জেট স্ট্রীম: সংজ্ঞা ও বৈশিষ্ট্য
উচ্চমাধ্যমিক ভূগোল ( WB HS GEOGRAPHY) পঞ্চম অধ্যায়ঃবায়ুমণ্ডলীয় গোলযোগ //পার্ট ০২
নমস্কার , উচ্চমাধ্যমিক ভূগোল ( WB HS GEOGRAPHY): সকল ছাত্র ও ছাত্রীকে জিওগাফিয়াতে স্বাগতম। আজকে এই ব্লগে আমি মূলত তোমাদের পঞ্চম অধ্যায়ের বায়ুমণ্ডলীয় গোলযোগ থেকে কিছু পার্থক্য যা ২০২১ সালের জন্য খুবই গুরুত্বপুর্ন। আশা করি তোমাদের সাহায্য হবে। সাজেশনভিত্তিক প্রশ্ন যা তোমাদের অবশ্যই কাজে আসবে।
জেট স্ট্রীম: সংঞ্জা:-
ট্রপোস্ফিয়ারের উপরের অংশে বা স্ট্র্যাটোস্ফিয়ারের নীচে সর্বাধিক ঢাল বিশিষ্ট ,সংকীর্ণ দ্রুতগামী বায়ু যখন পশ্চিম থেকে পুর্ব দিকে প্রবাহিত হয় ,তাকে জেট বায়ু বলে।জেট বায়ুপ্রবাহের সাধারণ বৈশিষ্ট্যঃ( General Characteristics of Jet Stream)
জেট বায়ুপ্রবাহের সাধারণ বৈশিষ্ট্যগুলি নিম্নরূপঃ
২) বায়ুপ্রবাহঃ - এটি আঁকাবাঁকা , দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট সুদীর্ঘ বায়ুপ্রবাহ ।
৩) গতিবেগঃ- গতিবেগ অত্যন্ত বেশী, ঘন্টায় প্রায় ১৫০-৩০০ কিমি ।
৪) অক্ষাংশ গত অবস্থানঃ উভয় গোলার্ধে ২০ থেকে ৯০ অক্ষরেখা বরাবর প্রবাহিত হয়।
৫) ঢালঃ স্বল্প পরিসর স্থানে উষ্ণতার তীব্র পার্থক্য ঘটে তাই খাড়াই ঢাল বিশিষ্ট হয়।
৬) বায়ুপ্রবাহের দিক ঃ উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতক্রমে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়।
৭) প্রবাহের সময়ঃ শীতের শুরুতে এই বায়ুপ্রবাহ শুরু হয়।
৮ ) অবস্থানের পরিবর্তনঃ জেট বায়ুপ্রবাহ সারাবছর এক থাকে না, ঋতু বা সাময়িক বায়ু প্রবাহের সঙ্গে অবস্থানগত পরিবর্তন হয়।
আরও পড়ুন ঃ উচ্চমাধ্যমিক ভূগোল ( WB HS GEOGRAPHY)// পঞ্চম অধ্যায়ঃবায়ুমণ্ডলীয় গোলযোগ CLICK HERE
রসবি তরঙ্গঃ ( Rossby Wave) ( ২নং প্রশ্নের জন্য গুরুত্বপুর্ন )
সায়ন্তনী সিং
জিওগ্রাফিয়া
প্রশ্নপত্রে ধরন( Pattern of HS question of geography)
ভূগোল প্রশ্নপত্রটি দুটি অংশে বিভক্ত থাকবে। PART-A এবং PART-B । প্রতিটি পার্টে 35 নম্বর থাকবে।
বিভাগ-ক
এই বিভাগে মোট পাঁচটি প্রশ্নের (প্রতিটির মান- 7 নম্বর) উত্তর দিতে হবে। কিছু প্রশ্নের সঙ্গে বিকল্প প্রশ্ন থাকবে।
বিভাগ-খ
এই বিভাগের প্রশ্নপত্রটিতেই তোমাকে উত্তর লিখতে হবে। প্রশ্নপত্রটি দুটি দাগ নম্বর এ বিভক্ত থাকবে। 1 দাগে মোট 21 টি (প্রতিটি প্রশ্নের মান- 1 নম্বর) বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ) থাকবে। সকল প্রশ্নই আবশ্যিক। প্রতিটি প্রশ্নে 4 টি করে উত্তরের অপশন থাকবে।
এই বিভাগের 2 দাগে মোট 14 টি (প্রতিটি প্রশ্নের মান- 1 নম্বর) অতি সংক্ষিপ্ত প্রশ্নের(SAQ) উত্তর দিতে হবে। এক্ষেত্রেও কিছু প্রশ্নে বিকল্প প্রশ্ন থাকবে।
0 Comments