ষষ্ঠ শ্রেণীর ভূগোল //WBBSE Class 6th Geography
জল-স্থল-বাতাস (পঞ্চম অধ্যায়)
www.geographia97.blogspot.com এ স্বাগত। ষষ্ঠ শ্রেণীর ভূগোল //WBBSE Class 6th Geography ষষ্ঠ শ্রেণীর ভূগোল //WBBSE Class 6th Geography নিচে দেওয়া হলো। এই ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – WBBSE Class 6 Geography Questions and Answers, Suggestion, Notes – থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 6th Six VI Geography Examination – পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব গুরুত্তবপুর্ণ।
কিছু গুরুত্বপুর্ণ প্রশ্ন ও উত্তর
1. পৃথিবীর বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর টি হল - ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার
উত্তর - ট্রপোস্ফিয়ার
2. বায়ুমন্ডলের যে স্তরে মেঘ, ঝর বৃষ্টি হয়, সেটি হল - ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার
উত্তর - ট্রপোস্ফিয়ার
3. প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা হ্রাস পায় - 6.3⁰ c / 6.4⁰ c / 6.5⁰ সেলসিয়াস হারে
উত্তর - 6.4⁰ সেলসিয়াস হারে
4. জেটপ্লেন গুলি চলাচল করে - ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার দিয়ে
উত্তর - স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে
5. সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে - ওজোন স্তর / বায়ু স্তর / অক্সিজেন স্তর
উত্তর - ওজোন স্তর
6. ওজোন স্তর দেখা যায় - আয়নো স্ফিয়ারে / মেসো স্ফিয়ারে / স্ট্র্যাটোস্ফিয়ারে
উত্তর - স্ট্র্যাটোস্ফিয়ারে
7. বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে - স্ট্র্যাটোস্ফিয়ার / আয়নোস্ফিয়ার / এক্সস্ফিয়ার থেকে
উত্তর - আয়নোস্ফিয়ার থেকে
8. মহাকাশ স্টেশন গুলো অবস্থান করে - স্ট্র্যাটোস্ফিয়ারে / আয়নোস্ফিয়ারে / এক্সস্ফিয়ারে
উত্তর - এক্সস্ফিয়ারে
9. পৃথিবীর সবচেয়ে বাইরের পাতলা শক্ত আস্তরণ কে বলে - ভূত্বক / গুরুমন্ডল / কেন্দ্র মন্ডল
উত্তর - ভূত্বক
10. পৃথিবীর সাগর, মহাসাগর - বায়ুমন্ডল / শিলামণ্ডল / বারিমন্ডলের অন্তর্গত
উত্তর - বারিমন্ডলের অন্তর্গত
11. পৃথিবী কে বলা হয় - নীল গ্রহ / লাল গ্রহ / সবুজ গ্রহ
উত্তর - নীল গ্রহ
12. 50 কোটি বছর আগের পৃথিবীর অখন্ড মহাদেশ কে বলে - প্যান্থালাসা / প্যাঞ্জিয়া / গ্লোব
উত্তর - প্যাঞ্জিয়া
13. প্যানজিয়ার ভাঙ্গন শুরু হয় - 20 / 30 / 35 কোটি বছর আগে
উত্তর - 20 কোটি বছর আগে
14. মহাদেশ সঞ্চালনের মূল কারণ - ভূমিকম্প / জোয়ার ভাটার শক্তি / পরিচলন স্রোত
উত্তর - পরিচলন স্রোত
15. পৃথিবীর বৃহত্তম মহাদেশ হল - এশিয়া / ইউরোপ / আফ্রিকা
উত্তর - এশিয়া
16. যে দুটি মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলা হয় - এশিয়া ও আফ্রিকা / আফ্রিকা ও ইউরোপ / ইউরোপ ও এশিয়া মহাদেশকে
উত্তর - ইউরোপ ও এশিয়া মহাদেশকে
17. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ - উত্তর আমেরিকা / ইউরোপ / আফ্রিকা
উত্তর - আফ্রিকা
18. পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম - থরv/ আটাকামা / সাহারা
উত্তর - সাহারা মরুভূমি
19. পৃথিবীর দীর্ঘতম নদীর নাম - ব্রহ্মপুত্র / নীলনদ / ইয়াং সিকিয়াং নদী
উত্তর - নীলনদ
20. পৃথিবীর দীর্ঘতম নদীর নীলনদ অবস্থিত - দক্ষিণ আমেরিকা / আফ্রিকা / ইউরোপ মহাদেশ
উত্তর - আফ্রিকা মহাদেশ
21. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম হল - আফ্রিকা / ওশিয়ানিয়া / আন্টার্কটিকা
উত্তর - ওশিয়ানিয়া মহাদেশ
22. পৃথিবীর বৃহত্তম নদী হল - ইয়াংসিকিয়াং / মিসিসিপি মিসৌরি /আমাজন
উত্তর - আমাজন নদী
23. পৃথিবীর দক্ষিণ মেরু কে ঘিরে অবস্থান করছে - আন্টার্কটিকা / ইউরোপ / উত্তর আমেরিকা মহাদেশ
উত্তর - আন্টার্কটিকা মহাদেশ
24. পৃথিবীতে মহাসাগরের সংখ্যা - 5 টি / 6 টি / 7 টি
উত্তর - 5 টি
25. পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর হল - প্রশান্ত মহাসাগর / ভারত মহাসাগর / সুমেরু মহাসাগর
উত্তর - সুমেরু মহাসাগর
26.দক্ষিণ গঙ্গোত্রী কবে, কোথায় ও কেন স্থাপিত হয়েছে?
