ষষ্ঠ শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায়//Class 6_west bengal board_geography_Chapter 2
Geographia তে স্বাগত। এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা study materials তৈরি করা হয় । সঙ্গে pdf দেওয়া হয়। এখানে ষষ্ঠ শ্রেণির ভূগোল প্রথম অধ্যায় "পৃথিবী কি গোল অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হলো।
পৃথিবী কি গোল
1) পৃথিবীর গড় ব্যাসার্ধ কত ?
উত্তর - 6400 কিমি
2) জিয়ড কি?
উত্তর - পৃথিবী উপর ও নিচে কিছুটা চাপা ও মধ্য ভাগ স্ফীত হওয়ায় অনেক সময় আমরা পৃথিবীকে কমলালেবু বা ন্যাস্পতির আকৃতির সাথে তুলনা করে থাকি। কিন্তু এগুলির সাথে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসল পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, যাকে ইংরেজিতে জিয়ড বলে।
3) পৃথিবীর পরিধি কত?
উত্তর - প্রায় 40,000 কিমি।
4) পৃথিবীর মেরুব্যাসের পরিমাণ কত?
উত্তর - 12714 কিমি
5) পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের পরিমাণ কত ?
উত্তর - 12756 কিমি।
6) মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাসের পার্থক্য কত?
উত্তর - 42 কিমি বেশি
7) পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর - মাউন্ট এভারেস্ট, উচ্চতা প্রায় 8,848 মিটার
8) পৃথিবীর গভীরতম স্থানের নাম কি?
উত্তর - প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। গভীরতা প্রায় 11888 মিটার।
9) গোলাকার পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা পড়ে যায় না কেন?
উত্তর- পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আমাদের তার কেন্দ্রের দিকে টেনে রেখেছে বলে, আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে পড়ে যায় না।
10) পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ কোথায় সবচেয়ে বেশি এবং কোথায় সবচেয়ে কম হয়?
উত্তর - পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ মেরু অঞ্চলে সবচেয়ে বেশি এবং নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে কম হয়। এই জন্য কোন বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বেশি হয়।
11) নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ বেশি কেন?
উত্তর - নিরক্ষীয় অঞ্চল মেরু অঞ্চলের তুলনায় কিছুটা স্ফীত হওয়ায়, নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের পরিমাণ কম ও মেরু অঞ্চলে বেশি সময়।
12) ম্যাগিলান কোন দেশের নাবিক ছিলেন?
উত্তর - পর্তুগিজ দেশের
13) ম্যাগিলান কিভাবে প্রমাণ করেন যে পৃথিবী গোল?
উত্তর - পর্তুগিজ নাবিক ম্যাগেলান 1519 সালে পাঁচটি জাহাজ নিয়ে ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হতে থাকেন। এভাবে একই দিকে যেতে যেতে তিনি একসময় আবার সেই একই বন্দরেই ফিরে আসেন, যেখান থেকে তিনি তার যাত্রা শুরু করেন। এই ভাবেই প্রমাণিত হয় যে পৃথিবী গোল।
14) কিভাবে প্রমাণিত হয় যে পৃথিবী গোল?
উত্তর - ক) খোলা মাঠ বা ফাঁকা কোন স্থান থেকে সামনের দিকে তাকালে এমন একটা জায়গা আমাদের চোখে পড়ে, যেখানে মনে হয় আকাশ ও মাঠ মিলিত হচ্ছে, যাকে আমরা দিগন্ত রেখা বলে থাকি। পৃথিবী গোলাকার না হলে এই রকম দিগন্ত রেখার সৃষ্টি হত না।
খ) চন্দ্র গ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর যে গোলাকার ছায়া পড়তে দেখা যায়, তার থেকেও প্রমাণিত হয় যে পৃথিবী গোল। কারণ যে বস্তুর আকার যে রকম হয় তার ছায়াও সেই রকম হয়ে থাকে।
গ) পৃথিবীর সব জায়গায় একই সাথে সূর্যের আলো পড়ে না, যা প্রমাণিত করে যে পৃথিবী গোল। কারণ পৃথিবী চ্যাপ্টা বা সমতল হলে সব জায়গায় একই সাথে সূর্যের আলো পড়তো।
@GEOGRAPHIA
” উচ্চমাধ্যমিক ভুগোল (প্রাকৃতিক) অষ্টম অধ্যায় – জলবায়ুর শ্রেণিবিভাগ ” একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় উচ্চমাধ্যমিক পরীক্ষায় (Higher Secondary – HS) এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে। সে কথা ভেবেই GEOGRAPHIA-www.geographia97.blogspot.com এর পক্ষ থেকে উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর (Higher Secondary Geography Exam Guide) উপস্থাপনের প্রচেষ্টা করা হয়েছে । ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের , এটা কাজে আসবে।
স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম www.geographia97.blogspot.com । এর প্রধান উদ্দেশ্য ষষ্ট শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয় এবং গ্রাডুয়েশনের ভূগোল বিষয়কে সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্ট পড়ার জন্য। এই ভাবেই www.geographia97.blogspot,com এর পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ব্যবহার করুন এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।
আরো পড়ুন
উচ্চমাধ্যমিক ভূগোল – দ্বাদশ শ্রেণী টেস্ট পেপার (প্রশ্ন ও উত্তর) | click here
0 Comments