আমেদাবাদ- ভদোদরা শিল্পাঞ্চল (Ahmedabad Vadodara Manufacturing Region)
অবস্থান ( Location) : শিল্পাঞ্চলটি ভারতের পশ্চিমে গুজরাট রাজ্যে অবস্থিত। এর কেন্দ্রীয় অংশ আমেদাবাদ-ভদোদরা শহর দুটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। দক্ষিণে এর বিস্তৃতি ভালসাদ ও সুরাট, পশ্চিমে আমনগর, উত্তরে পাটান ও পূর্বে সবরকাস্তা-দাহোদ জেলা ।
গড়ে ওঠার কারণ (Factors of growth) :
(i) গুজরাটের তুলো উৎপাদক এলাকা হল আমেদাবাদ ভদোদরা শিল্পাঞ্চলের গড়ে ওঠার ভিত্তি। 1861 সাল নাগাদ এখানে কার্পাস বয়ন শিল্প স্থাপিত হয়।
(ii) কার্পাস ব্যানের ক্ষেত্রে আমেদাবাদ অঞ্চল কার্পাস উৎপাদক এলাকার কেন্দ্রে অবস্থিত। ফলে মুম্বাই-পুনে অঞ্চলের মতো এখানে তুলো অপেক্ষাকৃত দূরবর্তী এলাকা থেকে আনতে হয় না। এতে মুম্বাই শিল্পাঞ্চলের তুলনায় সুতো ও বস্ত্র উৎপাদনের খরচ কম পড়ে। আমেদাবাদ ভদোদরা অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের অগ্রগতির এটি অন্যতম কারণ।
(iii) বম্বে হাই এবং খাম্বাত উপসাগর এলাকায় খনিজ তেলের আবিষ্কার ও উৎপাদন আংক্রেশ্বর, ভদোদরা, জামনগর প্রভৃতি স্থানে পেট্রো-রসায়ন শিল্পের বিকাশ ঘটিয়েছে।
(iv) কান্দালা বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানির সুযোগ এখানে শিল্পায়নে অনুঘটকের কাজ করেছে।
(v) শিল্পায়ন ও শিল্প সম্প্রসারণের পরিকাঠামো গুজরাট রাজ্যে আছে।
শিল্প সমাবেশ (Industrial agglomeration) :
(i) আমেদাবাদ ভদোদরা অঞ্চলের প্রধান শিল্প হল কার্পাস বয়ন ও বস্ত্র উৎপাদন। 1861 সালে আমেদাবাদে কাপড়ের কল স্থাপন করা হয়। বর্তমানে আমেদাবাদ, ভদোদরা, সুরাট, ভবনগর, রাজকোট, পোরবন্দর প্রভৃতি স্থানে কার্পাস বয়ন শিল্প প্রতিষ্ঠিত হয়েছে।
(ii) পেট্রো-রসায়ন শিল্পের ক্ষেত্রে আমেদাবাদ ভদোদরা একটি বিশেষ স্থান অধিকার করে। 1969 সালে গুজরাটের ভদোদরাতে পেট্রো-কেমিক্যাল শিল্প স্থাপিত হয়। বর্তমানে জামনগরে বিশ্বের সবচেয়ে বড়ো তেল শোধনাগার স্থাপিত হয়েছে। দহেজ SEZ-এ ONGC পৃথিবীর বৃহত্তম পেট্রো-রসায়ন কমপ্লেক্স গড়ে তুলছে।
(iii) শোনগড়, ভাপি, ভারুচ, ভদোদরাতে কাগজ শিল্প: সুরাট, নবসারি, ভালসাদ, ভাপি, ভদোদরা প্রভৃতি স্থানে চিনি শিল্প, আমেদাবাদ, ভদোদরা, সুরাট প্রভৃতি স্থানে প্লাস্টিক ও ইলেকট্রনিক শিল্প গড়ে উঠেছে।
সমস্যা (Problems) :
(i) গুজরাটের উত্তর-পশ্চিমে ও দক্ষিণে শিল্প সম্প্রসারণের জন্য জমির অভাব আছে।
(ii) এখানে অতি ক্ষুদ্র (micro) এবং ক্ষুদ্র (small) শিল্পের বিকাশ বিগত কয়েক বছর ধরে করকাঠামোর প্রতিকূল অবস্থা, মুনাফা হ্রাস, চিন-এ উৎপন্ন সস্তা জিনিসের সঙ্গে ক্রমবর্ধমান প্রতিযোগিতা ও ছোটো হতে থাকা বাজার প্রভৃতি কারণে ব্যাহত হচ্ছে।
(iii) গুজরাটে আমদানি শুল্কে বড়ো ব্যবসায়ীরা যে সুবিধা পাচ্ছে, ছোটো শিল্পপতিরা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে ওয়াকিবহাল মহল মনে করে।

0 Comments