Ad Code

Ticker

7/recent/ticker-posts

ওড়িশার নদনদী, হ্রদ ও জলাশয়


ওড়িশার নদনদী, হ্রদ জলাশয় 

river , reservoir, and lakes of odisha





নদনদী 

         ওড়িশা রাজ্যটি বিভিন্ন নদী এবং তাদের শাখানদী দ্বারা আবদ্ধ এই রাজ্যের বেশিরভাগ প্রধান নদী পূর্বদিকে প্রবাহিত হয়েছে মহানদী হল ওড়িশার বৃহত্তম নদী এবং ভারতের ষষ্ঠ বৃহত্তম নদী এই রাজ্যের নদিগুলিকে তাদের উৎস আনুসারে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে যথা—
            i.        ওড়িশার বাইরে থেকে উৎপন্ন নদী— ব্রাম্ভনি(Brahmani),সুবর্ণরেখা(Subarnarekha), মহানদী(Mahanadi)
          ii.        ওড়িশার অভ্যন্তরে উৎপন্ন নদী— বৈতরনী(Baitarani), বুধাবালাঙ্গা(Budhabalanga), সালান্ডি(Salandi),  ঋষিকুল্যা (Rushikulya)
         iii.        ওড়িশার অভ্যন্তরে উৎপন্ন হয়ে অন্যান্য রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয় এমন নদী— বাহুদা(Bahuda), বংশধারা(Vanshadhara), নাগাভালি(Nagavali)
         iv.        ওড়িশার অভ্যন্তরে উৎপন্ন নদীর শাখানদী অন্য রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয় এমন নদী— মাছকুণ্ডু(Machhkund), সিলেরু(sileru), কোলাব(Kolab), ইন্দ্রাবতি(Indravati)       
     · মহানদী নদী(Mahanadi) —

