এল নিনো ও লা নিনার পার্থক্য //Difference between El-Nino and La Nina //// hs geography// 2024//উচ্চমাধ্যমিক ভুগোল\\২০২৪
অর্থ
এল নিনো কথাটি স্প্যানিশ শব্দ থেকে এসেছে যার অর্থ ছোটো ছেলে ।
লা নিনা কথাটি স্প্যানিশ শব্দ থেকে এসেছে যার অর্থ ছোটো মেয়ে ।
সমুদ্রস্রোতের উৎপত্তি
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পুর্ব উপকূল অর্থাৎ পেরু ও ইকুয়েডরের উপকূল অঞ্চলে উষ্ণ সমুদ্রস্রোত দেখা যায়
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পুর্ব উপকূল অর্থাৎ পেরু ও ইকুয়েডরের উপকূল অঞ্চলে শীতল সমুদ্রস্রোত দেখা যায়
ওয়াকার সার্কুলেশনের অবস্থা
বিপরীত মুখী অবস্থায় এল নিনোর সৃষ্টি
স্বাভাবিক অবস্থায় লা নিনার সৃষ্টি
বায়ুরচাপ
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পুর্ব উপকূলে নিম্নচাপ ও পশ্চিম উপকূলে উচ্চচাপ সৃষ্টি হয়
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পুর্ব উপকূলে উচ্চচাপ ও পশ্চিম উপকূলে নিম্নচাপ সৃষ্টি হয়
সমুদ্রজলের উষ্ণতা
লা নিনা এক প্রকার শীতল সমুদ্র স্রোত। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম থাকে ।
আয়নবায়ু
আয়নবায়ু দুর্বল থাকে
আয়নবায়ু সক্রিয় থাকে।
মৌসুমি বায়ুর উপর প্রভাব
এল নিনোর প্রভাবে দক্ষিণ – পশ্চিম মৌসুমি বায়ু দেরিতে আসে এবং বৃষ্টিপাত কম হয়
লা – নিনার প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়
বৃষ্টিপাত ও খরা
এল নিনোর প্রভাবে অস্ট্রেলিয়া ,দক্ষিণ পুর্ব এশিয়া অঞ্চলে খরা সৃষ্টি হয় । পেরু ইকুয়েডর অঞ্চলে বৃষ্টিপাত হয়
লা নিনার প্রভাবে অস্ট্রেলিয়া ,দক্ষিণ পুর্ব এশিয়া অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। এবং পেরু ইকুয়েডর অঞ্চলে খরা সৃষ্টি হয়
প্রবাহের দিক
এল নিনো উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়।
লা নিনা দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়।
0 Comments