উচ্চমাধ্যমিক ভূগোলঃ - জনসংখ্যা ও জনবসতি// HS GEOGRAPHY : POPULATION AND SETTLEMENT
জিওগ্রাফিয়াতে স্বাগতম। উচ্চমাধ্যমিক পরীক্ষা আর বেশী দেরি নেই। তাই পরীক্ষার্থীদের সুবিধার্থে জিওগ্রাফিয়া থেকে এক নতুন সিরিজ চালু করা হচ্ছে যেখানে প্রতিদিন প্রতিটি অধ্যায় ধরে ধরে প্রশ্ন এবং সপ্তাহের শেষে একটি মক পেপার দেওয়া হবে যা ছাত্রছাত্রীদের নিজেদের বিশ্লেষণ করতে সুবিধা হবে।
নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। ( ১ নম্বর )
সংশোধিত সিলেবাস অনুসারে এই অধ্যায় থেকে ৩ নম্বর MCQ আসবে । সুতরাং ভালো নম্বর পেতে হলে বই রিডিং দেওয়া ভীষণ জরুরি ।
1. ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য হলো—
(a) সিকিম (b) গোয়া (c) পাঞ্জাব (d) অরুণাচল প্রদেশ
উত্তরঃ (d) অরুণাচল প্রদেশ
2. ভারতের সর্বাধিক সাক্ষরতার হার যুক্তরাজ্য হলো—
(a) কেরালা 93.91% (b) পশ্চিমবঙ্গ (c) বিহার (d) হরিয়ানা
উত্তরঃ (a) কেরালা 93.91%
3. ভারতের সর্বনিম্ন সাক্ষরতার হার যুক্ত রাজ্য হলো—
(a) পাঞ্জাব (b) বিহার (63.8%) (c) কেরালা (d) উত্তরপ্রদেশ
উত্তরঃ (b) বিহার (63.8%)
4. পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ হলো—
(a) ভারত (b) জাপান (c) চিন (d) জার্মান
উত্তরঃ (c) চিন
5. কোনো রাষ্ট্রের জন্মহার ও মৃত্যুহার সমান হলে জনসংখ্যা—
(a) ধীরে বৃদ্ধি (b) স্থিতিশীল থাকে (c) দ্রুত হ্রাস পায় (d) দ্রুত বৃদ্ধি পায়
উত্তরঃ (b) স্থিতিশীল থাকে
6. উন্নয়নশীল দেশগুলির জনসংখ্যা পিরামিডের আকৃতি
(a) দণ্ডাকার (b) তীক্ষ্ণ শীর্ষদেশযুক্ত সমবাহু ত্রিভুজের মতো (c) ঘণ্টা আকৃতি (d) ন্যাশপাতির মতো
উত্তরঃ (b) তীক্ষ্ণ শীর্ষদেশযুক্ত সমবাহু ত্রিভুজের মতো
7. ভারতের কোন রাজ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি?
(a) বিহার (b) কেরালা (c) ত্রিপুরা (d) মধ্যপ্রদেশে
উত্তরঃ (d) মধ্যপ্রদেশে
8. উন্নত দেশের জনসংখ্যার পিরামিডের –
(a) ভূমি সংকীর্ণ ও মধ্যাংশে স্ফীত (b) ভূমি প্রসারিত ও শীর্ষ সংকীর্ণ (c) ফানেলের মতো (d) মোচাকৃতি
উত্তরঃ (a) ভূমি সংকীর্ণ ও মধ্যাংশে স্ফীত
9. পরিব্রাজন-সংক্রান্ত সূত্রগুলি সর্বপ্রথম দিয়েছেন –
(a) ম্যালথাস (b)রাভেনস্টাইন (c) জিমারম্যান (d) নরিস
উত্তরঃ (b) রাভেনস্টাইন
10. ‘করবেশন’ কথাটি প্রথম ব্যবহার করেছেন –
(a) লুই সামফোর্ড (b) জাঁ গটম্যান (c) ম্যালথাস (d) প্যাট্রিক গেডেস
উত্তরঃ (d) প্যাট্রিক গেডেস
11. যে রাজ্যে পৌর জনসংখ্যা বেশি –
(a) মণিপুর (b) উত্তরপ্রদেশ (c) মহারাষ্ট্র (d) কেরল
উত্তরঃ (c) মহারাষ্ট্র
12. যে রাজ্যে গ্রামীণ জনসংখ্যা বেশি –
