Ad Code

Ticker

7/recent/ticker-posts

স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু অঞ্চলের ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য নির্ণয় করাে

 স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু অঞ্চলের ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য নির্ণয় করাে



বিষয় 

স্বাভাবিক ক্ষয়চক্র

মরু অঞ্চলের ক্ষয়চক্র

সংজ্ঞাঃ

প্রায় সর্বত্রই নদীর ক্ষয়ের মাধ্যমে ভূমিরূপের বিবর্তন প্রক্রিয়াকে স্বাভাবিক ক্ষয়চক্র বলে।

কেবলমাত্র মরু অঞ্চলে বায়ু ও জলধারার ক্ষয়ের মাধ্যমে ভূমিরূপের বিবর্তন প্রক্রিয়াকে মরু ক্ষয়চক্র বলে।

নিয়ন্ত্রক

স্বাভাবিক ক্ষয়চক্রে প্রবাহমান জলধারা বা নদী ভূমিরুপের বিবর্তনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। ।

অন্যদিকে মরু ক্ষয়চক্রে আবহবিকার, জলপ্রবাহ ও বায়ু প্রবাহ ভূমিরুপের বিবর্তনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে

সূচনা

সমুদ্রবক্ষের উত্থানের মধ্য দিয়ে স্বাভাবিক ক্ষয়চক্রের সূচনা হয়।

পূর্ববর্তী পাদভূমির উত্থানের মধ্য দিয়ে মরু অঞ্চলের ক্ষয়চক্রের সূচনা হয়।

আপেক্ষিক উচ্চতা

স্বাভাবিক ক্ষয়চক্রে যৌবন পর্যায়ে ভূমির আপেক্ষিক উচ্চতা বাড়ে

মরু অঞ্চলের ক্ষয়চক্রে যৌবনে ভূমির আপেক্ষিক উচ্চতা বৃদ্ধির পরিবর্তে ক্রমাগত হ্রাস পায়।

ভূমির বন্ধুরতা

স্বাভাবিক ক্ষয়চক্রে ভূমিভাগের বন্ধুরতা পরিণত অবস্থা পর্যন্ত ক্রমশ বৃদ্ধি পায় এবং তারপর ধীরে ধীরে হ্রাস পেতে থাকে।

মরু ক্ষয়চক্রের অগ্রগতির সঙ্গে সঙ্গে ভূমি ভাগের বন্ধুরতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে।

ক্ষয়ের শেষ সীমা

সমুদ্রপৃষ্ঠ হল পৃথিবীর যাবতীয় স্বাভাবিক ক্ষয়চক্রের ক্ষয়ের শেষ সীমা।

পৃথিবীর বিভিন্ন মরু অঞ্চলে ক্ষয়চক্রের ক্ষয়ের শেষ সীমা একই রকম হয় না।তবে সাধারণভাবে মরু ক্ষয়চক্রে ক্ষয়ের শেষ সীমা হিসাবে লবণাক্ত হ্রদ বা প্লায়া থাকে।

সৃষ্ট ভূমিরূপ

স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সমপ্রায়ভূমি বা পেনিপ্লেন ও অবশিষ্ট ভূমিরূপ হিসাবে মোনাডনক গঠিত হয়।

মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে পেডিপ্লেন ও অবশিষ্ট ভূমিরূপ হিসাবে ইনসেলবার্জ গঠিত হয়।


Reactions

Post a Comment

0 Comments

Ad Code