AQUIFER// MEANING// CLASSIFICATION //অ্যাকুইফারের সংজ্ঞা // শ্রেণীবিভাগ // ক্লাস ১২ // উচ্চমাধ্যমিক ভূগোল
অ্যাকুইফার কাকে বলে? চিত্রসহ আলোচনা কর।
উত্তরঃ ভূ- অভ্যন্তরের প্রবেশ্য শিলায় ভৌম জলের ভাণ্ডার গড়ে উঠে
, এবং ভৌম জলের ভাণ্ডার আকুইফার ছাড়া গড়ে উঠা সম্ভব নয়।
সংজ্ঞাঃ ভূঅভ্যন্তরে প্রবেশ্য শিলার নিচে অপ্রবেশ্য শিলা অবস্থান
করে, এবং প্রবেশ্য শিলার অভিকর্ষের টানে জল ছুঁইয়ে চুইয়ে নিচে নেমে অপ্রবেশ্য শিলা
থাকায় আর নীচে যেতে পারে না, ফলে প্রবেশ্য শিলা ধীরে ধীরে জলে ভরে উঠে এই স্তরকে অ্যাকুইফার
বলে।
ব্যুৎপত্তিগত অর্থঃ
ল্যাতিন শব্দ “AQUA” যার অর্থ জল , এর থেকে এসেছে অ্যাকুই এবং “FERRE” যার অর্থ বহন / ধারন করা , এর থেকে এসেছে ফার । ভুগর্ভের জল ধারন করা স্তরকেই বলে
অ্যাকুইফার।
q
চিত্রসহ অ্যাকুইফারের বর্ননা দাও
বিভিন্ন ভূ তাত্ত্বিক কারণে বিভিন্ন জলধারার সৃষ্টি হয়েছে।
১) বদ্ধ অ্যাকুইফার
২) মুক্ত অ্যাকুইফার
৩) স্থানীয় অ্যাকুইফার
১) বদ্ধ
অ্যাকুইফারঃ
সংজ্ঞাঃ
দুটি অপ্রবেশ্য শিলার মধ্যে প্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে , সেই প্রবেশ্য শিলাস্তর
জল পুর্ণ হলে তাকে বদ্ধ অ্যাকুইফার বলে।
বৈশিষ্ট্যঃ
১) এই
স্তরে ভৌমজল প্রচণ্ড চাপযুক্ত হয়। তাই একে চাপগত জলাধার বলে।
২) সম্পৃক্ত
স্তর রূপে মাত্র একটি স্তর থাকে।
৩)জলপীঠ
অনুপস্থিত তবে, জলচাপ পৃষ্ঠের অস্তিত্ব আছে,যাকে অদৃশ্যভাবে জলতলের সমান ধরা হয়।
৪) জলপ্রবাহ
বাধা পায়।
৫) নলকূপ
প্রবেশ করলে অপনাআপনি জল উদ্ধমুখী চাপের প্রভাবে পাম্প ছাড়াই নির্গত হয় । এতে আর্তেজীয়
কূপ সৃষ্টি হয়।
২) মুক্ত
অ্যাকুইফার
সংজ্ঞাঃ
প্রবেশ্য শিলার নীচে অপ্রবেশ্য শিলা অবস্থান করলে যে জলস্তর গড়ে উঠে তাকে মুক্ত আকুইফার
বলে।
বৈশিষ্ট্যঃ
১) অপ্রবেশ্য
শিলার উপরে প্রবেশ্য শিলার অবস্থান করে।
২) কাদাপাথর,
শেল দ্বারা গঠিত হয় অপ্রবেশ্য শিলা
৩)সম্পৃক্ত
ও অসম্পৃক্ত স্তরে বিভক্ত ণ্ডারের
৪) ভৌমজলের
সঞ্চয়ের উপর নির্ভর করে গড়ে উঠে জলতল।
৫) জলচাপ
থাকে না কারন এই স্তর উন্মুক্ত হয়।
৬)স্থায়ি
সম্পৃক্ত স্তর পর্যন্ত কূপ বা নলকূপ বসিয়ে যান্ত্রিক প্রক্রিয়ায় জল উত্তোলন ও সংগ্রহ
করা হয়।
৩) স্থানীয়
বা পার্চড জলবাহীস্তর
সংজ্ঞাঃ
মুক্ত জলবাহিস্তরের অন্তর্গত জলতলের উপরে মাটি বায়ুস্তরের মধ্যে অল্প পরিসরে কখন কখন
চামচের মত বা লেন্সের অপর অপেক্ষাকৃত অপ্রবেশ্য স্তর অবস্থান করে তাকে স্থানীয় আকুইফার
বলে।
মুক্ত
ও বদ্ধ অ্যাকুইফারের পার্থক্য
মুক্ত অ্যাকুইফার |
বদ্ধ অ্যাকুইফার |
প্রবেশ্য শিলার নীচে অপ্রবেশ্য শিলা অবস্থান করলে যে জলস্তর গড়ে উঠে তাকে
মুক্ত আকুইফার বলে। |
দুটি অপ্রবেশ্য শিলার মধ্যে প্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে , সেই প্রবেশ্য
শিলাস্তর জল পুর্ণ হলে তাকে বদ্ধ অ্যাকুইফার বলে। |
জলচাপ থাকে না কারন এই স্তর উন্মুক্ত হয়। |
এই স্তরে ভৌমজল প্রচণ্ড চাপযুক্ত হয়। তাই একে চাপগত জলাধার বলে। |
সম্পৃক্ত ও অসম্পৃক্ত স্তরে বিভক্ত ণ্ডারের |
সম্পৃক্ত স্তর রূপে মাত্র একটি স্তর থাকে। |
|
জলপীঠ অনুপস্থিত তবে, জলচাপ পৃষ্ঠের অস্তিত্ব আছে,যাকে অদৃশ্যভাবে জলতলের
সমান ধরা হয়। |
জলপ্রবাহ বাধা পায় না |
জলপ্রবাহ বাধা পায়। |
আর্তেজিয় কূপ সৃষ্টির সম্ভবনা থাকে না |
নলকূপ প্রবেশ করলে অপনাআপনি জল উদ্ধমুখী চাপের প্রভাবে পাম্প ছাড়াই নির্গত
হয় । এতে আর্তেজীয় কূপ সৃষ্টি হয়। |
অ্যাকুইক্লুড
১) প্রবেশ্য শিলাস্তরে অবস্থান করে।
২) এটি
একটি অপ্রবেশ্য শিলাস্তর
৩) এই
স্তর জলরোধক হয়
৪) জল
পরিবহনে অক্ষম
৫) কাদা
, স্লেট , ব্যাসল্ট দ্বারা গঠিত ।
0 Comments