Ad Code

ভারতীয় বন্য কুকুর (DHOLE) সংরক্ষণ


ভারতীয় বন্য কুকুর (DHOLE) সংরক্ষণ

CONSERVATION OF DHOLE IN RECENT TIME
এশিয়ান বন্য কুকুর

এক নজরে ঢোল বা ভারতীয় বন্য কুকুরের বর্ননা 

  •           বিজ্ঞানসম্মত নাম – Cuon Alpinus
  •      এটি বন্য মাংসাশী প্রাণী।
  •     পর্ব ঃ - কর্ডাটা
  •     শ্রেণী ঃ - ম্যামালিয়া
  •     পরিবার ঃ - কেনিদি
  •     গন ঃ - কুওস

      কোথায় কোথায় পাওয়া যায়? 

  •           সাধারণত মধ্য, দক্ষিণ, পুর্ব এবং দক্ষিণ- পুর্ব এশিয়াতে দেখা যায়।
  •          এদের এশিয়ান বন্য কুকুর , ভারতীয় বন্য কুকুর নামে পরিচিত। 


। 
CONSERVATION OF DHOLE IN RECENT TIME
এশিয়ান ঢোলের অবস্থান

  •        বাস্তুতান্ত্রিক ভুমিকাঃ এটি বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  খাদ্যশৃঙ্খলের বা টপিক লেভেলের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান।

  •    বর্তমান অবস্থাঃ  
·    এটি বিলুপ্ত প্রজাতির প্রাণী। কারন  বৃক্ষছেদন এর ফলে ক্রমান্বয়ে আবাসস্থল ধ্বংস,নিজস্ব  শিকার কমে যাওয়া, অন্যান্য শিকারী প্রাণীর সাথে প্রতিযোগিতা, নির্মূল প্রক্রিয়া, প্রভৃতি কারণে  আশঙ্কাজনক হারে কমে আসছে। সেই কারণে IUCN দ্বারা একে বিপন্ন প্রাণীর তালিকা যুক্ত করেছে।  1972 সালের The wildlife protection act এর সিডিউল ২ তে রাখা হয়েছে। এবং Convention on international trade in endangered spices of Wildkife fauna and flora ( CITES)   দ্বারা এপেক্স ২ তে রাখা হয়েছে। 
·    সমগ্র ভারতে মাত্র তিনটি রাজ্যঃ কর্নাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ তিন বিলুপ্ত প্রাণীকে সংরক্ষণ করছে।
·    বর্তমান ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়, Wild-life conservation Society – India, The Wildlife Conservation trust, এবং The National centre for Biological Sciences দ্বারা এক সমীক্ষায় বলেছেন ভারতের এই তিন রাজ্য সব থেকে বেশী সংরক্ষণ করছে।

·    বিজ্ঞানীরা বলেছেন বর্তমান বন্যকুকুর হ্রাসের হারকে রোধ করে কিভাবে সেটাকে পুনরুদ্ধার করা যেতে পারে।ভারতের এই তিন রাজ্যে যেহেতু এদের সংখ্যা বেশী তাই যথাযথ ভাবে অরণ্যের উপর চাপ কমিয়ে আনা এবং আবাস্থল তৈরি করা। বর্তমানে এদের সংখ্যা ২৫০০ এর কম।
·    অরুনাচলপ্রদেশ, ছত্তিসগড়, ওডীশা , তেলেঙ্গানা এবং গোয়া প্রভৃতি রাজ্যকে বন্যপ্রাণী ও অরণ্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া এবং বন্য প্রাণী সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয়েছে।

·    বিলুপ্ত প্রজাতি ঢোল সংরক্ষণের জন্য হায়দ্রাবাদের  Indira Gandhi zoological park ( IGZP) , এখানে  বিডিং পার্ক রূপে চিহ্নিত করেছেন।
--------------------------------------------------------------------------------------------------------------------------

@সায়ন্তনী সিং 
@জিওগ্রাফিয়া




Reactions

Post a Comment

3 Comments

Ad Code