বায়ু মন্ডল এর উৎপত্তি গঠন ও স্তর ভেদ
সংজ্ঞা:- পৃথিবীর পৃথিবীর স্থল ও জল ঘিরে রয়েছে শত শত কিলোমিটার গভীর যে গ্যাসীয় আবরণ তাকে বলে বায়ুমণ্ডল.
G.T.Treewartha বলেছেন the earth's atmosphere is a gaseous envelope several Hundred Miles thi surrounds the solid and liquid Earth.
বায়ুমন্ডলে বিভিন্ন গ্যাসের মিশ্রণ . এর উলম্ব বিস্তার 1000 কিলোমিটারেরও বেশি।
বায়ুমণ্ডলের প্রকৃতি ও গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা হয়।
সমমন্ডল এবং বিষমমন্ডল
সমমন্ডল:- ভূপৃষ্ঠ থেকে ৮০ কিমি উচ্চতা পর্যন্ত অংশে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের রাসায়নিক গঠন বিশেষত বিভিন্ন গ্যাসের অনুপাত প্রায় একই রকম থাকে । এই জন্য বায়ুমণ্ডলের এই স্তরকে সমমন্ডল বা হোমোস্ফিয়ার (Homosphere) বলা হয় ।
বিষমমন্ডল :-বিষমমন্ডল বা হেটেরোস্ফিয়ার (Heterosphere) : সমমণ্ডলের ওপরে ৮০ কিমি. থেকে ১০,০০০ কিমি. উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির অনুপাত সমান থাকে না, এজন্য এই স্তরটিকে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার বলে । এই স্তরে গ্যাসীয় পদার্থগুলি তাদের ভর অনুসারে বিভিন্ন উচ্চতায় অবস্থান করে ।
নাইট্রোজেন:- নাইট্রোজেন গ্যাসের সর্বাধিক প্রাধান্য রয়েছে বায়ুমন্ডলে. মূলত নিষ্ক্রিয় অবস্থায় থাকে এই গ্যাস টি। বায়ুমন্ডলে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত এর প্রাধান্য লক্ষ্য করা যায় এর বায়ুমন্ডলে পরিমাণ 78.1% . প্রোটিন ও নিউক্লিক আসিডএর উৎস হওয়ায় জীবজগতের ক্ষেত্রে অপরিহার্য। পরিবেশ থেকে জীবজগৎ নাইট্রোজেন গ্রহণ করে এবং জীবজগৎ থেকেই তা আবার সে ফিরে আসে এই আবর্তনকে নাইট্রোজেন চক্র বলে।
অক্সিজেন:- বায়ুমণ্ডলের পরিমাণগত দিক থেকে দ্বিতীয় প্রধান গ্যাস হল অক্সিজেন.এর পরিমাণ 20.94% . বায়ুর নিম্নস্তরের একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত এর অবস্থান লক্ষ্য করা যায়।30 কিমি নিম্নে এটি আণবিক অক্সিজেন রূপে অবস্থান করে এবং 30 কিমি উপরে পারমাণবিক রূপে অবস্থান করে।
কার্বন ডাই অক্সাইড:- বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ মাত্র 0.033. এত সামান্য পরিমানে উপস্থিত থাকলেও পৃথিবীর জীবজগতের ক্ষেত্রে এর ভূমিকা অপরিহার্য।
অন্যান্য গ্যাস :- উপরের তিনটি গ্যাস ছাড়াও কিছু নিষ্ক্রিয় গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। যেমন আর্গন হিলিযাম ক্রিপটন, জেনন, নিয়ন ইত্যাদি
0 Comments