Ad Code

Ticker

7/recent/ticker-posts

দশ , নয় এবং আট ডিগ্রি চ্যানেল// 8,9,10 degree channels

 দশ , নয় এবং আট ডিগ্রি চ্যানেল// 8,9,10 degree channels



প্রাকৃতিক ভূগোলে চ্যানেল (Channel) হল একপ্রকার অপেক্ষাকৃত অগভীর ও সংকীর্ণ জলভাগ। বৃহত্তর অর্থে, দুই বৃহৎ জলভাগকে যুক্তকারী অপেক্ষাকৃত সংকীর্ণ জলভাগ। উদাহরণস্বরূপ, কোনো দ্বীপপুঞ্জে দুটি দ্বীপের মধ্যবর্তী সংকীর্ণ, অপেক্ষাকৃত অগভীর জলভাগকে চ্যানেল (অনেকসময় প্যাসেজ) বলা হয়। বঙ্গোপসাগরে অবস্থিত ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত দশ ডিগ্রি চ্যানেল (Ten Degree Channel) হল সেইপ্রকার এক সংকীর্ণ জলভাগ। আট ডিগ্রি চ্যানেল মিনিকয় এবং মালদ্বীপের দ্বীপগুলিকে পৃথক করে, নয় ডিগ্রি চ্যানেল মিনিকয় দ্বীপকে প্রধান লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ থেকে আলাদা করে. 



চ্যানেলগুলি হিমবাহ দ্বারা বা মানুষ দ্বারা তৈরি করা হয়। হিমবাহ দ্বারা সৃষ্ট চ্যানেলগুলি দুটি স্থলভাগের মধ্যে গভীর গিরিখাত তৈরি করে। মানুষ যে চ্যানেলগুলো তৈরি করে সেগুলো সাধারণত অগভীর জলপথের নিচ থেকে খনন করে বড় জাহাজের জন্য পথ তৈরি করা হয়।

দশ ডিগ্রী চ্যানেল 

বঙ্গোপসাগরে অবস্থিত ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত দশ ডিগ্রি চ্যানেল (Ten Degree Channel) হল সেইপ্রকার এক সংকীর্ণ জলভাগ।

পূর্ব থেকে পশ্চিমে ১০ কিমি দৈর্ঘ্য এবং উত্তর থেকে দক্ষিণে ১৫০ কিমি প্রস্থবিশিষ্ট দশ ডিগ্রি চ্যানেল আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পরস্পর পৃথক করেছে। 

১০ ডিগ্রি উত্তর অক্ষরেখার ওপর এই চ্যানেল বিস্তৃত বলে, এই চ্যানেলের এইরূপ নামকরণ হয়েছে।

 দশ ডিগ্রি চ্যানেল উত্তরে আন্দামান দ্বীপপুঞ্জের লিটল আন্দামান দ্বীপের দক্ষিণাংশের দক্ষিণ উপসাগর (South Bay) থেকে দক্ষিণে নিকোবর দ্বীপপুঞ্জের কার নিকোবর দ্বীপের উত্তরাংশের সয়াই উপসাগর (Sawai Bay) পর্যন্ত বিস্তৃত। 

দশ ডিগ্রি চ্যানেল পূর্বদিকে আন্দামান সাগর এবং পশ্চিমদিকে বঙ্গোপসাগর  -কে পরস্পর যুক্ত করেছে। 


নয়  ডিগ্রী চ্যানেল

1- এটি মিনিকয় দ্বীপকে প্রধান লক্ষদ্বীপ দ্বীপপুঞ্জ থেকে পৃথক করেছে। কালপেনি এবং সুহেলি পার, এবং মালিকু অ্যাটল এবং আমিন্দিভি উপগোষ্ঠী একত্রে লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করে।

2- এটি 200 কিমি চওড়া যার গভীরতা 2597 মিটার।

3-  নিমজ্জিত ব্যাঙ্ক-- এই চ্যানেলের দক্ষিণাঞ্চলে অবস্থিত।

4- এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি ইউরোপ, মধ্য-প্রাচ্য এবং পশ্চিম এশিয়া সহ দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দূর-প্রাচ্যের মধ্যে প্রায় সমস্ত বণিক শিপিং এর উত্তরণ।

5- নিরক্ষরেখার উত্তরে অক্ষাংশের 9-ডিগ্রি রেখায় অবস্থিত বলে এর নামকরণ করা হয়েছে।


আট ডিগ্রি চ্যানেল

1- মালদ্বীপ এবং ভারতের মধ্যে সমুদ্রসীমা আট ডিগ্রি চ্যানেলের মধ্য দিয়ে চলে। এটি মিনিকয় এবং মালদ্বীপের দ্বীপগুলিকে পৃথক করেছে।

2- মালিকু কান্দু এবং মামালে কান্দু দিভেহি এইট ডিগ্রি চ্যানেলের ঐতিহ্যবাহী নাম।

3- নিরক্ষরেখার উত্তরে অক্ষাংশের 8-ডিগ্রী রেখায় অবস্থিত বলে এর নামকরণ করা হয়েছে। 


Reactions

Post a Comment

0 Comments

Ad Code