Ad Code

Ticker

7/recent/ticker-posts

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর WBBSE Class 8th Geography Question and Answer দ্বিতীয় অধ্যায়ঃ অস্থিত পৃথিবী

 

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর

WBBSE Class 8th Geography Question and Answer

দ্বিতীয় অধ্যায়ঃ  অস্থিত পৃথিবী

GEOGRAPHIA_ www.geographia97.blogspot.com ব্লগ পেজে সকলকে স্বাগত। মূলত এই পেজের মাধ্যমে ভূগোলের বিভিন্ন বিষয়ের স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়। যা ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষা ক্ষেত্রে কাজে আসবে। আজ  অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর // WBBSE Class 8th Geography Question and Answer  নিচে দেওয়া হলো। বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর (MCQ, Very Short, Short,  Descriptive Question and Answer) গুলি West Bengal Class VIII Geography Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব গুরুত্বপুর্ণ ।

 


অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8th Geography Questions and Answers

অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর

অতি সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 1 | অষ্টম শ্রেণি ভূগোলঅস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 8th Geography

1.      মহাদেশীয় ভূত্বক সিমা (SIMA) ও মহাসাগরীয় ভূত্বক সিয়াল (SIAL) নামে পরিচিত। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : মিথ্যা

 

2.      ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো। (এক কথায় উত্তর দাও) Answer : ব্যারেন

 

3.      ভূমিকম্পের ফলে লাহোরের কাছে আন্তঃসাগরীয় এলাকায় জেগে উঠেছে ‘কাদার দ্বীপ’। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : মিথ্যা

 

4.      একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখো। (এক কথায় উত্তর দাও) Answer : হাওয়াই দ্বীপের মৌনালোয়া।

 

5.      ‘P’ তরঙ্গের গতিবেগ কত? (এক কথায় উত্তর দাও) Answer : সেকেন্ডে প্রায় 6 কিমি।

 

6.      যে পাতগুলি পরস্পরের সমান্তরালে পাশাপাশি সঞ্চালিত হয় তাকে ট্রান্সফর্ম পাত সীমানা বলে। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : সত্য

 

7.      পূর্বে পৃথিবীতে একটাই মহাদেশ ছিল যার নাম প্যানথালাসা। (সত্য/মিথ্যা নির্বাচন করো)Answer : মিথ্যা

 

8.      একটি নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ দাও। (এক কথায় উত্তর দাও)Answer : সান আন্দ্রিজ চ্যুতি।

 

9.      মহীসঞ্চরণ তত্ত্বের সাহায্যে পর্বত গঠনের ব্যাখ্যা খুব ভালোভাবে দেওয়া সম্ভব। (সত্য/মিথ্যা নির্বাচন করো)Answer : মিথ্যা

 

10. নবীন ভঙ্গিল পর্বতের বয়স প্রায়_________ বছর। (শূন্যস্থান পূরন করো)Answer : 1-2.5 কোটি

 

11. ‘পাত’ কথাটি প্রথম প্রয়োগ করেন _________ । (শূন্যস্থান পূরন করো) Answer : জে টি উইলসন

 

12. আগ্নেয়গিরি থেকে নির্গত গাত, সান্দ্র লাভা আ আ লাভা নামে পরিচিত। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : সত্য

 

13. সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে? (এক কথায় উত্তর দাও) Answer : সবিরামভাবে বা প্রায়শই অষ্ম্যপাত ঘটিয়ে চলা আগ্নেয়গিরিকে সক্রিয় আগ্নেয়গিরি বলে ।

 

14. ইটালির ভিসুভিয়াস একটি _________ আগ্নেয়গিরি। (শূন্যস্থান পূরন করো) Answer : সুপ্ত

 

15. ভূমিকম্পের ফলে সমুদ্রে ঢেউ-এর উচ্চতা বেড়ে প্রবল শক্তিতে উপকূল অঞ্চলে আছড়ে পড়লে তাকে কী বলে? (এক কথায় উত্তর দাও) Answer : সুনামি।

