Ad Code

Ticker

7/recent/ticker-posts

AC-78 ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2022-23// GEOGRAPHY

 AC-78 ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2022-23// GEOGRAPHY



। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো

(i) পাললিক শিলা গঠনের সময় যে জল শিলাস্তরের মধ্যে আবদ্ধ হয়ে যায় তাকে বলে- (a) সহজাত জল (b) উৎস্যন্দ জল (c) ভাদোস জল (d) আবহিক জল। 

(ii) কাস্ট ভূমিরূপ সৃষ্টি হয়- (a) বেলেপাথরযুক্ত অঞ্চলে (b) চুনাপাথর গঠিত অঞ্চলে (c) কাদাপাথরযুক্ত অঞ্চলে (d) ব্যাসল্ট শিলাযুক্ত অঞ্চলে। 

(iii) উপকূলবর্তী অঞ্চলের সমান্তরালে যে বাঁধ সৃষ্টি হয় তাকে বলে- (a) পুরোদশীয় বাঁধ (b) টঙ্গোলা (c) স্পিট (d) অনুতটীয়  

(iv)  চারপাশ উচ্চভূমি দ্বারা বেষ্টিত কোনো অবনতভূমিতে সৃষ্টি হয়- (a) কেন্দ্রমুখী (b) কেন্দ্র বহির্মুখী (c) অঙ্গুরীয় আকার (ii) অঙ্কুশাকৃতি জলনির্গম প্রণালী। 

(v) অসম বিকাশ তত্ত্বের জনক হলেন- (a) ডেভিস (b) পেঙ্ক (e) ক্রিকমে (d) হ্যাক। 

(vi) স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট অবশিষ্ট পাহাড়গুলিকে বলে- (a) মোনাডনক (b) পেডিমেন্ট ইনসেলবার্জ (d) বোনহার্ড। 

(vii) মুস্তিকা সৃষ্টির একটি সক্রিয় কারণ হল- (a) সম (b) ভূ-প্রকৃতি (c) আদি শিলা (d) জীবজগৎ। 

(viii) আদর্শ মৃত্তিকা পরিলেখ গড়ে উঠেছে যে মৃত্তিকায় সেটি হল- (a) পডসল মৃত্তিকা (b) পলি মৃত্তিকা (c) সোলোনচাক মৃত্তিকা (d) লোয়েশ মৃত্তিকা।

 (ix) ফেরেল সঞ্চালন কোশের প্রকৃত অবস্থান হল- (a) উপমেরু নিম্নচাপ অঞ্চল (b) নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল (c) মেরুদেশীয় উচ্চচাপ অঞ্চল (d) উপক্রান্তীয় উচ্চচাপ ও উপমেরু  নিম্নচাপের মধ্যাংশ।

 (x) অ্যান্টার্কটিকায় একোন গহ্বরের অস্তিত্ব সর্বপ্রথম উল্লেখ করেন (a) ড. সলোমান (b) বিজ্ঞানী ফারমেন (c) শেরউড রোল্যান্ড (d) মারিও মোলিনা।

 (xi) বসুদ্ধরা সম্মেলনে গৃহীত পদক্ষেপটি হল- (a) এজেন্ডা-21 (b) মন্ট্রিল প্রোটোকল (c) পরিবেশ প্রোগ্রাম (d) ভিয়েনা কনভেনশন।

 (xii) স্বাভাবিক বাসস্থানের পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে বলে- (a) ইন-সিটু সংরক্ষণ (b) এক্স সিটু সংরক্ষণ (c) ইন সিটু ও এক্স সিটু সংরক্ষণ (d) কোনোটিই নয়। 

(xiii) আধা- প্রাকৃতিক দুর্যোগের একটি উদাহরণ হল- (a) সাইক্লোন (b) ভূমিধ্বস (c) সুনামি (d) ভূপাল গ্যাস দুর্ঘটনা।

 (xiv) পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত গোষ্ঠীকে বলে- (a) লাল (b) নীল (c) সাদা (d) স্বর্ণালি পোশাক কর্মজীবী।

 (xv) ব্রাজিলে কফি বাগিচাগুলিকে বলে- (a) ফাজেন্দা (b) এস্টানসিয়া (c) ল্যাটিফান্ডো (d) ল্যানোস।

 (xvi) যে কাঁচামাল একটি নির্দিষ্ট অঞ্চলে লভ্য তাকে বলা হয়- (a) বিশুদ্ধ কাঁচামাল (b) সহজলভ্য কাঁচামাল (c) কেন্দ্রীভূত কাঁচামাল (d) এগুলির কোনোটিই নয়। 

