Ad Code

Ticker

7/recent/ticker-posts

সমস্থিতি ধারণা ও সংজ্ঞা( concept and definition of ISOSTASY)/ WBSLST

 সমস্থিতি ধারণা ও সংজ্ঞা( concept and definition of ISOSTASY)//class11 // WBSLST



বিভিন্ন প্রকার ভূমিরূপ যেমন মালভূমি পর্বত সমভূমি মহাসাগর সাগর চ্যুতি প্রভৃতি একটি সুনির্দিষ্ট নীতির সাহয্যে  ভূপৃষ্ঠের উপরে ভারসাম্য যুক্ত অবস্থায় রয়েছে একে সমস্থিতি বলে। 


isostacy শব্দটির উৎপত্তি হয়েছে জার্মান শব্দ Isostasios থেকে। 


1959 সালে আমেরিকান ভূতাত্ত্বিক DUTTON ডাটন  প্রথম এই শব্দের প্রবর্তন করেন। গ্রিক শব্দ isos এর অর্থ হলো সমান এবং statia শব্দের অর্থ হলো অবস্থা অর্থাৎ সমস্থিতি বলতে সমানভাবে অবস্থান কে বোঝানো হয়।



প্রতিবিধান তল বা level of compensation :- 


পৃথিবীর অভ্যন্তরে অ্যাস্থেনোস্ফিয়ার যে সুনির্দিষ্ট গভীরতা পর্বত মালভূমি সমভূমি মহাসাগর , প্রভৃতির পিরন বা চাপের মাত্রা সমান হলে তাকে প্রতিবিধান তল বলে


ধারণা:- ভূ খন্ড গুলি অ্যাস্থেনোস্ফিয়ার এর উপর তাদের উচ্চতা ও আয়তন অনুসারে ভাসমান অবস্থায় রয়েছে যে ভূখণ্ড এর ভর ও উচ্চতা যত বেশি, তা ভিতরে গভীরতা বেশি নিমজ্জিত থাকে।

অন্যদিকে যে ভূখণ্ডের ঘনত্ব যত বেশি, তার উচ্চতা তত কম।




বুগের  অভিকর্ষেজ অসংগতি:- 


১৭৩৫ সালে  আন্দিজ পর্বতমালায় অভিকর্ষজ ও মান নির্ণয়ের উদ্দেশ্যে চিম্বরাজো পর্বতের উত্তর ও দক্ষিণ দিকে সমীক্ষা করেন বুগের । এই সময় তিনি পর্যবেক্ষণ করেন যে যন্ত্রের ওলোন নিউ অভিকর্ষজ নির্ণয় পদ্ধতি অনুসারে যতটা মাত্রা আন্দিজের দিকে  সরে যাওয়া উচিৎ ছিল,তা হচ্ছে না। এই পর্যবেক্ষণ সেই সময় বিজ্ঞানী সমাজে আলোড়ন সৃষ্টি করে নি।


জর্জ এভারেষ্ট কর্তৃক অভিকর্ষজ অসংগতি পর্যবেক্ষণ:-


 বুগের পরীক্ষার পরে 1859 সালে ভারতের তৎকালীন সার্ভেয়ার জেনারেল স্যার জর্জ এভারেস্ট ভারতের কালিয়ানা ও কালিয়ানপুরের মধ্যে অক্ষাংশ  পার্থক্য নির্ণয় করার চেষ্টা করেন।হিমালয় থেকে 96 কিমি দক্ষিণে অবস্থিত অঞ্চল কালিয়ানা 78° পূর্ব দ্রাঘিমার উপর অবস্থান এবং কালিয়ানপুর ওই দ্রাঘিমারেখায় 603 কিমি দক্ষিণে অবস্থান করছে।নক্ষত্রের উন্নতি কোন ও ত্রিভুজাকৃতি সার্ভে অনুসারে অক্ষাংশ নির্ণয়ের ক্ষেত্রে স্যার এভারেস্ট লক্ষ্য করেন যে দুটি পদ্ধতির মানের মধ্যে ৫.২৩ সেকেন্ড কৌণিক পার্থক্য রয়েছে যা 268 মিটার ভূমির দৈঘ্যের সমান। 



pratt এর সমস্থিতি তত্ত্ব


1855 সালে বিজ্ঞানী প্র্যাট এই কৌণিক পার্থক্যের হারুন নির্ণয়ের জন্য  , হিমালয়ের সর্বনিম্ন সম্ভাব্য ভর সৃষ্ট অভিকর্ষজ টানের মাত্রা হিসাব করেন। এক্ষেত্রে হিমালয়ের দিকে ওলনের বিক্ষেপের মান হওয়া উচিত ছিল 15.885 যা পূর্বের সমীখিত মান 5.23" এর মানের তিনগুনের থেকে বেশি। 




