Ad Code

Ticker

7/recent/ticker-posts

ABTA HIGHER SECONDARY TEST PAPERS- 2021-2022 PART 1 PAGE= 41 ভূগোল

 


ABTA HIGHER SECONDARY TEST PAPERS- 2021-2022 

PART 1

PAGE= 41

ভূগোল

বিভাগ- খ / PART- B

1.   প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নাও।

১) ভূমিভাগের সমস্ত বন্ধুরতা অপসারণ করে কোনো অঞ্চলকে সমতলপৃষ্ঠে পরিণত করাই হল – স্তরায়ন / নগ্নিভবন/ পর্যায়ন/আরোহন

উত্তরঃ পর্যায়ন

২) ওল্ড ফেথফুল একটি – উষ্ণ প্রস্রবণ / গিজার/ অবিরাম প্রস্রবণ / কোনটিও নয়।

উত্তরঃ গিজার

৩) আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের সময় যে জল নির্গত হয় তাকে বলে- জন্মগত জল / উতস্যন্দ জল/ মিটিওরিক জল / ভাদোস জল

উত্তরঃ উতস্যন্দ জল.

৪) জেট বায়ুপ্রবাহ দেখা যায়- উদ্ধ ট্রপোস্ফিয়ারে/ উদ্ধ স্ট্যাটোস্ফিয়ারে / উদ্ধ মেসোস্ফিয়ারে/ স্ট্র্যাটোপজে ।

উত্তরঃ উদ্ধ ট্রপোস্ফিয়ারে

৫) শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন- জিমারম্যান/ ভন থুনেন / আলফ্রেড অয়েবার/ অগাস্ট লস

উত্তরঃ আলফ্রেড অয়েবার

৬) ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে- আকুইফার/ আকুইক্লুড / ভাডোস স্তর / অ্যাকুইটার্ড

উত্তরঃ ভাডোস স্তর

৭) যিনি  প্রথম শস্য সমন্বয় ধারণাটি অবতারণা করেন তার নাম- অয়েবার/উইভার/ভন থুনেন/জিমারম্যান

উত্তরঃ উইভার

৮) স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হল- পডসল/ পলিমাটি /চার্নোজেম/ ল্যাটেরাইট

উত্তরঃ পডসল

৯) আমেরিকার যুক্তরাষ্ট্রের ডেট্রয়েড বিখ্যাত- কার্পাস বয়ন শিল্পের জন্য / মোটরগাড়ির নির্মান শিল্পের জন্য / পেট্রোরসায়ন শিল্পের জন্য/ কাগজ শিল্পের জন্য

উত্তরঃ মোটরগাড়ির নির্মান শিল্পের জন্য

১০)  সংরক্ষণ উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে-  গ্রিন ডেটা বুক / গ্রিন ডেটা কার্ড / রেড ডেটা বুক / রেড ডেটা কার্ড

উত্তরঃ গ্রিন ডেটা বুক

১১) মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পুর্ন বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় , সেই স্তরটি হল – A /B/O/R স্তর

উত্তরঃ A স্তর

১২) ক্যালিফোর্ণিয়া যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত তাহলো – মৌসুমি জলবায়ু / ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল/ তুন্দ্রা জলবায়ু অঞ্চল / মরু জলবায়ু অঞ্চল

উত্তরঃ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল

১৩) মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘুর্নবাত যে নামে পরিচিত তা হল – টাইফুন / টর্নেডো / হ্যারিকেন / উইলি উইলি

উত্তরঃ হ্যারিকেন

১৪) একটি পুষ্করিণীকে কেন্দ্র করে কেন্দ্র করে যে বসতি গড়ে উঠে তা হল- শুষ্ক বিন্দু বসতি / আর্দ্র বিন্দু বসতি / রৈখিক বসতি/ বর্গাকার বসতি

