Ad Code

Ticker

7/recent/ticker-posts

SATELLITES// স্যাটেলাইট

 

SATELLITES// স্যাটেলাইট

Content

স্যাটেলাইট কাকে বলে? উদাহরন

স্যাটেলাইটের প্রকারভেদ

Geostationary satellite

Sunsynchronous satellite

Geostationary satellite ও  Sunsynchronous satellite এর পার্থক্য

 

 

 

 

 

 

 


স্যাটেলাইট কাকে বলে? উদাহরন

উত্তরঃ উপগ্রহ হল এমন এক বস্তু যা নিদিষ্ট গ্রহের চারদিকে নিদিষ্ট পথে এবং একটি নিদিষ্ট গতিতে আবর্তন করতে থাকে তাকে স্যাটেলাইট বলে।

উদাহরনঃ LANDSAT .IRS SERIES, SEASAT, SPOT  ইত্যাদি

স্যাটেলাইটের প্রকারভেদ

উপগ্রহ মুলত দুই প্রকার

১. প্রাকৃতিক উপগ্রহ

২. কৃত্রিম উপগ্রহ

প্রাকৃতিক উপগ্রহঃ যেসব উপগ্রহগুলো মানুষের কোন হস্তক্ষেপ ছাড়াই , সম্পুর্ন প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে তাকে প্রাকৃতিক উপগ্রহ বলে। যেমনঃ চাঁদ

কৃত্রিম উপগ্রহঃ মনুষ্য দ্বারা সৃষ্ট উপগ্রহকে বলে কৃত্রিম উপগ্রহ

যেমনঃ INSAT

এই কৃত্রিম উপগ্রহ দুই ধরনের হয়

Geostationary satellite ও  Sun synchronous satellite

 
Geostationary satellite

সংজ্ঞাঃ যে সব কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীর উপর অবস্থিত কোন একটি স্থানের সাথে সামঞ্জস্য রেখে পৃথিবীর আবর্তন গতির সাথে একইভাবে পৃথিবীর চারদিকে ঘোরে তাকে  Geostationary satellite বলে

বৈশিষ্ট্যঃ

1.    ভূপৃষ্ঠ থেকে ৩৬০০০কিমি উচ্চতায় অবস্থান করে।

2.    নিরক্ষীয় তল বরাবর অবস্থিত হয় তাই equatorial orbit satellite বলে।

3.    যোগাযোগের কাজে লাগে মূলত

4.    নিরক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পুর্ব দিকে আবর্তিত হয়

5.    INSAT এর উদাহরন

Sunsynchronous satellite

যে সব কৃত্রিম উপগ্রহগুমি সুর্যের আপতকোণের সাথে সামজস্য রেখে উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত আবর্তন করে তাকে Sunsynchronous satellite বলে।

বৈশিষ্ট্যঃ

1.    ভূপৃষ্ঠ থেকে ৬০০-১০০০ কিমি উচ্চতায় অবস্থান করে।

2.    পৃথিবীর দুই মেরু বরাবর আবর্তন করে বলে একে NEAR POLAR SATELLITE বলে।

3.    বিভিন্ন ধরনের সম্পদ সমীক্ষার কাজে ব্যবহার করা হয়। 

4.    উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত আবর্তিত হয়

5.    IRS, SPOT, LANDSAT এর উদাহরণ

 

Geostationary satellite ও  Sunsynchronous satellite এর পার্থক্য

Geostationary satellite

 Sunsynchronous satellite

যে সব কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীর উপর অবস্থিত কোন একটি স্থানের সাথে সামঞ্জস্য রেখে পৃথিবীর আবর্তন গতির সাথে একইভাবে পৃথিবীর চারদিকে ঘোরে তাকে  Geostationary satellite বলে

যে সব কৃত্রিম উপগ্রহগুমি সুর্যের আপতকোণের সাথে সামজস্য রেখে উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত আবর্তন করে তাকে Sunsynchronous satellite বলে।

 ভূপৃষ্ঠ থেকে ৩৬০০০কিমি উচ্চতায় অবস্থান করে।

ভূপৃষ্ঠ থেকে ৬০০-১০০০ কিমি উচ্চতায় অবস্থান করে।

নিরক্ষীয় তল বরাবর অবস্থিত হয় তাই equatorial orbit satellite বলে।

পৃথিবীর দুই মেরু বরাবর আবর্তন করে বলে একে NEAR POLAR SATELLITE বলে।

যোগাযোগের কাজে লাগে মূলত

বিভিন্ন ধরনের সম্পদ সমীক্ষার কাজে ব্যবহার করা হয়।  

নিরক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পুর্ব দিকে আবর্তিত হয়

উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত আবর্তিত হয়

INSAT এর উদাহরন

IRS, SPOT, LANDSAT এর উদাহরণ

Reactions

Post a Comment

0 Comments

Ad Code