Ad Code

Ticker

7/recent/ticker-posts

উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন ২০২১ ( সংশোধিত সিলেবাস অনুযায়ী )

 উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন ২০২১ 
( সংশোধিত সিলেবাস অনুযায়ী )





■ বচন :- 

১) নিরপেক্ষ বচনের গুন ও পরিমাপ বলতে কী বোঝ ? দৃষ্টান্ত সহ নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা ব্যাখ্যা করো ? এবং গুন ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো ?

২) বচন বলতে কী বোঝ ? বাক্য ও বচনের পার্থক্য লেখো ? বচন ও বচনাকারের পার্থক্য লেখো ?


■ অমাধ্যম অনুমান :- 

৩) বিবর্তন কাকে বলে ? দৃষ্টান্তসহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো ? বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয় ?

৪) বস্তুগত বিবর্তন কাকে বলে ? একটি উদাহরণ দাও ? একে কি প্রকৃত বিবর্তন বলা যায় ?


 ■ নিরপেক্ষ ন্যায় :- 

৫) টীকা করো :- অবৈধ সাধ্যদোষ , অবাপ্য হেতুদোষ , নিরপেক্ষ ন্যায় ,অবৈধ পক্ষদোষ ।

৬) মূর্তি ও সংস্থানের উল্লেখ করে বৈধতা বিচার করো ?


■ মিলের পরীক্ষামূলক পদ্ধতি :-

৭) মিলের ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো ? ( সংজ্ঞা , দৃষ্টান্ত , সুবিধা - অসুবিধা ) ।।



✒ বি.দ্র :- সংশোধিত সিলেবাস অনুযায়ী , এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উপরিউক্ত অধ্যায়গুলি থেকে বড়ো প্রশ্ন আসবে এবং বাকি গুলি থেকে সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে ।


আরও পড়ুন
প্রসাদ সাঁতরা 
Reactions

Post a Comment

0 Comments

Ad Code