উত্তরঃ শুষ্ক বিন্দু বসতি

১৫) ভারতে নীল বিপ্লব যে উৎপাদনের সাথে যুক্ত তা হল – দুধ/মাংস/মাছ/ডিম

উত্তরঃ মাছ

১৬) জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন – ওয়াল্টার রোজেন/ নরম্যান মায়ারস / চার্লস ডারউইন / রবার্ট হূক

উত্তরঃ নরম্যান মায়ারস

১৭) কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় – পাট শিল্পে / কার্পাস বয়ন শিল্পে / কাগজ শিল্পে / লৌহ ইস্পাত শিল্পে

উত্তরঃ কাগজ শিল্পে

১৮) ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল হোলো – কাশ্মীর উপত্যকা / বোরা গুহা / ব্লু পার্বত্য অঞ্চল / অজন্তা গুহা

উত্তরঃ বোরা গুহা

১৯) এল নিনো দেখা যায় – আটলান্টিক মহাসাগরে/ প্রশান্ত মহাসাগরে / ভারত মহাসাগরে/ ভূমধ্যসাগরে ।

উত্তরঃ প্রশান্ত মহাসাগরে

২০) উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হল – লৌহ / ম্যাঙ্গানিজ/ তামা/ নাইট্রোজেন

উত্তরঃ নাইট্রোজেন

২১) চিনের যে প্রদেশটি “ চিনের ধানের আধার” নামে পরিচিত তা হল – ইউনান/ জেচুয়ান/ হুনান/ হুবেই

উত্তরঃ হুনান

২. নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাওঃ

১। নগ্নিভবন কাকে বলে?

উত্তরঃ আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের মিলিত কাজের ফলে শিলার অভ্যন্তরভাগ নগ্ন হয়ে যায়। একে নগ্নীভবন বলে।

অথবা গিজার কাকে বলে?

উত্তরঃ গিজার হল এক প্রকার উষ্ণ প্রস্রবণ। যখন উষ্ণ প্রস্রবনের জল কয়েক মিনিট কিংবা কয়েক ঘন্টা অন্তর স্তম্ভের আকারে ফোয়ারার মত আপনা আপনি বেরিয়ে আসে, তখন তাকে বলে গিজার। আমেরিকা র ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক এ এই ওল্ড ফেথফুল গিজারটি দেখা যায়

২) আইসোটীম কাকে বলে?

উত্তরঃ যেসব ক্ষেত্রে সমপরিমাণ ব্যয় হয় সেই ক্ষেত্রগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে আইসো টিম বা সমব্যয়রেখা বলে

অথবা, আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চলে অবস্থিত দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম লেখ উত্তরঃ উত্তর ক্যারোলিনা প্রদেশের গ্রিনসবরো, দক্ষিণ ক্যারোলিনা প্রদেশের কলম্বিয়া, নামক স্থানে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে।

৩) বাগান কৃষির সংজ্ঞা দাও।

উত্তরঃ যে বাজার কেন্দ্রিক কৃষি ব্যাবস্থায় শহর- নগরের চাহিদা পূরণের জন্য তার উপকণ্ঠে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন ক্ষেত্রমানের কৃষি খামার বা বাগান তৈরি করা হয় একে বাজার-বাগান কৃষি বলা হয়।

অথবা, ভারতে দুটি প্রধান চীনাবাদাম উৎপাদনকারী রাজ্যের নাম লেখ।

উত্তরঃ গুজরাত (প্রথম) ও তামিলনাড়ু।

 ৪) মৃত্তিকার সংরক্ষণ বলতে কি বোঝো?

উত্তরঃ মৃত্তিকার ক্ষয় রােধ করে উর্বরতা শক্তি পুনরুদ্ধার করতে, জমির কার্যকারিতা শক্তি বৃদ্ধি করতে এবং সর্বোপরি মাটি সম্পদকে মানুষের কল্যাণে সুষ্ঠুভাবে ব্যবহার করার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়, তাকে মৃত্তিকা সংরক্ষণ বলে।

অথবা, মলিসলের একটি উদাহরণ দাও

উত্তরঃ চারনোজেম

৫) ঘুর্নবাতের চক্ষু কাকে বলে?

