Ad Code

Ticker

7/recent/ticker-posts

মানুষ জমির অনুপাত ও জনঘনত্ব মধ্যে পার্থক্য লেখ// difference between Density of population and Man land ratio

 মানুষ জমির অনুপাত ও জনঘনত্ব মধ্যে পার্থক্য লেখ// difference between Density of population and Man land ratio 

মানুষ জমির অনুপাত ও জনঘনত্ব মধ্যে পার্থক্য লেখ// difference between Density of population and Man land ratio



মানুষ জমির অনুপাত ও জনঘনত্ব মধ্যে পার্থক্য লেখ

 

বিষয়

মানুষ জমির অনুপাত

জনঘনত্ব

সংজ্ঞা

মোট জনসংখ্যা এবং মোট কার্যকরী জমি ও জমির উৎপাদনের ক্ষমতার অনুপাতকে মানুষ – অনুপাত বলে।

কোনো নির্দিষ্ট দেশের মোট জনসংখ্যার সাথে সেই দেশের মোট জমির অনুপাতকে জন ঘনত্ব বলে।

সূত্র

মোট জনসংখ্যা ÷ মোট কার্যকর জমির আয়তন

মোট জনসংখ্যা ÷ মোট জমির আয়তন

জমির প্রকৃতি

এক্ষেত্রে জমি বলতে কেবলমাত্র কার্যকর জমিকে বোঝায় ।

এক্ষেত্রে জমি বলতে মোট জমির ক্ষেত্রফল বা পরিমাণকে বোঝায় ।

জমির পরিমান

 জমির পরিমাণ হল দ্বিমাত্রিক নয় ত্রিমাত্রিক ।

জমির পরিমাণ হল কেবলমাত্র দ্বিমাত্রিক  হয়

জমির মান

মানুষ – জমির অনুপাত জমির গুনজ্ঞাপক

জনঘনত্ব  জমির পরিমাণজ্ঞাপক

অর্থনৈতিক উন্নতির ধারণা

এর সাহায্যে অর্থনৈতিক উন্নতি বা অবনতির ধারণা ব্যাখা করা যায়।

এর সাহায্যে অর্থনৈতিক উন্নতি বা অবনতির ধারণা ব্যাখা করা যায় না।

কাম্য জনসংখ্যা

এটির মাধ্যমে কাম্য জনসংখ্যার সম্পর্কে জানা যায়।

এটির থেকে কাম্য জনসংখ্যার কোনো ধারণা পাওয়া যায় না।

 গতিশীলতা

সময়ের  সঙ্গে জনসংখ্যা ও কার্যকর জমি পরিবর্তন হওয়ায় একটি সর্বদা গতিশীল।

সময়ের সঙ্গে জনসংখ্যার হ্রাসবৃদ্ধিতে জনঘনত্ব পরিবর্তিত হয়।

ফলাফল

এটির মাধ্যমে কোনো দেশের আর্থিক অবস্থার সম্পর্কে জানা যায়।

এটির মাধ্যমে কোনো দেশের জন সংখ্যার সম্পর্কে জানা  যায়।

জনবণ্টনের প্রকৃতি

জনসংখ্যার কেন্দ্রীভবন ও বিকেন্দ্রীভবন। সম্পর্কে ধরাণা করা যেতে পারে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

দেশের মোট জনসংখ্যা সম্পর্কে কোন ধারণা করা না গেলেও জনবণ্টনের প্রকৃতি সম্পর্কে ধারণা করা যেতে পারে।

 sayantani singh G.

Reactions

Post a Comment

0 Comments

Ad Code