Agenda 21 বা ২১ শতকের কর্মসূচী
1992 সালে রিও ডি জেনিরো শহরে প্রথম অনুষ্ঠিত হয় বসুন্ধরা সম্মেলন বা Earth Summit। যেখানে 21 টি কর্মসূচী পালন করার কথা বলা হয় যা agenda 21 নামে অভিহিত। স্থিতিশীল উন্নয়নের জন্য এই কর্মসূচীকে 4 ভাগে ভাগ করা হয়েছে।
1। সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচী
১. উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সুস্থায়ী উন্নয়নের গতি বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি।
২.দরিদ্র দূরীকরণ
৩. উপভোক্তাদের মধ্যে ভোগের ধরনের পরিবর্তন
৪.মানুষের স্বাস্থ্যের সুরক্ষা ও উন্নতি
৫. জনবসতির উন্নয়ন
৬. ডেমোগ্রাফিক ক্ষেত্রে উন্নয়ন
৭।উন্নয়নের জন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিবেশকে যুক্ত করা।
2। উন্নয়নের জন্য সম্পদের সংরক্ষণ ও ব্যবস্থাপনা
A। বায়ুমণ্ডলের সুরক্ষা
B। ভূমির ক্ষেত্রে সঠিক পরিকল্পনা ও সুসংহত কর্মসূচী
C। অরণ্য ছেদন নিয়ন্ত্রণ
D। মরুভূমিকরন ও খরার নিয়ন্ত্রণ
E। পাহাড়ি অঞ্চলে সুষ্ঠায়ী উন্নয়ন
F। কৃষি ও গ্রামীণ উন্নয়ন
G। জীববৈচিত্রের সংরক্ষণ
H। পরিবেশ বান্ধব জৈব প্রযুক্তির প্রয়োগ
I। সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের সুরক্ষা।
J। স্বাদু জলের জোগান ও গুণগত মানের সংরক্ষণ
K। ক্ষতিকর বাসায়নিক পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা
M । কঠিন বজ্য ও অন্যান্য বিপদ্জনক বজ্যের ক্ষেত্রে পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা
3। প্রতিষ্ঠান গত কর্মসূচী
1। মহিলাদের ন্যায় সংগত উন্নতি
2। শিশু ও যুব সমাজের সুস্থায় উন্নয়ন।
3। আদিবাসী সমাজের উন্নয়ন
4। বেসরকারি প্রতিষ্ঠনের ভূমিকা জোরদার করা
5। শিল্প বাণিজ্য ও কৃষকের ভূমিকা সুসংহত করার।
4। প্রায়োগিক কর্মসূচী
A। অর্থ সম্পদের সঠিক পরিকল্পনা
B। পরিবেশ বান্ধব প্রযুক্তি হস্তন্তরের মাধ্যমে সহযোগিতা বৃদ্ধি করা
C। শিক্ষা বিজ্ঞানের জনসচেতনা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ
D। আইনি ও প্রতিষ্ঠান গত উদ্যোগের মাধ্যমে সুস্থই উন্নয়নের প্রচেষ্টা।
Source:- পরিবেশ by অনীশ চট্টোপাধ্যায়
2 Comments
Very nice
ReplyDeleteTHANK YOU
Delete