মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব বা ভারতে মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো// What are the impact jet stream on Indian Monsoon
৫ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ভারতে মৌসুমি বায়ুর প্রভাব লক্ষ্য করা যায় এবং এই মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে যে জলবায়ু লক্ষ্য করা যায় তাকে মৌসুমি জলবায়ু বলে। প্রতি বছর ভারতে গ্রীষ্ম ও শীতকালে বিপরীত দিক থেকে ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন মৌসুমি বায়ুর প্রবাহ হয়ে থাকে যা এই মৌসুমি জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য। ভারতে এই মৌসুমি বায়ুর সৃষ্টি সম্পর্কে বিভিন্ন তত্ত্ব প্রচলিত থাকলেও সবচেয়ে আধুনিক তত্ত্ব গুলির মধ্যে অন্যতম হল জেট স্ট্রিম তত্ত্ব। ভারতে মৌসুমি বায়ুর উপর জেট বায়ু গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব খুব গুরুত্বপূর্ণ। উত্তর গোলার্ধে পূবালি ক্রান্তীয় জেটবায়ুপ্রবাহ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাবর্তনকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে। ভারতের জলবায়ুতে গ্রীষ্মকালে ক্রান্তীয় পূবালি জেট বায়ু এবং শীতকালে উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুর প্রভাব দেখা যায়। এই দুই প্রকার জেটবায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমি বায়ুকে অনেক বেশি সক্রিয় করে তোলে।
গ্রীষ্মকালীন অবস্থা-
মে জুন সাসে উত্তরায়ণের জন্য তিব্বতের মালভূমি অধিক উত্তপ্ত থাকে। এই জন্য উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু হিমালয়ের উত্তরে সরে যায় এবং ক্রান্তীয় পূবালি জেট বায়ু ভারতের মাঝ বরাবর অবস্থান করে। এই জেট বায়ু বলয়াকারে পশ্চিমে আরব উপদ্বীপ থেকে পূর্বে মালয়েশিয়া পর্যন্ত বিস্তৃত হয়।এই জেট বায়ু ভারতের মাঝ বারবর যে নিম্নচাপ সৃষ্টি করে, তার আকর্ষণেই ভারত মহাসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু, ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে বর্ষাকালের সূচনা করে। আকস্মিক দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমণ ঘটলে মৌসুমি বিস্ফোরণ প্রবল আকার নেয়।ক্রান্তীয় পূবালি জেট বায়ুর শক্তির ওপর ভারতীয় উপমহাদেশে বৃষ্টিপাতের পরিমাণ নির্ভর করে। এই জেট বায়ু সেপ্টেম্বর মাসে ভারত থেকে ।
উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু ও ক্রান্তীয় পূবালী জেট বায়ুর গতিবিধির উপর মৌসুমি বায়ুর সক্রিয়তা নির্ভর করে। (i) উপক্রান্তীয় পশ্চিমা জেট যে বছর তাড়াতাড়ি উত্তরে সরে সে বছর ক্রান্তীয় পূবালী জেট বায়ু তাড়াতাড়ি আসে, ফলে মৌসুমি বায়ুও তাড়াতাড়ি আসে। (ii) উপক্রান্তীয় পশ্চিমা জেট হঠাৎ উত্তরে সরলে ভারতে মৌসুমি বিস্ফোরণ প্রবল হয়। (iii) ক্রান্তীয় পূবালী জেট যে বছর শক্তিশালী হয় সে বছর অধিক মৌসুমি বায়ুর সক্রিয়তায় ভালো বৃষ্টি হয়।
শীতকালীন অবস্থা-
অক্টোবর মাসে উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু তিব্বতের মালভূমিতে উচ্চচাপের সৃষ্টি করে। এই উচ্চচাপ ক্রমশ দক্ষিণে অগ্রসর হয় এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে প্রত্যাবর্তন করতে বাধ্য করে। এই জেট বায়ু শীতকালে যতই দক্ষিণে সরে আসে, ততই সারা ভারতব্যাপী শীতের তীব্রতা বৃদ্ধি পায়। মে মাসের শেষের দিকে উপক্রান্তীয় পশ্চিমী জেটবায়ু ক্রমশ উত্তর দিকে সরে যায়।
প্রকৃতপক্ষে, মৌসুমি বায়ুপ্রবাহের ওপর জেট স্ট্রিমের প্রভাব যথেষ্ট। মৌসুমি বায়ু প্রবাহিত দেশগুলিতে ঋতুর স্থায়িত্ব ও তীব্রতা, বর্ষাকালীন বৃষ্টিপাত, ঋতুপরিবর্তন প্রভৃতি এই জেট বায়ুপ্রবাহের অবস্থান ও গতিপ্রকৃতির ওপর নির্ভরশীল।
0 Comments