Ad Code

Ticker

7/recent/ticker-posts

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ_ষষ্ঠ শ্রেণী_ভূগোল_চতুর্থ অধ্যায়_জল স্থল বাতাস//WBBSE Class 6 geography chapter 4

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ_ষষ্ঠ শ্রেণী_ভূগোল_চতুর্থ অধ্যায়_জল স্থল বাতাস

★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★






 1) বায়ু মন্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?

উত্তর - নাইট্রোজেন 

2) বায়ু মন্ডলে অক্সিজেনের পরিমাণ কত?
উত্তর - প্রায় 21 শতাংশ

3) পৃথিবীর বায়ুমণ্ডল কে কয়টি স্তরে ভাগ করা হয় ও কি কি?
উত্তর - পাঁচটি, যথা - ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার। 

4) বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি?
উত্তর - ট্রপোস্ফিয়ার

5) ট্রপোস্ফিয়ারের প্রতি হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে কিরূপ হারে তাপমাত্রা হ্রাস পায়? 
উত্তর - 6.4 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়।

6) ট্রপোস্ফিয়ারের পরবর্তী স্তরের নাম কি?
উত্তর - স্ট্রাটোস্ফিয়ার

7) ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি কত?
উত্তর - ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। 

8) স্ট্রাটোস্ফিয়ার বিস্তৃতি কত কিলোমিটার?
উত্তর - ট্রপোস্ফিয়ারের উর্ধ্বসীমা থেকে প্রায় 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্ট্রাটোস্ফিয়ার বিস্তৃত রয়েছে। 

9) বায়ুমন্ডলের কোন স্তরে মেঘ, ঝড়-বৃষ্টি প্রভৃতি সংঘটিত হয়ে থাকে?
উত্তর - ট্রপোস্ফিয়ারে

10) বায়ুমন্ডলের কোন স্তরকে শান্ত স্তর বলে? 
উত্তর - স্ট্রাটোস্ফিয়ার কে

11) জেট প্লেন গুলি বায়ুমন্ডলের কোন স্তর দিয়ে যাতায়াত করে?
উত্তর - স্ট্রাটোস্ফিয়ার দিয়ে

12) স্ট্র্যাটোসস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা ( বাড়ে/কমে)?
উত্তর - বাড়ে

13) বায়ুমণ্ডলের কত কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের স্তর লক্ষ্য করা যায়?
উত্তর - নিম্ন স্ট্যাটাসফিয়ারের 20-25 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের স্তর লক্ষ্য করা যায়।

14) স্ট্রাটোস্ফিয়ার অবস্থিত ওজোন স্তরটি কিভাবে আমাদের রক্ষা করে? 
উত্তর - বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার এ অবস্থিত ওজোন স্তরটি সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদের তার ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে। 

15) স্ট্রাটোস্ফিয়ার এর পরবর্তী স্তরের নাম কি?
উত্তর - মেসোস্ফিয়ার 

16) মেসোস্ফিয়ার এর বিস্তৃতি কত কিলোমিটার? 
উত্তর - স্ট্রাটোস্ফিয়ারের উর্ধ্বসীমা থেকে 80 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলীয় অংশকে মেসোস্ফিয়ার বলে।

17) মেসোস্ফিয়ার এর পরবর্তী স্তরের নাম কি?
উত্তর - থার্মোস্ফিয়ার

18) থার্মোস্ফিয়ার এর আরেক নাম কি?
উত্তর - আয়নোস্ফিয়ার

19) বায়ুমন্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আসে বলে আমরা রেডিও শুনতে পাই? 
উত্তর - আয়োনোস্ফিয়ার থেকে

20) বায়ুমন্ডলের সর্বশেষ স্তর এর নাম কি?
উত্তর - এক্সোস্ফিয়ার

21) কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থিত?
উত্তর - এক্সোস্ফিয়ারে

22) কত বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে?
উত্তর - আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে

23) পৃথিবীর অভ্যন্তর ভাগ কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি ?
উত্তর - তিন ভাগে -  ভূত্বক, গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডল

24) ভূত্বক কাকে বলে?
উত্তর - পৃথিবীর সবথেকে বাইরের শক্ত পাতলা আবরণ কে ভূত্বক বলে।

25) নীল গ্রহ কাকে বলে?
উত্তর - পৃথিবী কে

26) পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? 
উত্তর - পৃথিবীর প্রায় চার ভাগের তিন ভাগই জল, মাত্র এক ভাগ স্থল ভাগ। তাই মহাকাশ থেকে পৃথিবী কে দেখলে নীল রঙের দেখায় বলে পৃথিবীকে নীল গ্রহ বলা হয়।

27) পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয় (জলভাগে/স্থলভাগে)?
উত্তর - প্রায় 30 কোটি বছর আগে জলভাগে প্রথম প্রাণের সৃষ্টি হয়।

