Ad Code

Ticker

7/recent/ticker-posts

দ্বাদশ শ্রেণীঃ ভূগোল অধ্যায়ঃ- বায়ুমণ্ডল বিষয়ঃ – জলবায়ুর শ্রেণীবিভাগপ্রশ্ন-উত্তর// question- answer of climate classification

 

দ্বাদশ শ্রেণীঃ ভূগোল  অধ্যায়ঃ- বায়ুমণ্ডল  বিষয়ঃ – জলবায়ুর শ্রেণীবিভাগপ্রশ্ন-উত্তর// question- answer of climate classification

দ্বাদশ শ্রেণীঃ ভূগোল

অধ্যায়ঃ- বায়ুমণ্ডল

বিষয়ঃ – জলবায়ুর শ্রেণীবিভাগ

জলবায়ুর শ্রেণীবিভাগের প্রশ্ন-উত্তর 

সঠিক উত্তর নির্বাচন করে লেখঃ প্রশ্নমান- ১

 

১. জেট বায়ুপ্রবাহ দেখা যায় –

(a) ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে (b) ট্রপোস্ফিয়ারের নিম্নস্তরে (c) স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে (d) স্ট্রাটোপজে

  (a) ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে

 ২. চিলির ভূমধ্যসাগরীয় ঝোপঝাড়ের নাম হলো –

(a) ম্যাটারোল (b) ফিনাস (c) মাকিয়া (d) ম্যাকুইস

 (a) ম্যাটারোল

 ৩. কোপেন জলবায়ুর শ্রেণিবিভাগে Af বলতে বুঝিয়েছেন

(a) মৌসুমি অঞ্চলকে (b) স্টেপ অঞ্চলকে (c) ক্রান্তীয় বৃষ্টি অরণ্যকে (d) ক্রান্তীয় সাভানাকে

  (c) ক্রান্তীয় বৃষ্টি অরণ্যকে

 ৪.’ Doldrums’ দেখা যায় যে অঞলে –

(a) মেরু অঞ্চলে (b) ক্রান্তীয় অঞ্চলে (c) নিরক্ষীয় অঞ্চলে (d) মরু অঞ্চলে

  (c) নিরক্ষীয় অঞ্চলে

 ৫.  ব্রেকফিল্ডার বলতে বোঝায় –

(a) নিয়ত বায়ু (b) তৈলখনি (c) লোহাখনি (d) স্থানীয় বায়ুকে

  (d) স্থানীয় বায়ুকে

 ৬. যে মেঘকে ‘Four O’clock Rain’ বলা হয় –

(a) কিউমুলোনিম্বাস মেঘকে (b) পরিচলন বৃষ্টিকে (c) সিট্রাসকে (d) কিউমুলা মেঘকে

  (a) কিউমুলোনিম্বাস মেঘকে

 ৭. ভূমধ্যসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড় হয় –

(a) শীতকালে (b) গ্রীষ্মকালে (c) বর্ষাকালে (d) শরৎকালে

  (a) শীতকালে

 ৮. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারাবছর যে ঋতু লক্ষ করা যায়

(a) ৩টি (b) ৪টি (c) ২টি (d) ১টি

  (d) ১টি

 ৯. মধ্য অক্ষাংশীয় অঞলে মহাদেশের পশ্চিমে যে জলবায়ু দেখা যায় –

(a) নিরক্ষীয় (b) ক্রান্তীয় মৌসুমি (c) ভূমধ্যসাগরীয় (d) ক্রান্তীয় সাভানা

  (c) ভূমধ্যসাগরীয়

 ১০. নিরক্ষীয় অঞলে বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ –

(a) ২৩°সে. (b) ২৬°সে. (c) ২৯°সে. (d) ৩৫°সে.

  (b) ২৬°সে.

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [মান –১ ]

 

১. পৃথিবীর উষ্ণতম স্থানের নাম কি?

উত্তর- আল - আজিজিয়া

২. পৃথিবীর সর্বাধিক বজ্রপাত কোথায় হয়?

উত্তর- জাভা দ্বীপের বোগোর অঞ্চলে , বছরে ৩২২ দিন বজ্রপাত হয়।

৩. 4o clock rain কোন অঞ্চলে দেখা যায়?

উত্তর -  নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে

৪. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কি ধরনের বৃষ্টিপাত হয়?

উত্তর- পরিচলন পদ্ধতিতে বৃষ্টি হয়

৫. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কি ধরনের বনভূমি রয়েছে?

উত্তর-  ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য .