(a) বিহার (b) পশ্চিমবঙ্গ (c) মধ্যপ্রদেশ (d) উত্তরপ্রদেশ
উত্তরঃ (d) উত্তরপ্রদেশ
13. জনসংখ্যা অনুসারে বৃহত্তম রাজ্য হলো—
(a) উত্তরপ্রদেশ (b) বিহার (c) পশ্চিমবঙ্গ (d) অরুণাচল প্রদেশ
উত্তরঃ (a) উত্তরপ্রদেশ
14. পৃথিবীর সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ হলো—
(a) পাকিস্তান (b) ভারত (c) চিন (d) বাংলাদেশ
উত্তরঃ (d) বাংলাদেশ
15. ‘জনবিবর্তন মডেল’-এর প্রবক্তা হলেন
(a) ম্যালসাস (b) থম্পসন (c) জিমারম্যান (d) ওয়েবার
উত্তরঃ (b) থম্পসন
16. ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যা হলো।
(a) 121.02 কোটি (b) 102.50 কোটি (c) 103.66 কোটি (d) 132.01 কোটি
উত্তরঃ (a) 121.02 কোটি
বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় 1.34 বিলিয়ন
17. ২০১১ সালের আদমশুমারি অনুসারে ভারতে মোট মহানগরের সংখ্যা হলো—
(a) 42 (b) B 49 (c) 53 (d) 36
উত্তরঃ (c) 53
18. জনসংখ্যার যুগ পরিবর্তন তত্ত্বটি প্রথম দেন –
(a) ওয়ার্নার (b) ম্যালথাস (c) কলিন ক্লার্ক (d) গার্নিয়ার
উত্তরঃ (a) ওয়ার্নার
19. জনসংখ্যা অনুসারে ক্ষুদ্রতম রাজ্য হলো
(a) বিহার (b) সিকিম (c) গোয়া (d) অসম
উত্তরঃ (b) সিকিম
20. ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো—(a) সিকিম (b) পশ্চিমবঙ্গ1129 জন (c) বিহার 1129 জন (d) উত্তরপ্রদেশ
উত্তরঃ (c) বিহার 1129 জন
SAQ প্রশ্ন [ মান – 1 ]
1. পরিব্রাজন কাকে বলে?
স্থায়ী বা সাময়িকভাবে নতুন স্থানে বসবাস করার উদ্দেশ্যে ভৌগোলিক সীমারেখা দ্বারা নির্দিষ্ট কোনো অঞ্চল থেকে অন্য কোনো অঞ্চলে বাসস্থান পরিবর্তনকে বলা হয় পরিব্রাজন।
2. ব্রেন গেন ও ব্রেন ড্রেন কী ?
আন্তর্জাতিক পরিব্রাজনের ক্ষেত্রে স্বল্প উন্নত বা উন্নয়নশীল দেশগুলি থেকে বুদ্ধিজীবী মানুষ উন্নত দেশগুলিতে চলে যায়, এই ঘটনাকে উন্নত দেশের ক্ষেত্রে ব্রেন। গেন এবং স্বল্প উন্নত বা উন্নয়নশীল দেশগুলির ক্ষেত্রে একে ব্রেন ড্রেন বলে।
3. ঋতুভিত্তিক পরিব্রাজন কাকে বলে?
ঋতু পরিবর্তনের সাথে সাথে বিশেষ করে পশুপালক যাযাবরদের মধ্যে যে পরিব্রাজন লক্ষ করা যায়, তাকে বলে ঋতুভিত্তিক পরিব্রাজন।
4. বয়স-লিঙ্গ পিরামিড কাকে বলে?
কোনো একটি দেশের জনসংখ্যাকে পিরামিডের ন্যায় যে চিত্রের মাধ্যমে বয়স ও স্ত্রী-পুরুষ ভেদে প্রকাশ করা হয়, তাকে বয়স-লিঙ্গ পিরামিড বলে।
5. জনসংখ্যা পিরামিডের গুরুত্ব কী?
কোনো দেশের সামাজিক, অর্থনৈতিক, জন্ম-মৃত্যুহার, জনশক্তির পরিমাণ, কর্মদক্ষতা, কর্মক্ষম জনসংখ্যা, জনস্বাস্থ্য, পরনির্ভর জনসংখ্যার ইত্যাদি সম্বন্ধে জানতে পারা যায় জনসংখ্যা পিরামিড থেকে।
6. ভারতে দ্রুতহারে জনসংখ্যা বৃদ্ধির কারণ কী?