 

16. পরম্পরমুখী পাত সীমানাকে কী বলে? (এক কথায় উত্তর দাও) Answer : অভিসারী পাত সীমানা।

 

17. সিসমোগ্রাফ যন্ত্রে ভূমিকম্পের সময় যে রেখাচিত্রটি তৈরি হয় তাকে _________। (শূন্যস্থান পূরন করো) Answer : সিসমোগ্রাম

 

18. সান ফ্রান্সিসকো ও লস এঞ্জেলেস শহর দুটি _________ চ্যুতির ওপর অবস্থিত। (শূন্যস্থান পূরন করো) Answer : সান আন্দ্রিজ

 

19. হাওয়াই দ্বীপের মৌনালোয়ার উচ্চতা _________ মিটার। (শূন্যস্থান পূরন করো) Answer : 4170

 

20. অপসারী পাত সীমানা প্রধানত পৃথিবীর কোথায় কোথায় দেখা যায়? (এক কথায় উত্তর দাও) Answer : আটলান্টিক, ভারত ও প্রশান্ত মহাসাগরের তলদেশে।

 

21. সান আন্দ্রিজ চ্যুতি বরাবর প্রশান্ত মহাসাগরীয় পাত দক্ষিণে সরছে। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : মিথ্যা

 

22. একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো। (এক কথায় উত্তর দাও) Answer : মেক্সিকোর পারিকুটিন।

 

23. পৃথিবীতে _________ টি hotspot অবস্থান করছে। (শূন্যস্থান পূরন করো) Answer : 25

 

24. পাত সংস্থানতত্ত্বের জনক কে? (এক কথায় উত্তর দাও) Answer : পিঁচো।

 

25. ইউরোপের একটি আগ্নেয়গিরির নাম লেখো। (এক কথায় উত্তর দাও) Answer : ভিসুভিয়াস।

 

26. রিখটার স্কেলের সূচক মাত্রা লেখো। (এক কথায় উত্তর দাও) Answer : 0-10

 

27. রিখটার স্কেলের দ্বারা সমুদ্রের বিস্তার পরিমাপ করা যায়। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : মিথ্যা

 

28. পূর্বে পৃথিবীতে একটাই মহাদেশ ছিল যার নাম প্যানথালাসা। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : মিথ্যা

 

29. আগ্নেয় পর্বতের আর এক নাম _________ পর্বত। (শূন্যস্থান পূরন করো) Answer : সঞ্চয়জাত

 

30. লজিকা পাতটি দক্ষিণ আমেরিকা পাতের পশ্চিম সীমানায় অবস্থিত। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : সত্য

 

31. মহীসঞ্চরণ মতবাদের প্রবক্তা হলেন পিঁচো। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : মিথ্যা

 

32. ভবিষ্যতে যে আগ্নেয়গিরির অন্যুৎপাতের সম্ভাবনা নেই তা হল _________ আগ্নেয়গিরি। (শূন্যস্থান পূরন করো) Answer : মৃত

 

33. ‘আ আ লাভা’ কী? (এক কথায় উত্তর দাও) Answer : ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে নির্গত সান্দ্র লাভাকে হাওয়াই দ্বীপের ভাষায় ‘আ আ লাভা’ বলে।

 

34. ভুমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতামাপক যন্ত্র রিখটার স্কেলের মান 0-12 (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : মিথ্যা

 

35. মেক্সিকোর পারিকুটিন একটি মৃত আগ্নেয়গিরি। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : সত্য

 

36. P তরঙ্গ কেবলমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : মিথ্যা

 

37. সুপ্ত আগ্নেয়গিরি থেকে ভবিষ্যতে অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভাবনা নেই। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : মিথ্যা

 

38. ম্যাগমা যত ঊর্ধ্বগামী হয় তার চাপ ও গলনাঙ্ক ততই _________ হয়। (শূন্যস্থান পূরন করো) Answer : কম

