Ad Code

Ticker

7/recent/ticker-posts

একাদশ শ্রেণীর বাংলা সাজেশন ২০২১ // bengali suggestion 2021 class 11

 একাদশ শ্রেণীর বাংলা সাজেশন ২০২১ 

class 11 bengali suggestion, class 11, bengali suggestion, একাদশ শ্রেণীর বাংলা সাজেশন


Keywords:- class 11 bengali suggestion, class 11, bengali suggestion, একাদশ শ্রেণীর বাংলা সাজেশন

¤■¤  *গল্প* :- 


১) " কর্তার ভূত " গল্পটি কি নিছক ভূতের গল্প , নাকি রাজনৈতিক রূপক কাহিণী " --- আলোচনা করো / " কর্তার ভূত " গল্পটি কোন শ্রেণীর তা আলোচনা করো ।

২) " ওরে অবোধ , আমার ধরাও নেই , ছাড়াও নেই , তোরা ছাড়লেই আমার ছাড়া " --- এখানে কে , কাদের অবোধ বলেছেন ? উক্তিটির তাৎপর্য আলোচনা করো ।

৩) " মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই " --- একথা কার , কখন মনে হবে ? এই মনে হওয়ার কারণ কী ?

৪) তেলেনাপোতা যাওয়ার কারন কী ? লেখক একে আবিষ্কার কেন বলেছেন ?

৫) " ডাকাতের মা " ছোট গল্পানুসারে সৌখির মায়ের চরিত্র বিশ্লেষণ করো ।


■ Extra Q.N :- 


৬) " আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মৃত হবেন না " --- আসল উদ্দেশ্য কোনটি ? উদ্দিষ্ট ব্যক্তি উদ্দেশ্যপূরণে কী করেছিলেন ?

৭) " কে নিরঞ্জন এলি " -- নিরঞ্জন কে ? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবর্তীণ হয়েছিলেন ?

৮) " ছেলের নামে কলঙ্ক এনেছে সে " --- কে , কিভাবে ছেলের নামে কলঙ্ক এনেছে ? " কলঙ্ক " শব্দটি ব্যবহারের কারণ কী ?


¤□¤ *কবিতা* :- 


১) " নীলধ্বজের প্রতি জনা " কবিতায় জনার ক্রুদ্ধ অভিমানি স্বর কীভাবে ধরা পড়েছে , তা আলোচনা করো ?

২) " কিন্তু বৃথা এ গঞ্জনা " --- তিনি কাকে গঞ্জনা করতে চেয়েছেন ? কেন তার মনে হয়েছে সেই গঞ্জনা বৃথা ?

৩) " তবু লক্ষ যোজন ফাঁক রে " --- কাদের মধ্যে লক্ষ যোজনা ফাঁক ? একত্র থেকেও এই দূরত্বের কারণ কী ? 

৪) " বলব কি সেই পড়শীর কথা " --- পড়শী কে ? উক্তির আলোকে পড়শীর স্বরূপ আলোচনা করো ।

৫) " আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক " ---- কারা , কাদের কাছে এই দাবি করেছে ? কেন এই দাবি ?

৬) " আমরা তো সামান্য লোক " --- কে , কোন প্রসঙ্গে একথা বলেছে ? " সামান্য লোক " শব্দের তাৎপর্য ব্যাখ্যা করো ।


■ Extra Q.N :- 


১) " আমি তার মাথায় চড়ি " --- কে , কার মাথায় চড়ে ? পঙক্তির তাৎপর্য ব্যাখ্যা করো ।

২) " আমরা তো অল্পে খুশি " অল্পে খুশি মানুষদের জীবন যন্ত্রণা যে ছবি " নুন " কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও ।

৩) " নীলধ্বজের প্রতি জনা " কবিতায় জনা অর্জুনের কাপুরুষতার কোন্ কোন্ দৃষ্টান্ত তুলে ধরেছেন ?

৪) " মহারথী প্রথা কি হে এই মহারথী " --- মহারথী প্রথা কী ? কে কোন প্রসঙ্গে এই প্রথার উল্লেখ করেছিলেন ?


¤■¤ *প্রবন্ধ* :- 


১) " নিজের দূরবীণ দিয়ে গালিলিও অনেক নতুন আবিষ্কার করেছিলেন ? সেই সব আবিষ্কার সনাতন পন্থীদের মধ্যে কী প্রভাব ফেলেছিল ?

