উচ্চমাধ্যমিক ভূগোলের বিগত ৫ বছরের প্রশ্ন উত্তর
2015 and 2016
2017
1)অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল
a. ক্ষয়জাত পর্বত
b. আগ্নেয় পর্বত
c. প্লাবনভূমি
d. বাজাদা
উ: - ক্ষয়জাত পর্বত
2) ভৌম জলস্তর এর নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায়, তাকে বলে
a. ভাদোস স্তর
b. কৈশিক স্তর
c. সাময়িক সম্পৃক্ত স্তর
d. স্থায়ী সম্পৃক্ত স্তর
উ: - স্থায়ী সম্পৃক্ত স্তর
3) সামুদ্রিক সঞ্চয় কাজের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে, তাকে বলে
a. টম্বোলো
b. স্পিট
c. লেগুন
d. অগ্রভূমি
উ: - স্পিট
4. নদীর পুনর্যৌবন লাভ এর ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হল
a. উপত্যাকার মধ্যে উপত্যকা
b. মোনাডনক
c. নিক বিন্দু
d. নদী মঞ্চ
উ: - মোনাডনক
5. শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ তা হল
a. পূর্ববর্তী নদী
b. পরবর্তী নদী
c. অধ্যারোপিত নদী
d. বিপরা নদী
উ: - পূর্ববর্তী নদী
6. স্পেডো সল মৃত্তিকার একটি উদাহরণ হল
a. পডজল
b. পলিমাটি
c. চারনোজেম
d. ল্যাটেরাইট
উ: - পডজল
7. মৃত্তিকা পরিলেখের 'A' স্তর থেকে 'B' স্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে
a. হিউমিফিকেশন
b. স্যালিনাইজেশন
c. ইলুভিয়েশন
d. এলুভিয়েশন
উ: - এলুভিয়েশন
8) জেট বায়ু প্রবাহ দেখা যায়
a. ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের
b. ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ারে
c. ঊর্ধ্ব মেসোস্ফিয়ারে
d. স্ট্রাটো পজে
উ: - ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের
9) দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলটি যে প্রকার জলবায়ু অঞ্চলের অন্তর্গত, তা হল
a. মৌসুমি জলবায়ু
b. ভূমধ্যসাগরীয় জলবায়ু
c. উষ্ণ মরু জলবায়ু
d. নিরক্ষীয় জলবায়ু
উ: - নিরক্ষীয় জলবায়ু
10. ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হল
a. ধান চাষের জমি
b. ফলের বাগান
c. ফুলের বাগান
d. চা বাগান
উ: - ধান চাষের জমি
11. সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণী দের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে বলে
a. গ্রিন ডেটা বুক
b. গ্রিন ডেটা কার্ড
c. রেড ডেটা বুক
d. রেড ডেটা কার্ড
উ: - রেড ডেটা বুক
12. ভারতের একটি ধ্বস প্রবন রাজ্য হল
a. হিমাচল প্রদেশ
b. উত্তর প্রদেশ
c. অন্ধ্রপ্রদেশ
d. মধ্যপ্রদেশ
উ:- হিমাচল প্রদেশ
13. শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হল
a. 25 সেমি
b. 50 সেমি
c. 75 সেমি
d. 100 সেমি
উ: - 50 সেমি
14. যিনি প্রথম 'শস্য সমন্বয়' ধারণাটি অবতারণা করেন তার নাম হল
a. ওয়েবার
b. উইভার
c. ভন থুনেন
d. জিমারম্যান
উ:- উইভার
15) মালয়েশিয়ার একটা গুরুত্বপূর্ণ শিল্প হল
a. পাট শিল্প
b. কাগজ শিল্প
c. রবার শিল্প
d. পেট্রোরসায়ন শিল্প
উ:- রবার শিল্প
16) শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন
a. জিমারম্যান
b. ভন থুনেন
c. ওয়েবার
d. আগস্ট লস
উ:- ওয়েবার
17) পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রে র অন্তর্গত তা হল
a. প্রাথমিক ক্ষেত্র
b. দ্বিতীয় ক্ষেত্র
c. তৃতীয় ক্ষেত্র
d. চতুর্থ ক্ষেত্র
উ:- তৃতীয় ক্ষেত্র
18) সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত, তা হল
a. কৃষিকাজ
b. শিল্পকর্ম
c. পরিবহন
d. পরামর্শদান
উ:- পরামর্শদান
19) জনসংখ্যা বিবর্তন তত্ত্ব এর প্রথম পর্যায় বলতে বোঝায়
a. প্রাক শিল্প বিপ্লবের সময়কাল
b. শিল্প বিপ্লবের সময়কাল
c. শিল্প বিপ্লবের পরবর্তী সময় কাল
d. বর্তমান সময়কাল
উ:- প্রাক শিল্প বিপ্লবের সময়কাল
20) কার্যাবলী ভিত্তিতে বারানসি শহরটি হল
a. প্রশাসনিক শহর
b. ধর্মীয় শহর
c. প্রতিরক্ষামূলক শহর
d. শিল্পনগরী
উ: - ধর্মীয় শহর
21) ছত্রিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্র হল
a. বায়লাডিলা
b. বিলাসপুর
c. দাল্লি রাজ হারা
d. কোরবা
উ:- কোরবা
2018
1) ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে
a. অ্যাকুইফার
b. অ্যাকুইক্লুড
c. ভ্যাদোস স্তর
d. অ্যাকুই টার্ড
উ: - ভ্যাদোস স্তর
2) নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলির একটি উদাহরণ হল
a. গবেষণা ও উন্নয়ন
b. পর্যটন
c. পরামর্শদান
d. ব্যাঙ্কিং পরিষেবা
উ: - গবেষণা ও উন্নয়ন
3) আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত
a. কার্পাস বয়ন শিল্পের জন্য
b. মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য
c. পেট্রোরসায়ন শিল্পের জন্য
d. কাগজ শিল্পের জন্য
উ: - মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য
4) হলদিয়া দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত, সেগুলি হল
a. হলদি ও রূপনারায়ন
b. হলদি ও কংসাবতী
c. হলদি ও হুগলি
d. ভাগীরথী ও রূপনারায়ন
উ: - হলদি ও হুগলি
5) প্রদত্ত ঘটনা গুলির মধ্যে যেটি একটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয়, সেটি হল
a. 2009 খ্রিস্টাব্দের আয়লা
b. 1984 খ্রিস্টাব্দের ভূপাল গ্যাস দুর্ঘটনা
c. 2004 খ্রিস্টাব্দের সুনামি
d. 2015 খ্রিস্টাব্দের নেপালের ভূমিকম্প
উ: - 1984 খ্রিস্টাব্দের ভূপাল গ্যাস দুর্ঘটনা
6) ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত সেটি হল
a. মৌসুমি জলবায়ু অঞ্চল
b. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
c. তুন্দ্রা জলবায়ু অঞ্চল
d. মরু জলবায়ু অঞ্চল
উ: - ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
7) মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়, সেই স্তর টি হল
a. 'A' স্তর
b. 'B' স্তর
c. 'O' স্তর
d. 'R' স্তর
উ: - 'O' স্তর
8) উপকূলের সাথে সমান্তরালে অবস্থিত শৈলশিরার সমুদ্রে আংশিক নিমজ্জন এর ফলে গঠিত উপকূল কে বলে
a. যৌগিক উপকূল
b. রিয়া উপকূল
c. ফিয়র্ড উপকূল
d. ডালমেশিয়ান উপকূল
উ: - ডালমেশিয়ান উপকূল
9) একটি পুষ্করিনী কে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে, তা হল
a. শুষ্ক বিন্দু বসতি
b. আর্দ্র বিন্দু বসতি
c. রৈখিক বসতি
d. বর্গাকার বসতি
উ: - আর্দ্র বিন্দু বসতি
10) সেবা ক্ষেত্রের কাজ কর্মে নিযুক্ত কর্মীদের বলা হয়
a. সাদা পোশাকের কর্মী
b. লাল পোশাকে র কর্মী
c. নীল পোশাকের কর্মী
d. গোলাপি পোশাকের কর্মী
উ: - গোলাপি পোশাকের কর্মী
11) মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত, তা হল
a. টাইফুন
b. টর্নেডো
c. হ্যারিকেন
d. উইলি- উইলি
উ : - হ্যারিকেন
12) জীব বৈচিত্র শব্দটি প্রথম ব্যবহার করেন
a. ওয়াল্টার রোজেন
b. নরম্যান মায়ারস
c. চার্লস ডারউইন
d. রবার্ট হুক
উ: - ওয়াল্টার রোজেন
13) ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো
a. দুধ
b. মাংস
c. ডিম
d. মাছ
উ: - মাছ
14) একনত গঠনযুক্ত ভূমি ভাগে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে, সেটি হল
a. অঙ্গুরীয় নদী নকশা
b. কেন্দ্রবিমুখ নদী নকশা
c. জাফরী রুপি নদী নকশা
d. কেন্দ্রমুখী নদী নকশা
উ: - জাফরী রুপি নদী নকশা
15) ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হল
a. কাশ্মীর উপত্যকা
b. বোরা গুহা
c. ব্লু পার্বত্য অঞ্চল
d. অজন্তা গুহা
উ: - বোরা গুহা
16) ভারতের বয়-লিঙ্গ পিরামিড নির্ণয়ের সূত্রটি হল
a. (মোট নারী সংখ্যা/মোট পুরুষের সংখ্যা) × 100
b. (মোট নারী সংখ্যা/মোট পুরুষের সংখ্যা) × 1000
c. (মোট পুরুষের সংখ্যা/মোট নারীর সংখ্যা) × 100
d. (মোট পুরুষের সংখ্যা/মোট নারীর সংখ্যা) × 1000
উ: - (মোট নারী সংখ্যা/মোট পুরুষের সংখ্যা) × 1000
17) কষ্টিক সোডা ও সোডা অ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়
a. পাট শিল্পে
b. কার্পাস বয়ন শিল্পে
c. কাগজ শিল্পে
d. লৌহ ইস্পাত শিল্পে
উ: - কাগজ শিল্পে
18) চীনের যে প্রদেশ টি ' চীনের ধানের ভান্ডার' নামে পরিচিত, তা হল
a. ইউনান
b. জেচুয়ান
c. হুনান
d. হুবেই
উ: - হুনান প্রদেশ
19) এল নিনো দেখা যায়
a. আটলান্টিক মহাসাগরে
b. প্রশান্ত মহাসাগরে
c. ভারত মহাসাগরে
d. ভূমধ্যসাগরে
উ: - প্রশান্ত মহাসাগরে
20) উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হল
a. লৌহ
b. ম্যাঙ্গানিজ
c. তামা
d. নাইট্রোজেন
উ: - নাইট্রোজেন
21) পাদসমতলিকরণ মতবাদটি প্রথম অবতারণা করেন
a. ডব্লিউ. এম. ডেভিস
b. ডব্লিউ. পেঙ্ক
c. জে. টি. জ্যাক
d. এল. সি. কিং
উ: - এল. সি. কিং
2019
0 Comments