Ad Code

Ticker

7/recent/ticker-posts

উচ্চমাধ্যমিক ভূগোলঃ অর্থনৈতিক ভূগোল ঃ কৃষি // hs geography // wbchse//2021 important questions // agriculture

 উচ্চমাধ্যমিক ভূগোলঃ অর্থনৈতিক ভূগোল ঃ কৃষি 

https://geographia97.blogspot.com/2021/04/hs-geography-wbchse2021-important.html?m=1


জিওগ্রাফিয়াতে স্বাগতম। উচ্চমাধ্যমিক পরীক্ষা আর বেশী দেরি নেই। তাই পরীক্ষার্থীদের সুবিধার্থে জিওগ্রাফিয়া থেকে এক নতুন সিরিজ চালু করা হচ্ছে যেখানে প্রতিদিন প্রতিটি অধ্যায় ধরে ধরে প্রশ্ন এবং সপ্তাহের শেষে একটি মক পেপার দেওয়া হবে যা ছাত্রছাত্রীদের নিজেদের বিশ্লেষণ করতে সুবিধা হবে।

সংশোধিত সিলেবাস অনুসারে এই অধ্যায় থেকে ৩ নম্বর MCQ আসবে এবং ২ নম্বরের SAQ আসবে । সুতরাং ভালো নম্বর পেতে হলে বই রিডিং দেওয়া ভীষণ জরুরি

একটি ছোটো জমিতে কর্ষণ করে সেখানে বীজ ছড়িয়ে চারা তৈরি করার পদ্ধতিকে কী বলে?

(a) খারিফ শস্য

(b) নার্সারি

(c) ইউট্রোফিকেশন

(d) শস্যাবর্তন

 উত্তরঃ (b) নার্সারি

  চিনের কোথায় বাসন্তিক গম চাষ হয় ?

(a) হুনান
(b) উত্তর ইউনান
(c) হেইলং জিয়াং
(d) কোনোটিই নয়

 উত্তরঃ (c) হেইলং জিয়াং

 ধান চাষের জন্য কোন জলবায়ু আদর্শ?

(a) নাতিশীতোষ

(b) ভূমধ্যসাগরীয়

(c) নিরক্ষীয়

(d) ক্রান্তীয় মৌসুমি জলবায়ু

 উত্তরঃ (d) ক্রান্তীয় মৌসুমি জলবায়ু

কৃষ্ণ বা রেগুর মৃত্তিকায় চাষ হয় ।

(a) তুলো
(b) গম
(c) পাট
(d) ইক্ষু

 উত্তরঃ (a) তুলো

প্রাকৃতিক রাবার উৎপাদন করে মুলত

(a) ভারত
(b) মালয়েশিয়া
(c) বাংলাদেশ
(d) a ও b উভয়ই ঠিক

 

উত্তরঃ (b) মালয়েশিয়া

 

সারা বছর বিভিন্ন জাতের ফুলের চাষকে বলে-~
(a) হটিকালচার (b) ফ্লোরিকালচার (c) পোমাকালচার (d) ওলেরিকালচার

 

উত্তরঃ (b) ফ্লোরিকালচার

 কফি কোন জলবায়ু অঞ্চলে ভালো হয় ?

(a) গ্রীষ্মকালীন
(b) শীতকালীন
(c) বসন্তকালীন
(d) বর্ষাকালীন ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে

 উত্তরঃ (a) গ্রীষ্মকালীন

সারা বছর বিভিন্ন জাতের ফলের চাষকে বলে–
(a) হটিকালচার (b) ফ্লোরিকালচার (c) পোমাকালচার (d) ওলেরিকালচার

 

উত্তরঃ (c) পোমাকালচার

 

জীবনবৃক্ষ নামে পরিচিত
(a) আম গাছ (b) কলা গাছ (c) বট গাছ (d) নারকেল গাছ

 

উত্তরঃ (d) নারকেল গাছ

 

বিশ্বের সবথেকে বেশি কফি আমদানিকারক দেশ হলো—
(a) পাকিস্তান (b) মার্কিন যুক্তরাষ্ট্র (c) ভারত (d) শ্রীলঙ্কা

 

উত্তরঃ (b) মার্কিন যুক্তরাষ্ট্র

 ব্ল  মাউন্টেন কফি বলা হয় –

(a) রোবাস্টা কফিকে
(b) আরবীয় কফিকে
(c) লাইবেরীয় কফিকে
(d) জামাইকান কফিকে

 উত্তরঃ (d) জামাইকান কফিকে

মোচা কফি বা মোকা কফি হলো –
(a) জ্যামাইকা কফি (b) লাইবেরীয় কফি (c) আরবীয় কফি (d) রোবাস্টা কফি

