Ad Code

Ticker

7/recent/ticker-posts

তাপমাত্রা অনুযায়ী স্বাভাবিক উদ্ভদের শ্রেনিবিভাগ// উচ্চমাধ্যমিক ভূগোল// সাজেশন ২০২৪// গুরুত্বপুর্ন প্রশ্ন উত্তর //Classify the natural vegetation on the basis of temperature // Wbhse// hs geography // suggestion 2024 batch

 তাপমাত্রা অনুযায়ী স্বাভাবিক উদ্ভদের শ্রেনিবিভাগ// উচ্চমাধ্যমিক ভূগোল// সাজেশন ২০২৪// গুরুত্বপুর্ন প্রশ্ন উত্তর //Classify the natural vegetation on the basis of temperature // Wbhse// hs geography // suggestion 2024 batch 



উদ্ভিদের বৃদ্ধিতে উষ্ণতার গুরুত্ব অপরিসীম। এই জন্য বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এর জন্ম ও বিকাশ পরিলক্ষিত হয়। উষ্ণতার চাহিদার ওপর ভিত্তি করে উদ্ভিদ বিজ্ঞানী রণকিয়ার উদ্ভিদ গোষ্ঠী কে চারটি প্রধান শ্রেনীতে ভাগ করেন। উষ্ণতার তারতম্য অনুসারে উদ্ভিদের শ্রেণীবিভাগ গুলি হল 

A) মেগা থার্ম 

B) মেসো থার্ম

C) মাইক্রো থার্ম

D) হেকিস্টো থার্ম


মেগাথার্মস : সারাবছর অধিক তাপমাত্রায় (27 °সে.) এসব উদ্ভিদ জন্মায়। সাধারণত নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদ সমূহ এই শ্রেণীর অন্তর্ভুক্ত। 

উদাহরণ - আয়রন উড, ব্রাজিল নাট, মেহগিনি,  আবলুস, বন্য রবার ইত্যাদি। 


মেসােথার্মস : সারাবছর মাঝারি ধরনের তাপমাত্রায় (22 °সে.) এসব উদ্ভিদ জন্মায়। সাধারণত ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের উদ্ভিদ সমূহ শ্রেণীর অন্তর্ভুক্ত। 

উদাহরণ – বট, আম, জাম, কাঁঠাল, সেগুন, পলাশ, মহুয়া ইত্যাদি। 

মাইক্রোথার্মস : কম তাপমাত্রায় (10 °সে. থেকে 22 °সে.) এসব উদ্ভিদ জন্মায়। যেমন নাতিশীতােয়- মণ্ডলের উদ্ভিদ।উদাহরণ – পাইন,ফার, বার্চ, হেমলক, সিডার, ওক ইত্যাদি উদ্ভিদ সমূহ। নাতিশীতোষ্ণ ও পার্বত্য অঞ্চলের উদ্ভিদের শ্রেণীর অন্তর্ভুক্ত। 

হেকিস্টোথার্মস : দীর্ঘ শীতযুক্ত অঞ্চলে, অত্যধিক কম উয়তায় (44 °সে.) এইসব উদ্ভিদ জন্মায়। তুন্দ্রা ও উচ্চ পার্বত্য অঞ্চলে কি ধরনের উদ্ভিদ দেখা যায়। উদহারন – মস, লাইকেন প্রভৃতি এই শ্রেণীর উদ্ভিদের অন্তর্ভুক্ত





Reactions

Post a Comment

0 Comments

Ad Code