Ad Code

Ticker

7/recent/ticker-posts

WBBSE Class 8th GEOGRAPHY chapter 1

 

WBBSE Class 8th GEOGRAPHY chapter 1

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর

WBBSE Class 8th Geography Question and Answer

প্রথম অধ্যায়ঃ পৃথিবীর অন্দরমহল

GEOGRAPHIA_ www.geographia97.blogspot.com ব্লগ পেজে সকলকে স্বাগত। মূলত এই পেজের মাধ্যমে ভূগোলের বিভিন্ন বিষয়ের স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়। যা ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষা ক্ষেত্রে কাজে আসবে। আজ  অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর // WBBSE Class 8th Geography Question and Answer  নিচে দেওয়া হলো। বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর (MCQ, Very Short, Short,  Descriptive Question and Answer) গুলি West Bengal Class VIII Geography Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব গুরুত্তবপুর্ন ।

 

অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8th Geography Questions and Answers

সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – ১ | অষ্টম শ্রেণীর ভূগোল – পৃথিবীর অন্দরমহল (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর

 

1.   ভূপৃষ্ঠের গড় ঘনত্ব—

 

(A) 2.6-3.3 (গ্রাম / ঘন সেমি)

 

(B) 5.0-5.5 (গ্রাম / ঘন সেমি)

 

(C) 11.0 (গ্রাম / ঘন সেমি)

 

(D) 13-14 (গ্রাম / ঘন সেমি)

 

 

2.   পৃথিবীর অন্দরমহল বলতে বোঝায়—

(A) ভূপৃষ্ঠকে

 

(B) কেন্দ্রমন্দল

 

(C) অন্তরিক্ষকে

(D) ম্যান্টেল

 

 

3.   পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা—

(A) 10 °সে

 

(B) 12 °সে

 

(C) 15 °সে

(D)  5 °সে

 

 

 

4.   ভূঅভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে বলে—

(A) ম্যাগমা

 

(B) লাভা

 

(C) আগ্নেয়গিরি

(D) শিলা

 

 

5.   সিয়াল ও সিমা স্তরের মাঝে—

(A) গুটেনবার্গ

 

(B) কনরাড

 

(C) মোহো

 

(D) লেহম্যান বিযুক্তি রেখা দেখা যায়

 

 

6.   ভূত্বক আর গুরুমন্ডলের মাঝে আছে—

(A) কনরাড

 

(B) মোহোরোভিসিক

 

(C) গুটেনবার্গ বিযুক্তি

(D) লেহ ম্যান

 

 

7.   পৃথিবীর কঠিন বহিরাবরণকে বলে—

(A) পাত

 

(B) নিফে

 

(C) ভূপৃষ্ঠ

 

(D) মাটি

 

 

8.   পৃথিবীর কেন্দ্রের চাপ ভূত্বক অপেক্ষা—

(A) 10 লক্ষ গুণ ভারী

 

(B) 30 লক্ষ গুণ ভারী

 

(C) 40 লক্ষ গুণ ভারী

(D) 50 লক্ষ গুণ ভারী

 

 

9.   ‘Journey to the Centre of the Earth’—বইটির লেখকের নাম —

(A) আগাথা ক্রিস্টি

 

(B) জুল ভার্নে

 

(C) মুক রাজ আনন্দ

 

 

10. পৃথিবীর গভীরতম গর্তটি হল—

(A) রবিনসন ডিপ

 

(B) কোলা

 

(C) মারিয়ানা খাত

 

(D) কোনোটিই নয়

 

11. সিয়াল কোন্ শিলা দ্বারা গঠিত—

(A) গ্রানাইট

 

(B) ব্যাসল্ট

 

(C) ডোলেরাইট

(D) সিডেরাইট

 

12. পৃথিবীর গভীরে মানুষ সশরীরে যতটা আজ অবধি পৌঁছোতে পেরেছে তা পৃথিবীর মোট গভীরতার—

(A) দশ শতাংশ

 

(B) এক শতাংশ

 

(C) এক শতাংশও নয়

(D)  ২শতাংশ

13. পৃথিবীর ব্যাসার্ধ হল—

(A) 6720 কিমি

 

(B) 6370 কিমি

 

(C) 6470 কিমি

(D) 6371 কিমি

 

14. পৃথিবীর সৃষ্টি থেকে বর্তমানকাল পর্যন্ত পরিসরকে বলে–

(A) ভূতাত্ত্বিক কাল

 

