Last Minute Suggestion Map Pointing Of Geography {Madhyamik Bhugool}// লাস্ট মিনিট সাজেশন 2024।। মাধ্যমিক ভূগোল।।
মাধ্যমিক ভূগোল ২০২৪
ম্যাপ পয়েন্টিং ( গুরুত্বপূর্ণ )
১) *পর্বতশৃঙ্গ* :-
সাতপুরা ; পূর্বঘাট ; পশ্চিমঘাট ; কারাকোরাম ; পিরপাঞ্জাল ; k2 ; আরাবল্লী ; শিবালিক।
২) *নদী* - *হ্রদ* :-
লুনি ; গোদাবরী ; সুবর্ণরেখা ; ব্রহ্মপুত্র ; কৃষ্ণা ; নর্মদা ; চিল্কা হ্রদ ; সম্বর হ্রদ ; কোলেরু হ্রদ ; মালাবার উপকূল ; করমন্ডল উপকূল।
৩) *জলবায়ু* :-
বছরে দুইবার বৃষ্টিপাত যুক্তাঞ্চল ; ভারতের শুষ্কতম অঞ্চল ; উত্তর / পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র ; ভারতের আর্দ্রতম অঞ্চল ; ভারতের প্রথম মৌসুমী বৃষ্টিপাত যুক্তাঞ্চল।
৪) *মৃত্তিকা* :-
ভারতের ল্যাটেরাইট মৃত্তিকাঞ্চল ; একটি লোহিত মৃত্তিকাঞ্চল ; লবণাক্ত মৃত্তিকাঞ্চল ; মৃত্তিকা গবেষণা কেন্দ্র ; পলি মৃত্তিকাঞ্চল।
৫) *অরণ্য* :-
ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার ; একটি ম্যানগ্রোভ অরণ্যাঞ্চল ; মরু উদ্ভিদ অঞ্চল ; শুষ্ক ও পর্ণমোচী উদ্ভিদ অঞ্চল।
৬) *কৃষি* :-
ভারতের একটি মিলেট ; কফি ; কার্পাস ; ইক্ষু ; ধান উৎপাদক অঞ্চল ; ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র।
৭) *শিল্প* :-
উওর / দক্ষিণ / পূর্ব / মধ্য ভারতের একটি করে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ; পশ্চিম / দক্ষিণ ভারতের একটি করে কার্পাস বয়ন শিল্পকেন্দ্র ; পূর্ব / দক্ষিণ - ভারতের একটি করে তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র ; পূর্ব / পশ্চিম / দক্ষিণ ভারতের একটি করে পেট্টোরসায়ন শিল্পকেন্দ্র ; পূর্ব / দক্ষিণ উপকূলের একটি জাহাজ - নির্মাণ শিল্পকেন্দ্র ; পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র ; এছাড়াও রেল ইঞ্জিন শিল্পকেন্দ্র ; বিমানপোত নির্মাণ কেন্দ্র ; বন্দরকেন্দ্রিক লৌহ - ইস্পাত শিল্পকেন্দ্র।
৮) *বন্দর* ও *জনসংখ্যা* :-
কান্দালা বন্দর ; ভারতের হাইটেক বন্দর ; সর্বাধিক জনঘনত্বপূর্ণ / জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল ; পূর্ব / পশ্চিম উপকূলের স্বাভাবিক বন্দর ; ভারতের করমুক্ত বন্দর ; ভারতের প্রবেশদ্বার ; ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য ; জনবিরল রাজ্য।
৯) *মহানগর* :-
কলকাতা ; বেঙ্গালুরু ; চেন্নাই ।
১০) *বিমান* *বন্দর* :-
ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এবং পূর্ব / পশ্চিম / উওর / দক্ষিণ ভারতের একটি করে বিমান বন্দরের নাম ভালো করে দেখে রাখবে ।
*বিঃদ্রঃ* :-
এগুলো যদি কেউ নাও দেখে যাও; তবুও টেস্ট পেপারের ম্যাপ পয়েন্টিং গুলো practice করে গেলেও কমন পাবে ।
Prasad. Santra
*GEO* *OBSERVING* *SOCIETY* .
Rashid pur ; Hooghly.
*ভূগোল* *ও* *পরিবেশ*
0 Comments