Ad Code

Ticker

7/recent/ticker-posts

ভূগোল সাজেশন (অর্থনৈতিক ভূগোল)//অধ্যায়ঃ কৃষিকাজ

 

ভূগোল সাজেশন (অর্থনৈতিক ভূগোল)

অধ্যায়ঃ কৃষিকাজ

কিছু গুরুত্বপূর্ণ ৩ নম্বরের প্রশ্ন




নমস্কার ,  উচ্চমাধ্যমিক ভূগোল ( WB HS GEOGRAPHY): সকল ছাত্র ও  ছাত্রীকে  জিওগাফিয়াতে স্বাগতম। আজকে এই ব্লগে আমি মূলত তোমাদের কৃষি   অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন  যা ২০২১ সালের জন্য খুবই গুরুত্বপুর্ন। আশা করি তোমাদের সাহায্য হবে। সাজেশনভিত্তিক প্রশ্ন যা তোমাদের অবশ্যই কাজে আসবে। 

১) আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির পার্থক্য

 

বিষয়

আর্দ্র কৃষি

শুষ্ক কৃষি

ধারণা

পর্যাপ্ত তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপর নির্ভর করে জলসেচ ছাড়াই যে কৃষিকাজ করা হয় তাকে আর্দ্র কৃষি বলে।

অধিক তাপমাত্রা ও স্বল্প বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে কৃষিকাজ করা হয় তাকে শুষ্ক কৃষি বলে।

আঞ্চলিক অবস্থান

উভয় গোলার্ধে ১০ থেকে ২৫ ডিগ্রী অক্ষাংশের মধ্যে মৌসুমি জলবায়ু প্রভাবিত দেশগুলিতে আর্দ্র কৃষি দেখা যায়। অর্থাৎ ভারত বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড প্রভৃতির দেশে এই পদ্ধতিতে চাষ করা হয়

দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো , দক্ষিণ – পশ্চিম ব্রাজিল, পশ্চিম অস্ট্রেলিয়া , তুরুস্ক, লেবানন , সিরিয়া, পশ্চিম ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম দিকে এই কৃষিকাজ করা হয়।

জলবায়ু

উষ্ণ আর্দ্র মৌসুমি জলবায়ু

উষ্ণ শুষ্ক মরু ও মরুপ্রায় জলবায়ু

কৃষি জমির আয়তন

কৃষিজমির আয়তন অনেক ছোটো

জল ধরে রাখার জন্য জমিকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভাগ করা হয়।

জলসেচের প্রয়োজনীয়তা

জলসেচের প্রয়োজন নেই, পর্যাপ্ত বৃষ্টিপাত থাকায়

জলসেচের প্রয়োজন অপর্যাপ্ত বৃষ্টিপাতের দরুন

উৎপাদন

হেক্টর প্রতি উৎপাদন বেশী কিন্তু মাথা পিছু উৎপাদন কম ।

হেক্টর প্রতি উৎপাদন অনেক কম।

উৎপন্ন ফসল

ধান, পাট, আখ

মিলেট , ডাল , ভুট্টা, গম

 

 

 

২) জীবিকা সত্ত্বা ভিত্তিক কৃষি ও বানিজ্যিক কৃষির পার্থক্য

 

বিষয়

 জীবিকা সত্ত্বা ভিত্তিক কৃষি

বানিজ্যিক কৃষি

ধারণা

নিজস্ব চাহিদা পূরণের উদ্দেশ্যে যে কৃষিকাজ করা হয় তাকে জীবিকাস্বত্বাভিত্তিক কৃষি বলে।

আন্তর্জাতিক বানিজ্যে সুবিধা লাভের জন্য যে কৃষিকাজ করা হয় তাকে বানিজ্যিক কৃষি বলে।

অবস্থান

দক্ষিণ ও দক্ষিন পূর্ব এশিয়াতে এই ধরনের কৃষিকাজ করা হয়

নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায় ।

জমির আয়তন

ছোটো হয়

 ৩৫০ – ৮০০ হেক্টরের মধ্যে হয়। অর্থাৎ বড় হয়

জনসংখ্যার চাপ

জনবহুল অঞ্চলে হওয়ার কারণে জনসংখ্যার চাপ অনেক বেশী হয়

জনসংখ্যার চাপ অনেক কম।

মাথাপিছু জমি

মাথাপিছু জমির পরিমাণ কম

মাথাপিছু জমির পরিমাণ বেশী

শ্রমিকের মজুরী

ছদ্ম বেকারত্ব দেখা যায় কারণ শ্রমিক মজুরী কম

শ্রমিক মজুরী অনেক বেশী

শ্রম নির্ভরতা

কৃষি শ্রম প্রগাড় চরিত্রের কারণ কৃষি শ্রমিক অত্যন্ত সহজলভ্য

এই কৃষি প্রগাড় চরিত্র নয়

যন্ত্রপাতির ব্যবহার

প্রাচীন পদ্ধতিতে চাষ করা হয়

আধুনিক উন্নত মানের যন্ত্রপাতির ব্যবহার করা হয়।

মূলধন

কৃষিতে মূলধন বিনিয়োগ প্রয়োজনের তুলনায় কম

কৃষিতে মূলধন বিনিয়োগ প্রয়োজনের তুলনায় বেশী

শস্য

প্রধান ফসল ধান এছাড়াও বহু ফসলি চাষ করা হয়

প্রধান ফসল গম।

উৎপাদন

উৎপাদনের পরিমাণ বেশী কিন্তু জনসংখ্যা বেশী হওয়াতে মাথাপিছু উৎপাদন কম

উৎপাদনের পরিমাণ বেশী কিন্তু জনসংখ্যা কম  হওয়াতে মাথাপিছু উৎপাদন বেশী

 উৎপাদন ব্যয়

উৎপাদন ব্যয় অনেক বেশী

উৎপাদন ব্যয় অনেক কম

আন্তর্জাতিক বানিজ্য

নিজস্ব প্রয়োজনে চাষ করে থাকে । আন্তর্জাতিক বানিজ্যে অংশগ্রহন করেনা ।

আন্তর্জাতিক বানিজ্যে অংশগ্রহন করে।

লাভজনক

নিজস্ব প্রয়োজনে লাগে, উদ্বৃত্ত থাকে না

মূলত বানিজ্যিক কাজের জন্যই উৎপাদন করা হয়।



সায়ন্তনী সিং
জিওগ্রাফিয়া




Reactions

Post a Comment

1 Comments

Ad Code