Ad Code

Ticker

7/recent/ticker-posts

সামুদ্রিক প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ Part 2 Marine Process and Landforms

সামুদ্রিক প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ Part 2




53) নিমজ্জিত উপকূল কি?

উঃ- কোনো উপকূলের অংশ বিশেষ বসে গেলে কিংবা সমুদ্রপৃষ্ঠ উত্থিত হলে জলমগ্ন যে উপকূলের সৃষ্টি হয় তাকে নিমজ্জিত উপকূল বলে। যেমন - গুজরাটের খাম্বাত উপসাগর থেকেকে ভাবনগর পর্যন্ত উপকূল।

54) উত্থিত উপকূল কি?

উঃ- প্রবল ভূ-আলোড়নের জন্য যদি কোনো উপকূল বা তার বিস্তীর্ন অংশ উঠে গেলে বা সমুদ্রবক্ষ বসে গেলে তাকে উত্থিত উপকূল বলে। যেমন - ভারতের পূর্ব উপকূল। 

55) রিয়া উপকূল কি?

উঃ- ফানেলের ন্যায় দেখতে যে সকল উপকূলে পর্বত, নদীগুলি উপকূলরেখার সাথে প্রায় সমকোণে মিলিত হয় তাকে রিয়া উপকূল বলে। সাধারনত প্রবল ভূ-সংক্ষোভে নদী উপত্যকা নিমজ্জিত হয়ে এই উপকূলের জন্ম হয়। যেমন - ভারতের কোঙ্কণ উপকূল।

56) ফিয়র্ড উপকূল কি?

উঃ- উচ্চ ভৃগুর মাঝে অবস্থিত দীর্ঘ, সংকীর্ণ, কোণাকৃতি বিশেষ সমুদ্রের অংশকে নিয়ে গঠিত বরফমুক্ত ও নিমজ্জিত  উপত্যকাযুক্ত উপকূলকে ফিয়র্ড উপকূল বলে।

57) পৃথিবীর দীর্ঘতম ফিয়র্ডের নাম কি?

উঃ- গ্রিনল্যান্ডের স্কোরসবি সুন্ড (৩৫০ কিমি দীর্ঘ)। 

58) একটি নিরপেক্ষ উপকূলের উদাহরণ দাও।

উঃ- গাঙ্গেয় বদ্বীপ উপকূল।

59) ডালমেশিয়ান উপকূল কি?

উঃ- উপকূলভূমির সাথে সমান্তরালে অবস্থিত কোনো পার্বত্য অঞ্চলের কিছুটা অংশ অবনমিত হয়ে সমুদ্র গর্ভে নিমজ্জিত হলে তাকে ডালমেশিয়ান উপকূল বলে। যেমন - অ্যাড্রিয়াটিক উপকূল। 

60) যৌগিক উপকূল কি?

উঃ- একাধিক বার উত্থান ও নিমজ্জনের নিদর্শনযুক্ত উপকূলকে যৌগিক উপকূল বলে। যেমন - ভারতের মালাবার উপকূল।

61) ক্লোরাল ব্লিচিং কি?

উঃ- বিভিন্ন কারনে (যেমন - সমুদ্রের জল দূষণ, জলের উষ্ণতা বৃদ্ধি, রোগের প্রাদুর্ভাব) প্রবাল কীটের রঙ ধূসর বা সাদা হয়ে গেলে এবং এর ফলে প্রবালে মৃত্যু ঘটলে তাকে ক্লোরাল ব্লিচিং বলে। 

62) ভারতের বৃহত্তম কয়াল বা ব্যাকওয়াটারের নাম কি?

উঃ- কেরালার ভেম্বানাদ কয়াল।  

63)প্রশমিত উপকূল ভারতের কোথায় দেখা যায়?

উঃ ব্যারেন দ্বীপ, লাক্ষা দ্বীপের উপকূলে।

64)পৃথিবীর দীর্ঘতম ফিয়র্ড উপকূল কোনটি ?

উঃগ্রিনল্যান্ডের নােরবেস্ত ফোর্ড।

65) একটি মাড ফ্ল্যাটের উদাহরণ দাও

উঃ জার্মানির বাল্টিক উপকূলে সৃষ্ট Mudflat বা Tidal Flat 

66) প্রবাল প্রাচীরের ধারণা সর্বপ্রথম কোথা থেকে পাওয়া যায় ?

উঃ 1842 খ্রিস্টাব্দে চার্লস ডারউইনের লেখা ‘The Structure and Distribution of Coral Reef’ বই থেকে প্রথম প্রবাল প্রাচীরের ধারণা পাওয়া যায়।

67) সামুদ্রিক রেনফরেস্ট’ (Rain forest of the Ocean) বলে কাকে?

উ: একসঙ্গে অনেক প্রবাল যখন সারি সারিভাবে অবস্থান করে ওকলােনী গঠন করে, তাকে বলে সামুদ্রিক  রেনফরেস্ট।






Reactions

Post a Comment

0 Comments

Ad Code