Ad Code

Ticker

7/recent/ticker-posts

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভূগোল_PART 1

 

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভূগোল_PART 1

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রশ্ন উত্তর – মাধ্যমিক ভূগোল_PART 1 

 GEOGRAPHIA_www.geographia97.blogspot.com  এই ব্লগ পেজে স্বাগত। এই পেজে ভূগোলের বিভিন্ন বিষয়ের স্টাডি মেতেরিয়াল দেওয়া হয়ে থাকে।যা ছাত্র ছাত্রীদের পক্ষে বিশেষ উপযোগী। আজ মাধ্যমিক ভূগোল( reduce syllsbus wise) কিছু গুরুত্বপুর্ন প্রশ্ন দেওয়া হল। 

v শূন্যস্থান পূরণ করো :

১. দুই নদী অববাহিকাকে যে ________ পৃথক করে তাকে বলে জলবিভাজিকা।

উত্তরঃ উচ্চভূমি

 

২. নদীপ্রবাহ পরিমাপের একক হল ________ ।

উত্তরঃ কিউসেক

 

৩। পার্বত্য অঞ্চলে নদীর গতিপথে আড়াআড়িভাবে চ্যুতি থাকলে সৃষ্টি হয় ________ ।

উত্তরঃ জলপ্রপাত

 

৪. পার্বত্যপ্রবাহে নদীর গতিপথে সৃষ্টি হয়_________।

উত্তরঃ গিরিখাত

 

৫. পার্বত্য অংশে নদী যেটুকু অংশ অধিকার করে আছে তাকে বলে _________।

উত্তরঃ পার্বত্য প্রবাহ

 

৬. পার্বত্য অংশে নদীর নিম্নক্ষয় প্রধানত ________ প্রক্রিয়ায় ঘটে ।

উত্তরঃ অবঘর্ষ

 

৭. ভারতের ________অঞ্চলে গিরিখাত দেখা যায়।

উত্তরঃ লাদাখ

 

৮. জলপ্রপাতের ঢাল বেশি হলে তাকে ________ বলে ।

উত্তরঃ ক্যাটারাক্ট

 

৯. পৃথিবীর দীর্ঘতম নদী ________।

উত্তরঃ নীল

 

১০. পৃথিবীর বৃহত্তম নদী ________ ।

উত্তরঃ আমাজন

 

১১. ________ নদী পৃথিবীর সর্বাধিক জল বহন করে ।

উত্তরঃ আমাজন

 

১২. নিউমুর, ঘোড়ামারা দ্বীপগুলির নিমজ্জনের প্রধান কারণ_________ ।

উত্তরঃ সমুদ্র জলতলের উত্থান

 

১৩. পুনর্যৌবন লাভের ফলে নিকবিন্দুতে সৃষ্ট একটি জলপ্রপাত হল_______।

উত্তরঃ দশম

 

১৪. উত্তরাখণ্ড রাজ্যে বদ্রীনাথের নিকট ঋষিগঙ্গা উপত্যকা একটি _______এর উদাহরণ।

উত্তরঃ ঝুলন্ত উপত্যকার

 

১৫. রাজস্থানের থর মরুভূমির _______ হ্রদ একটি প্লায়া হ্রদ।

উত্তরঃ সম্বর

 

১৬. মরুভূমির শুস্ক নদীখাতকে _______ বলে।

উত্তরঃ ওয়াদি

 

সত্য/মিথ্যা নিরুপণ করো :

1.   পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ ক্ষয়। সত্য

2.   হিমরেখার ওপর নদীর কাজ শুরু হয়। মিথ্যা

3.   মিসিসিপি নদীর বদ্বীপ অনেকটা পাখির পায়ের মতো দেখতে। সত্য

4.   সরস্বতী নদীতে গঠিত গারসোপ্পা ভারতের উচ্চতম জলপ্রপাত। মিথ্যা

5.   চিনের হোয়াংহো অববাহিকায়, ফ্রান্সের রাইন অববাহিকায়, আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি-মিসৌরি অববাহিকায় লোয়েস সমভূমি দেখা যায়। সত্য

