IUCN দ্বারা ভারতের বিপন্ন
প্রাণীর তালিকাঃ রেড ডাটা বুক ২০১৯
UNEP সংঞ্জা অনুযায়ী জীব- বৈচিত্র্য বলতে বোঝায় “কোনও একটি
নির্দিষ্ট অঞ্চলে সমস্ত জিন, প্রজাতি ও বাস্তুতন্ত্রের বৈচিত্র্যে ও সমগ্রতা।“পৃথিবীতে ভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য লক্ষ্য
করা যায়। ১৯৬৮ সালে বিজ্ঞানী রেমন্ড দাসামান প্রথম “জীব-বৈচিত্র্য”
কথাটি ব্যবহার করেছিলেন।পরবর্তী সময়ে ১৯৮৬ সালে ওয়াল্টার রোজেন সোমিয়ান
ইন্সটিটিউটের ন্যাশনাল ফোরামে “জীব-বৈচিত্র্য” কথাটি ব্যবহার করেন।বর্তমানে মানুষের হস্তক্ষেপে ও যথেচ্ছ হারে সম্পদের ব্যবহারের ফলে জীব বৈচিত্র্য নষ্ট
হচ্ছে।ফলস্বরূপ অনেক উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি অবলুপ্তির পথে।এক্ষেত্রে জীব
বৈচিত্র্যের বিলুপ্তি বিষয়টি জেনে রাখা
দরকার, যখন কোন জীব প্রজাতি তার কোনো
উত্তারাধিকার না রেখে পৃথিবী থেকে
চিরতরে শেষ হয়ে যায় তখন জীব- বৈচিত্র্যের বিলুপ্তি ঘটে। এই জীব বৈচিত্র্যের
সংরক্ষণের জন্যে IUCN ( THE
INTERNATIONAL UNION FOR THE CONSERVATION
OF NATURE) দ্বারা বিপন্ন
উদ্ভিদ ও প্রাণীর তালিকা রেড ডাটা বুকের মাধ্যমে প্রকাশ করা হয়। ১৯৬৪ সালে প্রথম IUCN
দ্বারা প্রথম রেড ডাটা বুক
প্রকাশিত হয়। এই বইতে প্রধানত বিপন্ন , বিলুপ্ত , সংকটজনক এবং বিরল প্রজাতিভুক্ত
উদ্ভিদ ও প্রাণীর তলিকা প্রকাশ করা হয়। বর্তমানে ৭৭৩০০ এর বেশি প্রজাতি এই পুস্তকে
রয়েছে। রিও + ২০ আর্থ সামিটে ভারতে ১৩২ টি প্রজাতি উদ্ভিদ ও প্রাণীকে সংকটজনক বলে
শনাক্ত করেছে। ২০১৯ সালে মার্চ মাসে IUCN দ্বারা রেড ডাটা
বুক প্রকাশিত হয় । ২০১৯ এর সেপ্টেম্বর মাসে
আরও ৪৮ টি প্রজাতিকে যুক্ত করা হয়। যেখানে ৪১% উভচর প্রাণী ও ৩৩% প্রবাল
প্রাচীর কে বিপন্ন প্রজাতি বলে শনাক্ত করা হয়েছে। এই রেড ডাটা বুক কেন প্রকাশিত
করা হয় ? এর উদ্দেশ্যটা কি? রেড ডাটা বুক প্রকাশের উদ্দেশ্য হল ১। বিঞ্জান সম্মত
ভাবে বিপন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির তালিকা প্রকাশ করা ২। জীব বৈচিত্র্য
সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা ৩। জীব বৈচিত্র্যের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়িত
করা।
বিভিন্ন আন্তজার্তিক সংস্থা,রাজ্য ও জাতীয় সংস্থা,
বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ ,কিছু NGOS, জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রভৃতি সংস্থা এই তথ্য সংগ্রহ করে
থাকে। IUCN দ্বারা সংরক্ষণের তালিকাকে ৯টি ভাগে ভাগ করা যায়।
· বিলুপ্ত প্রজাতিঃ ( Extinct Species)
যেসব প্রজাতির আর কোনো অস্তিত্ব নেই,যাদের অস্তিত্ব পৃথিবী থেকে পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। তাদের বিলুপ্ত প্রজাতি বলে।
·
বন্য বিলুপ্ত প্রজাতিঃ( Extinct species in wild)
যে সব প্রজাতির বন্য
প্রাকৃতিক পরিবেশে অস্তিত্ব শেষ হয়ে গেলেও কিছু প্রজাতি এখনও বেঁচে রয়েছে
ক্যাপটিভিটির মাধ্যমে। তাদের বন্য বিলুপ্ত প্রজাতি বলে।
· সংকটপূর্ণ বিপন্ন
প্রজাতি: ( Critical Endangered
species)