উত্তর- 1982 সালের জানুয়ারি অ্যান্টার্কটিকায় ভারতের প্রথম গবেষণাকেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী স্থাপিত হয়েছে।
27.পৃথিবীর শীতলতম স্থান কোনটি?
উত্তর- অ্যান্টার্কটিকায় রাশিয়ার গবেষণাকেন্দ্র ভস্তক (উষ্ণতা –89.2 °সে)।
28.অ্যান্টার্কটিকার প্রবল তুষারঝড় কী নামে পরিচিত?
উত্তর- ব্লিজার্ড
29. পেঙ্গুইনের ঠান্ডা লাগে না কেন?
উত্তর- চামড়ার নীচে পুরু চর্বি থাকে বলে
30.বরফের নীচে সুড়ঙ্গ বানিয়ে অ্যান্টার্কটিকায় বসবাস করে কোন্ প্রাণী?
উত্তর- সিলমাছ।
31. কুমেরু বিন্দু থেকে কত ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত অ্যান্টার্কটিকা মহাদেশ অবস্থিত?
উত্তর- 60° অক্ষরেখা পর্যন্ত।
32.কোন্ জাতীয় পেঙ্গুইন সবথেকে বড়ো হয়? (এক কথায় উত্তর দাও)
উত্তর - এম্পেরর পেঙ্গুইন ।
সঠিক উত্তর নির্বাচন কর।
১.পৃথিবীর ছাতা’বলা হয় যে স্তরকে—
(A) ট্রপোস্ফিয়ারকে
(B) ওজোন স্তরকে
(C) মেসোস্ফিয়ারকে
(D) এক্সোস্ফিয়ারকে
Ans. B
২.বাড়িতে ব্যবহূত হয় এমন একটি জিনিস যা থেকে ওজোনস্তরের ক্ষতি হয়, সেটি হল—
(A) সুগন্ধি দ্রব্য
(B) খাবারের মোড়ক
(C) টেলিভিশন
(D) ভাঙা কাঁচের টুকরো
Ans. A
৩. পৃথিবীর বাইরের অংশের নাম –
(A) গুরুমণ্ডল
(B) শিলামন্ডল
(C) ভূত্বক
Ans. C
৪. পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা প্রধান দুটি গ্যাস হল—
(A) অক্সিজেন ও হাইড্রোজেন
(B) অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড
(C) নাইট্রোজেন ও অক্সিজেন
Ans. C
৫. প্রতিদিন গড়ে পৃথিবীর দিকে ছুটে আসা উল্কার সংখ্যা প্রায়
(A) 10
(B) 15
(C) 20
(D) 30 হাজার কোটি
Ans. A
৬. পৃথিবীর বৃহত্তম নদী হল –
(A) আমাজন
(B) নীলনদ
(C) মিসিসিপি
(D) গঙ্গা
Ans. A
৭. ট্রপোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম—
(A) হোমোস্ফিয়ার
(B) থার্মোস্ফিয়ার
(C) স্ট্র্যাটোস্ফিয়ার
(D) এক্সোস্ফিয়ার
Ans. C
৮. বায়ুমণ্ডলের ঝড় ও বৃষ্টিবহুল স্তর হল –
(A) ট্রপোস্ফিয়ার
(B) স্ট্রাটোস্ফিয়ার
(C) মেসোস্ফিয়ার
(D) থার্মোস্ফিয়ার
Ans. A
৯. পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ হল—
(A) কানজঙ্ঘা
(B) মাউন্ট এভারেস্ট
(C) K2
(D) কিলিমাঞ্জারো
Ans. B
১০. বায়ুমণ্ডলের সাথে যুক্ত নয় এমন স্তর হল—
(A) শান্তমণ্ডল
(B) ওজোনমণ্ডল
(C) কেন্দ্রমণ্ডল
(D) ক্ষুব্ধমণ্ডল
Ans. C
১১. অস্ট্রেলিয়া যে মহাদেশের অন্তর্গত—
(A) এশিয়া
(B) আফ্রিকা
(C) ওশিয়ানিয়া
(D) ইউরোপ
Ans. C
