Ad Code

Ticker

7/recent/ticker-posts

উচ্চমাধ্যমিক ভূগোল // অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর// Very Short Answer Type Questions// very very important for HS geography #wbhse #wbhse// 200 important question // part 1

 উচ্চমাধ্যমিক ভূগোল // অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর// Very Short Answer Type Questions// very very important for HS geography #wbhse #wbhse// 200 important question // part 1



নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1×14-14 

(i) রেগোলিথ কাকে বলে? 

আবহবিকারের ফলে শিলা ক্রমাগত চূর্ণবিচূর্ণ হয়ে শেষে ক্ষুদ্রাতিক্ষুদ্র কণায় পরিণত হয় এবং ভূমির ওপর এক শিথিল, কোমল বস্তুকণার আবরণ সৃষ্টি করে, যাকে বলে রেগোলিথ 

অথবা, আর্টেজীয় কুপ কী ধরনের শিলা গঠনে দেখা যায়? 

ভাঁজ গঠিত বা সমনত গঠন যুক্ত শিলাস্তরে আর্টেজীয় কূপ দেখা যায়।

(ii) প্রবাল প্রাচীর কাকে বলে?

পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ সামুদ্রিক এলাকার অগভীর সমুদ্র মঞ্চের ওপর সবুজ, হলুদ, গোলাপি, সাদা ইত্যাদি নানা রঙের প্রবাল কীটের চুনময় দেহাবশেষ সঞ্চিত হয়ে যে অতি দীর্ঘাকৃতি বা বলয়াকৃতি সামুদ্রিক ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে প্রবাল প্রাচীর বা কোরাল রিফ বলে।

 অথবা, ডালমেশিয়ান উপকূল বলতে কী বোঝ?

সমুদ্র উপকূল ভূমির সাথে সমান্তরাল ভাবে অবস্থিত কোন পার্বত্য অঞ্চলের কিছুটা অংশ অবনমিত হয়ে সমুদ্র গর্ভে নিমজ্জিত হলে, তাকে ডালমেশিয়ান উপকূল বলে। উদাহরণ – আড্রিয়াটিক উপসাগরের তীরে অবস্থিত ডালমেশিয়ান অঞ্চলে এই প্রকার উপকূল দেখা যায় বলে পৃথিবীর সর্বত্র এই জাতীয় উপকূল ডালমেশিয়ান উপকূল নামে পরিচিত।

 (iii) সমগ্রায় ভূমির সংজ্ঞা দাও। 

নদীর জলপ্রবাহ ও অন্যান্য প্রাকৃতিক শক্তির প্রভাবে কোনও প্রাচীন মালভূমি অঞ্চল দীর্ঘদিন ধরে ক্রমশ ক্ষয় পেতে পেতে এক সময় উঁচু-নীচু ঢেউ খেলানো ভূমি বা প্রায় সমতলভূমিতে পরিণত হলে তাদের সমপ্রায় ভূমি বলা হয় । সমপ্রায় ভুমির এখানে ওখানে ছোটো ছোটো পাহাড় বা মোনাডনক দেখা যায় ।

অথবা, পেডিমেন্ট কীভাবে গঠিত হয়? 

পেডিমেণ্ট দুটি শব্দের সমন্বয়ে গঠিত। যথা – 'পেডি' শব্দের অর্থ পাদদেশ এবং 'মেণ্ট' মানে পর্বত। অর্থাৎ পেডিমেণ্ট শব্দের অর্থ পর্বতের পাদদেশের ঢালু অংশকে বোঝায়। গঠন – উচ্চভূমির সম্মুখভাগের পশ্চাৎ সরনের ফলে উচ্চভূমি সমান্তরাল ভাবে কর্তিত হয়ে পেডিমেন্ট সৃষ্টি করে।

(iv) পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। 

সংজ্ঞাঃ ভূতাত্ত্বিক পরিবর্তন হলেও কোনো নদী যদি নিম্নক্ষয়ের সাহায্যে সেই অঞ্চলের ভূ-উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে তার পূর্বেকার প্রবাহ বজায় রাখতে সক্ষম হয়, তাহলে তাকে পূর্ববর্তী নদী (Antecedent River) বলে ।

উদা: সিন্ধু, শতদ্রু, ব্রক্ষ্মপুত্র, গঙ্গা প্রভৃতি নদ-নদীগুলির মস্তকের দিকের অংশ হিমালয় পর্বত উত্থিত হওয়ার আগেই ঐ অঞ্চলে অবস্থিত ছিল । পরবর্তীতে হিমালয় পর্বত উত্থানের পরও ঐ সকল নদ-নদীগুলি নিম্নক্ষয়ের মাধ্যমে ঐ অঞ্চলে নিজেদের প্রবাহ বজায় রাখতে সক্ষম হয়েছে । তাই উক্ত নদ-নদীগুলি পূর্ববর্তী নদীর প্রকৃষ্ট উদাহরণ ।

অথবা, ক্ষয়চক্র কাকে বলে? 

