Ad Code

Ticker

    Loading......

মৌসুমী বায়ু সম্পর্কে প্রথাগত তাপীয় ধারণা (Classical Thermal Concept )

 মৌসুমী বায়ু সম্পর্কে প্রথাগত তাপীয় ধারণা 
(Classical Thermal Concept )



আরবি শব্দ mausim অথবা মালায়াম শব্দ monsin থেকে বাংলায় মৌসুমী শব্দ টি এসেছে।যার অর্থ হল ঋতু। দক্ষিণ পূর্ব এশিয়ায় 6মাস দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং 6 মাস উত্তর পূর্ব দিক থেকে নিয়মিত প্রবাহিত হওয়ায় একে মৌসুমী বায়ু বলে।


  • খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে জনৈক মিশরিয় নাবিক হিপ্লাস (hiplas) প্রথম মৌসুমী বায়ুর অস্তিত্বের কথা বলেন।
  • নবম শতাব্দীর শেষের দিকে আরবিয় পর্যটক আল মাসুদি তার লেখায় মৌসুমী বায়ুর কথা উল্লেখ করেন।
  • ভৌগোলিকদের মতে ১৬৮৬ সালে ইংল্যান্ডের জলবায়ু বিজ্ঞানী এডমন্ড হ্যালি মৌসুমী শব্দ টি ব্যবহার করেন।


মৌসুমী বায়ু সম্পর্কে প্রথাগত তাপীয় ধারণা 

(Classical Thermal Concept )


মৌসুমী বায়ুর উৎপত্তি নিয়ে বিভিন্ন ততব অবতারনা হলেও সর্বতভাবে গ্রহনীয় হয়নি একটিও।মৌসুমী বায়ু উৎপত্তি তত্তব সম্পর্কে অন্যতম ধারণা হল প্রথাগত তাপীয় ধারণা।


প্রথাগত তাপীয় ধারণা 

বিট্রিশ  জলবায়ুবিদ এডমন্ড হ্যালি ১৬৮৬ সালে প্রথম মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত তত্তব লন্ডনের রয়্যাল সোসাইটি নামক পত্রিকায় প্রকাশ করেন।সেই ততব টি প্রথাগত তাপীয় ধারণা বলা হয়।


মূল ধারণা:-

পৃথিবীতে 3ভাগ জল এবং 1ভাগ স্থল। তাই জল ও স্থলের মধ্যে অসম বণ্টন রয়েছে। এবং আগত সৌর বিকিরনের কারণে জল ও স্থল বইশম্য মূলক আচরন করে।যার ফলে সৃষ্ট বৈষম্যমূলক  উত্তাপ মৌসুমী বায়ু সৃষ্টির কারণ। সাধারণত ভূমি তাড়াতাড়ি গরম হয় জলভাগের তুলনায়।এবং দ্রুত ঠান্ডাও হয়ে থাকে। বিভিন্ন ঋতুতে মহাদেশ অর্থাৎ ভুমিভাগ এবং মহাসাগর অঞ্চলের মধ্যে বায়ুর চাপের তারতম্য লক্ষ্য করা যায়। আমরা জানি বায়ু সর্বদা উচ্চ্চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়। 


শীতকালে এশিয়ার বিস্তৃণ ভূমি দ্রুত তাপ বিকিরিত করে শীতল হয়ে পরে এবং বিশাল জলভাগ দ্রুত তাপ বিকিরত করতে পারে না ফলে জলের উপর নিম্ন চাপ ও স্থলের উপর উচ্চ্চাপ অবস্থান করে ফলে শীতকালে বায়ু স্থল ভাগ ত্থেকে জলভাগের দিকে প্রবাহিত হয়। , এই বায়ু শুশক এবং ঠান্ডা হয়। একে শীতকালীন মৌসুমী বায়ু বলে।


গ্রীষ্ম কালে স্থলভাগ দ্রুত গরম হয় ফলে ভূমিতে নিম্ন চাপ এবং জলে উচ্চ্চাপ অবস্থান করে ফলে , এই সময় বায়ু জল থেকে স্থলভাগের অভিমুখে প্রবাহিত হয় ফলে একে গ্রীষ্ম কালীন মৌসুমী বায়ু বলে। জলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রচুর পরিমাণে জলীয় বাস্প সংগ্রহ করে, ফলে ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ গুলিতে প্রচুর বৃষ্টি হয়।

সমালোচনা

Anget, hann, koppen, baver,Kiel,miller, strahler প্রমুখ বিজ্ঞানীরা সমর্থন করলেও বহু আবহবিদ যাঁরা এর সমালচনা করেছেন।


ক। মহাদেশের উপরে নিম্ন চাপ সর্বদা স্থায়ী হয় না, এগুলি হঠাৎ স্থান পরিবর্তন করায় তাপীয় নিম্ন চাপ তৈরি হতে পারে না


খ।যদি জলভাগ ও স্থলভাগের বৈষম্যমূলক উত্তাপ প্রক্রিয়ায় মৌসুমী বায়ুর উৎপত্তি হয় তাহলে উদ্ধ বায়ু মন্ডলে প্রতি - মৌসুমী বায়ু বা Anti monsoon সংবহন থাকা জরুরি। কিন্তু মৌসুমী বায়ু প্রভাবিত অঞ্চলের উদ্ধ ট্রপোস্ফিয়ারে  এই ধরনের বায়ুপ্রবাহ দেখা যায় না


Reactions

Post a Comment

0 Comments

Ad Code