Ad Code

Ticker

7/recent/ticker-posts

IUCN দ্বারা ভারতের বিপন্ন প্রাণীর তালিকাঃ রেড ডাটা বুক ২০১৯

 

IUCN দ্বারা ভারতের বিপন্ন প্রাণীর তালিকাঃ রেড ডাটা বুক ২০১৯  



UNEP সংঞ্জা অনুযায়ী জীব- বৈচিত্র্য বলতে বোঝায় “কোনও একটি নির্দিষ্ট অঞ্চলে সমস্ত জিন, প্রজাতি ও বাস্তুতন্ত্রের বৈচিত্র্যে ও সমগ্রতা“পৃথিবীতে ভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য লক্ষ্য করা যায়।   ১৯৬৮ সালে বিজ্ঞানী রেমন্ড দাসামান প্রথম “জীব-বৈচিত্র্য” কথাটি ব্যবহার করেছিলেনপরবর্তী সময়ে ১৯৮৬ সালে ওয়াল্টার রোজেন সোমিয়ান ইন্সটিটিউটের ন্যাশনাল ফোরামে “জীব-বৈচিত্র্য” কথাটি ব্যবহার করেন।বর্তমানে মানুষের হস্তক্ষেপে ও যথেচ্ছ হারে সম্পদের  ব্যবহারের ফলে জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে।ফলস্বরূপ অনেক উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি অবলুপ্তির পথে।এক্ষেত্রে জীব বৈচিত্র্যের বিলুপ্তি  বিষয়টি জেনে রাখা দরকার, যখন কোন জীব প্রজাতি তার কোনো  উত্তারাধিকার না রেখে পৃথিবী  থেকে চিরতরে শেষ হয়ে যায় তখন জীব- বৈচিত্র্যের বিলুপ্তি ঘটে। এই জীব বৈচিত্র্যের সংরক্ষণের জন্যে IUCN ( THE INTERNATIONAL  UNION FOR THE CONSERVATION OF NATURE) দ্বারা  বিপন্ন উদ্ভিদ ও প্রাণীর তালিকা রেড ডাটা বুকের মাধ্যমে প্রকাশ করা হয়। ১৯৬৪ সালে প্রথম IUCN  দ্বারা প্রথম রেড ডাটা বুক প্রকাশিত হয়। এই বইতে প্রধানত বিপন্ন , বিলুপ্ত , সংকটজনক এবং বিরল প্রজাতিভুক্ত উদ্ভিদ ও প্রাণীর তলিকা প্রকাশ করা হয়। বর্তমানে ৭৭৩০০ এর বেশি প্রজাতি এই পুস্তকে রয়েছে। রিও + ২০ আর্থ সামিটে ভারতে ১৩২ টি প্রজাতি উদ্ভিদ ও প্রাণীকে সংকটজনক বলে শনাক্ত করেছে। ২০১৯ সালে মার্চ মাসে IUCN দ্বারা রেড ডাটা বুক প্রকাশিত হয় । ২০১৯ এর সেপ্টেম্বর মাসে  আরও ৪৮ টি প্রজাতিকে যুক্ত করা হয়। যেখানে ৪১% উভচর প্রাণী ও ৩৩% প্রবাল প্রাচীর কে বিপন্ন প্রজাতি বলে শনাক্ত করা হয়েছে। এই রেড ডাটা বুক কেন প্রকাশিত করা হয় ? এর উদ্দেশ্যটা কি? রেড ডাটা বুক প্রকাশের উদ্দেশ্য হল ১। বিঞ্জান সম্মত ভাবে বিপন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির তালিকা প্রকাশ করা ২। জীব বৈচিত্র্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা ৩। জীব বৈচিত্র্যের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়িত করা। 

বিভিন্ন আন্তজার্তিক সংস্থা,রাজ্য ও জাতীয় সংস্থা, বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ ,কিছু NGOS, জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রভৃতি সংস্থা এই তথ্য সংগ্রহ করে থাকে। IUCN দ্বারা সংরক্ষণের তালিকাকে ৯টি ভাগে ভাগ করা যায়।

·    বিলুপ্ত প্রজাতিঃ ( Extinct Species)

যেসব প্রজাতির আর কোনো অস্তিত্ব নেই,যাদের অস্তিত্ব  পৃথিবী থেকে পুরোপুরিভাবে  শেষ হয়ে গেছে। তাদের বিলুপ্ত প্রজাতি বলে।

 


·    বন্য বিলুপ্ত প্রজাতিঃ( Extinct species in wild)

যে সব প্রজাতির বন্য প্রাকৃতিক পরিবেশে অস্তিত্ব শেষ হয়ে গেলেও কিছু প্রজাতি এখনও বেঁচে রয়েছে ক্যাপটিভিটির মাধ্যমে। তাদের বন্য বিলুপ্ত প্রজাতি বলে।