(B) ভূমিরূপগত কাল

 

(C) ভৌগোলিক  কাল

 

15. পৃথিবীর গভীরতম খনিটি হল—

(A) কয়লার খনি

 

(B) সোনার খনি

 

(C) তামার খনি

 

(D) হীরের খনি

 

16. ভূপৃষ্ঠের গড় ঘনত্ব—

(A) 2.6-3.3 (গ্রাম / ঘন সেমি)

 

(B) 5.0-5.5 (গ্রাম / ঘন সেমি)

 

(C) 11.0 (গ্রাম / ঘন সেমি)

 

(D) 13-14 (গ্রাম / ঘন সেমি)

 

17. বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে—

(A) কনরাড বিযুক্তিরেখা

 

(B) গুটেনবার্গ বিযুক্তিরেখা

 

(C) লেহম্যান বিযুক্তিরেখা

(D) রেপিতিও বিযুক্তিরেখা

 

18. সবচেয়ে দ্রুতগামী ভূমিকম্প তরঙ্গ হল—

(A) P তরঙ্গ

 

(B) S তরঙ্গ

 

(C) L তরঙ্গ

 

(D) W তরঙ্গ

 

19. কেন্দ্রমণ্ডলের পদার্থসমূহ প্রচণ্ড তাপ ও চাপে—

(A) তরল অবস্থায় রয়েছে

 

(B) স্থিতিস্থাপক বা সান্দ্র অবস্থায় রয়েছে

 

(C) কঠিন অবস্থায় রয়েছে

(D)  অস্থিতিস্থাপক অবস্থায় রয়েছে।

 

20. পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব গ্রাম/ঘন সেমি-তে

(A) 10

 

(B) 11

 

(C) 12

(D) 13

 

21. শিলামণ্ডলের বাইরের অংশকে বলে—

(A) ভূত্বক

 

(B) গুরুমন্ডল

 

(C) কেন্দ্রমণ্ডল

(D) Asthenosphere

 

22. পৃথিবীর গড় ঘনত্ব—

(A) 5.52 (গ্রাম / ঘন সেমি)

 

(B) 5.5 (গ্রাম / ঘন সেমি)

 

(C) 5.75 (গ্রাম / ঘন সেমি)

 

(D) 6.01 (গ্রাম / ঘন সেমি)

 

 

23. সবচেয়ে দ্রুতগামী ভূমিকম্প তরঙ্গ হল—

(A) P তরঙ্গ

 

(B) S তরঙ্গ

 

(C) L তরঙ্গ

(D) w তরঙ্গ

 

24. পৃথিবীর মহাসাগরগুলির তলদেশ–

(A) সিলিকা ও ম্যাগনেশিয়াম দিয়ে গঠিত

 

(B) লোহা ও নিকেল দিয়ে গঠিত

 

(C) লোহা ও ম্যাগনেশিয়াম দিয়ে গঠিত

(D) সিলিকা ও অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত

 

 

25. পৃথিবীর কঠিন বহিরাবরণকে বলে—

(A) পাত

 

(B) নিফে

 

(C) ভূপৃষ্ঠ

 

(D) মাটি

 

অতি সংক্ষিপ্ত প্রশ্ন: মান – ১ | অষ্টম শ্রেণীর ভূগোল –  প্রথম অধ্যায়- পৃথিবীর অন্দরমহল প্রশ্ন ও উত্তর |

1.   গুরুমণ্ডল স্তরটি ভূপৃষ্ঠ থেকে _________ কিমি পর্যন্ত বিস্তৃত। Ans. 2900 গ্রাম/ঘন সেমি

 

2.   কোন্ দেশ পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ভূ-তাপ শক্তি উৎপাদন করে? Ans. আমেরিকা যুক্তরাষ্ট্র।

 

3.   ভূ-ত্বকে পদার্থের গড় ঘনত্ব 2.6-3.3 গ্রাম ঘন সেমি। Ans. সত্য

 

4.   গুরুমণ্ডলের কটি অংশ ও কী কী? Ans. দুটি অংশ— (A) নিফেসিমা ও (b) ক্রোফেসিমা।

 

5.   ভূ-ত্বকের গভীরতা মহাদেশগুলিতে বেশি হেগলি কলেজিয়েট স্কুল। Ans. সত্য

 

