Ad Code

Ticker

7/recent/ticker-posts

কোপেন কৃত জলবায়ুর শ্রেণীবিভাগ// World Climate Classification of Koppen

 কোপেন কৃত জলবায়ুর শ্রেণীবিভাগ





১৯০০ সালে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী ও জলবায়ুবিদ্ ভ্লাদিমির কোপেন সর্বপ্রথম সর্বজনগ্রাহ্য পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিভাগ করেন। তিনি ১৮৭৪ সালে ফ্রান্সের উদ্ভিদবিদ্ কোন্দল ( Candolle ) স্বাভাবিক উদ্ভিদের শ্রেণিবিভাগের উপর নির্ভর করে তাঁর জলবায়ু তত্ত্বটি প্রকাশ করেন। পরবর্তী কালে ১৯১৮ সালে মাসিক গড় উষ্ণতা ও মোট বার্ষিক বৃষ্টিপাতের বন্টনের উপর নির্ভর করে পরিমার্জিত করে প্রকাশ করেন। তিনি ১৯৩১ও ১৯৩৬ সালে পুনরায় পরিবর্ধন ও পরিমার্জন করে প্রকাশ করেন।১৯৫৩ সালে বিজ্ঞানী গিগার পহী( Geigger- Pohi)  পুনরায় কোপেন কৃত জলবায়ু শ্রেণিবিভাগের পরিমার্জন করে প্রকাশ করেন । 

কোপেন কৃত জলবায়ুর শ্রেণীবিভাগ সংক্রান্ত বিষয়টি সর্বজনগ্রাহ্য হওয়ার কারণ হলো এটি একটি সংখ্যামূলক প্রকৃতির এবং তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপর নির্ভর করে। তিনি জলবায়ুকে ইংরেজি অক্ষর দ্বারা চিহ্নিত করেছেন।তিনি কোন্দলের দেওয়া স্বাভাবিক উদ্ভিদের উপর নির্ভর করে জলবায়ুকে পাঁচ ভাগে ভাগ করছেন।যথা  A,B,C,D,E, জলবায়ু ।


জলবায়ু


প্রতীক

বৈশিষ্ট্য

আর্দ্র ক্রান্তীয় জলবায়ু(Humid Tropical Climate) 

A

শীতকাল বিহীন জলবায়ু, সারাবছর উষ্ণ ,আর্দ্র পরিবেশ।গড় তাপমাত্রা ১৮℃ এর বেশি থাকে।

শুষ্ক জলবায়ু( Dry Climate) 

B

বাষ্পীয়ভবনের হার অনেক বেশি বৃষ্টিপাতের তুলনায়।

মধ্য অক্ষাংশীয় উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু( Middle Latitudes Warm Temperate Climate)

C

বছরে শীতলমাসের গড় তাপমাত্রা ৮℃- ১৮℃ এবং উষ্ণতম মাসে গড় তাপমাত্রা ২২℃ হয়ে থাকে.

আর্দ্র শীতল জলবায়ু ( Humid Cold Climate)

D

গড় তাপমাত্রা  -৩℃-১০℃ হয়ে থাকে

মেরু জলবায়ু( Polar Climate)

E

গ্রীষ্ম বিহীন জলবায়ু । উষ্ণতম মাসে গড় তাপমাত্রা ১০℃এর নীচে থাকে।





জলবায়ু

প্রতীক

শুষ্কতা/        ( শীতলতা )  মাত্রা

আর্দ্রতার /  মাত্রা

উপ- জলবায়ু বিভাগ

আর্দ্র ক্রান্তীয় জলবায়ু(Humid Tropical Climate) 

A

 

f,s,w,m 

  • Af

  • Aw

  • Am

  • As

শুষ্ক জলবায়ু( Dry Climate) 

B

S,W 


  • BW

  • BS

মধ্য অক্ষাংশীয় উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু( Middle Latitudes Warm Temperate Climate)

C


f,s,w 

  • Cf

  • Cs

  • Cw


আর্দ্র শীতল জলবায়ু ( Humid Cold Climate)

D


f,s,w 

  • Df

  • Dw

মেরু জলবায়ু( Polar Climate)