 

উত্তরঃ (c) আরবীয় কফি

 

তুলা গাছ আক্রান্ত হয় –
(a) ধসা রোগে (b) বল উইভিল পোকার দ্বারা (c) শুয়োপোকার দ্বারা(d) গোবরে পোকার আক্রমণে

 

উত্তরঃ (b) বল উইভিল পোকার দ্বারা

আরও পড়ুন--উচ্চমাধ্যমিক ভূগোলঃ কৃষির গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লিক

 উচ্চমাধ্যমিক ভূগোল ঃ জনবসতি  পার্ট১ ক্লিক 

 উচ্চমাধ্যমিক ভূগোল ঃ জনবসতি  পার্ট৩  ক্লিক  

 উচ্চমাধ্যমিক ভূগোল ঃ জনবসতি  পার্ট ৪ ক্লিক 

SAQ 


1. ইন্টার কালচার বলতে কী বোঝো?

 

উত্তরঃ যে কৃষিব্যবস্থায় একই জমিতে একই সময়ে বিভিন্ন সারিতে দুই-তিন ধরনের শস্য চাষ করা হয়, তাকে ইন্টারকালচার বলে।

 

2. ভারতে ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?

 

উত্তরঃ উত্তরপ্রদেশ (পশ্চিমবঙ্গ দ্বিতীয়) পাঞ্জাব (হেক্টরপ্রতি উৎপাদনে প্রথম)

 

3. কে শস্য সমন্বয় বিষয়ে একটি গাণিতিক মডেল উপস্থাপন করেন?

 

উত্তরঃ 1954 সালে মার্কিন কৃষি ভূগোলবিদ জে. সি. উইভার।

 

4. মেক্সিকোর ‘গম উন্নয়ন কর্মসূচির’ কর্ণধার কে ছিলেন?

 

উত্তরঃ ড: নরম্যান আর্নেস্ট (বারলগ 1951)।

 

5. বিশ্বের কোন দেশ ধান ও গম উৎপাদনে প্রথম?

 

উত্তরঃ ধান—চিন (ভারত দ্বিতীয়)। গম—চিন (ভারত দ্বিতীয়)।

 

6. মিলেট কী ?

 

উত্তরঃ জোয়ার, বাজরা, রাগি প্রভৃতিকে একত্রে মিলেট বলে।

 

7. জোয়ার ও বাজরা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?

 

উত্তরঃ জোয়ার– মহারাষ্ট্র (কর্ণাটক দ্বিতীয়)। বাজরা— রাজস্থান (উত্তর প্রদেশ দ্বিতীয়)।

 

8. হেক্টর প্রতি বাজরা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?

 

উত্তরঃ তামিলনাড়ু।

 

9. চা ও কফি উৎপাদনে বিশ্বের কোন দেশ প্রথম?

 

উত্তরঃ চা—চিন ও কফি—ব্রাজিল।

 

10. তুলো ও আখ উৎপাদনে বিশ্বের কোন দেশ প্রথম?

 

উত্তরঃ তুলো—চিন, ও আখ—ব্রাজিল।

 

11. ভারতের প্রাচীনতম খালটি কোথায় লক্ষ করা যায়?

 

উত্তরঃ কাবেরী নদীর গ্র্যান্ড এলিট (তামিলনাড়ু)।?

 

12. ভারতে হেক্টর প্রতি সর্বাধিক ডাল উৎপাদিত (2011) হয় কোন রাজ্যে ?

 

উত্তরঃ উত্তরপ্রদেশ।

 

13. ভারতের কোন রাজ্য ডাল উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?

 

উত্তরঃ উত্তরপ্রদেশ (2011)।

 

14. ‘সবুজ বিপ্লব’ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

 

উত্তরঃ উইলিয়াম এস. গ্যাড।

 

15. চিনাবাদাম উৎপাদনে পৃথিবীর কোন দেশ প্রথম স্থান অধিকার করে?

 

উত্তরঃভারত (2011)।

 

16. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাট উৎপাদক দেশ কোনটি?

 

উত্তরঃ ভারত (2011)।

 

17. চিনের কোন অংশকে ‘গমের গোলা’ বলা হয় ?

 

উত্তরঃ মধ্যাংশকে।

 

18. দুধ উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে কততম?