(xvii) বাংলাদেশের প্রাচীনতম শিল্পটি হল- (a) পাটশিল্প (b) পোশাক নির্মাণ শিল্প (c) হস্তশিল্প (d) কোনোটিই নয়।

 (xviii) ভারতের একটি প্রতিরক্ষা শহর হল- (a) মুম্বই (b) কলকাতা (c) বেঙ্গালুরু (d) গোয়ালিয়র। 

(xix) গ্রামের পোশাকি নাম- (a) মৌজা (b) হ্যামলেট (c) টোলা (d) আদমশুমারি গ্রাম।

( xx) গবেষণা ও উন্নয়নভিত্তিক কার্যকলাপ- (a) চতুর্থ শ্রেণির অর্থনৈতিক (b) পঞ্চম শ্রেণির অর্থনৈতিক (c) তৃতীয় শ্রেণির অর্থনৈতিক (d) দ্বিতীয় শ্রেণির অর্থনৈতিক

(xxi) নিবিড় জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষির প্রধান ফসল হল  - (a) গম (b) ধান (c) পাট (d) তৈলবীজ।

**********************************************************************************************


 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 

 (i) যে কাল্পনিক রেখা সমপরিমাণ ব্যয় ক্ষেত্রগুলিকে যুক্ত করে তাকে কী বলে?

আইসোটিম

অথবা, নিউজপ্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে কোন দেশ? 

 কানাডা 

(ii) Demographic Transition-এর ভারত কোন পর্যায়ে রয়েছে? 

তৃতীয় পর্যায় 

অথবা কোনো অঞ্চলের জনসংখ্যা ও জমির আয়তনের অনুপাতকে কী বলে?

জনঘনত্ব 

 (iii) বল উইভিল পোকা কোন ফলের ক্ষতি করে? 

কার্পাস

অথবা, রেটুন প্রথায় চাষ করা হয় কোন ফসলের? 

আখ 

(iv) ছোটো আয়তনের ওভালা কী নামে পরিচিত? 

যামা

অথবা, জল ও স্থলভাগের সীমানা নির্দেশকারী রেখাকে কী বলে? 

উপকূলরেখা 

(v) নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট একটি ভূমিরূপের নাম করো। 

নিকবিন্দু // নদীমঞ্ছ 

অথবা, কোন জলনির্গম প্রণালীতে নদীগুলি শিলাস্তরের আয়াম বরাবর প্রবাহিত হয়? 

জাফরীরূপী জলনির্গমী প্রণালি 

(vi) একটি অনাঞ্চলিক মৃত্তিকার উদাহরণ দাও। 

পলিমাটি 

অথবা, 'মৃত্তিকার PH' কাকে বলে? 

মাটির PH বলতে এক লিটার মৃত্তিকা দ্রবণে মুক্ত হাইড্রোজেন আয়নের পরিমাণ কে বোঝায়। PH মানের দ্বারা মৃত্তিকার অম্লত্ব বা ক্ষারকত্ব পরিমাপ করা যায়।

 7 এর কম হলে  মাটি অম্ল, 7এর বেশি হলে ক্ষারীয় প্রকৃতির, আর 7 হলে নিরপেক্ষ প্রকৃতির হয়।

(vii) ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণাবর্তটি কী নামে পরিচিত? 

হ্যারিকেন 

অথবা, কামসিন' নামক স্থানীয় বায়ুটি কোন দেশে দেখা যায়?

মিশরে 

 (viii) যে সকল উদ্ভিদ ছায়া আবৃত্ত অঞ্চলে ভালো বৃদ্ধি পায় তাদের কী বলে? 

আলোকবিদ্বেষী উদ্ভিদ 

অথবা, বায়ুমণ্ডলের প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কোন স্বরকে? 

ওজোন স্তরকে 

(ix) ‘Biodiversity' শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? 

ওয়াল্টার রোজেন।

অথবা, একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ দাও। 

ভূপাল গ্যাস দুর্ঘটনা/ রাশিয়ার চেরনোবিল দুর্ঘটনা।

(x) শুষ্ক ক্ষয়চক্রের কোন পর্যায়ে পেডিমেন্ট গড়ে ওঠে? 

 পরিনত পর্যায় 

অথবা, ভৌমজলের প্রধান উৎস কোনটি? 

বৃষ্টির জল

(xi) হিউমাস কী? 

উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ, ঝরাপাতা ও অন্যান্য জৈববর্জ্য পদার্থ মৃত্তিকার উপরিস্তরে কাঁচা জৈব পদার্থরূপে সঞ্চিত হয়।

অথবা, এলুভিয়েশন কাকে বলে? 