1901 – 2011 সালের মধ্যে ভারতে দ্রুতহারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর। কারণগুলি হলো মূলত উচ্চ জন্মহার, স্বল্প মৃত্যুহার, চিকিৎসাবিজ্ঞানের উন্নতি, অল্প বয়সে বিবাহ, শরণার্থীর আগমন, মহামারি নিবারণ, কুসংস্কার, প্রযুক্তিবিদ্যায় উন্নতি ইত্যাদি।
7. Push & Pull Factors ?
যে উপাদানগুলির জন্য বিকর্ষিত হয়ে মানুষ একটি স্থান ছেড়ে অন্য স্থানে চলে যায় সেই উপাদানগুলিকে Push factor এবং যে উপাদানগুলির দ্বারা আকর্ষিত হয়ে মানুষ অন্য কোনো স্থান বা অঞ্চলে পরিব্রাজন করে, তাকে Pull factor বলে।
8. কত সালে ভারতে প্রথম সেন্সাস শুরু হয়?
ans. 1872 সালে।
9. 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত?
ans. 74.04%।
10. 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের বৃহত্তম মহানগর কোনটি ?
ans. মুম্বাই।
11. ভারতীয় পৌর জনবসতির ন্যূনতম জনসংখ্যা কত?
ans. 5000 জন। (মহানগরের—10 লক্ষের বেশি।)।
12. 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের মেট্রোপলিসের সংখ্যা কত?
ans. 53টি।
13. ভারতের কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম?
ans. কেরালায়।
14. ভারতের কোন কেন্দ্রশাসিত রাজ্যে সর্বাধিক ও সর্বনিম্ন জনঘনত্ব দেখা যায় ?
ans. সর্বাধিক—দিল্লি (11297 জনবর্গকিমি) এবং সর্বনিম্ন—আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (46 জনবর্গকিমি)।
15. জনঘনত্ব কাকে বলে?
ans.সাধারণত কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যাকে সেই দেশ অঞ্চলের মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়, তাকে বলা হয় জনঘনত্ব।
16. মানুষ-জমির অনুপাত কী?
ans. কোনো একটি দেশের বা অঞ্চলের মোট জনসংখ্যাকে সেই দেশের বা অএর মোট কার্যকরী জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়, তাকে বলা মানুষ-জমির অনুপাত।
17. স্বল্প জনসংখ্যা কাকে বলে?
ans. কোনো দেশের জনসংখ্যা যদি সেই দেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদের তুলনায় কম হয়, তখন তাকে স্বল্প জনসংখ্যা বলে।
18. অত্যধিক জনসংখ্যা কাকে বলে?
ans. কোনো দেশের জনসংখ্যা যদি সেই দেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদের তুলনায় বেশি হয়, তখন তাকে অত্যধিক জনসংখ্যা বলে।
19. কাম্য জনসংখ্যা কাকে বলে?
ans. কোনো একটি রাষ্ট্রের মোট প্রাকৃতিক সম্পদের পরিপ্রেক্ষিতে যত সংখ্যক মানুষের ভরণপোষণ সম্ভব, সেই জনসংখ্যার মানকে বলা হয় কাম্য জনসংখ্যা।
20. জন্মহার কাকে বলে?
ans. কোনো একটি দেশে প্রতি হাজার জন মানুষ পিছু যতজন জীবন্ত শিশুর জন্ম হয়, তাকে ঐ দেশের জন্মহার বা স্থূল জন্মহার বলে।
21. মৃত্যুহার কাকে বলে ?
ans. প্রতি বছর কোনো দেশে প্রতি হাজারে যতজন মানুষ মারা যায়, তাকে ঐ দেশের মৃত্যুহার বলে।
22. জন অভিক্ষেপ কাকে বলে?
ans. বিগত বছরগুলির জনসংখ্যা বৃদ্ধির পরিসংখ্যানকে পর্যালোচনার দ্বারা বিশ্বের জনসংখ্যা বাড়তে বাড়তে কোথায় গিয়ে দাঁড়াবে তার পূর্বাভাস দেওয়াকে বলা হয় জন অভিক্ষেপ।
23. 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যের নাম ক ?
ans. উত্তরপ্রদেশ।
24. 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি?
ans. বিহার (1102 জনবর্গকিমি) পশ্চিমবঙ্গ দ্বিতীয় (1029 জনবর্গকিমি)।
25. 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটা ?