২) সত্যেন্দ্রনাথ বসুর লেখা " গালিলিও " প্রবন্ধ অনুসারে গালিলিও ছাত্রজীবনের বর্ণনা দাও ।

৩) " Venice - এ কর্তৃপক্ষের কাছে তার কদর বেড়ে গেল " --- কার কদর বাড়ে ? এই কদর করার কারণ ও পরিণাম উল্লেখ করো ।

৪) ক্যাথালিক খ্রিস্টানদের সঙ্গে গালিলিওর বিরোধের কারন কী ? গালিলিওর জীবনের শেষ নয় বছর যে অবস্থায় কেটে ছিল তার বিবরণ দাও / " এই স্বভাবই শেষ জীবনে তাঁর অশেষ দুঃখের কারণ হলো " --- কার কোন স্বভাবের কথা বলা হয়েছে ? সেই স্বভাব তাঁর শেষ জীবনে কীভাবে অশেষ দুঃখের কারণ হয়েছিল ?


¤■¤  *বাঙালির* *শিল্প* , *সাহিত্য* ও *সংস্কৃতির* :- 


১) চর্যাপদ কে আবিষ্কার করেন ? আনুমানিক কোন সময়ে এগুলি রচিত হয়েছিল ? চর্যাপদের ভাষাকে " সন্ধ্যাভাষা " বলা হয় কেন ? বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব কোথায় ? চর্যাপদ গুলিকে তৎকালীন সমাজ জীবনের যে প্রতিফলন দেখা যায় , তা আলোচনা করো ।

২) শ্রীচৈতন্যদেব কত খ্রীঃ কোথায় জন্মগ্রহণ করেন ? বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো ।

৩) চন্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে ? তাঁর ( মুকুন্দ চক্রবর্তী ) কাব্য প্রতিভার পরিচয় দাও ।

৪) " শ্রীকৃষ্ন বিজয় " কাব্যটি কে রচনা করেন ? তিনি কী উপাধি পেয়েছিলেন ? এই কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও ?

৫) বৈষবপদ রচনায় বিদ্যাপতির প্রতিভার পরিচয় দাও ? তাঁকে বাংলা সাহিত্যের ইতিহাসে অর্ন্তভুক্তের কারণ কী ?

৬) গীতিকবিতা কাকে বলে ? এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো ।

৭) রবীন্দ্রনাথের কাব্যগুলির কাল অনুসারে বিভাগ করো ? প্রতিটি বিভাগের একটি করে কাব্যগ্রন্থের নাম লেখো ।


■ Extra Q.N :- 


১) বাংলা ভাষায় রামায়ণের শ্রেষ্ঠ / প্রথম অনুবাদক কে ? সেই রামায়ণটির নাম কী ? সেই রামায়ণের জনপ্রিয়তার কারন আলোচনা করো ।

২) কোন রাজসভার কোন কবি " পদ্মাবতী " কাব্য রচনা করেন ? এই কাব্যের বৈশিষ্ট্য কী ?

৩) অষ্টাদশ শতাব্দী যুগ বৈশিষ্ট্য উল্লেখ করে রামপ্রসাদ সেনের কাব্যচর্চার পরিচয় দাও ।

৪) অন্নদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে ? তাঁর ( ভারতচন্দ্র রায় গুনাকর ) কাব্য প্রতিভার পরিচয় দাও ।

৫) মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে ? তাঁর ( বিজয়গুপ্ত ) কাব্য প্রতিভার পরিচয় দাও ।


¤■¤ *বাংলা* *ভাষা* :- 


১) অবর্গীভূত ভাষা বলতে কী বোঝ ? পৃথিবীর কয়েকটি উল্লেখযোগ্য কয়েকটি অবর্গীভূত ভাষার পরিচয় দাও ?

২) মিশ্রভাষা কাকে বলে ? এই ভাষার চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।

৩) " ভারত চার ভাষা বংশের দেশ " চার ভাষা বংশের পরিচয় দাও ( ইন্দো - ইউরোপীয় , দ্রাবিড় , অস্ট্রিক , ভোটচীনা ) ।

৪) মধ্য ভারতীয় আর্য ভাষার কালসীমা উল্লেখ করে এই পর্বের সংক্ষিপ্ত পরিচয় দাও ।

৫) বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো ।

৬) কিউনিফর্ম বা কীলক লিপির নামকরণ কে করেছিলেন ? এমন নামকরণের কারণ কী ? এই লিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কোথায় পাওয়া গেছে ? এই লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও ।



¤■¤ *গুরুনাটক* :- 


দীর্ঘ নাটকটি থেকে প্রশ্ন সংকলন করা অত্যন্ত কঠিন ; তাই গোটা নাটকটি খুঁটিয়ে পড়া একান্ত প্রযোজ্য ।



✒ বি.দ্র :- বিগত বছরের ২০১৫ থেকে ২০১৯ সালের প্রশ্ন সংকলন গুলি বাড়িতে বসে Practice করা অত্যন্ত আবশ্যক ।



♻ Prasad Santra.

Geo Observing Society .

Geo ( M.Sc in B.Ed ) .

Rasidpur ; Hugli.

Reactions

Post a Comment

0 Comments

Ad Code