Ad Code

Ticker

7/recent/ticker-posts

মাধ্যমিক ভূগোল//শূণ্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :fill in the blank wbbse geography

 মাধ্যমিক ভূগোল//শূণ্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :



১ __ হল বিশ্বের বৃহত্তম অপসারণজনিত গর্ত।

উত্তরঃ কাতারা


২ পলল শঙ্কু পর্বতের __ অংশে গঠিত হয়।

উত্তরঃ পাদদেশীয়


৩ মৌসুমী বিস্ফোরণ দ্বারা __ রাজ্যে প্রথম বৃষ্টিপাত শুরু হয়।

উত্তরঃ কেরালা


৪ ভাকরা-নাঙাল পরিকল্পনা __ নদীর উপর গড়ে উঠেছে।

উত্তরঃ শতদ্রু


৫ ভারতের কার্পাস গবেষণাগার __ অবস্থিত।

উত্তরঃ নাগপুর


৬ ভারতের একটি বৈদ্যুতিক রেলইঞ্জিন নির্মাণ কেন্দ্র হল __।

উত্তরঃ চিত্তরঞ্জন


৭ সেন্সাস শহরের ন্যূনতম জনসংখ্যা হবে __।

উত্তরঃ ৫০০০

৮. দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয় __।

উত্তরঃ জলবিভাজিকা


৯.গ্রাবরেখায় গঠিত আঁকাবাঁকা সংকীর্ণ উচ্চভূমিকে __ বলে।

উত্তরঃ এস্কার


১০.হিমসিঁড়িতে সৃষ্ট হ্রদগুলিকে বলা হয় __ হ্রদ।

উত্তরঃ প্যাটার্ন স্টার হ্রদ


১১.আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ হল __।

উত্তরঃ গুরুশিখর


১২. কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় বলা হয় _।

উত্তরঃ টেরিস


১৩. ভারতের সর্বনিম্ন সাক্ষরতা __ রাজ্যে।

উত্তরঃ বিহার


১৪. পশ্চিমবঙ্গের প্রধান তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্রটি হল __।

উত্তরঃ কলকাতা সল্ট লেকে


১৫। পৃথিবীর দ্রুততম হিমবাহ __।

উত্তরঃ জেকবসভ্যান

১৬.বহিঃবিধৌত সমভূমিতে আঁকাবাঁকা শৈলশিরার মত গঠিত ভূমিরূপকে বলে _।

উত্তরঃ এস্কার

১৭. ভারতের উত্তরতম বিন্দু হলো __।

উত্তরঃ ইন্দ্রিরা কল

১৮. আউটসোর্সিংকে সংক্ষেপে _ বলে।

উত্তরঃ BPO

১৯.পাঞ্জাবের নবীন, পলি গঠিত অঞ্চলকে _ বলে।

উত্তরঃ বেট

২০.ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় __ শহরে।

উত্তরঃ হুগলী রিষড়াতে

২১. অসমে কালবৈশাখীকে বলা হয় __।

উত্তরঃ বরদৌছিলা
২২. নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে বলে __।

উত্তরঃ মন্থকূপ

২৩। থর মরুভূমিতে চলমান বালিয়াড়িকে _ বলে।

উত্তরঃ ধ্রিয়ান

.২৪.কাজিরাঙা অভয়ারণ্য __ রাজ্যে অবস্থিত।

উত্তরঃ অসম

২৫.ডেকানট্র্যাপের __ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযুক্ত।

উত্তরঃ কৃষ্ণ

২৬.অসমে কালবৈশাখী ঝড় __ নামে পরিচিত।

উত্তরঃ বরদৈছিলা

২৭.রাজ্য পুর্নগঠন কমিশন স্থাপিত হয় _ সালে।

উত্তরঃ ১৯৫৩

২৮. ভারতের যোগ জলপ্রপাতটি __ নদীর উপর অবস্থিত।

উত্তরঃ সরাবতী

২৯ __ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক 'মিয়েন্ডার' নামে পরিচিত।

উত্তরঃ মিয়েন্ডার

৩০. সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন একটি __ এর উদাহরণ।

উত্তরঃ পিরামিড চূড়া

৩১.বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা __।

উত্তরঃ ২৮

৩২. ভারতের দীর্ঘতম উপনদীর নাম ___।

উত্তরঃ যমুনা

৩৩. রাজস্থানের ধূলিঝড় __ নামে পরিচিত।

উত্তরঃ আঁধি

৩৪.ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার রয়েছে __।

উত্তরঃ দেরাদুন

৩৫.পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হল ___।

উত্তরঃ ন্যাপথা

৩৬.নিউমুর দ্বীপটি ___ নদী মোহনার কাছে অবস্থিত।

উত্তরঃ হড়িয়াভাঙ্গা

৩৭. কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলিকে __ বলে।

উত্তরঃ ভার্ব

৩৮. উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে ___শহরকে।

উত্তরঃ শিলিগুড়ি

৩৯. অশোক লেল্যান্ড লিমিটেড ভারতের __ শহরে অবস্থিত।

উত্তরঃ এন্নোর

৪০.আম্রবৃষ্টি কর্ণাটকে __নামে পরিচিত।

উত্তরঃ চেরি ব্লুসম

৪১.উত্তর পূর্ব ভারতের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হল __।

উত্তরঃ বনগাইগাঁও

৪২. যে সকল জাহাজ কোম্পানী নিয়মিত সমুদ্রে পণ্য ও যাত্রী পরিবহন করে তাদের ____ বলে।

উত্তরঃ শিপিং লাইন

৪৩.যে উচ্চভূমি দুটি নদী আববাহিকাকে পৃথক করে তার নাম __।

উত্তরঃ জলবিভাজিকা

৪৪.  নদীর ক্ষয়সীমা ধারনার প্রবর্তন হলেন __।

উত্তরঃ J W Powell

৪৫. হিমসিঁড়িতে সৃষ্ট হ্রদকে বলে __ হ্রদ।

উত্তরঃ প্যাটার্নস্টার

৪৬. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ __।

উত্তরঃ গুরুশিখর

৪৭. সম্বর হ্রদটি ভারতের __ রাজ্যে অবস্থিত।

উত্তরঃ রাজস্থান

৪৮.ভারতের শীতকালের বায়ু শুষ্ক হয় __ বায়ুর প্রভাবে।

উত্তরঃ উত্তর-পূর্ব মৌসুমি

৪৯.পূর্বরেলের সদর দপ্তর হল __ ।

উত্তরঃ কলকাতা







Reactions

Post a Comment

0 Comments

Ad Code