১২. আন্দিজ যে ধরনের পর্বতশ্রেণি—
(A) প্রাচীন ভঙ্গিল
(B) নবীন ভঙ্গিল
(C) স্থাপ পর্বত
(D) ক্ষয়জাত পর্বত
Ans. B
১৩. ভুপৃষ্ঠের ওপরে শিলা আর মাটি দিয়ে তৈরি হয়েছে—
(A) গুরুমণ্ডল
(B) শিলামন্ডল
(C) শান্তমন্ডল
(D) বায়ুমণ্ডল
Ans. B
১৪. পৃথিবীতে প্রথম প্রাণের উপস্থিতি পাওয়া যায়—
(A) জলে
(B) স্থলে
(C) আকাশে
(D) ভূগর্ভে
Ans. A
১৫. যে স্তরে বেতারতরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে তা হল
(A) আয়নোস্ফিয়ার
(B) মেসোস্ফিয়ার
(C) এক্সোস্ফিয়ার
(D) স্ট্রাটোস্ফিয়ার
Ans. A
১৬. পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশ্রেণি হল—
(A) হিমালয়
(B) আন্দিজ
(C) রকি
(D) আল্পস
Ans. B
১৭. পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা প্রধান দুটি গ্যাস হল—
(A) অক্সিজেন ও হাইড্রোজেন
(B) অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড
(C) নাইট্রোজেন ও অক্সিজেন
Ans. C
১৮. সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে—
(A) ওজোন
(B) আর্গন
(C) জেনন
(D) হিলিয়াম গ্যাস
Ans. A
১৯. পৃথিবীর দীর্ঘতম নদী হল—
(A) আমাজন
(B) নীলনদ
(C) মিসিসিপি
(D) গঙ্গা
Ans. B
২০. পৃথিবীর মোট জলের 97 শতাংশ রয়েছে—
(A) হিমবাহের মধ্যে
(B) সমুদ্রের জল হিসেবে
(C) ভৌমজল হিসেবে
(D) বায়ুমণ্ডলের মধ্যে
Ans. B
২১. পৃথিবীর বাইরের অংশের নাম –
(A) গুরুমণ্ডল
(B) শিলামন্ডল
(C) ভূত্বক
Ans. C
২২. পৃথিবীতে প্রথম প্রাণের উপস্থিতি পাওয়া যায়—
(A) জলে
(B) স্থলে
(C) আকাশে
(D) ভূগর্ভে
Ans. A
২৩. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল—
(A) এশিয়া
(B) আফ্রিকা
(C) ইউরোপ
(D) উত্তর আমেরিকা
Ans. B
২৪. ওজোনস্তর নষ্ট হলে পৃথিবী—
(A) ঠান্ডা হবে
(B) উষ্ণ হবে
(C) একই থাকতে ধবংস হবে
Ans. B
২৫.পৃথিবীর বাইরের অংশের নাম –
(A) গুরুমণ্ডল
(B) শিলামন্ডল
(C) ভূত্বক
Ans. C
২৬. প্রতিদিন গড়ে পৃথিবীর দিকে ছুটে আসা উল্কার সংখ্যা প্রায়
(A) 10
(B) 15
(C) 20
(D) 30 হাজার কোটি
Ans. A
২৭. পৃথিবীতে মোট উদ্ভিদ প্রজাতি রয়েছে—
(A) 30 হাজার
(B) 35 হাজার
(C) 40 হাজার
(D) 50 হাজার
Ans. B
২৮.শিলা ক্ষয় পেয়ে চূর্ণবিচূর্ণ হয়ে—
(A) জল
(B) মাটি
(C) বায়ু
(D) পাহাড় তৈরি হয়
Ans. B
২৯.মহাদেশগুলির নিজ অবস্থান থেকে সরে যাওয়াকে বলে—
(A) মহীসরণ
(B) পরিচলন
(C) মহীখাত
(D) পাত সলন
Ans. A
৩০. পৃথিবীর মোট জলের 97 শতাংশ রয়েছে—
(A) হিমবাহের মধ্যে
(B) সমুদ্রের জল হিসেবে
(C) ভৌমজল হিসেবে
