Ad Code

Ticker

7/recent/ticker-posts

উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২১

 উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২১ 

জিওগ্রাফিয়াতে স্বাগতম। উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২১ (West Bengal HS History Suggestion 2021 দ্বাদশ  শ্রেণীর ইতিহাস সাজেশন 2021 – প্রশ্ন উত্তর – MCQ প্রশ্নোত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ), ব্যাখ্যাধর্মী বা রচনাধর্মী প্রশ্নোত্তর (descriptive question and answer) দেওয়া হবে। যা আগামী ২০২১ সালের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।




প্রথম অধ্যায় :-

1) জাদুঘর কাকে বলে ? জাদুঘরের প্রকারভেদ গুলি কী কী ? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো ?

2) মিথ , কিংবদন্তি , লিজেন্ড , স্মৃতিকথা এবং লোককথার সংজ্ঞা , বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো ?

3) আধুনিক ইতিহাস রচনার উপাদান বা ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ?


■ দ্বিতীয় অধ্যায় :- 

1) সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো ? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারনগুলি সংক্ষেপে আলোচনা করো ?

2) উপনিবেশবাদ বলতে কী বোঝ? উপনিবেশ স্থাপনের কারণসমূহ লেখো ?

3) উপনিবেশ বাদের সঙ্গে সাম্রাজ্য বাদের সম্পর্ক নির্ধারন করো ?

4) উপনিবেশিক সমাজের জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো / ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাবগুলি আলোচনা করো ?


■ তৃতীয় অধ্যায় :-

1) ক্যান্টন বাণিজ্য বলতে কী বোঝায় ? ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ? ক্যান্টন বাণিজ্যের অবসান কেন ঘটেছিল ?

2) চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও ?

3) ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য এবং প্রভাব আলোচনা করো ?


■ চতুর্থ অধ্যায় :-

1) বাংলার নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো ?

2) বিংশ শতকের চীনে ৪ঠা মে আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো ?

3) মুসলিম সমাজের অগ্রগতিতে স্যার সৈয়দ আহমেদ খান এবং আলিগড় আন্দোলনের ভূমিকা আলোচনা করো ?


■ পঞ্চম অধ্যায় :- 

1) ১৯৩৫ খ্রিঃ ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো ? এই আইনের গুরুত্ব কী ছিল ?

2) রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল ? গান্ধিজী কেন রাওলাট আইনের বিরোধিতা করেছিলেন ?

3) জালিয়ানওয়ালাবাগ হত্যা কান্ডের প্রেক্ষাপট কী ছিল ? এই হত্যাকান্ডের গুরুত্ব আলোচনা করো ?

4) লখনৌ চুক্তির শর্তগুলি উল্লেখ করো ? এই চুক্তির গুরুত্ব কী ছিল ?


■ ষষ্ঠ অধ্যায় :-

1) ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষ চন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো ? 

2) ১৯৪৬ খ্রিঃ নৌ বিদ্রোহের কারন ও তাৎপর্য আলোচনা করো ?

3) হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি বিবরণ দাও ?


 ■ সপ্তম অধ্যায় :-  

1) ঠান্ডা লড়াই বলতে কী বোঝ ? কোন পরিস্থিতিতে ঠান্ডা লড়াই এর উদ্ভব হয় ?

2) ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো ?

3) কিউবার ক্ষেপনাস্ত্র সংকটের সংক্ষিপ্ত বিবরণ দাও ?

4) জোট নিরপেক্ষ নীতি বলতে কী বোঝ ? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো ?

5) ১৯৫০ - এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব আলোচনা করো ?

6) সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও ?


 ■ অষ্টম অধ্যায় :- 

1) অব উপনিবেশীকরণ বলতে কী বোঝ ? এর রাজনৈতিক , অর্থনৈতিক এবং সামাজিক তাৎপর্য আলোচনা করো ?

2) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও ? এই যুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা করো ? স্বাধীন বাংলাদেশের উত্থানে শেষ মুজিবুর রহমানের ভূমিকা কী ছিল ? 

3) স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো ?



West Bengal Council Of Higher Secondary Education

History syllabus


অধ্যায় গুলির নাম নীচে দেওয়া হলো :- 


1) অতীতকে স্মরণ

2) উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ

3) ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি

4) সাম্রাজ্যবাদী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিক্রিয়া 

5) ঔপনিবেশিক ভারতে শাসন

6) দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ 

7) ঠান্ডা লড়াইয়ের যুদ্ধ 

8) অব উপনিবেশীকরণ

প্রসাদ সাঁতরা

জিওগ্রাফিয়া

আরো পড়ুন:- geography hs suggestion part1 

geography hs suggestion part2


Reactions

Post a Comment

0 Comments

Ad Code