Ad Code

Ticker

7/recent/ticker-posts

তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলি (Tertiary Economic Activities and its features)// hs geography// wbhse// target 2024

 তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলি (Tertiary Economic Activities and its features)// hs geography// wbhse// target 2024




সংজ্ঞা : প্রাথমিক ও গৌণ কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদন বা সমন্বয়সাধনের জন্য মানুষ কোনাে ব্যক্তি বা গােষ্ঠীকে যে সেবা বা সাহায্য প্রদান করে এবং উৎপাদন ব্যবস্থাকে সচল রাখে, তাকে তৃতীয় স্তর বা সেবাক্ষেত্রের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে। 

উদাহরণঃ   আর্থিক ও স্বাস্থ্য পরিসেবা, ব্যাবসাবাণিজ্য, পরিবহণ, যােগাযােগ, পর্যটন, ব্যাংকিং, পরিসেবার কাজ, বিনােদনমূলক (গানবাজনা, খেলাধূলা, নাটক, থিয়েটার, সিনেমা প্রভৃতি) কাজ—এই ক্ষেত্রের অন্তর্ভুক্ত।

বৈশিষ্ট্য :

1) এই স্তরের কাজ প্রথম ও দ্বিতীয় স্তরের কাজের মধ্যে সংযােগ স্থাপন করা এবং প্রথম ও দ্বিতীয় স্তরের কাজের উৎপাদন ও গুণমান বৃদ্ধি করা। 

2) এই কাজের মাধ্যমে সাধারণ ও ব্যক্তিগত পর্যায়ে পরিষেবা প্রদান করা হয়। 

3) এক্ষেত্রে স্পর্শযােগ্য বস্তু অপেক্ষা অস্পর্শযােগ্য উপাদানের ওপর অধিক গুরুত্ব আরােপ করা হয়। 

4) এই স্তরের কাজ অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। 

5) এই স্তরের কাজে নিযুক্ত শ্রমিকদের গােলাপী পােশাক কর্মী (Pink Collar Workers)বলে।

6) বর্তমান ভারতের মােট শ্রমজীবী মানুষের শতকরা প্রায় 23 ভাগ পরিষেবা মূলক ক্রিয়াকলাপ এর সাথে যুক্ত৷ উন্নত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলির বেশিরভাগ মানুষই এই ক্ষেত্রে সাথে যুক্ত। যেমন: মার্কিন যুক্তরাষ্ট্রের 80% মানুষ তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ এর সাথে যুক্ত।


Reactions

Post a Comment

0 Comments

Ad Code