6.   গুরুমণ্ডলের আনুমানিক উন্নতা প্রায় 5000 সে। Ans. মিথ্যা

 

7.   গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে লেহম্যান বিযুক্তিরেখা। Ans. মিথ্যা

 

8.   ভূগর্ভের গলিত উত্তপ্ত পদার্থ ভূগর্ভের ভিতরে থাকলে ম্যাগমা এবং বাইরে বেরিয়ে আসলে লাভা নামে পরিচিত হয়।  Ans. সত্য

 

9.   সিয়াল স্তরটি সিলিকন ও ম্যাগনেশিয়াম দিয়ে তৈরি। Ans. মিথ্যা

 

10. আগামিদিনে ভারত প্রায় 10,000 মেগাওয়াট ভূ-তাপীয় শক্তি উৎপাদনের ক্ষমতা রাখে । Ans. সত্য

 

11. কোন্ শিলায় প্রধানত মহাদেশীয় ভূত্বক তৈরি হয়? Ans. গ্রানাইট।

 

12. S তরঙ্গ তরল ও অর্ধ-তরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। Ans. মিথ্যা

 

13. ভূত্বকীয় পাতগুলি গড়ে _________ কিমি পুরু। Ans. 70-150

 

14. শীতপ্রধান দেশে বাড়িঘর উষ্ণ রাখতে বায়ুশক্তি ব্যবহৃত হয়। Ans. মিথ্যা

 

15. গুরুমণ্ডল কোন্ কোন্ উপাদান দিয়ে তৈরি? Ans. লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেশিয়াম এবং সিলিকন।

 

16. ভূ-ত্বকের নীচের স্তর ব্যাসল্ট ও ওপরের স্তর হালকা গ্রানাইট শিলায় গঠিত। Ans. সত্য

 

17. শিলামণ্ডলের গভীরতা কত? Ans. 100 কিমি।

 

18. কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রার চেয়ে বেশি। Ans. মিথ্যা

 

19. পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ আছে? Ans. বক্রেশ্বরে

 

20. পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টিকারী ভূঅভ্যন্তরের স্তর কোনটি? Ans. কেন্দ্রমণ্ডল।

 

21. কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া তথ্যানুযায়ী সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব 3.3 গ্রাম/ঘন সেমি। Ans. মিথ্যা

 

22. সিয়াল স্তরটি মূলত গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা দিয়ে গঠিত। Ans. সত্য

 

23. কোর (core) বলতে আসলে কেন্দ্রমণ্ডলকেই বোঝায়। Ans. সত্য

 

24. গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে _________ বিযুক্তিরেখা। Ans. গুটেনবার্গ

 

25. ভূপৃষ্ঠ কাকে বলে? Ans. পৃথিবীর কঠিন বহিরাবরণকে ভূপৃষ্ঠ বলে

 

26. পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় 320 কোটি বছর আগে। Ans. মিথ্যা

 

27. পৃথিবীর অভ্যন্তরের গড় তাপমাত্রা প্রায় 2580 সে। Ans. মিথ্যা

 

28. পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি? Ans. রাশিয়ার কোলা উপদ্বীপের গর্ত।

 

29. ভূ-তাপ শক্তির সাহায্যে আইসল্যান্ড দেশ তার _________ % বিদ্যুৎ চাহিদা মেটায়। Ans. 27

 

30. সিমা স্তরটি _________ শিলা দিয়ে গঠিত। Ans. ব্যাসল্ট।

 

সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 2 | অষ্টম শ্রেণীর ভূগোল – পৃথিবীর অন্দরমহল (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Geography

১. ক্রোফেসিমা ও নিফেসিমা কী?

Ans. পৃথিবীর অভ্যন্তরভাগ বিভিন্ন খনিজ পদার্থ দ্বারা গঠিত। পৃথিবীর অভ্যন্তরভাগ দ্বিতীয় স্তর ম্যান্টল বা গুরুমন্ডল , এই স্তর ক্রোমিয়াম , ফেরাস, সিলিকা এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত । তাই এই স্তরকে ক্রোফেসিমা বলে এবং তৃতীয় স্তর কেন্দ্রমণ্ডল যা নিকেল, ফেরাস , সিলিকা এবং ম্যাগনেশিয়াম প্রভৃতি খনিজ দ্বারা গঠিত তাই স্তরকে নিফেসিমা বলে।

 

২. শিলামণ্ডল কাকে বলে?