·    সংকটপূর্ণ বিপন্ন প্রজাতি: ( Critical Endangered species)

যেসব প্রজাতি গত দশ বছরে তাদের জনসংখ্যার ৯০% বিলুপ্ত হয়ে গেছে। বাকি ১০% বিলুপ্ত হওয়ার সম্ভবনা প্রবল তাকে সংকটপূর্ণ বিপন্ন প্রজাতি বলে।



·    বিপন্ন প্রজাতি: ( Endangered species)

গত দশ বছরে যেসব প্রজাতির ৭০% বিলুপ্ত হয়ে গেছে এবং অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভবনা থাকে তাদেরকে বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত করা হয়।



·    বিপদগ্রস্ত প্রজাতিঃ ( Vulnerable Species)

কোন প্রজাতিকে তখনই বিপদগ্রস্ত বলা যেতে পারে যখন সেই প্রজাতির জনসংখ্যার ৫০%  গত দশ বছরে বিলুপ্ত হয়ে গেছে এবংবাকি ৫০% ভবিষ্যতে  বিপন্ন হওয়ার সম্ভবনা থাকে। তাদের বিপদগ্রস্ত প্রজাতি বলা হয়ে থাকে।   


 

·    ভবিষ্যতে বিপদ গ্রস্ত প্রজাতিঃ( Near threatened)

যে সব প্রজাতি ভবিষ্যতে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে সেইসব প্রজাতিকে ভবিষ্যত বিপদগ্রস্ত প্রজাতিরূপে চিহ্নিত করা হয়।

·    স্বল্প সতর্কযুক্ত প্রজাতিঃ( Least concern)

যেসব প্রজাতি যথেচ্ছ সংখ্যক রয়েছে এবং বিলুপ্ত হওয়ার সম্ভবনা নেই, সেইসব প্রজাতি কম ঝুঁকিপূর্ণ হয়।

·    স্বল্প তথ্যযুক্ত প্রজাতিঃ ( No data)

যে সব প্রজাতি সম্পর্কে যথাযথ তথ্য পাওয়া যায়না

·      অপর্যাপ্ত তথ্যঃ ( Not yet evaluation)

উপরের তালিকাযুক্ত নয় এমন প্রাণীর তথ্যের অভাব।

 

 

IUCN দ্বারা প্রকাশিত রেড ডাটা বুকের সংরক্ষণযোগ্য প্রজাতির সংখ্যা তালিকাটি একটি ছকের মাধ্যমে দেখানো হল-

 

সিরিয়াল নং

প্রজাতির বিভাগ

প্রজাতির সংখ্যা

বিলুপ্ত প্রজাতি

৮৬৪

বন্য বিলুপ্ত প্রজাতি

৭৮

সংকটপূর্ণ বিপন্ন প্রজাতি

৫১৭৬

বিপন্ন প্রজাতি

৭৭০৫

বিপদগ্রস্ত প্রজাতি

১১৬৫৪

ভবিষ্যতে বিপদ গ্রস্ত প্রজাতি

৪৪০৬

স্বল্প সতর্কযুক্ত প্রজাতি

৩৯৯৫৪

স্বল্প তথ্যযুক্ত প্রজাতিঃ

৮২০৬৫

 

 

 

 

 


তথ্যসূত্রঃ wikipedia, icun list 

@সায়ন্তনী সিং @জিওগ্রাফিয়া

জিওগ্রাফিয়া 

https://geographia97.blogspot.com/2020/09/ugc-net-2017-paper-ii-and-iii-geography.html

https://geographia97.blogspot.com/2020/09/nta-net-geography-20-june-2019.html

https://geographia97.blogspot.com/2020/09/june-2005-paper-2-geography-solved.html

https://geographia97.blogspot.com/2020/09/nta-net-paper-2-geography-on-december.html

https://geographia97.blogspot.com/2020/09/ugc-net-2017-january-paper-ii-and-iii.html

https://geographia97.blogspot.com/2020/09/ugc-net-2015-paper-ii-and-iii-geography.html

https://geographia97.blogspot.com/2020/09/ugc-net-2012-december-paper-ii-and-iii.html

https://geographia97.blogspot.com/2020/09/ugc-net-2015-june-paper-ii-and-iii.html

https://geographia97.blogspot.com/2020/09/ugc-net-2012-december-paper-ii-and-iii.html

https://geographia97.blogspot.com/2020/09/ugc-net-2013-december-paper-ii-and-iii.html 

https://geographia97.blogspot.com/2020/09/ugc-net-2013-june-paper-ii-and-iii.html 

https://geographia97.blogspot.com/2020/10/ugc-net-2009-paper-ii-previous-year.html


  

Reactions

Post a Comment

0 Comments

Ad Code