 

উত্তরঃ প্রথম (2011)।

 

19. National Dairy Development Board কত সালে গঠিত হয়?

 

উত্তরঃ 1965 সালে।

 

20. ভারতের শ্রেষ্ঠ কফি উৎপাদক রাজ্য কোনটি ?

 

উত্তরঃ কর্ণাটক (কোদাগু জেলায় সর্বাধিক উৎপাদিত হয়)।

 

21. সয়াবিন উৎপাদনে (2011) ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?

 

উত্তরঃ মধ্যপ্রদেশ।

 

22. শ্রীলঙ্কার কোন জেলা নারকেল চাষের জন্য বিখ্যাত?

 

উত্তরঃ পুট্টালাম।

 

23. শ্রীলঙ্কার কোথায় সর্বপ্রথম চা চাষ হয়?

 

উত্তরঃ ক্যান্ডিতে।

 

24. তুলো চাষের পক্ষে কোন মৃত্তিকা আদর্শ?

 

উত্তরঃ চারনোজেম মৃত্তিকা।

 

25. পৃথিবীর শ্রেষ্ঠ আখ উৎপাদক দেশ কোনটি?

 

উত্তরঃ ব্রাজিল।

 

26. ভারতের কোন রাজ্য ধান উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে?

 

উত্তরঃ পশ্চিমবঙ্গ (2011)।

 

27. ব্রাজিলের কফি বাগানগুলিকে কী বলা হয়?

 

উত্তরঃ ফাজেন্ডা।

 

28. চিনের কোথায় বাসন্তিক গম উপাদিত হয় ?

 

উত্তরঃ হেইলংজিয়াং।

 

29. Coconut Triangle কোন দেশে লক্ষ করা যায়?

 

উত্তরঃ শ্রীলঙ্কায়।

 

30. শ্রীলঙ্কার কোন ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত?

 

উত্তরঃ ডাব।

 

31. পাটের বিকল্প দুটি কৃত্রিম তন্তুর নাম উল্লেখ করো।

 

উত্তরঃ রেয়ন ও নাইলন।

 

32. ভারতে কৃষির উন্নতিকল্পে যে সংস্থা কাজ করছে তার নাম কী ?

 

উত্তরঃ ICAR (Indian Council of Agriculture Research).

 

33. ভারতের দুটি চিনাবাদাম উৎপাদক রাজ্যের নাম লেখো।

 

উত্তরঃ গুজরাত (প্রথম) ও তামিলনাড়ু।

 

34. ভারতে সবুজ বিপ্লবের প্রভাব কোন শস্যের ওপর সর্বাধিক?

 

উত্তরঃ গম।

 

35. ভারতের দুটি রাগি উৎপাদক রাজ্যের নাম লেখো?

 

উত্তরঃ কর্ণাটক ও তামিলনাড়ু।

 

36. চিনের কোথায় শীতকালে সর্বাধিক পরিমাণে গম উৎপাদিত হয়?

 

উত্তরঃ শ্যানডং প্রদেশে।

 

37. শস্য সমন্বয়ের ধারণা সর্বপ্রথম কে দেন?

 

উত্তরঃ জে. সি. উইভার (1954)।

 

38. কোন জলবায়ু অঞ্চলে ধান চাষ সর্বাধিক হয় ?

 

উত্তরঃ মৌসুমি এবং চিনদেশীয় জলবায়ু অলে।

 

39. শ্রীলঙ্কার মোট নারকেল (জীবনবৃক্ষ) উৎপাদনের 80% কোথায় উৎপাদিত হয়ে থাকে?

 

উত্তরঃ উত্তর পশ্চিমাঞ্চল-এ।

 

40. চিনের বৃহত্তম ধান উৎপাদক অঞ্চলটির নাম লেখো।

 

উত্তরঃ ইয়াংসিকিয়াং নদীর মধ্য ও নিম্ন অববাহিকা অঞ্চল চিনের বৃহত্তম ধান উৎপাদক অঞ্চল।

 

41. দ্বিতীয় বৃহত্তম চিনাবাদাম উৎপাদনকারী দেশ কোনটি?

 

উত্তরঃ ভারত

 

42. ট্রাক ফার্মিং কথাটি কোন দেশে বেশি ব্যবহৃত হয়?

 

উত্তরঃ আমেরিকা যুক্তরাষ্ট্রে।

 

43. বাংলাদেশের পাটবলয় বলতে কী বোঝো?

 

উত্তরঃ বাংলাদেশের ঢাকা-কুমিল্লা-ময়মনসিংহকে পাটবলয় বলা হয়।

 

44. চিনাবাদাম উৎপাদনে দ্বিতীয় স্থানাধিকারী দেশ কোনটি ?