৬. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন সময় বৃষ্টি হয়?

উত্তর- শীতকালে দক্ষিণ – পশ্চিম ও উত্তর – পশ্চিম পশ্চিমাবায়ু ও নাতিশীতোষ্ণ ঘুর্নবাতের ফলে ৭৫% বৃষ্টি হয়।

৭.উত্তর আমেরিকার ক্যালিফর্নিয়ায় কি ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়?.

উত্তর – ভূমধ্যসাগরীয় জলবায়ু

৮.আবহাওয়া বিজ্ঞানী কোপেন “B” দ্বারা কি সুচিত করেন?

উত্তর- শুষ্ক জলবায়ুকে

৯. জিওস্ট্রফিক বায়ু কোথায় লক্ষ করা যায়?

উত্তর – উর্ধধ আকাশে চাপজনিত শক্তি ও কোরিওলিস বল সমান হওয়ায় এই বায়ুর সৃষ্টি হয় বা লক্ষ করা যায়।

১০. খামসিন কী?

উত্তর – আফ্রিকা মহাদেশের মিশরে প্রবাহিত এক প্রকার উষ্ণ-শুষ্ক স্থানীয় বায়ুকে বলা হয় খামসিন।

১১. ফিনবস কী?

উত্তর – দক্ষিণ আফ্রিকায় ছোটো ছোটো ফুলে ঢাকা যে ঝোপঝাড় জন্মায় তাদের স্থানীয় ভাষায় বলা হয় ফিনবস।

১২. জলবায়ু কাকে বলে?

উত্তর – আবহাওয়ার বিভিন্ন উপাদান যথা উয়তা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ প্রভৃতির 30–35 বছরের গড় অবস্থাকে বলা হয় জলবায়ু।

১৩. হ্যারিকেন কোথায় কোথায় লক্ষ করা যায় ?

উত্তর – পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, মেক্সিকো উপকূল, উত্তর আটলান্টিক, এবং উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে।

১৪. জলবায়ু কীভাবে নির্ণয় করা হয়?

উত্তর – প্রধানত উষ্ণতা ও বৃষ্টিপাতের সমতা লক্ষ করেই জলবায়ু অঞল নির্ণয় করা হয়।

১৫. নিরক্ষীয় জলবায়ু এশিয়ার কোথায় দেখা যায় ?

উত্তর – দক্ষিণ-পূর্ব এশিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মায়ানমারের দক্ষিণে।

১৬. সীমান্ত কী?

উত্তর – দুটি সম্পূর্ণ বিপরীতধর্মী বায়ুপুঞ্জের মধ্যবর্তী স্থানকে বলা হয় সীমান্ত।

 

দ্বাদশ শ্রেণীঃ ভূগোল  অধ্যায়ঃ- বায়ুমণ্ডল  বিষয়ঃ – জলবায়ুর শ্রেণীবিভাগপ্রশ্ন-উত্তর// question- answer of climate classification

দ্বাদশ শ্রেণীঃ ভূগোল  অধ্যায়ঃ- বায়ুমণ্ডল  বিষয়ঃ – জলবায়ুর শ্রেণীবিভাগপ্রশ্ন-উত্তর// question- answer of climate classification

বিশ্লেষণ বা বর্ণনাভিত্তিক প্রশ্নোত্তর [ মান-৭  ]

 

১.মৌসুমি বায়ুর উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তার প্রধান কারণ কী ?

২. মৌসুমি বিস্ফোরণ কী ? মৌসুমি জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো।

 

 

৩. নিরক্ষীয় জলবায়ু অঞল সম্পর্কে সংক্ষেপে লেখো। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞলে অধিকাংশ বৃষ্টিপাত শীতকালে হয় কেন ? নিরক্ষীয় অঞ্চলে সর্বদা পরিচলন বৃষ্টিপাত হয় কেন?

৪.কোপেনের জলবায়ুর শ্রেণিবিভাগ করে সংক্ষেপে আলোচনা করো।.


আরো পড়ুন


ষষ্ঠ শ্রেণী ভূগোল প্রথম অধ্যায় :- click here

ষষ্ঠ শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় :- click here

উচ্চমাধ্যমিক ভূগোল – দ্বাদশ শ্রেণী টেস্ট পেপার  (প্রশ্ন ও উত্তর) | click here

Ncert :- click here


ICSE class 9 click here

ICSE class 10 click here


সপ্তম শ্রেণীর এক্টিভিটি টাস্ক click here
Reactions

Post a Comment

0 Comments

Ad Code