Ans ঃ পৃথিবীর বহির্ভাগে পাতলা কঠিন আস্তরণকে ভূপৃষ্ঠ বলে। ভূপৃষ্ঠের অন্য নাম শিলামন্ডল ।

 

 

৩.ভূঅভ্যন্তরের ম্যান্টল বা গুরুমণ্ডল সম্পর্কে কী জানো?

Ansঃ  পৃথিবীর অভ্যন্তরভাগ দ্বিতীয় স্তর ম্যান্টল বা গুরুমন্ডল , এই স্তর ক্রোমিয়াম , ফেরাস, সিলিকা এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। এটি ২৯০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরের ঘনত্ব ৪.৬ গ্রাম/ সেমি3. . গুরুমন্ডলের তাপমাত্রা ২০০০-৩০০০ ড্রিগ্রি সে।

৪.ঘনত্ব কি?

Ansঃ একক আয়তনের পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। প্রতি ঘন সেমি জায়গায় পদার্থের ভর কতটা সেটাই পদার্থের ঘনত্ব।

৫.ম্যাগমা কী?

Ansঃ ভু-গর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে।

৬. লাভা কি?

Ansঃ ভু-গর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে।

৭. ভু-তাপ কি?

Ans ঃ ভূ-তাপ হল একধরনের শক্তি যা পৃথিবী কেন্দ্রে থেকে তাপ ধীরে ধীরে বাইরে দিকে বেরিয়ে আসতে থাকে তাকে ভূ-তাপ শক্তি বলে।

৮. ভু-অভ্যন্তরে অ্যাস্থেনোস্ফিয়ারের অবস্থান কোথায়?

Ans. ভূপৃষ্ঠের নীচে এবং গুরুমন্ডলের উপরে অবস্থান করে

৯. পৃথিবীর অভ্যন্তরে পদার্থগুলি কোথাও তরল আবার কোথাও কঠিন আবার কোথাও অর্ধতরল অবস্থায় থাকে কেন?

Ansঃ স্বাভাবিক নিয়মে পৃথিবীর অভ্যন্তরে যত যাওয়া যায় তত পদার্থের চাপ বাড়ে। চাপ বাড়লে পদার্থের ঘনত্ব বেড়ে যায়। ফলে তাপ ও চাপ বৃদ্ধির কারণে পদার্থগুলি কোথাও তরল আবার কোথাও কঠিন আবার কোথাও অর্ধতরল অবস্থায় থাকে

 

১০. পৃথিবীর অন্দরমহল কোন কোন উপাদান দ্বারা গঠিত?

Ans. পৃথিবীর অন্দরমহল যেসব পদার্থ দ্বারা গঠিত তা হল – সিলিকা, অ্যালুমিনিয়াম,ম্যগনেশিয়াম,ক্রোমিয়াম। ফেরাস,নিকেল প্রভৃতি।

 

১১. ভূঅভ্যন্তরের কেন্দ্রমন্ডল  সম্পর্কে কী জানো?

Ans. পৃথিবীর অভ্যন্তরের তৃতীয় স্তর হল কেন্দ্রমণ্ডল। যা ২৯০০-৬৩৭১ কিমি অর্থাৎ ৩৫০০ কিমি পুরু। এই স্তর নিকেল ও ফেরাস বা লোহা দ্বারা গঠিত, তাই একে নিফে বলে। এর গড় তাপমাত্রা ৫০০০-৬০০০ ড্রিগ্রি হয়ে থাকে। এর ঘনত্ব প্রায় ১৩.১ গ্রাম/ ঘনসেমি হয়।

১২. সিয়াল কী?

Ans: ভূপৃষ্ঠে মহাদেশের নীচে ৬০কিমি অঞ্চলে প্রধানত সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত হয়। এই স্তরকে সিয়াল বলে।

১৩. উষ্ণ প্রস্রবণে ভূগর্ভ থেকে ফুটন্ত জল বের হয় কেন?

Ansঃ ভৌমজল ভূতাপীয় শক্তির সংস্পর্শে এসে ফুটতে শুরু করে। পৃথিবীপৃষ্ঠের ফাটলের মধ্যে দিয়ে সেই জল বাইরে বেরিয়ে আসে।

১৪. বিভিন্ন বিযুক্তিরেখার বর্ণনা দাও?