 

39. ভূত্বকের পাতগুলি কীসের ওপর ভাসমান? (এক কথায় উত্তর দাও) Answer : অ্যাসথেনোস্ফিয়ারের ওপর।

 

40. রিখটার স্কেলের সূচক মাত্রা লেখো। (এক কথায় উত্তর দাও) Answer : 0-10

 

41. সামুদ্রিক শৈলশিরা তৈরি হয় _________ পাত সীমানায়। (শূন্যস্থান পূরন করো) Answer : অপসারী।

 

42. পাতগুলির আয়তনের তুলনায় বেধ কম হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : সত্য

 

43. মধ্য-সামুদ্রিক শৈলশিরা বরাবর পাতের অপসারণ ঘটছে। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : সত্য

 

44. রিখটার স্কেলের দ্বারা সমুদ্রের বিস্তার পরিমাপ করা যায়। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : মিথ্যা

 

45. সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে? (এক কথায় উত্তর দাও) Answer : সবিরামভাবে বা প্রায়শই অষ্ম্যপাত ঘটিয়ে চলা আগ্নেয়গিরিকে সক্রিয় আগ্নেয়গিরি বলে ।

 

46. যে পাত সীমান্তে ধবংস বা সৃষ্টি কিছুই হয় না তাকে _________ সীমানা বলে। (শূন্যস্থান পূরন করো) Answer : নিরপেক্ষ পাত

 

47. জাপানের মাউন্ট ফুজি একটি মৃত আগ্নেয়গিরি। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : মিথ্যা

 

48. ভূত্বকের পাতগুলি কীসের ওপর ভাসমান? (এক কথায় উত্তর দাও) Answer : অ্যাসথেনোস্ফিয়ারের ওপর।

 

49. প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ে পৃথিবীর 50 শতাংশ ভূমিকম্প হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : মিথ্যা

 

50. ভারতের একমাত্র আগ্নেয়গিরি আরাবল্লি। (সত্য/মিথ্যা নির্বাচন করো)  Answer : মিথ্যা

 

51. পাতগুলি গড়ে _________ কিমি পুরু। (শূন্যস্থান পূরন করো) Answer : 70-150

 

52. অভিসারী পাত সীমানা বরাবর অবস্থিত অছুল ভূমিকম্পপ্রবণ হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : মিথ্যা

 

53. আগ্নেয় পর্বতের আর এক নাম _________ পর্বত। (শূন্যস্থান পূরন করো) Answer : সঞ্চয়জাত

 

54. পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ভূমিকম্প 2004 সালে 26 ডিসেম্বর ইন্দোনেশিয়ার _________দ্বীপে ঘটেছিল। (শূন্যস্থান পূরন করো) Answer : সুমাত্রা

 

55. _________ এর মহীসরণ তত্ত্বের ভিত্তিতে পরবর্তীকালে মহাদেশ ও মহাসাগরের সৃষ্টি ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। (শূন্যস্থান পূরন করো) Answer : আলফ্রেড ওয়েগনার।

 

56. উত্তর আমেরিকার পশ্চিমের কর্ডিলেরা অঞ্চলটি প্রাচীন ভঙিল পর্বতমালা নিয়ে গঠিত। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : মিথ্যা

 

57. অভিসারী পাত সীমানা বরাবর অবস্থিত অছুল ভূমিকম্পপ্রবণ হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : মিথ্যা

 

58. ভারতের হিমালয় পার্বত্য অঞ্চল একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : সত্য

 

59. টুজো উইলসন হলেন পাত সংস্থান তত্ত্বের সঙ্গে যুক্ত একজন বিজ্ঞানী। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : সত্য

 

60. পূর্বে পৃথিবীতে একটাই মহাদেশ ছিল যার নাম প্যানথালাসা। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : মিথ্যা

 

61. একটি বড়ো পাতের নাম লেখো। (এক কথায় উত্তর দাও) Answer : ইউরেশীয় পার্ক।

 

