ষষ্ঠ শ্রেণী ভূগোল
চতুর্থ অধ্যায়:- পৃথিবীর আবর্তন
Geographia ,www.geographia97.blogspot.com blog পেজে স্বাগত। আজকে ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ব্লগে প্রশ্ন উত্তরের আকারে দেওয়া হচ্ছে
1) সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে?
উত্তর - স্থির সূর্য কে কেন্দ্র করে পৃথিবী নিজের অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, কিন্তু পৃথিবী থেকে আমরা সূর্য কে প্রতিদিন পূর্ব দিকে উঠতে ও পশ্চিম দিকে অস্ত যেতে দেখি। সূর্যের এই উল্টো দিকে চলন কেই সূর্যের দৈনিক আপাত গতি বলে।
2) কে প্রথম প্রমাণ করেন যে সূর্য সৌরজগতের কেন্দ্রে রয়েছে?
উত্তর - পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস।
3) পৃথিবীর আবর্তন গতি বলতে কি বোঝ?
উত্তর - পৃথিবী তার অক্ষ কে কেন্দ্র করে প্রতিনিয়ত লাট্টু র মতো পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে, একে পৃথিবীর আবর্তন গতি বলে।
4) পৃথিবীর নিজের চারিদিকে একবার আবর্তন করতে কত সময় লাগে?
উত্তর - 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড
5) পৃথিবীর পরিধি কত?
উত্তর - প্রায় 40 হাজার কিমি।
6) পৃথিবীর আবর্তনের বেগ কোথায় সবচেয়ে বেশি ও কোথায় সবচেয়ে কম?
উত্তর - আবর্তনের বেগ নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি ও মেরু অঞ্চলে সবচেয়ে কম।
7) পৃথিবীর কোন গতির ফলে দিন ও রাত হয়?
উত্তর - আবর্তন গতির ফলে
8) পৃথিবীতে দিন ও রাত কিভাবে হয়?
উত্তর - পৃথিবী নিজের চারদিকে পশ্চিম থেকে পূর্বে আবর্তনের সময় পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে সেখানে দিন ও তার বিপরীত অংশে তখন রাত হয়।
9) আন্তর্জাতিক তারিখ রেখা পার হলে সময়ের কি কোনো পরিবর্তন হয়?
উত্তর - না, সময় একই থাকে।
10) স্থানীয় সময় কাকে বলে?
উত্তর - কোন স্থানের মধ্যাহ্ন বা দুপুর 12 টার সময়কে সেই স্থানের স্থানীয় সময় বলে।
11) প্রমাণ সময় কাকে বলে?
উত্তর - কোনো দেশের সমস্ত কাজকর্ম একই সাথে পরিচালনা করার জন্য দেশের মধ্যবর্তী কোন একটি দ্রাঘিমারেখা র স্থানীয় সময় সারা দেশের প্রমাণ সময় হিসাবে ধরা হয় এবং সেই অনুসারেই সমস্ত কাজকর্ম পরিচালিত হয়।
12) কত ডিগ্রি দ্রাঘিমা রেখার স্থানীয় সময় কে ভারতের প্রমাণ সময় ধরা হয়?
উত্তর - 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার স্থানীয় সময় কে ভারতের প্রমাণ সময় ধরা হয়।
13) a.m ও p.m কি?
উত্তর - রাত 12 টার পর থেকে দুপুর 12 টার আগের সময় কে বোঝাতে a.m এবং 12 টার পর থেকে রাত 12 টার আগের সময় কে বোঝাতে p.m বলে।
14) ছায়া বৃত্ত কাকে বলে?
উত্তর - পৃথিবীর যে অংশে দিনের আলো ও রাতের অন্ধকার মিলিত হয়, যেখানে একটি স্পষ্ট বৃত্তাকার সীমারেখা দেখতে পাওয়া যায়, তাকেই ছায়া বৃত্ত বলে।
15) সূর্যোদয়ের আগের সময় কে কি বলে?
উত্তর - ঊষা
16) সূর্যাস্তের পরের কিন্তু সন্ধ্যার আগের সময় কে কি বলে?
উত্তর - গোধূলী
17) পৃথিবী মহাশূন্যে আবর্তন করছে কিন্তু আমরা পৃথিবী থেকে ছিটকে যায় না কেন?
উত্তর - পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য আমরা পৃথিবী থেকে ছিটকে যায় না।
18) পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের কথা প্রথম কে বলেন?
উত্তর - বিজ্ঞানী নিউটন
19) কত ডিগ্রী দ্রাঘিমা রেখা বরাবর আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে?
উত্তর - 180 ডিগ্রি
20) আন্তর্জাতিক তারিখ রেখা পেরিয়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এগিয়ে গেলে দিন বা তারিখ বাড়ে না কমে?
উত্তর - একদিন কমে যায় অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখার পূর্বদিকে 25 তারিখ হলে পশ্চিম দিকে হবে 24 তারিখ।
21) পশ্চিম দিক থেকে আন্তর্জাতিক তারিখ রেখা পেরিয়ে পূর্ব দিকে এলে দিন বা তারিখের কিরূপ পরিবর্তন ঘটে?
উত্তর - একদিন বেড়ে যায়। অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিম দিকে 25 তারিখ হলে পূর্বদিকে হয় 26 তারিখ।
Sayantani Singh
Msc.Geography,B.ed
If you want to join my telegram group
YOU TUBE CHANNEL LET'S LEARN GEOGRAPHY click here
NCERT CLASS_6 SHORT NOTE CLICK HERE
NCERT CLASS _6 SOLUTION CLICK HERE
ICSE class -ix click here
ICSE class -x click here
CLASS 6 WBBSE GEOGRAPHY CLICK HERE
জলবায়ুর শ্রেণীবিভাগপ্রশ্ন-উত্তর click here
REGIONAL THEORIES CLICK HERE
দ্বাদশ শ্রেণী ভূগোল CLICK HERE
CURRENT AFFAIRS CLICK HERE
NOTES OF HUMAN GEOGRAPHY AND AND POPULATION GEOGRAPHY click here
CONTINENTAL DRIFT THEORY BY FB TAYLOR CLICK HERE
CONTINENTAL DRIFT THEORY BY TAYLOR IN BENGALI CLICK HERE
CONTINENTAL DRIFT THEORY BY WEGNER CLICK HERE
CLIMATE OF INDIA CLICK HERE
ভূমিরূপ গঠন কারী প্রক্রিয়া ; উচ্চমাধ্যমিক ভূগোল click here
বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ click here
মহিসঞ্চারন তত্ত্ব click here
Ugc net 2007 june paper 2 geography click here
Ugc net 2006 december paper 2 geography click here
UGC NET GEOGRAPHY 2007 DECEMBER CLICK HERE
UGC NET GEOGRAPHY 2008 JUNE CLICK HERE
0 Comments