যেসব প্রজাতি গত দশ বছরে তাদের জনসংখ্যার ৯০% বিলুপ্ত হয়ে
গেছে। বাকি ১০% বিলুপ্ত হওয়ার সম্ভবনা প্রবল তাকে সংকটপূর্ণ বিপন্ন প্রজাতি বলে।
· বিপন্ন প্রজাতি: ( Endangered species)
গত দশ বছরে যেসব প্রজাতির ৭০% বিলুপ্ত হয়ে গেছে এবং অদূর
ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভবনা থাকে তাদেরকে বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত করা
হয়।
· বিপদগ্রস্ত প্রজাতিঃ ( Vulnerable Species)
কোন প্রজাতিকে তখনই বিপদগ্রস্ত বলা যেতে পারে যখন সেই প্রজাতির জনসংখ্যার ৫০% গত দশ বছরে বিলুপ্ত হয়ে গেছে এবংবাকি ৫০% ভবিষ্যতে বিপন্ন হওয়ার সম্ভবনা থাকে। তাদের বিপদগ্রস্ত প্রজাতি বলা হয়ে থাকে।
· ভবিষ্যতে বিপদ গ্রস্ত প্রজাতিঃ( Near threatened)
যে সব প্রজাতি ভবিষ্যতে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে
সেইসব প্রজাতিকে ভবিষ্যত বিপদগ্রস্ত প্রজাতিরূপে চিহ্নিত করা হয়।
· স্বল্প সতর্কযুক্ত প্রজাতিঃ( Least concern)
যেসব প্রজাতি যথেচ্ছ সংখ্যক রয়েছে এবং বিলুপ্ত হওয়ার
সম্ভবনা নেই, সেইসব প্রজাতি কম ঝুঁকিপূর্ণ হয়।
· স্বল্প তথ্যযুক্ত প্রজাতিঃ ( No data)
যে সব প্রজাতি সম্পর্কে যথাযথ তথ্য পাওয়া যায়না
· অপর্যাপ্ত
তথ্যঃ ( Not yet evaluation)
উপরের তালিকাযুক্ত নয় এমন প্রাণীর তথ্যের অভাব।
IUCN দ্বারা প্রকাশিত রেড ডাটা বুকের সংরক্ষণযোগ্য
প্রজাতির সংখ্যা তালিকাটি একটি ছকের মাধ্যমে দেখানো হল-
সিরিয়াল নং |
প্রজাতির বিভাগ |
প্রজাতির সংখ্যা |
১ |
বিলুপ্ত প্রজাতি |
৮৬৪ |
২ |
বন্য বিলুপ্ত প্রজাতি |
৭৮ |
৩ |
সংকটপূর্ণ বিপন্ন প্রজাতি |
৫১৭৬ |
৪ |
বিপন্ন প্রজাতি |
৭৭০৫ |
৫ |
বিপদগ্রস্ত প্রজাতি |
১১৬৫৪ |
৬ |
ভবিষ্যতে বিপদ গ্রস্ত প্রজাতি |
৪৪০৬ |
৭ |
স্বল্প সতর্কযুক্ত প্রজাতি |
৩৯৯৫৪ |
৮ |
স্বল্প তথ্যযুক্ত প্রজাতিঃ |
৮২০৬৫ |
https://geographia97.blogspot.com/2020/09/ugc-net-2017-paper-ii-and-iii-geography.html
https://geographia97.blogspot.com/2020/09/nta-net-geography-20-june-2019.html
https://geographia97.blogspot.com/2020/09/june-2005-paper-2-geography-solved.html
https://geographia97.blogspot.com/2020/09/nta-net-paper-2-geography-on-december.html
https://geographia97.blogspot.com/2020/09/ugc-net-2017-january-paper-ii-and-iii.html
https://geographia97.blogspot.com/2020/09/ugc-net-2015-paper-ii-and-iii-geography.html
https://geographia97.blogspot.com/2020/09/ugc-net-2012-december-paper-ii-and-iii.html
https://geographia97.blogspot.com/2020/09/ugc-net-2015-june-paper-ii-and-iii.html
https://geographia97.blogspot.com/2020/09/ugc-net-2012-december-paper-ii-and-iii.html
https://geographia97.blogspot.com/2020/09/ugc-net-2013-december-paper-ii-and-iii.html
https://geographia97.blogspot.com/2020/09/ugc-net-2013-june-paper-ii-and-iii.html
https://geographia97.blogspot.com/2020/10/ugc-net-2009-paper-ii-previous-year.html
0 Comments