E

T,F 


  • ET

  • EF



প্রতীক সমূহ 


তাদের বৈশিষ্ট্য 

f

সারা বছর বৃষ্টি 

w

শীত-কাল শুষ্ক 

s

গ্রীষ্মকাল শুষ্ক 

m

মৌসুমী জলবায়ু অঞ্চলের আধিক্য 

S

মরু-প্রায় জলবায়ু 

W

মরু জলবায়ু


T

তুন্দ্রা জলবায়ু

F

হিমশীতল জলবায়ু 





পরবর্তী সময়ে কোপেন বৃষ্টিপাত, শুষ্কতা ও আর্দ্রতার উপর নির্ভর করে ৫ টি জলবায়ু ও ১১ টি উপজলবায়ু অঞ্চলে ভাগ করেন এবং উপজলবায়ুকে তিনি ইংরেজি ছোট অক্ষর ব্যবহার করেন।

উপজলবায়ুর চিহ্নিতকরনের জন্য তিনি যে ইংরাজি ছোট অক্ষর ব্যবহার করেন সেগুলির বৈশিষ্ট্য হলঃ

কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগের সরল রূপ 


জলবায়ু


প্রতীক

বৈশিষ্ট্য

উপ- জলবায়ু বিভাগ

তাদের বৈশিষ্ট্য 

আর্দ্র ক্রান্তীয় জলবায়ু(Humid Tropical Climate) 

A

শীতকাল বিহীন জলবায়ু, সারাবছর উষ্ণ ,আর্দ্র পরিবেশ।গড় তাপমাত্রা ১৮℃ এর বেশি থাকে।শুষ্কতম মাসেও গড় বৃষ্টিপাত ৬ সেমির বেশি 

  • Af

  • Aw

  • Am

  • As

  • Af - আর্দ্র ক্রান্তীয় জলবায়ু , শুস্কতম মাসেও গড় বৃষ্টিপাত ৬ সেমির বেশি হয়।সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি হয়ে থাকে ।

  •  

    •  Aw- আর্দ্র ক্রান্তীয় অ শুষ্ক জলবায়ু বা সাভানা জলবায়ু। যা ভারতের মহারাষ্ট্র, ছত্তিসগড় , ঝাড়খণ্ড , বিহার , পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্য এই জলবায়ুর অন্তগর্ত।সারাবছরই অধিক উষ্ণতা থাকে। 

    • Am - ক্রান্তীয় মৌসুমি জলবায়ু। যথেচ্চ পরিমানের বাষিক বৃষ্টি। ভারতের কেরালাতে Amw অর্থাৎ ক্রান্তীয় শুষ্ক মৌসুমি জলবায়ু দেখা যায়। 

    • As - ক্রান্তীয় শুষ্ক উষ্ণ জলবায়ু , শুষ্ক গ্রীষ্ম । ভারতের তামিলনাড়ূ , অন্ধ্রপ্রদেশ রাজ্যে দেখা যায়।  


    শুষ্ক জলবায়ু( Dry Climate) 

    B

    বাষ্পীয়ভবনের হার অনেক বেশি বৃষ্টিপাতের তুলনায়।

    • BW

    • BS

    • BW- সারাবছরে ২৫ সেমির কম বৃষ্টিপাত হয় । সারাবছরে গড় তাপমাত্রা ১৮ ডিগ্রির বেশি হয়। ভারতের পশ্চিম রাজস্থানে দেখা যায়।

    • BS -  মরু-প্রায় জলবায়ু , সারাবছর ৫০ সেমির কম বৃষ্টিপাত হয়। ভারতের পুর্ব - উত্তর রাজস্থান । পুর্ব রাজস্থান, উত্তর - পশ্চিম হরিয়ানা, দক্ষিণ রাজস্থান । 

    • h- নিম্ন অক্ষাংশের জলবায়ু

    • k- মধ্য অক্ষাংশের জলবায়ু

    • n- তুষারবৃত অঞ্চল 

    মধ্য অক্ষাংশীয় উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু( Middle Latitudes Warm Temperate Climate)

    C

    বছরে শীতলমাসের গড় তাপমাত্রা ৮℃- ১৮℃ এবং উষ্ণতম মাসে গড় তাপমাত্রা ২২℃ হয়ে থাকে.