6.   নদীর উচ্চগতিতে একটি বিশিষ্ট ভূমিরূপ হল মন্থকূপ। সত্যঅবঘর্ষ এবং ঘর্ষণে নদীখাতে গর্তের সৃষ্টি হয়। সত্য

7.   সমুদ্রতল হল ক্ষয়ের শেষ সীমা। সত্য

8.   গোদাবরীকে ভারতের আদর্শ নদী বলা হয়। মিথ্যা

9.   কলোরাডো নদীতে গ্র্যান্ড ক্যানিয়ন দেখা যায়। সত্য

10.            গিরিখাত এবং ক্যানিয়নে নিম্নক্ষয়ের তুলনায় পার্শ্বক্ষয় বেশি হয়। মিথ্যা

11.            নিম্নগতিতে নদীর দুই পাশে স্বাভাবিক বাঁধ তৈরি হয়। সত্য

12.            পৃথিবীতে গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি মরুভূমির প্রসারণের কোনো কারণই নয়। মিথ্যা

13.            Great Green wall হল সাহারা মরুভূমির দক্ষিণপ্রান্তে 7,000km দীর্ঘ ও 15km প্রশস্ত একটি গাছের প্রাচীর। সত্য

14.            মধ্যগতিতে জলস্রোতের বেগ কমে যাওয়ায় মিয়েন্ডারের সৃষ্টি হয়। সত্য

বামস্তম্ভ ও ডানস্তম্ভ মেলাও

শক্তি সমূহ

গঠিত ভূমিরূপ

(i) নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ

(a) সার্ক

(ii) বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ

(iii) হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ

(b) ‘I’ আকৃতির উপত্যকা

(c) এস্কার

(iv) হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট  ভূমিরূপ

(d) বদ্বীপ

(v) বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ

(e) বাজাদা

(vi) নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ

(f) গৌর

 

উত্তরঃ 1. (i)-(b), (ii)-(e), (iii)-(a), (iv)-(c), (v)-(f), (vi)-(d)

 

বামস্তম্ভ ডানস্তম্ভ

 

(i) বৃহদাকার বাখানকে বলা হয়।

(a) অ্যাডোব

 

(ii) আমেরিকায় লোয়েস সমভূমিকে বলা হয়।

(b) পেডিমেন্ট

 

(iii) দুই বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে বলা হয়

(c) ধান্দ

 

(iv) বায়ু ও জলধারার ফলে সৃষ্ট শিলাময় সমভূমি

(d) ওয়ার্ডস

 

(v) রাজস্থানের থর মরুভূমিতে প্লায়াকে বলে

(e) করিডর

 

উত্তরঃ (i)-(d), (ii)-(a), (iii)-(e), (iv)-(b), (v)-(c),

 

 

একটি বা দুটি শব্দে উত্তর দাও :

১। নদীর উৎস অঞ্চলের অববাহিকাকে কী বলে?

উত্তরঃ ধারণ অববাহিকা

২। হালকা ও অতিসূক্ষ্ম তুষারকণাকে কী বলে?

উত্তরঃ নেভে

৩। নেভে জমাটবদ্ধ হয়ে বরফের মাঝামাঝি অবস্থার সৃষ্টি হলে তাকে কী বলে ?

উত্তরঃ ফির্ন

৪। বদ্বীপের ‘ডেল্টা’ নামকরণ কে করেন?

উত্তরঃ হেরোডেটাস

৫। পৃথিবীর দীর্ঘতম নদী খাঁড়ি কোনটি?

উত্তরঃ ওব নদীর খাঁড়ি

৬। ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি ?

উত্তরঃ গঙ্গা নদীর অববাহিকা

৭। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কী বলে?