        মহানদী হল ওড়িশার বৃহত্তম নদী এটি ছত্রিশগড়ের রায়পুর জেলার বাস্তার(Bastar) মালভুমির অমরকণ্টক পাহাড় থেকে উৎপন্ন হয়েছে
বৈশিষ্ট্য—
a)    মহানদী হল অন্যতম প্রধান পূর্ববাহী উপদ্বীপীয় নদী যেটি বঙ্গপসাগরে পতিত হয়েছে
b)    নদীটি প্রায় ৮৫৭ কিলোমিটার দীর্ঘ যার ৪৯৪ কিলোমিটার রয়েছে ওড়িশার অভ্যন্তরে৷
c)    এর নদী অববাহিকাটি ১৪১,৬০০ বর্গকিলোমিটার জুড়ে ছরিয়ে রয়েছে৷ (ওড়িশায় ৬৫,৫৮০ বর্গ কিলোমিটার)
d)    নদীটি গড়ে প্রায় ৯২,৬০০ মিলিয়ন মিটার জল বহন করে৷
e)    ওড়িশার অভ্যন্তরে মহানদীর শাখানদী গুলি হল IB, Ong এবং Tel৷
· ব্রাম্ভনি নদী(Brahmani) —
              ব্রাম্ভনি হল ওড়িশার দ্বিতীয় বৃহত্তম নদী এটি শঙ্খ(Sankh) এবং কোয়েল(Koel) নামে দুটি প্রধান নদী হিসাবে উদ্ভূত হয়েছে এবং উভয়ই ওড়িশার সুন্দরগড় জেলার রাউরকেল্লার(Rourkela) নিকটে বেদ ব্যাসে(Veda-vyasa) মিলিত হয়ে ব্রাম্ভনি নদী গঠন করেছে এটি সুন্দরগড়(Sundargarh), কেন্দুঝড়(Kendujhar), ঢেঙ্কানাল(Dhenkanal), কটক(Cuttack) এবং জেয়পুর(Jajpur) জেলার মধ্য দিয়ে উপকূলীয় সমভুমিতে প্রবাহিত হয় এবং ধম্র(Dhamra) হিসাবে পরিচিত মহানদীর সাথে সম্মিলিত মুখ সহ বঙ্গপসাগরে প্রবেশ করে ব্রাম্ভনি নদীটি ৭৯৯ কিলোমিটার দীর্ঘ (৫৪১ কিলোমিটার ওড়িশায়)৷ এর নদী অববাহিকা অঞ্চলটি ওড়িশায় প্রায় ৩৯,০৩৩ বর্গকিলোমিটার প্রসারিত৷
· বৈতরনী নদী(Baitarani) —
       এটি কেওনঝড় জেলার গোনাসিকা(Gonasika) পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে এটি ৩৬৫ কিলোমিটার দীর্ঘ এবং এর নদী অববাহিকা অঞ্চল ১২,৭৯০ বর্গকিলোমিটার প্রসারিত এটি সুবর্ণরেখার চাঁদবালির(Chandabali) কাছে বঙ্গপসাগারে প্রবেশ করেছে
· সুবর্ণরেখা নদী(Subarnarekha)
       এটি ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন একটি বৃষ্টির জলে পুষ্ট নদীভারতের প্রধান নদীগুলির মধ্যে এই নদীর অববাহিকাটি সবচেয়ে ছোটএটি ঝাড়খণ্ডের প্রধান শহরগুলি দিয়ে প্রবাহিত হয় এবং পরে ওড়িশায় প্রবেশ করেএটি ৪৩৩ কিলোমিটার(ওড়িশায় ৭০ কিলোমিটার) এবং এর গড় আয়তন রয়েছে ১৯,৫০০ কিলোমিটার(ওড়িশায় ৩,২০০ কিলোমিটার) যার গড় বার্ষিক প্রবাহ ৭,৯০০ মিলিয়নএটি শেষে ওড়িশার কিরতানিয়া(Kirtania) বন্দরের কাছে বঙ্গপসাগরে প্রবেশ করে
· বুধাবালাঙ্গা নদী(Budhabalanga) —
       এটি সিমলিপালা পর্বতমালার পূর্বঢাল থেকে উৎপন্ন হয়েছে এটি প্রায় ১৭৫ কিলোমিটার দীর্ঘ এবং ৪৮৪০ বর্গকিলোমিটার মোট অববাহিকা যুক্ত যার বার্ষিক প্রবাহ ২১৭৭ মিলিয়ন মিটার এর প্রধান শাখানদী গুলি হল - সোন(Sone), গাঙ্গাধার( Gangadhar), কাটরা( Catra)
 • ঋষিকুল্যা নদী (Rushikulya) —
        এটি ফুলবানী(Phulbani)  জেলার পূর্বঘাটের রুশমালা (Rushyamala) পাহাড় থেকে উদ্ভূত হয়েছিল এটি ১৬৫ কিলোমিটার দীর্ঘ এবং ৮৯০০ বর্গকিলোমিটার অববাহিকা অঞ্চলযুক্ত এর উপনদী গুলি হল-বাঘুয়া(Baghua) , ধনেই(Dhanei) , বদনাদি(Badanadi) ইত্যাদি৷ এর সম্মুখে কোনো বদ্বীপ নেই৷
· বংশধারা নদী(Vanshadhara) —
         এটি কালাহান্দি জেলার পূর্বঘাটের দুর্গাঙ্কর(Durgakangar ) ( Lingaraj hills)  পাহাড়ের পার্শ্ববর্তী অঞ্চল থেকে উদ্ভূত হয়েছেএটি ২৩০ কিলোমিটার দীর্ঘ, এর মধ্যে ওড়িশায় কেবল ১৫০ কিলোমিটারএটি অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপট্টনমে(Kalingapatnam)  বঙ্গপসাগরে প্রবেশ করেছেএটির আয়তন ১১,৫০০ বর্গকিলোমিটার
· নাগাভালি নদী(Nagavali) —
                  এটি লঞ্জিগড়ের(Lanji garah) নিকটবর্তী পূর্বঘাটের বিজিপুর(Bijipur ) পাহাড় থেকে উদ্ভূত হয়েছিল এটি ২১০ কিলোমিটার দীর্ঘ যার মধ্যে ১০০ কিলোমিটার রয়েছে ওড়িশায় এটির মোট অববাহিকা অঞ্চলটি প্রায় ৯,৪১০ বর্গকিলোমিটার
· ইন্দ্রাবতি নদী(Indravati)——
               এটি কালাহান্দি(Kalahandi)  জেলার পূর্বঘাট থেকে উদ্ভূত হয়েছে৷ এটি ৫০০ কিলোমিটার দীর্ঘ এবং ৪১,৭০০ বর্গকিলোমিটার আয়তন যুক্ত৷ নদীটি শাখানদী হিসাবে গোদাবরি(Godabari) নদীতে প্রবাহিত হয়েছে৷
· কোলাব নদী(Kolab) —
          এটি কোরাপুট(koraput)  জেলার পূর্বঘাটের সিনকরন(Sinkaran) পাহাড় থেকে উদ্ভূত হয়েছে এটির আয়তন ২০,৪০০ বর্গকিলোমিটার

