Ad Code

Ticker

7/recent/ticker-posts

উচ্চমাধ্যমিক ২০২১ এর ভূগোল সাজেশন// WB HS GEOGRAPHY SUGGESTION 2021





উচ্চমাধ্যমিক ২০২১ এর ভূগোল সাজেশন


জিওগ্রাফিয়াতে স্বাগতম। উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২১ (West Bengal HS Geography Suggestion 2021 দ্বাদশ  শ্রেণীর ভূগোল সাজেশন 2021 – প্রশ্ন উত্তর – MCQ প্রশ্নোত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ), ব্যাখ্যাধর্মী বা রচনাধর্মী প্রশ্নোত্তর (descriptive question and answer) দেওয়া হবে। যা আগামী ২০২১ সালের পরীক্ষার জন্য খুবই গুরুত্তবপুর্ন । 

 

অধ্যায়

ইউনিট

২/৩ নম্বর

৫ নম্বর

প্রথম অধ্যায়

ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া

·         অবরোহণ ও আরোহণ এর পার্থক্য

·         টীকাঃ পর্যায়ন অবরোহণ ও আরোহণ

·         পর্যায়নের মাধ্যম কি কি

·         যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার পার্থক্য

 

 

ভৌমজল ও কার্স্ট ভূমিরূপ

n  ভৌমজলের উৎস কি কি?

n  কার্স্ট ভূমিরূপের প্রভাব কি ?

n  সম্পৃক্ত ও অসম্পৃক্ত স্তরের পার্থক্য ও সংজ্ঞা

n  অ্যাকুইফার , আর্টেজিয় কূপ , প্রস্রবন ( টীকা)

 

n  ভৌমজলের নিয়ন্ত্রক কি কি ?

n  কার্স্ট অঞ্চলের ভূমিরূপ বর্ননা করো ( ক্ষয় ও সঞ্চয়)

 

 

 

সমুদ্র তরঙ্গ ও প্রবাল প্রাচীর

n  স্যোয়াশ ও ব্যাকয়াশ পার্থক্য

n  গঠনকারী ও বিনাশকারী তরঙ্গ পার্থক্য

n  সম্মুখ ও পসছাদ তটভূমি

n  পার্থক্য

n  উত্থিত ও নিমজ্জিত উপকূলের পার্থক্য

n  রিয়া ও ফিয়ড উপকূলের পার্থক্য

n  টীকাঃ- ডাল্মেশিয়ান উপকূল , ট্রম্বলো, অ্যাটল ,

n  প্রবাল প্রাচীর গড়ে উঠার শর্ত কি কি

 

n  সমুদ্র তরঙ্গ ক্ষয়ের ও সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ

দ্বিতীয় অধ্যায়

ক্ষয়চক্রঃ গঠন ও প্রক্রিয়া

*   ত্রয়ী কাকে বলে?

*   স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্ক ক্ষয়চক্র পার্থক্য

*   নদীর পুনযৌবন লাভ কি?

*   নদী ক্ষয়ের শেষ সীমা কাকে বলে?

 

*    বিভিন্ন প্রকার নদী পুনযৌবন লাভের ব্যাখা দাও।এর ফলে গঠিত ভূমিরূপ

*   ডেভিসের ক্ষয়চক্রের বর্ননা

 

তৃতীয় অধ্যায়

জলনির্গম প্রণালী

·         জলনির্গম প্রণালীর নিয়ন্ত্রক কি কি?

·         জলনির্গম প্রণালীর কাকে বলে?

·         জাফরি , বৃক্ষরূপী , পিনেট, আয়তাকার জলনির্গম প্রণালী ( টীকা)

 

চতুর্থ অধ্যায়

 মৃত্তিকা

·         এলুভিয়েশন ও ইলুভিয়েশন এর পার্থক্য

·         মাটির প্রোফাইল ও হরাইজনের পার্থক্য

·         আঞ্চলিক , আন্তঃ আঞ্চলিক এবং অনাঞ্চলিক মাটির পার্থক্য

·         পেডোক্যাল ও পেডালফারের পার্থক্য

·         টীকাঃ পডজলিকরন , গ্লেইজেশন , ক্যালশিফিকেশন , স্যালিনাইজেশন, অ্যালকানাজেশন

·         মাটির গ্রথন, গঠন বর্ননা দাও

 

·         মাটি গঠনের নিয়ন্ত্রক কি কি ?

·         মাটির পরিলেখ কি?একটি আদর্শ মাটি গঠনের পরিলেখ বর্ননা কর ?

·         মাটি ক্ষয়ের কারণ কি কি?

·         মাটি সংরক্ষণের পদ্ধতি কি কি?

পঞ্চম অধ্যায়

বায়ুমণ্ডলীয় গোলযোগ

ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য

উষ্ণ ও শীতল সীমান্তের পার্থক্য

টীকাঃ টাইফুন , সাইক্লোন, অন্তধৃতি সীমান্ত ,

ওয়াকার সার্কুলেশন , এল _ নিনো ও লা নিনা

 

ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘুর্ণবাতের পার্থক্য

ত্রিকোশিয় মডেল বর্ননা কর

জেট স্ট্রিম কি? এর বৈশিষ্ট কিকি? এর জীবনচক্র ব্যাখা দাও

নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির কারণ ও এর জীবন চক্র বর্ণনা কর

 

জলবায়ুর পরিবর্তন

·         বিশ্বায়ন কি?