ans. অরুণাচল প্রদেশ (17 জনবর্গকিমি)।
26. 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে জনসংখ্যার পরিমাণ সর্বনিম্ন ?
ans. সিকিম।
27. 2011 সালের সেন্সাস অনুসারে আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?
ans. রাজস্থান (গোয়া ক্ষুদ্রতম)।
28. 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের জনঘনত্ব কত?
ans. 382 জনবর্গকিমি (2001 সালে ছিল 324 জনবর্গকিমি) (মিশরে জনঘনত্ব 83 জনবর্গকিমিতে)।
29. কোন দশকে ভারতে জনসংখ্যার বৃদ্ধির হার ঋণাত্মক ছিল ?
ans. 1911 – 1921।
30. ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার বেশি ?
ans. কেরালায় (93.91%)। সর্বনিম্ন বিহার (63.82%)।
বিশ্বব্যাপী জনসংখ্যা বণ্টনের ওপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো?
বিশ্বের সর্বত্র জনসংখ্যা সমহারে বন্টিত নয়, কোথাও খুব বেশি আবার কোথাও খুব কম জনসংখ্যা পরিলক্ষিত হয়। বিভিন্ন প্রাকৃতিক কারণ, জন্মহার ও মৃত্যুহার ছাড়াও জনসংখ্যার এই অসম বণ্টনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে পরিব্রাজন। পরিব্রাজনের জন্যেই বর্তমানে শহরগুলির জনসংখ্যা অত্যধিক বৃদ্ধি পেয়েছে এবং গ্রামগুলিতে জনসংখ্যার হ্রাস ঘটেছে। অতীতে বিভিন্ন সময়ে মানুষ এক দেশ থেকে অন্য দেশে বিভিন্ন কারণে পরিব্রাজন করেছে। এই পরিব্রাজনের ফলে বিভিন্ন দেশের জনসংখ্যার বণ্টনের ওপর যে প্রভাব তা আলােচিত হল一
[1] ইউরোপ থেকে অন্যান্য দেশে পরিব্রাজন : অতীতকালে ইউরােপ থেকে অসংখ্য মানুষ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় পাড়ি দিয়েছিল, যার ফলে এই দুই মহাদেশের জনসংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি পায়। 1819 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ছিল মাত্র 58 লক্ষ। কিন্তু এরপর পরিব্রাজনের ফলে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে 1975 সালে হয় 26 কোটি এবং বর্তমানে তা প্রায় 31 কোটি। এইভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধি পেলেও ইউরােপের জনসংখ্যা ক্রমশ হ্রাস পেয়েছে।
[2] পাকিস্তান থেকে ভারতে পরিব্রাজন : 1947 সালে দেশ ভাগের সময় অগণিত মানুষ পাকিস্তান থেকে ভারতে এসে বসবাস শুরু করে। এরফলে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা ইত্যাদি রাজ্যে জনসংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি পায়।
[3] বাংলাদেশ থেকে ভারতে পরিব্রাজন : 1970 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিপুল পরিমাণে মানুষ বাংলাদেশ ছেড়ে ত্রিপুরা, অসম, পশ্চিমবঙ্গ ইত্যাদি সীমান্তবর্তী রাজ্যগুলিতে এসে বসবাস শুরু করে। এরফলে এইসব রাজ্যের জনসংখ্যা বৃদ্ধি পায়।
[4] শ্রীলঙ্কা থেকে ভারতে পরিব্রাজন : শ্রীলঙ্কা সরকারের বিভিন্ন কঠোর নীতির ফলে শ্রীলঙ্কার বহু মানুষ ভারতে এসে বসবাস শুরু করে।
[5] আফ্রিকার বিভিন্ন দেশ থেকে প্রতিবেশী দেশে পরিব্রাজন : প্রাকৃতিক প্রতিবন্ধকতা, দূর্ভিক্ষ, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি কারণে সােমালিয়া, দক্ষিণ সুদান, ইথিওপিয়া ইত্যাদি দেশ থেকে বহু মানুষ প্রতিবেশী দেশগুলিতে পরিব্রাজন করে।
[6] তিব্বত থেকে ভারতে পরিব্রাজন : চিন যখন তিব্বত দখল করে তখন বহু তিবৃতীয় ভারতের বিভিন্ন স্থানে পরিব্রাজিত হয়। এরফলে, ভারতের জনসংখ্যা বৃদ্ধি পায়।
**************@@@@@########**************
0 Comments