· হ্রদ ও উপহ্রদ

        ওড়িশায় বেশ কয়েকটি হ্রদ ও উপহ্রদ রয়েছে যেগুলি এই রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও আকর্ষণীও করে তুলেছেওড়িশার চিল্কা উপহ্রদ বিশ্বের বৃহত্তম লোনা জলের উপহ্রদ এছারাও এই  রাজ্যে আরও  কয়েকটি  মিষ্টি জলের হ্রদ রয়েছে  যেমন -  আনশুপা ,  সারা   কঞ্জিয়া 
· চিল্কা হ্রদ( Chilika Lake ) —
                       ওড়িশা উপকূলীয় সমভূমির দক্ষিণাংশে অবস্থিত ভারতের বৃহত্তম লোনা জলের উপহ্রদ এটি ওড়িশার গঞ্জম, খুরদা এবং পুরী জেলা জুড়ে বিস্তৃত রয়েছেএর ক্ষেত্রফল ৯০০ বর্গকিলোমিটার এবং  ১১৬৫ বর্গকিলোমিটার বর্ষার সময় এর লবনাক্ততার পরিমাণ সর্বনিম্ন হয় এটি “The New Caledonian Barrier reef” এর পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নোনা জলের উপহ্রদ এটি “UNESCO world heritage site” হিসাবে তালিকাভুক্ত হয়েছেএটি ভারতীয় উপমহাদেশের পরিযায়ী পাখির বৃহত্তম শীতকালীন আবাস্থল। এই হ্রদে অনেকগুলি বিপন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী রয়েছেহ্রদটি বৃহত্ মৎস্য সম্পদ সমেত একটি বাস্তুতন্ত্র। হ্রদটিকে ঘিরে ১৫০,০০০ এরও ধীরব বেঁচে আছে

আনসুপা হ্রদ(Ansupa Lake)
          আনসুপা হল একটি মিষ্টি পানীয় জলের হ্রদ, যা কটক জেলার বাঁকিতে অবস্থিত৷ এটি দৈর্ঘ্যে  ৩ কিলোমিটার এবং প্রস্থে ১.৫ কিলোমিটার
· সারা হ্রদ(Sara Lake) —
           পুরীর নিকটে অবস্থিত সারা আরেকটি মিষ্টি পানীয় জলের হ্রদএটি দৈর্ঘ্যে  ৫ কিলোমিটার এবং প্রস্থে ৩ কিলোমিটার
· কাঞ্জিয়া হ্রদ(Kanjia Lake) —
                      মিষ্টি জলের হ্রদ ভুবনেশ্বরের নিকটবর্তী কটক জেলায় অবস্থিত

কৃত্রিম জলাধার(Artificial Lake) —


·         হিরাকুদ বাঁধ :  সম্বলপুর এবং ঝারসুগুদার(Jharsuguda)  কৃত্রিম লেক এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ
·         ইন্দ্রবতী বাঁধ : কলাহান্দি এবং নবরঙ্গপুরের কৃত্রিম হ্রদ
·         কোলাব বাঁধ : কোরাপুতের কৃত্রিম হ্রদ
   প্রস্রবন(Spring)
       ওড়িশায় প্রচুর উষ্ণ প্রস্রবন রয়েছে কেওনজহর জেলার বাদাঘাগড়া সানাঘাগড়া, ধেনকানাল জেলার  সপ্তসয্যা,          জাজপুর জেলার চান্দিখোল, খোরদা জেলার বরুনেই, গাঁজাম জেলার তপ্তপাণি, নারায়ণী, কালাহান্দি জেলার পটলগঙ্গা, বারগড় জেলার নার্সিংনাথ এবং বালিশংগরের হরিসঙ্কর

তথ্যঃ- Wkipedia, Topography-Orissa government portal, Maps of India-Geography of                                        Orissa, Orissa river profile-SANDRP, Social village-maps of odisha, Orissa PSC notes-Geography of Orissa
 গার্গী দাস
আন্দুল, হাওড়া
Reactions

Post a Comment

0 Comments

Ad Code