Ad Code

Ticker

7/recent/ticker-posts

তাপমণ্ডল // পৃথিবীর তাপমণ্ডল সমূহ // HEAT ZONE OF THE EARTH IN BENGALI

 তাপমণ্ডল // পৃথিবীর তাপমণ্ডল সমূহ // HEAT ZONE OF THE EARTH IN BENGALI 



পৃথিবীতে  সমস্ত শক্তির প্রধান উৎস হল সূর্য। তবে,  পৃথিবীর সর্বত্র তাপমাত্রা সমান নয়। অক্ষাংশ অনুসারে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য ঘটে বলে তাপমাত্রার পার্থক্য হয়। বছরের গড় তাপমাত্রা নিম্ন অক্ষাংশে সবচেয়ে বেশি, মেরু অঞ্চলে সবচেয়ে কম । অক্ষাংশ অনুসারে বায়ুর উষ্ণতার তারতম্যের ভিত্তিতে পৃথিবীকে প্রধানত তিনটি তাপমন্ডলে ভাগ করা হয়েছে

উষ্ণমন্ডল-

সংজ্ঞা- 23½° উঃ ও 23½° দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলকে উষ্ণমন্ডল বলে।

অবস্থান-উষ্ণমন্ডল 0°  থেকে 23½ উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত।

বিস্তার-কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখা পর্যন্ত  উষ্ণ মন্ডলের বিস্তার প্রায় 5200 কিলোমিটার, যা পৃথিবীপৃষ্ঠের মোট আয়তনের প্রায় 39.78%।

বৈশিষ্ট্য-

১)উষ্ণমন্ডলে সূর্যরশ্মি সারাবছর লম্বভাবে পতিত হয় তাই  উষ্ণতা খুব বেশী হয়।

২) এই অঞ্চলে দিন রাত্রির দৈর্ঘ্য প্রায় সমান হয়। তাই বার্ষিক উষ্ণতার প্রসর খুবই কম।

৩) এই অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা থাকে প্রায় 27°C।

৪) এই কোন ঋতু পরিবর্তন হয় না, প্রায় সারা বছরই গ্রীষ্মকাল বিরাজ করে।

৫) এই অঞ্চলে ক্রান্তীয় জলবায়ু অঞ্চল পরিলক্ষিত হয়।



নাতিশীতোষ্ণ মন্ডল-

সংজ্ঞা-উত্তরে কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরুবৃ্ত্ত এবং দক্ষিণে মকরক্রন্তি রেখা থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে নাতিশীতোষ্ণ মন্ডল বলে।

অবস্থান-নাতিশীতোষ্ণ মন্ডল উভয় গোলার্ধের 23½ উত্তর থেকে 66½° উত্তর  ও 23½ দক্ষিণ অক্ষাংশ থেকে 66½° দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত।

বিস্তার-উত্তর ও দক্ষিণ উভয় নাতিশীতোষ্ণ মন্ডলের বিস্তার প্রায় 4800 কিমি,যা পৃথিবীপৃষ্ঠের মোট আয়তনের প্রায় 52%।

বৈশিষ্ট্য-

১)নাতিশীতোষ্ণ মন্ডলে সূর্যরশ্মির সারাবছর মাঝারি থেকে  তির্যকভাবে পতিত হয় বলে উষ্ণতা মধ্যম প্রকৃতির হয়।

২)এই অঞ্চলে দিন রাত্রির দৈর্ঘ্যের তারতম্য মধ্যম প্রকৃতির। ।

৩)এই অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা থাকে প্রায় 0-27°C।

৪)এই অঞ্চলের বার্ষিক উষ্ণতার প্রসর  বেশী হয়।

৫)তারতম্য অনুসারে এই অঞ্চল উষ্ণ নাতিশীতোষ্ণ মন্ডল এবং শীতল নাতিশীতোষ্ণ মন্ডল-এই দুই ভাগে ভাগ করা হয়।

৬) এই অঞ্চল নাতিশীতোষ্ণ জলবায়ু  পরিলক্ষিত হয়।

হিমমন্ডল-

সংজ্ঞা-উত্তরে সুমেরু বৃত্ত থেকে সুমেরু বিন্দু(৯০ ডিগ্রি উত্তর)  এবং দক্ষিনে কুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু(৯০ ডিগ্রি দক্ষিণ)  পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে হিমমন্ডল বলে।

অবস্থান-নাতিশীতোষ্ণ মন্ডল উভয় গোলার্ধের 66½° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে 90° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের অবস্থিত।

বিস্তার-পৃথিবী পৃষ্ঠের মোট আয়তনের 8.24% অঞ্চল জুড়ে হিমমন্ডল বিস্তৃত।

বৈশিষ্ট্য-

১)হিমমন্ডলে সূর্যরশ্মি সারাবছর তির্যকভাবে পতিত হয় বলে উষ্ণতা খুব কম হয়।

২) এই অঞ্চলের দিন রাত্রির দৈর্ঘ্যের তারতম্য খুব বেশি হয়।

৩)এই অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা সর্বদা 0° বা তার নীচে।

৪)এই অঞ্চলে প্রায় সারাবছর শীতকাল বিরাজ করে।

৫)এই অঞ্চলে রাতের আকাশে মাঝে মাঝে মেরুজ্যোতি দেখা যায়।

৬) এই অঞ্চলে মেরু জলবায়ু দেখা যায়।

Reactions

Post a Comment

0 Comments

Ad Code