ভূ-গাঠনিক প্রক্রিয়ায় সমুদ্রতল থেকে উত্থিত কোনো ভূভাগ পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে প্রাথমিক অবস্থা থেকে কতকগুলি নির্দিষ্ট অবস্থার মধ্য দিয়ে সমপ্রায় ভূমিতে বা সমুদ্রতলের উচ্চতায় পৌঁছায়। একে ক্ষয়চক্র বলে।

(v) ডুরিক্রাস্ট কিভাবে গঠিত হয়? 

উষ্ণ আর্দ্র ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে যেখানে বৃষ্টিপাতের ঋতুভিত্তিক বণ্টনে তারতম্য লক্ষ্য করা যায় সেখানে মৃত্তিকার উপরিভাগ থেকে ক্ষারীয় পদার্থ ও সিলিকা অপসারিত হয়ে লোহা ও অ্যালুমিনিয়ামের অক্সাইড যুক্ত যে লাল বর্ণের কঠিন ভূত্বক সৃষ্টি হয় তাকে ডুরিক্রাস্ট বলে।

অথবা, হিউমিফিকেশান কী? 

আবহবিকারের ফলে সৃষ্ট রেগোলিথের সাথে জৈব পদার্থ মিশ্রিত না হলে, তাকে মৃত্তিকা হিসাবে গন্য করা হয় না। আর এই জৈব পদার্থ যেমন - উদ্ভিদ ও প্রানীর দেহাবশেষ বিভিন্ন অনুজীব বা সূক্ষ্ম জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে মৃত্তিকার সাথে মিশ্রিত হয়। বিয়োজনের ফলে যে কালো রঙের বিয়োজিত পদার্থ সৃষ্টি হয় তাকে হিউমাস বলে। হিউমাস সৃষ্টির এই প্রক্রিয়াকে বলা হয় হিউমিফিকেশন.

(vi) এল নিনো কী? 

পূর্ব প্রশান্ত মহাসাগরেরে পেরু ইকুয়েডর উপকূল বরাবর কোনো কোনো বছর ডিসেম্বর মাসে যে এক প্রকার দক্ষিণ মুখী উষ্ণ সমুদ্র স্রোতের প্রবাহ লক্ষ্য করা যায়, তাকে এল নিনো বলা হয়ে থাকে। এল নিনো একটি স্পানীস শব্দ যার অর্থ ছোট্ট বালক বা যীশুর সন্তান। এটি প্রতি ২ থেকে ১০ বছর অন্তর এবং গড়ে প্রায় ৪ বছর অন্তর এল নিনোর আবির্ভাব হয়ে থাকে।

অথবা, জলবায়ুবিদ কোপেন 'A' দ্বারা কোন জলবায়ুকে চিহ্নিত করেছেন? 

ক্রান্তীয় বৃষ্টি  অরণ্য জলবায়ু

(vii) অর্ন্তধৃত সীমানা কাকে বলে? 

নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে সৃষ্ট সমগ্র শীতল সীমান্ত উষ্ণ সীমান্ত কে সম্পূর্ণ রূপে আবদ্ধ করলে ঘূর্ণবাত তার শক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলে শেষে অবলুপ্ত হয়ে যায়। এভাবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির পঞ্চম পর্যায় যে অভিন্ন সীমান্তের সৃষ্টি হয় তাকে অন্তর্ধৃত সীমান্ত বলে।

অথবা, মেঘভাঙা বৃষ্টি কী? 

মেঘ ভাঙা বৃষ্টি এক প্রকারের অপ্রত্যাশিত ও আকস্মিক বৃষ্টি যা হঠাৎ করে সৃষ্টি হয়, যার ফলে হড়পা বান ঘটে। অন্যভাবে বললে মেঘ ভাঙা বৃষ্টি হল - খুব অল্প সময়ের জন্য ( ১ মিনিটের কম ) শিলা ও বজ্রপাতের সমন্বিত অত্যাধিক পরিমান বৃষ্টি, যার ফলে ধবংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়, যেমন – বন্যা, ভূমিধ্বস, হিমামী সম্প্রপাত, সলিফিকেসন, কাদাপ্রবাহ, মৃত্তিকা প্রবাহ, সয়েল ক্রিপ ও পুঞ্জিত ক্ষয়ের মতো।

(viii) উচ্চ তাপযুক্ত অঞ্চলের উদ্ভিদ বলতে কি বোঝ?