·         ওজন গহ্বর কি?

·         আলোকপ্রিয় ও ছায়া প্রিয় উদ্ভিদের পার্থক্য

·         জলজ উদ্ভিদের টীকা

·         লবণাম্বু উদ্ভিদের টীকা

·         স্বাভাবিক উদ্ভিদে জলবায়ুর প্রভাব বর্ণনা কর।

·         ওজনস্তর ক্ষয়ের কারণ ও প্রভাব কি কি?

·         গ্রিন হাউস গ্যাস কি ? এর প্রভাব আলোচনা কর?

·         লবণাম্বু উদ্ভিদের শারীরবৃত্তিয় অভিযোজন বর্ণনা কর

 

 

ষষ্ঠ অধ্যায়

 জীব বৈচিত্র্য

·         জীববৈচিত্র্য কাকে বলে?

·         জীববৈচিত্র্যের প্রকারভেদ ।।

·         জীববৈচিত্র্যের হটস্পট কাকে বলে

·         ইনসিটু ও এক্স সিটু পার্থক্য

·         রেড ডাটা বুক

·         জীববৈচিত্র্যের গুরুত্ব ব্যাখা কর।

·         জীববৈচিত্র্যের ধ্বংসের কারণ কি কি ?

·         জীববৈচিত্র্যের সংরক্ষণ পদ্ধতি গুলি ব্যাখা কর।

·         জীববৈচিত্র্যের প্রকারভেদ

সপ্তম অধ্যায়

দুর্যোগ ও বিপর্যয়

·         দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য

·         বন্যার কারণ, প্রভাব ও প্রতিরোধ

·         খরার কারণ, প্রভাব ও প্রতিরোধ

 

 

    












 



























































































সায়ন্তনী সিং 

জিওগ্রাফিয়া 


WBCHSE Higher Secondary Geography Syllabus

উচ্চমাধ্যমিক ভূগোল - প্রথম অধ্যায় - প্রক্রিয়া ভৌমজলের  কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ ( ভৌমজল , কার্স্ট অঞ্চল এবং সমুদ্র তরঙ্গ ) 
উচ্চমাধ্যমিক ভূগোল - দ্বিতীয় অধ্যায় - ক্ষয়চক্র: গঠন প্রক্রিয়া
উচ্চমাধ্যমিক ভূগোল - তৃতীয় অধ্যায় - জলনির্গমন প্রণালী
উচ্চমাধ্যমিক ভূগোল - চতুর্থ অধ্যায় - মৃত্তিকা
উচ্চমাধ্যমিক ভূগোল - পঞ্চম অধ্যায় - বায়ুমণ্ডল ও  জলবায়ুর পরিবর্তন 
উচ্চমাধ্যমিক ভূগোল - ষষ্ঠ অধ্যায় - জীব বৈচিত্র্য
উচ্চমাধ্যমিক ভূগোল - সপ্তম অধ্যায় - দুর্যোগ ও বিপর্যয়
উচ্চমাধ্যমিক ভূগোল - অষ্টম অধ্যায় - বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলি এবং প্রাথমিক অর্থনৈতিক কাজ : কৃষিকাজ
  • দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ: শিল্প
  • তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলি


উচ্চমাধ্যমিক ভূগোল - নবম অধ্যায় - জনসংখ্যা ও জনবসতি
উচ্চমাধ্যমিক ভূগোল - দশম অধ্যায় - দ্বিতীয় স্তরের কার্যাবলী: শিল্প
উচ্চমাধ্যমিক ভূগোল-একাদশ অধ্যায় - অর্থনৈতিক উন্নয়ন 

আরো পড়ুন:-

WBCHSE Higher Secondary Geography Question Pattern

Chapter
MCQ
SAQ
LAQ
PHYSICAL GEOGRAPHY
Geomorphic Processes, Works of Ground water and associated landforms
1X2=2
1X1=1



7x1=7
Marine Processes and associated landforms
1X1=1
1X1=1
Cycle of Erosion
1x1=1
1x1=1
Drainage Patterns
1x1=1
1x1=1
Soil
1x2=2
1x1=1
Atmosphere
1x3=3
1x2=2

7x1=7
Biodiversity
1x1=1
1x1=1
Man Environment Interaction
1x1=1
1x1=1
ECONOMIC GEOGRAPHY
Economic Activities, Primary Activity : Agriculture
1x2=2
1x1=1
7x1=7
Secondary Activity : Industry
1x2=2
1x1=1

7x1=7
Tertiary, Quaternary, Quinary Activities
1x2=2
1x1=1
Population and Settlement
1x2=2
1x1=1

7x1=
7




Regional Economic Development
1x1=1
1x1=1
Reactions

Post a Comment

0 Comments

Ad Code