উচ্চমাধ্যমিক ভূগোল – দ্বাদশ শ্রেণী টেস্ট পেপার 2021 (প্রশ্ন ও উত্তর) | @ জিওগ্রাফিয়া // HS GEOGRAPHY TEST PAPER SOLUTION MCQ 2021
নিম্নলিখিত প্রশ্ন – উত্তর গুলি ২০২০-২০২১ সালের টেস্ট পেপার সমাধান
AC-225
PAGE
১।
যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় --- আরোহণ
২।
“টেরারোসা” কি জাতীয় মৃত্তিকা --- লাল মৃত্তিকা
৩।ভৌমজলের
প্রধান উৎস – বৃষ্টিপাত
৪।
মৃত্তিকার কোন স্তরে হিউমাস থাকে?- A স্তরে
৫।
একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল – ল্যাটেরাইট মাটি
৬।
মাটির প্রধান পুষ্টি মৌল হল – ফসফরাস
৭।
জলবায়ু অঞ্চল নির্ণয়ের মূল ভিত্তি হল ---- উষ্ণতা ও বৃষ্টিপাত
৮।
এল_নিনো শব্দের অর্থ – দুষ্টু ছেলে
৯।
তুষারপাত সহ অতিশীতল বায়ুপ্রবাহ হল – ব্লিজার্ড
১০।
কোপেনের Af প্রতীক যে প্রকার জলবায়ুরকে নির্দেশ করে – নিরক্ষীয় জলবায়ু
১১।
যে জলবায়ুতে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় – নিরক্ষীয় বৃষ্টি অরণ্য
১২।
আদিম জীবিকাসত্ত্বাভিত্তিক কৃষি ব্যবস্থা হল – স্থানান্তর কৃষি
১৩।
জীববৈচিত্র্য সংরক্ষণের সাথে যুক্ত – IUCN
১৪।
সবুজবিপ্লবের জনক বলা হয় – স্বামীনাথনকে
১৫।
শিকড় আলগা শিল্প বলা হয় ---
১৬।গ্রামীণ
ও পৌর বসতির মিশ্রিত রূপকে ----কনারবেশন বলে
১৭।
ভারতে সর্বাধিক জনঘনত্ব পুর্ন রাজ্য হল --- বিহার ( ১১২৯ জন প্রতি বর্গ কিমিতে )
১৮।
শিল্পের ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন – ওয়েবার
১৯।
ভারতে নীল বিপ্লব যে পণ্যের সাথে যুক্ত তা হল--- মাছ
২০।কোনও
দেশের জম্নহার ও মৃত্যুহার প্রায় সমান হলে তাকে – শুন্য জনসংখ্যা বলে
২১।
ভারতে উদিয়মান শিল্প বলে --- পেট্রোরসায়নকে
AC – ১২৯ PAGE
২২।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতে নারী ও পুরুষের অনুপাত – ৯৪০/১০০০
২৩।
ভারতে প্রথম পাটকল স্থাপিত হয়--- রিষড়ায়
২৪।
ভারতে শ্বেত বিপ্লবের জনক – ডঃ ভার্গিস কুরিয়েন
২৫।
একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হল --- কচুরিপানা
২৬।
যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক দেখা যায় – ক্রান্তীয় বৃষ্টি অরণ্য
২৭।
অগ্ন্যুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হল --
২৮।
প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে – হ্যামলেট
২৯।
ভারতে সর্বাধিক পরিযান ঘটে—গ্রাম থেকে শহরে
৩০।
শিল্প স্থানিকতাড় ন্যুনতম ব্যয় তত্ত্বটিড় প্রবর্তক হলেন -- ওয়েবার
৩১।
মিলেট যে কৃষিপ্রণালীর প্রধান ফসল তা হল – শুষ্ক কৃষি
৩২।
মৌসুমি বায়ু হল এক প্রকারের – সামরিক বায়ু
৩৩।
হিউমাস সমৃদ্ধ মাটির রং হল--- ধুসর
৩৪।
নিরক্ষীয় অঞ্চলের একটি বৈশিষ্ট্য হল ---- পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত
৩৫।জেট
বায়ুপ্রবাহ দেখা যায় – উদ্ধ ট্রপোস্ফিয়ারে
৩৬।শুস্ক
কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হল--- ৭৫ সেমি
৩৭।দক্ষিণ
চিন সাগরে উদ্ভুত ঘুর্নবাতকে বলা হয় – টাইফুন
৩৮।ওজোন
স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হল – ক্লোরোফ্লুওরোকার্বন
৩৯।
ভারতে উদিয়মান শিল্প বলে --- পেট্রোরসায়নকে
৪০।
দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়ে উঠে তা হল- -- L/T আকৃতির
৪১।
২০১১ সালের জনগণনা অনুসারে ভারতে সর্বাধিক জনবহুল রাজ্য হল – উত্তরপ্রদেশ
৪২।
পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেনি – ভাদদারায়
0 Comments