(D) বায়ুমণ্ডলের মধ্যে
Ans. B
৩১. আমাদের মহাদেশগুলি বছরে—
(A) 2-20 সেমি
(B) 10 সেমি
(C) 20-40
(D) 50-60 সেমি করে সরছে
Ans. A
৩২. এশিয়া ও ইউরোপ মহাদেশ দুটি একত্রে
(A) ইন্দোনেশিয়া
(B) ইউরেশিয়া
(C) মালয়েশিয়া
(D) পলিনেশিয়া নামে পরিচিত
Ans. B
৩৩. ভূ-অভ্যন্তরের সাথে যুক্ত নয় এমন স্তর হল—
(A) স্থলমন্ডল
(B) গুরুমণ্ডল
(C) কেন্দ্রমণ্ডল
(D) ভূত্বক
Ans. A
৩৪.পৃথিবীর বাইরের অংশের নাম –
(A) গুরুমণ্ডল
(B) শিলামন্ডল
(C) ভূত্বক
Ans. C
৩৫. ভূপৃষ্ঠ থেকে উর্ধে 10000 কিমি পর্যন্ত প্রসারিত গ্যাসীয় আবরণকে বলে—
(A) জলমণ্ডল
(B) শিলামন্ডল
(C) বায়ুমণ্ডল
(D) গুরুমণ্ডল
Ans. C
৩৬. একটি বিষাক্ত গ্যাস হল
(A) অক্সিজেন
(B) হাইড্রোজেন
(C) কার্বন মনোক্সাইড
Ans. C
৩৭. পৃথিবীর দীর্ঘতম নদী হল—
(A) আমাজন
(B) নীলনদ
(C) মিসিসিপি
(D) গঙ্গা
Ans. B
৩৮.শিলা ক্ষয় পেয়ে চূর্ণবিচূর্ণ হয়ে—
(A) জল
(B) মাটি
(C) বায়ু
(D) পাহাড় তৈরি হয়
Ans. B
৩৯.পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ—
(A) এশিয়া
(B) ওশিয়ানিয়া
(C) উত্তর আমেরিকা
Ans. B
৪০.বায়ুমণ্ডলের প্রধান উপাদান হল গ্যাসীয় পদার্থ, জলীয়বাষ্প এবং
(A) ক্রোমিয়াম
(B) লোহা
(C) নিকেল
(D) ধূলিকণা
Ans. D
সায়ন্তনী সিং
If you want to join my telegram group
YOU TUBE CHANNEL LET'S LEARN GEOGRAPHY click here
NCERT CLASS_6 SHORT NOTE CLICK HERE
NCERT CLASS _6 SOLUTION CLICK HERE
ICSE class -ix click here
ICSE class -x click here
CLASS 6 WBBSE GEOGRAPHY CLICK HERE
জলবায়ুর শ্রেণীবিভাগপ্রশ্ন-উত্তর click here
REGIONAL THEORIES CLICK HERE
দ্বাদশ শ্রেণী ভূগোল CLICK HERE
CURRENT AFFAIRS CLICK HERE
NOTES OF HUMAN GEOGRAPHY AND AND POPULATION GEOGRAPHY click here
CONTINENTAL DRIFT THEORY BY FB TAYLOR CLICK HERE
CONTINENTAL DRIFT THEORY BY TAYLOR IN BENGALI CLICK HERE
CONTINENTAL DRIFT THEORY BY WEGNER CLICK HERE
CLIMATE OF INDIA CLICK HERE
ভূমিরূপ গঠন কারী প্রক্রিয়া ; উচ্চমাধ্যমিক ভূগোল click here
বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ click here
মহিসঞ্চারন তত্ত্ব click here
Ugc net 2007 june paper 2 geography click here
Ugc net 2006 december paper 2 geography click here
UGC NET GEOGRAPHY 2007 DECEMBER CLICK HERE
UGC NET GEOGRAPHY 2008 JUNE CLICK HERE
WB CLASS 6 GEOGRAPHY CHAPTER 4 CLICK HERE
0 Comments