উত্তরঃ শক্তিশালী ঘূর্ণবাতের কেন্দ্রে এক গতিহীন, শান্ত প্রায় মেঘশূন্য অবস্থা বিরাজ করে। একে ঘূর্ণবাতের চক্ষু বা ঝড়ের চক্ষু বলে। এর ব্যাস প্রায় 10 কিমি থেকে 20 কিমি বিস্তৃত।

অথবা, 4”o” CLOCK  RAIN কোণ জলবায়ু অঞ্চলে দেখা যায়?

উত্তরঃ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে

৬) ভারতে জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চলের উদাহরণ দাও।

উত্তরঃ নীলগিরি অঞ্চল

৭) ভারতের বৃহত্তম মেট্রোপলিটন শহরটির নাম লেখ?

উত্তরঃ মুম্বাই।

অথবা, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে?

উত্তরঃ সব দেশের জন্ম ও মৃত্যু হার প্রায় সমান, সেই সব দেশে জনসংখ্যার বৃদ্ধি প্রায় হয় না বললেই চলে, একেই শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। যেমন – জার্মানি, জাপান, সুইডেন, বেলজিয়াম প্রভৃতি দেশ।

৮) জীববৈচিত্র্য বিনাশের দুটি কারণ উল্লেখ কর।

উত্তরঃ বন্যা, খরা, ভূমিকম্প, সুনামি : বন্যা, খরা, ভূমিকম্প ও সুনামি ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বহু প্রজাতির জীবের বিনাশ ঘটে ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্থ হয়।

৯) অন্তধৃত সীমানার সংজ্ঞা  দাও।

উত্তরঃ অন্তর্ধৃত সীমানা -এর সংজ্ঞা দাও? উত্তরঃ নাতিশীতোষ্ণ ঘূর্নবাতের সৃষ্টির শেষ পর্যায়ে দ্রুত গতির শীতল সীমান্ত, উষ্ণ সীমান্তকে স্পর্শ করে ও একটিমাত্র মিলিত সীমান্তের সৃষ্টি হয়, একে বলে “অন্তর্ধৃত সীমানা

অথবা, লা-নিনা কাকে বলে?

উত্তরঃ লা নিনা শব্দের অর্থ শিশু কন্যা (Little Girl)। প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে পেরু উপকূলে সমুদ্রপৃষ্ঠের জলের স্বাভাবিক উষ্ণতা স্বাভাবিক উষ্ণতা চেয়ে 4° সেলসিয়াস কমে গেলে যে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয় তাকে লানিনা বলে। এটি এল নিনোর(El Nino) বিপরীত অবস্থা।

১০) আর্দ্র কৃষির সংজ্ঞা দাও।

উত্তরঃ সাধারনত যে সব অঞ্চলে অধিক বৃষ্টিপাত হয়, সেই সমস্ত অঞ্চলে ওই বৃষ্টিপাতের জলকে কাজে লাগিয়ে যে কৃষিকাজ করা হয় তাকে আর্দ্র কৃষি বলে। আর্দ্র কৃষির প্রধান ফসল - যে সব ফসল চাষের জন্য অধিক জলের প্রয়োজন হয়, সেই সমস্ত ফসল এই কৃষি ব্যবস্থায় চাষ করা হয়ে থাকে। যেমন - ধান, পাট, আখ প্রভৃতি এই কৃষির প্রধান ফসল।

অথবা, ভারতের কোণ রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে?

উত্তরঃ কর্ণাটক(Karnataka)

১১) জলবায়ুর পরিবর্তনের দুটি নির্দশন উল্লেখ কর?

·        উত্তরঃ মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া

·        বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগএর ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে।

১২) অনুসারী শিল্প কাকে বলে?