মাটির উপরের স্তর থেকে খনিজ পদার্থ বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে কিংবা জলে ভাসমান অবস্থায় মাটির নিচের স্তরে যে প্রক্রিয়ায় স্থানান্তরিত হয় তাকে এলুভিয়েশন বলে।মূলত উর্ধ্বস্তর থেকে খনিজ পদার্থ গুলি জলের মাধ্যমে অপসারিত হয় বলে মাটির এই উর্ধ্বস্তরকে বা  A স্তরকে এলুভিয়াল স্তর বলে।

(xii) বায়ুসীমান্ত কী? 

বায়ু সীমান্ত বলতে  দুটি বায়ুপুঞ্জের মধ্যবর্তী সীমানা কে বোঝায়। ভিন্ন ভিন্ন তাপমাত্রা ও আর্দ্রতা বিশিষ্ট দুটি বায়ুপুঞ্জ যদি একে অপরের দিকে অগ্রসর হয় তাহলে বায়ুপুঞ্জ গুলি একত্রে মিশে না গিয়ে একটি ঢালু সীমা রেখা বরাবর পৃথক হয়ে যায়, একে বায়ু সীমান্ত বলে।

অথবা, জেট বায়ু কাকে বলে? 

ট্রপপাস্ফিয়ারের উর্ধ্বাংশে (সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10-12 কিমি উচ্চতায়) অথবা স্ট্র্যাটোস্ফিয়ারে প্রায় অনুভূমিক অক্ষ বরাবর পুঞ্জীভূত শক্তিশালী, সংকীর্ণ বায়ুস্রোত যেটি উল্লম্ব ও পার্শ্বস্থ বায়ুকে কাপিয়ে অতি দ্রুতগতিতে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় তাকে জেট বায়ু বলে।

(xiii) বাণিজ্যিকভাবে ফুলের চাষকে কী বলে? 

ফ্লোরিকালচার।


অথবা, শুষ্ক কৃষি বলতে কী বোঝ? 

বছরে 50 সেমি থেকে 75 সেমির কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে যেখানে জলসেচের সুবিধা নেই, সেই সব অঞ্চলে সামান্য বৃষ্টিপাতের উপর নির্ভর করে খরা সহনশীল শস্য উৎপাদন ব্যবস্থাকে শুষ্ক কৃষি বলে।যেমন ভুট্টা মিলেট ইত্যাদির চাষ। পশ্চিম ভারতে দেখা যায়।

(xiv) একটি শিকড় আলগা শিল্পের নাম লেখো। 

কার্পাস বস্ত্র বয়ন শিল্প 

অথবা, কোন লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রকে 'ভারতের রুড়  বলা হয়?

দুর্গাপুর 

********************************************************************************************** 

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :

 (a) চিত্রসহ ভৌমজলের ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও। পুঞ্জিত ক্ষয় বলতে কী বোঝায়? (5+2=7)

 অথবা, মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু ও জীবজগতের ভূমিকা বিশ্লেষণ কর। ‘মৃত্তিকার ক্যাটেনা' কাকে বলে? (5+2=7)

 (b) ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো? 'এল-নিনো' বলতে কী বোঝায়? (5+2=7) 

অথবা, লবণাম্বু উদ্ভিদের শারীরবৃত্তীয় অভিযোজনগুলি উল্লেখ করো। জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। (1+4-7) 

(c) ভারতীয় কৃষিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। নীল বিপ্লব কী? (6+1=7)

 অথবা, শ্রীলঙ্কায় নারকেল চাষ বিকাশ লাভ করার কারণগুলি আলোচনা করো। ট্রাক ফার্মিং কী? (5+2=7) 

(d) চিত্রসহ কানাডার কাগজ শিল্পের বন্টন আলোচনা করো। আইসোডাপেন বলতে কী বোঝো? (5+2=7) 

অথবা, ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। ‘উদীয়মান শিল্প' কাকে বলা হয়? (5+2=7) 

(e) পৃথিবীর অসম জনবণ্টনের তিনটি প্রাকৃতিক কারণ আলোচনা করো। গ্রামীণ বসতি ও পৌর বসতির মধ্যে কয়েকটি পার্থক্য লেখো। (4+3=7)

অথবা, মানুষ-জমি অনুপাত কাকে বলে? কাম্য জনসংখ্যার কয়েকটি বৈশিষ্ট্য লেখো। ‘শহুরে-গ্রামীণ এলাকা বা ‘রারবান’ বলতে কী বোঝ?

Reactions

Post a Comment

0 Comments

Ad Code