মেগা থার্ম উদ্ভিদ

 অথবা, ‘পৃথিবীর ফুসফুস' কাকে বলে?

আমাজন 

 (ix) নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের কারণ কী? 

ভুমিকম্প 

অথবা, হড়পাবান বলতে কি বোঝ? 

উচ্চ পার্বত্য অঞ্চলে অতধিক বৃষ্টি বা হিমবাহ সৃষ্ট হ্রদের জলে আচমকা বাঁধ ফেটে বন্যার সৃষ্টি হলে, তাকে হড়পা বান (Flash Flood) বলে।

(x) খরা কাকে বলে? 

কোন এলাকায় দীর্ঘকাল বৃষ্টির অভাবে অথবা পর্যাপ্ত পরিমানে বৃষ্টির অভাবে যে শুষ্ক অবস্থার আবির্ভাব হয় তাকে খরা বলা হয়। Indian Meteorological Department )(IMD) এর নির্দেশিত সংজ্ঞা অনুসারে, কোন অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাতের থেকে 75 % কম বৃষ্টিপাত হলে যে স্বাভাবিক শুস্ক অবস্থার সৃষ্টি হয় তাকে খরা বলে

অথবা, WHO-এর পুরো কথাটি লেখো।

World Health Organization 

(xi) আর্দ্র কৃষির সংজা দাও। 

সাধারনত যে সব অঞ্চলে অধিক বৃষ্টিপাত হয়, সেই সমস্ত অঞ্চলে ওই বৃষ্টিপাতের জলকে কাজে লাগিয়ে যে কৃষিকাজ করা হয় তাকে আর্দ্র কৃষি বলে। আর্দ্র কৃষির প্রধান ফসল - যে সব ফসল চাষের জন্য অধিক জলের প্রয়োজন হয়, সেই সমস্ত ফসল এই কৃষি ব্যবস্থায় চাষ করা হয়ে থাকে। যেমন - ধান, পাট, আখ প্রভৃতি এই কৃষির প্রধান ফসল।

অথবা, ভারতে কোন রাজ্য সয়াবিন উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?

ভারতের মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সয়াবিন পাওয়া যায় .

 (xii) বেঙ্গালুরু কী ধরনের শিল্পের জন্য বিখ্যাত? 

ইলেকট্রনিক শিল্পের জন্য।

অথবা, কুইনারী স্তরের অন্তর্ভুক্ত কার্যাবলীর নাম লেখো। .

চিকিৎসা, শাসন প্রণালী বা উদ্যোগের নীতি নির্ধারণ

(xiii) হীরক চতুর্ভূজ কী? 

ভারতের উত্তরে দিল্লি, পূর্বে কলকাতা, দক্ষিনে চেন্নাই ও পশ্চিমে মুম্বাই, এই চারটি বৃহৎ মেট্রোপলিটন শহরকে যুক্তকারী চার/ছয় লেন বিশিষ্ট সড়কপথ হল সোনালী চতুর্ভূজ।তৎকালিন NDA সরকারের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ১৯৯৯ সালের ৬ জানুয়ারি এই প্লকল্পের শিলান্যাস করেন। এবং ২০০১ সালে এই প্লকল্পর কাজ শুরু হয়। এই প্রজেক্টের কাজ শেষ করার সময় ধার্য করা হয় ২০০৬ সালের মধ্যে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক ও আর্থসামাজিক বাধা বিপত্তির কারনে এই প্রকল্প শেষ হয় ২০১২সালের ৭ই জানুয়ারি(অফিসিয়ালি) ।

অথবা, পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম লেখো।

ট্রান্স সাইবেরিয়ান রেলপথ 

 (xiv) কোন শহরের ‘কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল' (CBD) বলতে কী বোঝ? 

শহরের যে অংশে প্রধান বানিজ্যিক ক্রিয়াকলাপ গড়ে ওঠে, তাকে কেন্দ্রীয় বানিজ্যিক এলাকা বা Central Business District (CBD) বলে।

অথবা, পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। 

পরিকল্পনা অঞ্চল হল আঞ্চলিক পরিকল্পনার সবথেকে উপযুক্ত আঞ্চলিক একক। পরিকল্পনা অঞ্চল আলােচনার ক্ষেত্রে সমধর্মীতা এবং কেন্দ্রীকতার ওপর বিশেষ জোর দেওয়া হয়। প্রথাগত এবং কার্যকারী অঞ্চল মিলিত হয়ে যে নতুন অঞ্চল গড়ে তােলে, তাকে পরিকল্পনা অঞ্চল (Planning Region) বলে।

Reactions

Post a Comment

0 Comments

Ad Code