Ad Code

Ticker

7/recent/ticker-posts

উচ্চমাধ্যমিক ভূগোলের ২১ টি সঠিক উত্তর নির্বাচনের প্রশ্ন উত্তর// প্রশ্নমান ১// টার্গেট ২০২৪// Multiple choice question of class 12 wbhse// target 2024// part15 // #15

 

    উচ্চমাধ্যমিক ভূগোলের ২১ টি সঠিক উত্তর নির্বাচনের প্রশ্ন উত্তর// প্রশ্নমান ১// টার্গেট ২০২৪// Multiple choice question of class 12 wbhse// target 2024// part15   // #15



প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো

(i) পাললিক শিলা গঠনের সময় যে জল শিলাস্তরের মধ্যে আবদ্ধ হয়ে যায় তাকে বলে- (a) সহজাত জল (b) উৎস্যন্দ জল (c) ভাদোস জল (d) আবহিক জল। 

(ii) কাস্ট ভূমিরূপ সৃষ্টি হয়- (a) বেলেপাথরযুক্ত অঞ্চলে (b) চুনাপাথর গঠিত অঞ্চলে (c) কাদাপাথরযুক্ত অঞ্চলে (d) ব্যাসল্ট শিলাযুক্ত অঞ্চলে। 

(iii) উপকূলবর্তী অঞ্চলের সমান্তরালে যে বাঁধ সৃষ্টি হয় তাকে বলে- (a) পুরোদশীয় বাঁধ (b) টঙ্গোলা (c) স্পিট (d) অনুতটীয়  

(iv)  চারপাশ উচ্চভূমি দ্বারা বেষ্টিত কোনো অবনতভূমিতে সৃষ্টি হয়- (a) কেন্দ্রমুখী (b) কেন্দ্র বহির্মুখী (c) অঙ্গুরীয় আকার (ii) অঙ্কুশাকৃতি জলনির্গম প্রণালী। 

(v) অসম বিকাশ তত্ত্বের জনক হলেন- (a) ডেভিস (b) পেঙ্ক (e) ক্রিকমে (d) হ্যাক। 

(vi) স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট অবশিষ্ট পাহাড়গুলিকে বলে- (a) মোনাডনক (b) পেডিমেন্ট ইনসেলবার্জ (d) বোনহার্ড। 

(vii) মুস্তিকা সৃষ্টির একটি সক্রিয় কারণ হল- (a) সম (b) ভূ-প্রকৃতি (c) আদি শিলা (d) জীবজগৎ। 

(viii) আদর্শ মৃত্তিকা পরিলেখ গড়ে উঠেছে যে মৃত্তিকায় সেটি হল- (a) পডসল মৃত্তিকা (b) পলি মৃত্তিকা (c) সোলোনচাক মৃত্তিকা (d) লোয়েশ মৃত্তিকা।

 (ix) ফেরেল সঞ্চালন কোশের প্রকৃত অবস্থান হল- (a) উপমেরু নিম্নচাপ অঞ্চল (b) নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল (c) মেরুদেশীয় উচ্চচাপ অঞ্চল (d) উপক্রান্তীয় উচ্চচাপ ও উপমেরু  নিম্নচাপের মধ্যাংশ।

 (x) অ্যান্টার্কটিকায় একোন গহ্বরের অস্তিত্ব সর্বপ্রথম উল্লেখ করেন (a) ড. সলোমান (b) বিজ্ঞানী ফারমেন (c) শেরউড রোল্যান্ড (d) মারিও মোলিনা।

 (xi) বসুদ্ধরা সম্মেলনে গৃহীত পদক্ষেপটি হল- (a) এজেন্ডা-21 (b) মন্ট্রিল প্রোটোকল (c) পরিবেশ প্রোগ্রাম (d) ভিয়েনা কনভেনশন।

 (xii) স্বাভাবিক বাসস্থানের পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে বলে- (a) ইন-সিটু সংরক্ষণ (b) এক্স সিটু সংরক্ষণ (c) ইন সিটু ও এক্স সিটু সংরক্ষণ (d) কোনোটিই নয়। 

(xiii) আধা- প্রাকৃতিক দুর্যোগের একটি উদাহরণ হল- (a) সাইক্লোন (b) ভূমিধ্বস (c) সুনামি (d) ভূপাল গ্যাস দুর্ঘটনা।

 (xiv) পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত গোষ্ঠীকে বলে- (a) লাল (b) নীল (c) সাদা (d) স্বর্ণালি পোশাক কর্মজীবী।

 (xv) ব্রাজিলে কফি বাগিচাগুলিকে বলে- (a) ফাজেন্দা (b) এস্টানসিয়া (c) ল্যাটিফান্ডো (d) ল্যানোস।

 (xvi) যে কাঁচামাল একটি নির্দিষ্ট অঞ্চলে লভ্য তাকে বলা হয়- (a) বিশুদ্ধ কাঁচামাল (b) সহজলভ্য কাঁচামাল (c) কেন্দ্রীভূত কাঁচামাল (d) এগুলির কোনোটিই নয়। 

(xvii) বাংলাদেশের প্রাচীনতম শিল্পটি হল- (a) পাটশিল্প (b) পোশাক নির্মাণ শিল্প (c) হস্তশিল্প (d) কোনোটিই নয়।

 (xviii) ভারতের একটি প্রতিরক্ষা শহর হল- (a) মুম্বই (b) কলকাতা (c) বেঙ্গালুরু (d) গোয়ালিয়র। 

(xix) গ্রামের পোশাকি নাম- (a) মৌজা (b) হ্যামলেট (c) টোলা (d) আদমশুমারি গ্রাম।

( xx) গবেষণা ও উন্নয়নভিত্তিক কার্যকলাপ- (a) চতুর্থ শ্রেণির অর্থনৈতিক (b) পঞ্চম শ্রেণির অর্থনৈতিক (c) তৃতীয় শ্রেণির অর্থনৈতিক (d) দ্বিতীয় শ্রেণির অর্থনৈতিক

(xxi) নিবিড় জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষির প্রধান ফসল হল  - (a) গম (b) ধান (c) পাট (d) তৈলবীজ।

Reactions

Post a Comment

0 Comments

Ad Code