62. অভিসারী পাতদ্বয়ের সীমানাকে বলে _________ পাত সীমানা। (শূন্যস্থান পূরন করো) Answer : বিনাশকারী

 

63. ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো। (এক কথায় উত্তর দাও) Answer : ব্যারেন

 

64. ‘P’ ও ‘S’-দ্বারা ভূমিকম্পের কী (এক কথায় উত্তর দাও)

Answer : ‘P’ হল ভূমিকম্পের প্রাইমারি ওয়েভ (Primary wave) বা প্রাথমিক তরঙ্গ এবং ‘S’ হল সেকেন্ডারি ওয়েভ (Secondary wave) বা গৌণ তরঙ্গ এই দুটিকে একসঙ্গে ভূমিকম্পের ‘দেহতরঙ্গ’ বলে।

 

65. সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে? (এক কথায় উত্তর দাও) Answer : সবিরামভাবে বা প্রায়শই অষ্ম্যপাত ঘটিয়ে চলা আগ্নেয়গিরিকে সক্রিয় আগ্নেয়গিরি বলে ।

 

66. চ্যুতির সৃষ্টি হয় মূলত _________ পাত সীমান্তে। (শূন্যস্থান পূরন করো) Answer : নিরপেক্ষ

 

67. তপ্তবিন্দু থেকে কোনো ধরনের ভূমিকম্প হয় না। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : মিথ্যা

 

68. পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ভূমিকম্প 2004 সালে 26 ডিসেম্বর ইন্দোনেশিয়ার _________দ্বীপে ঘটেছিল। (শূন্যস্থান পূরন করো) Answer : সুমাত্রা

 

69. সিসিলির স্ট্রম্বেলি কী ধরনের আগ্নেয়গিরি? (এক কথায় উত্তর দাও) Answer : সক্রিয় আগ্নেয়গিরি।

 

70. ভূমিকম্পের_________ তরঙ্গ পৃথিবীর কেন্দ্রে পৌছাতে পারে। (শূন্যস্থান পূরন করো) Answer : P

 

71. ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে কোন্ শহরটি ধ্বংস হয়ে যায়? (এক কথায় উত্তর দাও) Answer : পম্পেই শহর।

 

72. মায়ানমারের পোপা একটি _________ আগ্নেয়গিরি। (শূন্যস্থান পূরন করো)  Answer : মৃত

 

73. সামুদ্রিক শৈলশিরা তৈরি হয় _________ পাত সীমানায়। (শূন্যস্থান পূরন করো) Answer : অপসারী।

 

74. ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা মাপা হয় কোন্ যন্ত্রের সাহায্যে? (এক কথায় উত্তর দাও) Answer : রিখটার স্কেল।

 

75. রিখটার স্কেলের দ্বারা সমুদ্রের বিস্তার পরিমাপ করা যায়। (সত্য/মিথ্যা নির্বাচন করো) Answer : মিথ্যা।

 

সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 2 | অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 8th Geography

১. পা হো হো লাভা কী?

Answer : হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলি থেকে যে লাভা নির্গত হয় তা অত্যন্ত পাতলা হওয়ায় বহুদূর বিস্তৃত হয় , হাওয়াই ভাষায় যার নাম পা হো হো।

 

2.পাত সঞ্চালনের ফলাফলগুলি সংক্ষেপে আলোচনা করো।

Answer : পাত সঞ্চালনের ফলে ভূমিকম্প, আগ্ন্যুতপাত , প্রভৃতি সৃষ্টি হয়

৩.  S তরঙ্গ বলতে কী বোঝ?

Answer : ৩-৫ কিমি / সেকেন্ড বেগে প্রবাহিত যে তরঙ্গ কঠিন বস্তুকণার মধ্যে প্রবাহিত হয়ে ভূপৃষ্ঠে পৌঁছায় তাকে “s” তরঙ্গ বলে।

৪.  সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে?

