উচ্চমাধ্যমিক ভূগোলসংশোধিত সিলেবাস অনুসারে সাজেশন,২০২১
জিওগ্রাফিয়াতে স্বাগতম। উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২১ (West Bengal HS Geography Suggestion 2021 দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন 2021 – প্রশ্ন উত্তর – MCQ প্রশ্নোত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ), ব্যাখ্যাধর্মী বা রচনাধর্মী প্রশ্নোত্তর (descriptive question and answer) দেওয়া হবে। যা আগামী ২০২১ সালের পরীক্ষার জন্য খুবই গুরুত্তবপুর্ন ।
প্রাকৃতিক ভূগোল
১) কার্স্ট
অঞ্চলের ভৌমজলের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি চিত্র সহ আলোচনা কর।
২) কার্স্ট ভূমিরূপ
গঠনের শর্ত কি কি?
৩) ভৌমজলের
নিয়ন্ত্রকগুলি কি কি ?
৪) ভৌমজলের উৎস কি
কি এবং এর গুরুত্ব লেখ?
৫) মুক্ত
আকুইফার ও বদ্ধ আকুইফার এর পার্থক্য লেখ?
৬) স্ট্যালাকটাইট
ও স্ট্যালাগমাইটের পার্থক্য লেখ?
৭) চিত্রসহ
আর্টেজীয় কূপের বর্ণনা দাও?
৮) পর্যায়ন
কাকে বলে? অবরোহণ ও আরোহনের পার্থক্য লেখ?
৯) বিভিন্ন
প্রকার প্রস্রবনের চিত্র সহ আলোচনা কর।
১০) মাটির নিয়ন্ত্রক
কি কি?
১১) মাটি
সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা কর।
১২) এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য লেখ?
১৩) প্রতীপ
ঘুর্ণবাত ও ঘুর্ণবাতের পার্থক্য লেখ?
১৪) ক্রান্তীয় ঘুর্ণবাতের ও নাতিশীতোষ্ণ ঘুর্ণবাতের
পার্থক্য লেখ?
১৫) নাতিশীতোষ্ণ
ঘুর্ণবাতের জীবনচক্র বর্ণনা কর।
১৬) যান্ত্রিক ও
রাসায়নিক আবহবিকার পার্থক্য
১৭)
মাটির প্রোফাইল ও হরাইজনের পার্থক্য
১৮)
আঞ্চলিক , আন্তঃ আঞ্চলিক এবং অনাঞ্চলিক মাটির পার্থক্য
১৯)
টীকাঃ পডজলিকরন , গ্লেইজেশন , ক্যালশিফিকেশন , স্যালিনাইজেশন, অ্যালকানাজেশন
২০) ত্রিকোশিয় মডেল বর্ননা কর । জেট স্ট্রিম কি? এর বৈশিষ্ট কিকি? এর জীবনচক্র
ব্যাখা দাও
২১)
উষ্ণ ও শীতল সীমান্তের পার্থক্য
২২)
টীকাঃ টাইফুন , সাইক্লোন, অন্তধৃতি সীমান্ত , ওয়াকার সার্কুলেশন , এল _ নিনো ও লা নিনা
২৩)
জীববৈচিত্র্য ধ্বংসের কারণ কি কি ?
২৪) জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতিটি আলোচনা কর।
২৫) জীববৈচিত্র্যের গুরুত্ব ও প্রকারভেদ আলোচনা কর।
২৬) স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা কর।
২৭) জলবায়ুর পরিবর্তনের কারণ লেখ ?
২৮) মরু উদ্ভিদ , জলজ উদ্ভিদ এবং লবনাম্বু উদ্ভিদের বর্ণনা দাও।
২৯)
ওজন স্তর ক্ষয়ের কারণ কি কি ?.
৩০)
গ্রিন হাউস গ্যাসের প্রভাব লেখ?
অর্থনৈতিক ভূগোল
২০২১ সালের সাজেশন সংশোষিত সিলেবাস অনুসারে
১) নিবিড় কৃষি ও ব্যাপক কৃষির পার্থক্য লেখ?
২) শ্বেত বিপ্লবের গুরুত্ব লেখ?
৩) শ্বেত বিপ্লবের সাফল্যের কারণ কি কি ?
৪) ভারতে ধান চাষের উন্নতির কারণ কি কি?
৫) মিশরের তুলা চাষের উন্নতির কারণ কি কি?
৬) বাংলাদেশের পাট চাষের উন্নতির কারণ কি
কি?
৭) শস্যাবর্তন ও শস্যপ্রগাড়তা কি?
৮) দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণ কি কি?
৯) শ্রীলঙ্কায় চা ও নারকেল চাষের উন্নতির
কারণ কি কি?
১০) আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির পার্থক্য
১১) ভুমধ্যসাগরীয় অঞ্চলে বাজার বাগান কৃষির
উন্নয়নের কারণ কি কি?
১২) পুর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয়ভবনের কারণ কি কি?।
১৩) ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ ?
১৪) পশ্চিম ভারতের কার্পাস বস্ত্র বয়ন শিল্পের উন্নতির কারণ কি কি?
১৫) ভারতের রেডিমেড পোশাক শিল্প সম্পর্কে আলোচনা করো
১৬) কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণ কি কি?
১৭) মালয়েশিয়াতে রবার শিল্পের উন্নতির কারণ কি কি?
১৮) ভারতের কার্পাস , পাট ও খাদ্যপ্রক্রিয়াকরণের সমস্যা কি কি?
১৯) পেট্রো রসায়নকে উদীয়মান শিল্প বলে কেন?
২০) জনঘনত্ব ও মানুষ জমির অনুপাত এর পার্থক্য
২১) জনবিবর্তন তত্ত্বটি আলোচনা কর।।
২২) ভারতে অসম বণ্টনের কারণ কি কি?
২৩) পৃথিবীর অসম বণ্টনের কারণ কি কি?
২৪) গ্রামীণ ও পৌর বসতির পার্থক্য লেখ ?
২৫) বিভিন্ন প্রকার জনবসতি গড়ে
ওঠার কারণ কি কি?
২৬) কর্ম ধারার ভিত্তিতে পৌর বসতির শ্রেণীবিভাগ কর?
২৭) উন্নত ও উন্নতশীল দেশের বয়সলিঙ্গ পিরামিডের পার্থক্য
সায়ন্তনী সিং (Msc. Geography,)
আরও পড়ুন ঃ উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন
উচ্চমাধ্যমিক ভূগোলের স্টাডি মেটেরিয়াল
0 Comments