনা করো ?


2nd Part :- 


1) বায়ুমন্ডলের উষ্নতার তারতম্যের তিনটি কারণ ব্যাখ্যা করো ?

2) নিয়ত বায়ুর সাথে বায়ুচাপ বলয়ের সম্পর্ক আলোচনা করো ?

3) বিশ্ব - উষ্নায়নের প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো ?

4) নিরক্ষীয় বা মৌসুমী জলবায়ুর অবস্থান এবং ইহার বৈশিষ্ট্যগুলি চিত্রসহ আলোচনা করো ?


3rd Part :- 


1) জোয়ার ভাটার সৃষ্টির কারণ গুলি আলোচনা করো ?

2) জনজীবনে জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো ?

3) সমুদ্রস্রোত সৃষ্টির পাঁচটি কারণ আলোচনা করো ?

4) বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ আলোচনা করো ?


4th Part :- 


1) দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ আলোচনা করো ?

2) ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরুপণ করো ?

3) উওর ও দক্ষিন ভারতের নদনদীর মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো ?

4) গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো ?

5) ভারতের পলি ও কৃষ্ন মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো ?

6) বনভূমি / মৃত্তিকা সংরক্ষনের উপায়গুলি আলোচনা করো ?


5th Part :- 


1) ভারতের ধান / গম / আখ / ইক্ষু ও কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক  পরিবেশ বর্ণনা করো ?

2) পূর্ব ও মধ্য ভারতে লৌহ - ইস্পাত শিল্পের উন্নতির কারন আলোচনা করো ?

3) পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারন বর্ণনা করো ?

4) ভারতের জনসংখ্যার বন্টনের তারতম্যের পাঁচটি কারন আলোচনা করো ?

5) ভারতে নগর গড়ে ওঠার কারনসমূহ ব্যাখ্যা করো ?


 প্রসাদ সাঁতরা 

Noted :- পরের সংখ্যায় 2 & 3 নং প্রশ্নের সাজেশন দেওয়া হবে ।  2021 এর মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে -------


Madhyamik Geography Syllabus 2021

অধ্যায়বিষয়
প্রথম অধ্যায়বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
দ্বিতীয় অধ্যায়বায়ু মণ্ডল
তৃতীয় অধ্যায়বারিমণ্ডল
চতুর্থ অধ্যায়বর্জ্য ব্যবস্থাপনা
পঞ্চম অধ্যায়ভারতের প্রাকৃতিক পরিবেশ
ষষ্ঠ অধ্যায়ভারতের অর্থনৈতিক পরিবেশ
সপ্তম অধ্যায়উপগ্রহ চিত্র ও ভূবচিত্র্যসূচক মানচিত্র

Madhyamik 2021 Geography Question Paper Marks Details

The Madhyamik Geography Question Paper will contain 14 marks MCQ questions, 22 marks very short answer type questions, 12 marks short answer type questions, 12 marks descriptive type questions, 20 marks essay type questions and 10 marks map pointing.

West Bengal Board of Secondary Education (WBBSE) Geography Exam 2021

West Bengal Board of Secondary Education (WBBSE) will organize Madhyamik (10th) Board Examination 2021. Students who are currently studying in Class 10 standard, will have to seat for their first Board Exam Madhyamik 2021. Geography is the first language for many students in the exam.

best wishes for examination 

জিওগ্রাফিয়া 


Reactions

Post a Comment

0 Comments

Ad Code