Ansঃ

1.   ভূ- ত্বক ও গুরুমন্ডলের মাঝে রয়েছে মোহোরভিসিক বা মোহো বিযুক্তিরেখা

2.   সিয়াল ও সিমার মাঝে রয়েছে কনরাড বিযুক্তিরেখা

3.   অন্তঃ ও বহিঃ  গুরুমন্ডল মাঝে রয়েছে রেপিতিও বিযুক্তিরেখা

4.   কেন্দ্রমণ্ডল ও গুরুমন্ডলের মাঝে রয়েছে গুটেনবাগ বিযুক্তিরেখা

5.   অন্তঃ ও বহিঃ কেন্দ্রমন্ডলের মাঝে রয়েছে লেহম্যান বিযুক্তিরেখা

 PDF DOWNLOAD করার নীচে CLICK করুন  

FILE NAME : " পৃথিবীর অন্দরমহল " CLICK HERE 

 

 

Info : Class 8 Geography Suggestion chapter 1   | West Bengal WBBSE Class  VIII (Class 8th) Geography Qustion and Answer Suggestion

অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর  

” অষ্টম শ্রেণীর  ভূগোল –  “ পৃথিবীর অন্দরমহল” – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII  / WB Class 8  / WBBSE / Class 8  Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8 Class 8th / WB Class XII / Class 8 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে www.geographia97.blogspot.com এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Geography Suggestion / Class 8 Geography Question and Answer / Class VIII Geography Suggestion / Class 8 Pariksha Geography Suggestion  / Geography Class 8 Exam Guide  / MCQ , Short , Descriptive  Type Question and Answer  / Class 8 Geography Suggestion  FREE PDF Download) দেওয়া হল ।  

Thank you for visiting this page.

Sayantani Singh

SAYANTANI SINGH Msc, B.Ed

GEOGRAPHIA

www.geographia97.blogspot.com

 GEOGRAPHIA


GEOGRAPHIA

If you want to join my telegram group 

YOU TUBE CHANNEL LET'S LEARN GEOGRAPHY click here



GEOLOGICAL TIME SCALE IN ENGLISH CLICK HERE 

GEOLOGICAL TIME SCALE IN BENGALI  CLICK HERE .

পৃথিবীর অন্দরমহলের বর্ননা click here

interior structure of the earth click here 

KANT GASEOUS HYPOTHESIS CLICK HERE 

কান্টের গ্যাসীয় মতবাদ CLICK HERE


Free note for REMOTE SENSING AND GIS CLICK HERE


NCERT CLASS_6 SHORT NOTE CLICK HERE 

NCERT CLASS _6 SOLUTION CLICK HERE

ICSE class -ix click here

ICSE class -x click here

CLASS 6 WBBSE GEOGRAPHY CLICK HERE

জলবায়ুর শ্রেণীবিভাগপ্রশ্ন-উত্তর click here

REGIONAL THEORIES CLICK HERE

দ্বাদশ শ্রেণী ভূগোল CLICK HERE

CURRENT AFFAIRS CLICK HERE

NOTES OF HUMAN GEOGRAPHY AND AND POPULATION GEOGRAPHY click here


CONTINENTAL DRIFT THEORY BY FB TAYLOR CLICK HERE

CONTINENTAL DRIFT THEORY BY TAYLOR IN BENGALI CLICK HERE

CONTINENTAL DRIFT THEORY BY WEGNER CLICK HERE

CLIMATE OF INDIA CLICK HERE

ভূমিরূপ গঠন কারী প্রক্রিয়া ; উচ্চমাধ্যমিক ভূগোল click here

বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ click here

মহিসঞ্চারন তত্ত্ব click here


Ugc net 2007 june paper 2 geography click here

Ugc net 2006 december paper 2 geography click here

UGC NET GEOGRAPHY 2007 DECEMBER CLICK HERE 

UGC NET GEOGRAPHY 2008 JUNE CLICK HERE

WB CLASS 6 GEOGRAPHY CHAPTER 4 CLICK HERE

UGC NET GEOGRAPHY 2009 JUNE CLICK HERE 

PLATE TECTONIC THEORY CLICK HERE

NCERT CLASS 7 GEOGRAPHY CLICK HERE 

CORAL REEF IN BENGALI NOTE CLICK HERE

CORAL REEF CLICK HERE 

HS GEOGRAPHY CLICK HERE 


 Thank you for visiting this page.we provide geography related study materials on daily basis..

Reactions

Post a Comment

0 Comments

Ad Code