Important Question Answers of Geography// WB class 12
উচ্চমাধ্যমিক ভূগোল
গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
i) যে কাল্পনিক রেখা সমপরিমান ব্যয় ক্ষেত্রগুলিকে যুক্ত করে।
তাকে কি বলে?
উত্তরঃ আইসোটিম
অথবা,
নিউজপ্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে কোন দেশ?
উত্তরঃ কানাডা
(ii) ভারত Demographic Transition-এর কোন পর্যায়ে রয়েছে?
উত্তরঃ জনঘনত্ব
(iii) বল উইভিল পোকা কোন ফসলের ক্ষতি করে?
উত্তরঃ কার্পাস তুলো চাষে
অথবা..রেটুন প্রথায় চাষ হয় কোন ফসলের?
উত্তরঃ আখ গাছের
(iv) ছোটো আয়তনের ওভালা কি নামে পরিচিত?
উত্তরঃ জামা
অথবা,
জল ও স্থলভাগের সীমানা নির্দেশকারী রেখাকে কি বলে?
উত্তরঃ উপকূলরেখা
(v) নদীর পুনযৌবন লাভের ফলে সৃষ্ট একটি ভূমিরূপের নাম কর।
উত্তরঃ নদীমঞ্চ, নিকবিন্দু
অথবা,কোন জলনির্গমন প্রণালীতে নদীগুলি শিলাস্তরের আয়াম বরাবর প্রবাহিত হয়?
উত্তরঃ জাফরিরূপী জলনির্গম প্রণালী
(vi) একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ দাও।
উত্তরঃ লোয়েস পলল মৃত্তিকা
অথবা,
মৃত্তিকার pH কাকে বলে?
উত্তরঃ মৃত্তিকা pH বলতে এমন একটি স্কেল বা পরিমাপককে বোঝায়, যার মাধ্যমে মৃত্তিকা দ্রবণের অম্লত্ব ও ক্ষারকিয়তাকে নির্ণয় করা হয়।
(vii) ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণাবাতটি কি নামে পরিচিত?
উত্তরঃ ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণিবাত "হ্যারিকেন” নামে
পরিচিত।
অথবা,থামসিন নামক স্থানীয় বায়ুটি কোন দেশে দেখা যায়?
উত্তরঃ মিশর
(viii) যে সকল উদ্ভিদ ছায়া আবৃত অঞ্চলে ভালো বৃদ্ধি পায়
তাদের কি বলে?
উত্তরঃ সিওফাইট
অথবা,
বায়ুমন্ডলের প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমন্ডলের কোন
স্তরকে ?
উত্তরঃ ওজোন স্তরকে
(ix) Biodiversity শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ ডব্লু জি রোজেন
অথবা,
একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ দাও।
ভোপাল গ্যাস দুর্ঘটনা
(x) শুষ্ক ক্ষয়চক্রের কোন পর্যায়ে পেডিমেন্ট গড়ে ওঠে?
উত্তরঃ পরিণত অবস্থায়
অথবা,
ভৌমজলের প্রধান উৎস কোনটি?
উত্তরঃ বৃষ্টি ও তুষার গলা জল
(xi) হিউমাস কি?
উত্তরঃ গাছপালা ও প্রাণীদেহের পচা অংশ একত্রে মিশে মাটিতে যে জৈব পদার্থ তৈরি হয় তাকে হিউমাস বলে। এটি মাটির একটি গুরুত্বপূর্ণ উপাদান, এর রং কালচে।
অথবা,
এলুভিয়েশন কাকে বলে?
উত্তরঃ যে প্রক্রিয়ায় মাটির উপরের স্তর থেকে খনিজ পদার্থ বৃষ্টির জলের দ্রবীভূত হয়ে বা জলে ভাসমান অবস্থায় মাটির নিচের স্তরে স্থানান্তরিত হয়, তাকে এলুভিয়েশন বলে।
(xii) বায়ুসীমান্ত কি?
উত্তরঃ বায়ু সীমান্ত বলতে দুটি বায়ুপুঞ্জের মধ্যবর্তী সীমানাকে বোঝায়। ভিন্ন ভিন্ন তাপমাত্রা ও আর্দ্রতা বিশিষ্ট দুটি বায়ুপুঞ্জ যদি একে অপরের দিকে অগ্রসর হয় তাহলে বায়ুপুঞ্জগুলি একত্রে মিশে না গিয়ে একটি ঢালু সীমা রেখা বরাবর পৃথক হয়ে যায়, একে বায়ু সীমান্ত বলে।
অথবা,
জোট বায়ু কাকে বলে?
উত্তরঃ ট্রপোস্ফিয়ারের উর্ধ্ববাংশে অথবা স্ট্র্যাটোস্ফিয়ারে প্রায় অনুভূমিক অক্ষ বরাবর পুঞ্জীভূত শক্তিশালী, সংকীর্ণ বায়ুস্রোত যেটি উল্লম্ব ও পার্শ্বস্থ বায়ুকে কাপিয়ে অতি দ্রুতগতিতে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় তাকে জেট বায়ু বলে।
(xiii) বাণিজ্যিকভাবে ফুলের চাষকে কি বলে?
উত্তরঃ ফ্লোরিকালচার
অথবা,
শুষ্ক কৃষি বলতে কি বোঝো?
উত্তরঃ যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, সাধারণত ৫০ সেমির নীচে এবং জলসেচের সুবিধা নেই, সেসব অঞ্চলে খরা সহ্যকারী শস্যের চাষকে শুষ্ক কৃষি বলে।
(xiv) একটি শিকর আলগা শিল্পের নাম লেখো?
উত্তরঃ কার্পাস বয়ন শিল্প
অথবা,
কোন লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রকে ভারতের রুঢ় বলে?
উত্তরঃ দুর্গাপুরকে

0 Comments