Ad Code

Ticker

7/recent/ticker-posts

জনাকীর্ণতা ও জনস্বল্পতার পার্থক্য// DIFFERENCE BETWEEN OVER POPULATION AND UNDER POPULATION

 জনাকীর্ণতা ও জনস্বল্পতার পার্থক্য// DIFFERENCE

 BETWEEN OVER POPULATION AND UNDER

 POPULATION 






জনাকীর্ণতা ও জনস্বল্পতার পার্থক্য



বিষয়

জনাকীর্ণতা

জনস্বল্পতা

ধারণা

যখন কোন দেশের জনসংখা ঐ দেশের সম্পদের থেকে বেশী মাত্রায় পৌঁছায় এবং সম্পদ উত্পাদন ও বন্টনের উপর ব্যাপক প্রভাব ফেলে অর্থনৈতিক সামাজিক, সাংস্কৃতিক জীবনকে প্রভাবিত করে মাথাপিছু আয় ও জমির কার্যকরিতাকে ক্ষুণ্ন করে তখন সেই জনসংখ্যা কে জনাকীর্ণতা বলে

যখন কোন দেশের জনসংখা ঐ দেশের সম্পদের থেকে কম হয়  তখন সেই জনসংখ্যা কে জনাস্বল্পতা  বলে

প্রাকৃতিক সম্পদ

কোন দেশের জনসংখা ঐ দেশের সম্পদের থেকে বেশী মাত্রায় হয়

কোন দেশের জনসংখা ঐ দেশের সম্পদের থেকে কম হয়।

শ্রমশক্তি

উদবৃত্ত শ্রমশক্তির সৃষ্টি হয়।

পর্যাপ্ত শ্রমশক্তি না থাকায় সঠিক উৎপাদন হয় না

কার্যকর জমি

মোট কার্যকর জমির থেকে জনসংখ্যা বেশী তাই কৃষিজমিতে চাপ পড়ে।

মোট কার্যকর জমির পরিমান বেশী থাকে জনসংখ্যার তুলনায়।

কাম্য জনসংখ্যা

কাম্য জনসংখ্যার থেকে জনসংখ্যা অনেক বেশী

কাম্য জনসংখ্যার তুলনায় জনসংখ্যা অনেক কম

কৃষি প্রণালী

নিবিড় কৃষি লক্ষ্য করা যায়

ব্যাপক কৃষি লক্ষ্য করা যায়

জীবনযাত্রার মান

জীবনযাত্রার মান নিম্নমুখী

জীবনযাত্রার মান উদ্ধমুখী

প্রভাব

বাসস্থান, পয়ঃপ্রনালির। দারিদ্র্য , অশিক্ষা , পানিয় জলের সমস্যা দেখা যায়।

পরিবেশ দূষণের মাত্রা অনেক কম

জনসংখ্যা বৃদ্ধি

জনসংখ্যা অতি দ্রুত গতিতে বৃদ্ধি পায়

জনসংখ্যার বৃদ্ধির হার কম।

Reactions

Post a Comment

0 Comments

Ad Code