উত্তরঃ কোন  একটি  বৃহৎ  শিল্পকে  কেন্দ্র করে তার চারপাশে যে সমস্ত ছোট ছোট শিল্প গড়ে ওঠে, তাদের অনুসারী শিল্প বা সহযোগী শিল্প বা ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি বলে। অনুসারী শিল্পগুলি কোন বৃহদায়তন মূল শিল্পে উৎপাদিত শিল্পজাত দ্রব্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে অথবা কোন বৃহৎ শিল্পের প্রয়োজনীয় উপকরণের উৎস হিসাবে গড়ে ওঠে।

উদাহরণ-তৈল শোধনাগার ও পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র করে গড়ে ওঠা প্লাস্টিক শিল্প হল অনুসারী শিল্পের উদাহরণ।

অথবা, কোণ শহরকে দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলে?

উত্তরঃ কোয়েম্বাটোর-কে

১৩) হিউমিনিফিকেশন কাকে বলে?

উত্তরঃ হিউমিফিকেশন কাকে বলে? উত্তর: সূক্ষ্ম জীবাণুরা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ, ঝরাপাতা ও অন্যান্য জৈব বর্জ্য পদার্থকে বিয়োজিত ও সংশ্লেষিত করে হিউমাসে পরিণত করে, হিউমাস গঠনের এই প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে।

অথবা, মৃত্তিকার রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকার শ্রেণীবিভাগ কর।

উত্তরঃ রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকা কে তিনভাগে ভাগ করা হয় –

i.          ক্ষারকীয়

ii.         প্রশমিত ও

iii.       আম্লিক ।

১৪) মানুষ – জমির অনুপাত কাকে বলে?

উত্তরঃ মানুষ-জমি অনুপাত বলতে কোনাে দেশ বা অঞ্চলের মােট জনসংখ্যার সঙ্গে কার্যকরী জমির অনুপাতকে বােঝায়। মানুষ বলতে এখানে মানুষের কর্মদক্ষতা, জ্ঞান, বুদ্ধি, কৌশল ও সংগঠন প্রভৃতি সাংস্কৃতিক গুণাবলির সমন্বয়কে বােঝায়।

অথবা, পৌরপুঞ্জ এর সংজ্ঞা দাও।

উত্তরঃ পৌরপুঞ্জ বলতে এমন একটি পৌর এলাকাকে বোঝায় যেটি একাধিক মহানগর, নগর, বড় শহর ও অন্যান্য নগরায়িত এলাকা নিয়ে গঠিত, যেগুলি জনসংখ্যা বৃদ্ধি ও ভৌগোলিক সম্প্রসারণের কারণে একীভূত হয়ে একটিমাত্র অবিচ্ছিন্ন নগরায়িত এলাকা বা শিল্পোন্নত এলাকা গঠন করেছে।

 

SAYANTANI SINGH MSC. B.ED GEOGRAPHY 

FOR DOWNLOAD THE PDF CLICK HERE

GEOGRAPHIA

উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ CLICK HERE

ঊচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল MCQ PART 1 CLICK HERE 

ঊচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল MCQ PART 2 CLICK HERE 

ঊচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল MCQ  PART 3 CLICK HERE 

ঊচ্চ মাধ্যমিক ভূগোল গুরুত্বপূর্ণ পার্থক্য CLICK HERE 

উচ্চমাধ্যমিক ভূগোল গুরুত্বপূর্ণ  প্রশ্ন - উত্তর  CLICK HERE 

AQUIFER CLICK HERE

ভৌমজল CLICK HERE 

KARST LANDFORM CLICK HERE 

জনসংখ্যা  ও জনবসতি  CLICK HERE




   

 

 

Reactions

Post a Comment

3 Comments

  1. বাকি page দিলে উপকৃত হবো । একটু তাড়াতাড়ি দেবেন ।

    ReplyDelete

Ad Code