জনাকীর্ণতা ও জনস্বল্পতার পার্থক্য// DIFFERENCE
BETWEEN OVER POPULATION AND UNDER
POPULATION
জনাকীর্ণতা ও জনস্বল্পতার পার্থক্য
বিষয় |
জনাকীর্ণতা |
জনস্বল্পতা |
ধারণা |
যখন কোন দেশের জনসংখা ঐ দেশের সম্পদের
থেকে বেশী মাত্রায় পৌঁছায় এবং সম্পদ উত্পাদন ও বন্টনের উপর ব্যাপক প্রভাব ফেলে অর্থনৈতিক
সামাজিক, সাংস্কৃতিক জীবনকে প্রভাবিত করে মাথাপিছু আয় ও জমির কার্যকরিতাকে ক্ষুণ্ন
করে তখন সেই জনসংখ্যা কে জনাকীর্ণতা বলে |
যখন কোন দেশের জনসংখা ঐ দেশের সম্পদের
থেকে কম হয় তখন সেই জনসংখ্যা কে জনাস্বল্পতা
বলে |
প্রাকৃতিক সম্পদ |
কোন দেশের জনসংখা ঐ দেশের সম্পদের থেকে বেশী মাত্রায়
হয় |
কোন দেশের জনসংখা ঐ দেশের সম্পদের থেকে কম হয়। |
শ্রমশক্তি |
উদবৃত্ত শ্রমশক্তির সৃষ্টি হয়। |
পর্যাপ্ত শ্রমশক্তি না থাকায় সঠিক উৎপাদন
হয় না |
কার্যকর জমি |
মোট কার্যকর জমির থেকে জনসংখ্যা বেশী তাই কৃষিজমিতে
চাপ পড়ে। |
মোট কার্যকর জমির পরিমান বেশী থাকে জনসংখ্যার তুলনায়। |
কাম্য জনসংখ্যা |
কাম্য জনসংখ্যার থেকে জনসংখ্যা অনেক
বেশী |
কাম্য জনসংখ্যার তুলনায় জনসংখ্যা অনেক
কম |
কৃষি প্রণালী |
নিবিড় কৃষি লক্ষ্য করা যায় |
ব্যাপক কৃষি লক্ষ্য করা যায় |
জীবনযাত্রার মান |
জীবনযাত্রার মান নিম্নমুখী |
জীবনযাত্রার মান উদ্ধমুখী |
প্রভাব |
বাসস্থান, পয়ঃপ্রনালির। দারিদ্র্য , অশিক্ষা , পানিয়
জলের সমস্যা দেখা যায়। |
পরিবেশ দূষণের মাত্রা অনেক কম |
জনসংখ্যা বৃদ্ধি |
জনসংখ্যা অতি দ্রুত গতিতে বৃদ্ধি পায় |
জনসংখ্যার বৃদ্ধির হার কম। |
0 Comments