 

উত্তরঃ ভারত চিনাবাদাম উৎপাদনে দ্বিতীয়।

 

45. ভারতের কোথায় চিনাবাদাম অধিক উৎপাদিত হয় ?

 

উত্তরঃ ভারতের দক্ষিণ ও পশ্চিম অংশে।

 

46. দক্ষিণ ভারতে কী ধরনের কফি প্রচুর পরিমাণে জন্মায়?

 

উত্তরঃ রোবাস্টা ও আরবীয় কফি।

 

47. কোন ধরনের তুলা সাগরদ্বীপীয় তুলা নামে পরিচিত?

 

উত্তরঃ দীর্ঘ আঁশযুক্ত তুলা।

 

48. শস্য কেন্দ্রীভবন কী ?

 

উত্তরঃ কোনো নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট সময়ে যেকোনো শস্যের ঘনত্বকে বলা হয় শস্য কেন্দ্রীভবন।

 

49. ইউট্রোফিকেশন কাকে বলে?

 

উত্তরঃ বৃষ্টির জলের দ্বারা বাহিত বিভিন্ন পদার্থগুলো জলশয়ের তলদেশে জমা বেঁধে ভরাট হয়ে পড়াকে বলা হয় ইউট্রোফিকেশন।

 

50. বাণিজ্যিক কৃষি কাকে বলে?

 

উত্তরঃ আধুনিক পরিকাঠামোর সাহায্যে বাণিজ্যের উদ্দেশ্যে যে কৃষিব্যবস্থা গড়ে তোলা হয়, তাকে বলা হয় বাণিজ্যিক কৃষি।

 

51. সবুজ বিপ্লব কাকে বলে ?

 

উত্তরঃ 1960 -এর দশকে কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ উসফলনশীল বীজের ব্যবহার, রাসায়নিক সার ও জলসেচের ব্যবহারের মাধ্যমে যে অভাবনীয় অগ্রগতি দেখা যায়, তাকেই মূলত সবুজ বিপ্লব বলে। (?)

 

52. শ্বেত বিপ্লব কাকে বলে ?

 

উত্তরঃ 1970-এর দশকে National Dairy Development Corporation)-এর সাহায্যে ভারতে দুগ্ধ উৎপাদনের যে অভাবনীয় অগ্রগতি দেখা যায়, তাকেই বলা হয় শ্বেত বিপ্লব। এই বিপ্লবের জনক ড: ভার্গিস কুরিয়েন।

 

53. বাজারকেন্দ্রিক উদ্যান কৃষি কী ?

 

উত্তরঃ বড়ো বড়ো শহর বা নগরের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য শহর বা নগরের উপকণ্ঠে শাকসবজি, ফলমূল প্রভৃতি চাষাবাদ করা হয়, একে বলা হয় বাজারকেন্দ্রিক উদ্যান কৃষি। একে ট্রাক ফার্মিংও বলা হয়।

 

54. মালচিং কী?

 

উত্তরঃ সাধারণত জমির আদ্রতা ও বাষ্পীভবন রোধের জন্য বিভিন্ন উপাদান (ঘাস, ছাই, পাতা, ধূলিকণা) দ্বারা যে আস্তরণ দেওয়া হয়, তাকেই মালচিং বলে।

 

55. পৃথিবীর কোথায় আর্দ্র কৃষি লক্ষ করা যায় ?

 

উত্তরঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার মৌসুমি জলবায়ুযুক্ত অঞ্চলে।

 

56. জীবিকাসত্তাভিত্তিক কৃষি কোথায় লক্ষ করা যায়?

 

উত্তরঃ ভারত, চিন, বাংলাদেশ, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিশর প্রভৃতি দেশে।


আরও পড়ুন--উচ্চমাধ্যমিক ভূগোলঃ কৃষির গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লিক

 উচ্চমাধ্যমিক ভূগোল ঃ জনবসতি  পার্ট১ ক্লিক 

 উচ্চমাধ্যমিক ভূগোল ঃ জনবসতি  পার্ট৩  ক্লিক  

 উচ্চমাধ্যমিক ভূগোল ঃ জনবসতি  পার্ট ৪ ক্লিক 

উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্ন উত্তর ক্লিক 

উচ্চমাধ্যমিক ভূগোল ঃ শিল্প ঃ ক্লিক 




Reactions

Post a Comment

0 Comments

Ad Code