    • Cf

    • Cs

    • Cw


    • Cf- সারাবছর বৃষ্টিপাত হয়। শুষ্ক ঋতুতে ১.২০ ইঞ্চি বৃষ্টি হয় ।  মুলত পশ্চিম ইউরোপের দেশ গুলিতে দেখা যায়।  Cfa- আর্দ্র - উপক্রান্তিয় Cfb- সামুদ্রিক উপকূলীয় জলবায়ু।

    • Cw- শুষ্ক শীতকাল । শুষ্ক ঋতুর থেকে ১০ গুন বেশি বৃষ্টিপাত হয় আর্দ্র ঋতুতে। একে চিনা জলবায়ুও বলা হয়।

    • Ca- শুষ্ক গ্রীষ্মকাল , আর্দ্র ঋতুর থেকে ৩ গুন বেশি বৃষ্টি হয়। ভূমধ্যসাগরীয় জলবায়ু বলা হয় । 

    আর্দ্র শীতল জলবায়ু ( Humid Cold Climate)

    D

    গড় তাপমাত্রা  -৩℃-১০℃ হয়ে থাকে

    • Df

    • Dw

  • Df- শীতবিহীন , আর্দ্র শীতল জলবায়ু , একে ৩ভাগে ভাগ করা হয় - Dfa (  দীর্ঘ উষ্ণ গ্রীষ্ম কাল ) , Dfb ( দীর্ঘ ও  শীতল  গ্রীষ্ম কাল) , Dfc - ( ছোট ও শীতল  গ্রীষ্ম কাল)

  • Dw -  শুষ্ক শীতকাল , আর্দ্র শীতল জলবায়ু । একে ৩ ভাগে ভাগ করা হয় , Dwa - মহাদেশীয় জলবায়ু (দীর্ঘ ও  শীতল  গ্রীষ্ম কাল), Dwb-   ( ছোট ও শীতল  গ্রীষ্ম কাল), Dwc - (শীতল শীতকাল) 

  • মেরু জলবায়ু( Polar Climate)

    E

    গ্রীষ্ম বিহীন জলবায়ু । উষ্ণতম মাসে গড় তাপমাত্রা ১০℃এর নীচে থাকে।

    • ET

    • EF

  • ET- তুন্দ্রা জলবায়ু , যেখানে তাপমাত্রা উষ্ণতম মাসে ১০ ডিগ্রির কম ও ০ ডিগ্রির বেশি তাপমাত্রা থাকে । 

  • EF- সারাবছর তুষারাবৃত থাকে। সারাবছর তাপমাত্রা থাকে ০ ডিগ্রির নীচে । 




  •  


    কোপেনের জলবায়ু শ্রেনিবিভাগের সুবিধাঃ


    • তিনি জলবায়ু ও উপ- জলবায়ুকে ইংরাজিকে অক্ষর ব্যবহার করায় জা সহজবোধ্য হয়ে উঠেছে। 

    • বার্ষিক বৃষ্টিপাত  , ঋতুগত বণ্টন ও উষ্ণতার তারতম্যের ভিত্তিতে শ্রেনিবিভাগ করা হয়েছে। যার ফলে তথ্য সংগ্রহের সুবিধা হয়েছে।

    • উদ্ভিদের সাথে সামঞ্জস্য রেখে জলবায়ুর সীমানা নির্ধারন করেছেন


    কোপেনের জলবায়ুর শ্রেনিবিভাগের সমালোচনাঃ


    • অল্প পরিসংখ্যানের ভিত্তিতে এই শ্রেনিবিভাগ করা হয়েছে।

    • অনেক ক্ষেত্রেই দেখা গেছে কোপেনের জলবায়ুর সাথে স্বাভাবিক উদ্ভিদের সামঞ্জস্য নেই।

    • সমভুমির উপর প্রযোজ্য হলেও উচ্চভুমিতে সমস্যা দেখা যায়।

    • তিনি দুটো প্রধান জলবায়ু অঞ্চলের মধ্যবর্তী জলবায়ুকে শনাক্ত করেননি । 

    সুবিধা ও অসুবিধা থাকার সত্ত্বেও কোপেনকৃত জলবায়ুটি সর্বগ্রাহ্য ও অতি গুরুত্বপুর্ন একটি বিষয় । 




    @সায়ন্তনী সিং
    @জিওগ্রাফিয়া



    Reactions

    Post a Comment

    0 Comments

    Ad Code