জর্জ এইরি তত্ত্ব:- প্রধান ভিত্তি:- 1855 সালে ভাসমানতার ধর্মের উপর ভিত্তি করে স্যার জর্জ এইরি সমস্থিতি সংক্রান্ত তথ্য প্রদান করেন।



মূল ধারণা:- এইরি ধারণা অনুসারে বিভিন্ন দৈর্ঘ্যের একই ঘনত্ব যুক্ত পদার্থকে জলে ভাসিয়ে দেওয়া হলে বিভিন্ন উচ্চতায় ভাসমান অবস্থায় থাকে। নতুন পদার্থ গুলির নিমজ্জিত অংশের সঙ্গে ভাসমান অংশের দৈর্ঘ্য সমানুপাতিক হয়। এমন হিমশৈলের 9/10 ভাগ জলে ডুবে থাকে এবং 1/10 ভাগ জলের উপরে ভেসে থাকে। যদি হিমশৈলের তিন ইঞ্চি উপরে ভাসমান অবস্থায় থাকে তবে 3*9=27 ইঞ্চি জলের নিচে অবস্থান করবে।


বিভিন্ন দৈর্ঘ্য বিশিষ্ট লৌহ স্তম্ভ কে পারদ এর মধ্যে  নিমজ্জিত করলে,দৈঘ্য বিশিষ্ট স্তম্ভ গুলি বেশি উচ্চতায় অবস্থান করবে কারণ তারা পারদে বেশি গভীরতা পর্যন্ত ডুবে থাকে। 



পর্বত মালভূমি সমভূমি বিভিন্ন অংশগুলি ভাসমানতা নিয়ম অনুসারে ভিন্ন উচ্চতায় ভারসাম্য যুক্ত ভাবে অবস্থান করছে পর্বতের ভূপৃষ্ঠের উপরে অনেক বেশি উচ্চতায় অবস্থান করে তাই নিম্নের শিকর বহুদূর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে সমভূমির উচ্চতা কম থাকায়, নিম্নে স্বল্প গভীরতা পর্যন্ত অবস্থান করছে।



সমালোচনা:- তথ্যটির কিছু দুর্বলতা রয়েছে। হিমশৈলর ভাসমানতা নিয়ম অনুসরণ করলে, হিমালয় পর্বতের নিম্নে ৭৯৬৩২ মিটার বিস্তৃত থাকবে, তাছাড়া ভু অভ্যন্তরে 32 মিটারে 1° তাপমাত্রা বৃদ্ধি পায়, ফলে 79632 মিটারে বস্তু গলে যাবে। 



জে. এইচ প্র্যাট এর তত্ত্ব:-





প্রধান ভিত্তি:-

1859 সালে জর্জ এভারেস্ট কর্তৃত্ব সমীকৃত অভিকর্ষজ  অসঙ্গতির ধারণার প্রেক্ষিতে সমস্থিতি  সম্পর্কে তত্ত্ব প্রদান করেন। প্রতিপূরণ বা প্রতিবিধান এর নিয়ম উপর নির্ভর করে উপস্থাপন করেন


মূল ধারণা:- প্র্যাটের ধারণা অনুসারে, বিভিন্ন খন্ড গুলিতে ঘনত্বের তারতম্য রয়েছে। ঘনত্বের তারতম্য অনুসারে সমুদ্রপৃষ্ঠের উপরে খন্ড গুলি উচ্চতার ক্ষেত্রে পার্থক্য লক্ষ্য করা যায়। পর্বত গঠনকারী শিলার ঘনত্ব মালভূমি ও  সমভূমির তুলনায় কম হওয়ায় পর্বতের উচ্চতা অপেক্ষাকৃত বেশি।প্র্যাটের মতে, ভূত্বকের নিচে এমন একটি তল রয়েছে যেখানে প্রতিটি ভুখন্ড সমান চাপ প্রদান করে।


Reactions

Post a Comment

0 Comments

Ad Code