Answer : যেসব আগ্নেয়গিরি সৃষ্টির পর থেকে অবিরাম বা অনবরত অগ্ন্যুৎপাত ঘটিয়ে চলেছে তাকে সক্রিয় আগ্নেয়গিরি বলে। যেমনঃ সিসিলি দ্বীপের মাউন্ট এটনা, লিপারি দ্বীপের স্ট্রম্বোলী।

 

৫. পৃথিবীর প্রধান প্রধান পাতগুলি সম্পর্কে লেখো।

Answer : উত্তর আমেরিকান পাত, দক্ষিণ আমেরিকান পাত, আফ্রিকান পাত, আন্টার্কটিকা পাত , ইউরশিয়ান পাত , ইন্দো- অস্ট্রেলিয়ান পাত এবং প্রশান্ত মহাসাগরীয় পাত

 

৬. কয়েকটি মহাদেশীয় পাত ও একটি মহাসাগরীয় পাত নাম লেখো।

Answer : মহাদেশীয় পাত ঃ উত্তর আমেরিকান পাত, দক্ষিণ আমেরিকান পাত, আফ্রিকান পাত, আন্টার্কটিকা পাত , ইউরশিয়ান পাত , ইন্দো- অস্ট্রেলিয়ান পাত

মহাসাগরীয় পাতঃ প্রশান্ত মহাসাগরীয় পাত

 

৭. লাভ তরঙ্গ এবং র‍্যালে  তরঙ্গ কী?

Answer : উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর দুইধরনের পৃষ্ঠ তরঙ্গ ছড়িয়ে পড়ে একটি লাভ তরঙ্গ ও অন্যটি র‍্যালে তরঙ্গ । এই তরঙ্গের দ্বারা বেশী ক্ষয় হয়ে থাকে।

 

৮.সুনামি কী?

Answer : সমুদ্র তলদেশে ভূমিকম্পের কারণে জলস্তর বেড়ে ঢেউ এর আকারে উপকূলে আছড়ে পড়ে তাকে সুনামি বলে।

 

৯. মৃত আগ্নেয়গিরি কাকে বলে?

Answer : যেসব আগ্নেয়গিরি অতিপ্রাচীনকালে বিস্ফোরণ ঘটিয়েছে কিন্তু ভবিষ্যতে কোনও সম্ভবনা নেই তাকে মৃত আগ্নেয়গিরি বলে। যেমনঃ মেক্সিকোর পারকুটিন , মায়ানামারের পোপো।

১০. ভূকম্পীয় তরঙ্গ কয়প্রকার ও কী কী?

Answer : তিন প্রকার। যথাঃ P , S, L তরঙ্গ ।

 

১১. ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে?

Answer : ভূপৃষ্ঠের নীচে অভ্যন্তরে যে স্থান ভূমিকম্পের উদ্ভব হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে,

১২. ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে?

Answer : কেন্দ্র থেকে উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় সেটা ভূমিকম্পের উপকেন্দ্র বলে।

১৩. পাত কী?

Answer : ভূত্বকের উপরে শক্ত ও কঠিন খণ্ডকে পাত বলে।

১৪. অভিসারী পাত সীমানা কাকে বলে?

Answer : যখন দুটি পাত পরস্পর পরস্পরের মুখোমুখি অগ্রসর হওয়ার ফলে পাতের সংঘর্ষ হয় এবং হালকা পাতটি ভারী পাতের উপরে অবস্থান করে তাকে অভিসারী পাত সীমানা বলে।

১৫. ভূকম্প তরঙ্গ কী?

Answer : ভুমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কেন্দ্রে, উপকেন্দ্র থেকে বিভিন্ন দিকে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে এই তরঙ্গকে ভূকম্প তরঙ্গ বলে। 

১৬. প্রতিসারী পাত সীমানা কাকে বলে?

