Ad Code

Ticker

7/recent/ticker-posts

উচ্চমাধ্যমিক ভূগোল – দ্বাদশ শ্রেণী টেস্ট পেপার (প্রশ্ন ও উত্তর) | @ জিওগ্রাফিয়া // HS GEOGRAPHY TEST PAPER SOLUTION MCQ 2021

 


উচ্চমাধ্যমিক ভূগোল – দ্বাদশ শ্রেণী টেস্ট পেপার 2021   (প্রশ্ন ও উত্তর) | @ জিওগ্রাফিয়া // HS GEOGRAPHY TEST PAPER SOLUTION MCQ 2021 

নিম্নলিখিত প্রশ্ন – উত্তর গুলি ২০২০-২০২১ সালের টেস্ট পেপার সমাধান


AC-225 PAGE

১। যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় --- আরোহণ

২। “টেরারোসা” কি জাতীয় মৃত্তিকা  --- লাল মৃত্তিকা

৩।ভৌমজলের প্রধান উৎস – বৃষ্টিপাত

৪। মৃত্তিকার কোন স্তরে হিউমাস থাকে?- A স্তরে

৫। একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল – ল্যাটেরাইট মাটি

৬। মাটির প্রধান পুষ্টি মৌল হল – ফসফরাস  

৭। জলবায়ু অঞ্চল নির্ণয়ের মূল ভিত্তি হল ---- উষ্ণতা ও বৃষ্টিপাত

৮। এল_নিনো শব্দের অর্থ – দুষ্টু ছেলে

৯। তুষারপাত সহ অতিশীতল বায়ুপ্রবাহ হল – ব্লিজার্ড

১০। কোপেনের Af প্রতীক যে প্রকার জলবায়ুরকে নির্দেশ করে – নিরক্ষীয় জলবায়ু

১১। যে জলবায়ুতে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় – নিরক্ষীয় বৃষ্টি অরণ্য

১২। আদিম জীবিকাসত্ত্বাভিত্তিক কৃষি ব্যবস্থা হল – স্থানান্তর কৃষি

১৩। জীববৈচিত্র্য সংরক্ষণের সাথে যুক্ত – IUCN

১৪। সবুজবিপ্লবের জনক বলা হয় – স্বামীনাথনকে

১৫। শিকড় আলগা শিল্প বলা হয় ---

১৬।গ্রামীণ ও পৌর বসতির মিশ্রিত রূপকে ----কনারবেশন বলে

১৭। ভারতে সর্বাধিক জনঘনত্ব পুর্ন রাজ্য হল --- বিহার ( ১১২৯ জন প্রতি বর্গ কিমিতে )

১৮। শিল্পের ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন – ওয়েবার

১৯। ভারতে নীল বিপ্লব যে পণ্যের সাথে যুক্ত তা হল--- মাছ

২০।কোনও দেশের জম্নহার ও মৃত্যুহার প্রায় সমান হলে তাকে – শুন্য জনসংখ্যা বলে

২১। ভারতে   উদিয়মান শিল্প বলে --- পেট্রোরসায়নকে

AC – ১২৯ PAGE

২২। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতে নারী ও পুরুষের অনুপাত – ৯৪০/১০০০

২৩। ভারতে প্রথম পাটকল স্থাপিত হয়---  রিষড়ায়

২৪। ভারতে শ্বেত বিপ্লবের জনক – ডঃ ভার্গিস কুরিয়েন

২৫। একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হল --- কচুরিপানা

২৬। যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক দেখা যায় – ক্রান্তীয় বৃষ্টি অরণ্য

২৭। অগ্ন্যুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হল --

২৮। প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে – হ্যামলেট

২৯। ভারতে সর্বাধিক পরিযান ঘটে—গ্রাম থেকে শহরে

৩০। শিল্প স্থানিকতাড় ন্যুনতম ব্যয় তত্ত্বটিড় প্রবর্তক হলেন -- ওয়েবার

৩১। মিলেট যে কৃষিপ্রণালীর প্রধান ফসল তা হল – শুষ্ক কৃষি

৩২। মৌসুমি বায়ু হল এক প্রকারের – সামরিক বায়ু

৩৩। হিউমাস সমৃদ্ধ মাটির রং হল--- ধুসর

৩৪। নিরক্ষীয় অঞ্চলের একটি বৈশিষ্ট্য হল ---- পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত

৩৫।জেট বায়ুপ্রবাহ দেখা যায় – উদ্ধ ট্রপোস্ফিয়ারে

৩৬।শুস্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হল--- ৭৫ সেমি

৩৭।দক্ষিণ চিন সাগরে উদ্ভুত ঘুর্নবাতকে বলা হয় – টাইফুন

৩৮।ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হল – ক্লোরোফ্লুওরোকার্বন

৩৯। ভারতে   উদিয়মান শিল্প বলে --- পেট্রোরসায়নকে

৪০। দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়ে উঠে তা হল- -- L/T আকৃতির

৪১। ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতে সর্বাধিক জনবহুল রাজ্য হল – উত্তরপ্রদেশ

৪২। পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেনি – ভাদদারায়


@জিওগ্রাফিয়া 

 আরও পড়ুন 
১। উচ্চমাধ্যমিক সাজেশন ভূগোল  ----- click here 


২। উচ্চমাধ্যমিক সাজেশন অর্থনীতি   ----- click here 


৩।উচ্চমাধ্যমিক সাজেশন দর্শন  ----- click here 


৪।
উচ্চমাধ্যমিক সাজেশন টেস্ট পেপার সামাধান   ----- click here 


 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই জিওগ্রাফিয়া এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।

Reactions

Post a Comment

0 Comments

Ad Code