উত্তরঃ ক্যানিয়ন

৮। পিরামিড চূড়া সুইস আল্পসে কী নামে পরিচিত?

উত্তরঃ হর্ন

৯। ভার্ব কী?

উত্তরঃ কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে ভার্ব বলে।

১০। কোন্ দেশকে ‘ফিয়র্ডের দেশ’ বলে?

উত্তরঃ নরওয়েকে

১১। আউটওয়াশ প্লেনে সৃষ্ট গর্তগুলিকে কী বলে?

উত্তরঃ কেটল

১২। প্রথম কে, কত খ্রিস্টাব্দে ‘ইনসেলবার্জ নামকরণ করেন?

উত্তরঃ ভূতত্ত্ববিদ পাসার্জ, 1904 খ্রিস্টাব্দে

১৩। বায়ুর অপসারণের ফলে সৃষ্ট গর্তকে থর মঙ্গোলিয়ায় কী বলে?

উত্তরঃ প্যাং কিয়াং হলো

১৪। গউড বা গাসি কী?

উত্তরঃ সিফ বালিয়াড়ির মধ্যে যে করিডর থাকে তাকে সাহারায় গউড বলে।

১৫। বোর্নহার্ডট কী?

উত্তরঃ ইনসেলবার্জ আরও ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথাবিশিষ্ট ঢিবিতি পরিণত হলে তাকে বলে বোর্নহার্ডট।

১৬। একটি শীতল মরুভূমির নাম করো।

উত্তরঃ গোবি মরুভূমি

১৭। সাহারা মরুভূমির সবচেয়ে বড়ো ইয়ারদাঙ কোথায় দেখা যায়?

উত্তরঃ তিবেস্তিতে

 

১৮। বার্খানয়েড কী ?

উত্তরঃ পাশাপাশি অবস্থিত বাখান বালিয়াড়িগুলি পরস্পরযুক্ত হয়ে গেলে বৃহৎ বাখান গড়ে ওঠে, তাকে বাখার্নয়েড বলে।


GEOGRAPHIA

If you want to join my telegram group 

Click here

FOR DOWNLOAD THE PDF 

1. FILE NAME: climate of india

2.FILE SIZE: 2.2mb

3. DOWNLOAD FILE: CLICK HERE 



YOU TUBE CHANNEL LET'S LEARN GEOGRAPHY click here



GEOLOGICAL TIME SCALE IN ENGLISH CLICK HERE 

GEOLOGICAL TIME SCALE IN BENGALI  CLICK HERE .

পৃথিবীর অন্দরমহলের বর্ননা click here

interior structure of the earth click here 

KANT GASEOUS HYPOTHESIS CLICK HERE 

কান্টের গ্যাসীয় মতবাদ CLICK HERE


Free note for REMOTE SENSING AND GIS CLICK HERE


NCERT CLASS_6 SHORT NOTE CLICK HERE 

NCERT CLASS _6 SOLUTION CLICK HERE

ICSE class -ix click here

ICSE class -x click here

CLASS 6 WBBSE GEOGRAPHY CLICK HERE

জলবায়ুর শ্রেণীবিভাগপ্রশ্ন-উত্তর click here

REGIONAL THEORIES CLICK HERE

দ্বাদশ শ্রেণী ভূগোল CLICK HERE

CURRENT AFFAIRS CLICK HERE

NOTES OF HUMAN GEOGRAPHY AND AND POPULATION GEOGRAPHY click here


CONTINENTAL DRIFT THEORY BY FB TAYLOR CLICK HERE

CONTINENTAL DRIFT THEORY BY TAYLOR IN BENGALI CLICK HERE

CONTINENTAL DRIFT THEORY BY WEGNER CLICK HERE

CLIMATE OF INDIA CLICK HERE

ভূমিরূপ গঠন কারী প্রক্রিয়া ; উচ্চমাধ্যমিক ভূগোল click here


Reactions

Post a Comment

0 Comments

Ad Code