Answer: যখন দুটি পাড় পরস্পর পরস্পরের বিপরীত দিকে সঞ্চারিত হয় ফলে এই অঞ্চলে ভূমিকম্প, আগ্ন্যুতপাত হয় তাকে প্রতিসারী পাত সীমানা বলে।

১৭. নিরপেক্ষ সীমানা কাকে বলে?

Answer: যখন দুটি পাত পরস্পর পরস্পরের পাশাপাশি অগ্রসর হয় তাকে নিরপেক্ষ পাত সীমানা বলে।

Info : Class 8 Geography Suggestion chapter 1   | West Bengal WBBSE Class  VIII (Class 8th) Geography Qustion and Answer Suggestion

অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন – অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর  

অষ্টম শ্রেণীর  ভূগোল –অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়)   – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII  / WB Class 8  / WBBSE / Class 8  Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8 Class 8th / WB Class XII / Class 8 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে www.geographia97.blogspot.com এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Geography Suggestion / Class 8 Geography Question and Answer / Class VIII Geography Suggestion / Class 8 Pariksha Geography Suggestion  / Geography Class 8 Exam Guide  / MCQ , Short , Descriptive  Type Question and Answer  / Class 8 Geography Suggestion  FREE PDF Download) দেওয়া হল । 

Thank you for visiting this page.

Sayantani Singh

SAYANTANI SINGH Msc, B.Ed

GEOGRAPHIA

www.geographia97.blogspot.com

 GEOGRAPHIA


GEOGRAPHIA

If you want to join my telegram group 

YOU TUBE CHANNEL LET'S LEARN GEOGRAPHY click here



GEOLOGICAL TIME SCALE IN ENGLISH CLICK HERE 

GEOLOGICAL TIME SCALE IN BENGALI  CLICK HERE .

পৃথিবীর অন্দরমহলের বর্ননা click here

interior structure of the earth click here 

KANT GASEOUS HYPOTHESIS CLICK HERE 

কান্টের গ্যাসীয় মতবাদ CLICK HERE


Free note for REMOTE SENSING AND GIS CLICK HERE


NCERT CLASS_6 SHORT NOTE CLICK HERE 

NCERT CLASS _6 SOLUTION CLICK HERE

ICSE class -ix click here

ICSE class -x click here

CLASS 6 WBBSE GEOGRAPHY CLICK HERE

জলবায়ুর শ্রেণীবিভাগপ্রশ্ন-উত্তর click here

REGIONAL THEORIES CLICK HERE

দ্বাদশ শ্রেণী ভূগোল CLICK HERE

CURRENT AFFAIRS CLICK HERE

NOTES OF HUMAN GEOGRAPHY AND AND POPULATION GEOGRAPHY click here


CONTINENTAL DRIFT THEORY BY FB TAYLOR CLICK HERE

CONTINENTAL DRIFT THEORY BY TAYLOR IN BENGALI CLICK HERE

CONTINENTAL DRIFT THEORY BY WEGNER CLICK HERE

CLIMATE OF INDIA CLICK HERE

ভূমিরূপ গঠন কারী প্রক্রিয়া ; উচ্চমাধ্যমিক ভূগোল click here

বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ click here

মহিসঞ্চারন তত্ত্ব click here


Ugc net 2007 june paper 2 geography click here

Ugc net 2006 december paper 2 geography click here

UGC NET GEOGRAPHY 2007 DECEMBER CLICK HERE 

UGC NET GEOGRAPHY 2008 JUNE CLICK HERE

WB CLASS 6 GEOGRAPHY CHAPTER 4 CLICK HERE

UGC NET GEOGRAPHY 2009 JUNE CLICK HERE 

PLATE TECTONIC THEORY CLICK HERE

NCERT CLASS 7 GEOGRAPHY CLICK HERE 

CORAL REEF IN BENGALI NOTE CLICK HERE

CORAL REEF CLICK HERE 

HS GEOGRAPHY CLICK HERE 


 Thank you for visiting this page.we provide geography related study materials on daily basis..


Reactions

Post a Comment

0 Comments

Ad Code