28) পৃথিবীতে মোট জলের শতকরা কত ভাগ সমুদ্রের জল?
উত্তর -  97% 

29) প্যানজিয়া কি?
উত্তর - আজ থেকে প্রায় 50 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত ভূখন্ড একত্রিত হয়ে একটি বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করতো, যাকে মহা মহাদেশ বা প্যাঞ্জিয়া বলা হয়।

30) প্যান্থালাসা কি?
উত্তর - প্যানজিয়া কে ঘিরে যে বিশাল সমুদ্র অবস্থান করে তাকে মহা মহাদেশ বা প্যান্থালাসা  বলে।

31) মহাদেশ সঞ্চালন এর মূল কারণ কি? 
উত্তর - গুরুমন্ডল এ সৃষ্ট পরিচলন স্রোত মহাদেশ গুলির সঞ্চারণ এর মূল কারণ।

32) পৃথিবীতে মোট কয়টি মহাদেশ রয়েছে?
উত্তর - সাতটি

33) পৃথিবীর সাত টি মহাদেশের নাম উল্লেখ করো?
উত্তর - এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা , ইউরোপ ও ওশিয়ানিয়া।

34) পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি?
উত্তর - এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম মহাদেশ

35) পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম কি?
উত্তর - আফ্রিকা

36) পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি?
উত্তর - ওশিয়ানিয়া

37) পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি?
উত্তর - আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমি

38) ইউরোপ ও এশিয়া মহাদেশকে একত্রে কি বলে?
উত্তর - ইউরেশিয়া

39) পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশের নাম কি?
উত্তর - আন্টার্কটিকা

40) পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি?
উত্তর - আফ্রিকা মহাদেশের নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী।

41) কোন মহাদেশের দেশের সংখ্যা সবথেকে বেশি?
উত্তর - আফ্রিকা মহাদেশে 

42) পৃথিবীর শুষ্কতম শীতল মরুভূমির নাম কি?
উত্তর - দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়া মরুভূমি 

43) পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি?
উত্তর - দক্ষিণ আমেরিকার আমাজন নদী

44) কোন মহাদেশে পৃথিবীর সবথেকে বেশি মানুষ বসবাস করে?
উত্তর - এশিয়া মহাদেশে

45) পৃথিবীর কয়টি মহাদেশ ও কি কি?
উত্তর - পাঁচটি, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর,  সুমেরু মহাসাগর ও কুমেরু মহাসাগর।

46) পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? 
উত্তর - প্রশান্ত মহাসাগর

47) পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম কি? 
উত্তর - আটলান্টিক মহাসাগর

48) পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরের নাম কি?
উত্তর - সুমেরু মহাসাগর

49) পৃথিবীর মহাসাগর গুলিকে বড় থেকে ছোট সাজাও।
উত্তর:- প্রশান্ত, আটলান্টিক ভারত কুমেরু ও সুমেরু মহাসাগর।
★★★★★★★★■■■■■■■■★★★★★★★★★★

Sayantani Singh Msc Geography B.Ed.

আরো পড়ুন

Ncert short note chapter 1 click here

Ncert solution chapter 1 click here

Ncert short note chapter 2 click here

Ncert Solution chapter 2 click here

NCERT short note chapter 3 click here

NCERT SOLUTION CHAPTER 3 CLICK HERE

NCERT CHAPTER 4 CLICK HERE

If you want to join my telegram group 

Click here

Read more:-

ICSE class -ix click here

ICSE class -x click here

উচ্চমাধ্যমিক ভূগোল – দ্বাদশ শ্রেণী টেস্ট পেপার  (প্রশ্ন ও উত্তর) | click here

Free note for REMOTE SENSING AND GIS CLICK HERE


সপ্তম শ্রেণীর এক্টিভিটি টাস্ক click here

জলবায়ুর শ্রেণীবিভাগপ্রশ্ন-উত্তর click here

@GEOGRAPHIA

         চতুর্থ অধ্যায়_জল স্থল বাতাস একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়  সে কথা ভেবেই GEOGRAPHIA-www.geographia97.blogspot.com এর পক্ষ থেকে উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর (Higher Secondary Geography Exam Guide) উপস্থাপনের প্রচেষ্টা করা হয়েছে । ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের , এটা কাজে আসবে।

    স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম www.geographia97.blogspot.com । এর প্রধান উদ্দেশ্য ষষ্ট শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয় এবং গ্রাডুয়েশনের ভূগোল বিষয়কে  সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা।

        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্ট পড়ার জন্য। এই ভাবেই www.geographia97.blogspot,com এর পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ব্যবহার  করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।



Reactions

Post a Comment

0 Comments

Ad Code